বেসরকারি নম্বর : ২০
রণজিৎ কুমার বিশ^াসের স্মরণে আলোচনাসভা সোমবার
ঢাকা, ১৫ই শ্রাবণ (৩০শে জুলাই):
প্রয়াত সিনিয়র সচিব, বিশিষ্ট প্রাবন্ধিক, ক্রীড়া লেখক ও রম্যরচয়িতা ড. রণজিৎ কুমার বিশ^াসের স্মরণে এক আলোচনাসভা আগামী ১ আগস্ট বিকাল সোয়া পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন এ সভার আয়োজন করেছে।
সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমদ, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়া, সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সাবেক অতিরিক্ত সচিব এ এফ এম নুরুস সাফা চৌধুরী, এ এইচ এম আবদুল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জনকন্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন, ড. রণজিৎ কুমার বিশ^াসের সহধর্মিণী শেলী সেনগুপ্তা প্রয়াত সিনিয়র সচিব ড. রণজিৎ কুমার বিশ^াসের কর্মময় জীবন নিয়ে আলোচনা করবেন।
বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি মো. জয়নাল আবেদীন ও মহাসচিব স ম গোলাম কিবরিয়া ড. রণজিৎ কুমার বিশ^াসের শুভানুধ্যায়ীদের স্মরণসভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
#
কিবরিয়া/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা