Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মার্চ ২০১৬

তথ্যবিবরণী 17/03/2016

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৮৯৯

লন্ডন হাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্যাপন

লন্ডন (যুক্তরাজ্য), (১৭ মার্চ) :
    লন্ডনের বাংলাদেশ হাইকমিশন আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
হাইকমিশনার মো. আবদুল হান্নান জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচি শুরু করেন। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
লন্ডন সফররত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন এবং এই দিনটির মাধ্যমে বঙ্গবন্ধুর শিক্ষা শিশুদের মাঝে পৌঁছে দিতে হবে।
    অনুষ্ঠানে কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, হাইকমিশনার, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুল রহমান ফারুক, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা কোরাইশী এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বক্তৃতা করেন।
#

নাদিম/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/২২১০ঘণ্টা

নাদিম/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/২২১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৮৯৮

সিউলে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপন

সিউল (দড়্গিণ  কোরিয়া), ১৭ মার্চ :

    সিউলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আজ যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্‌যাপন উপলড়্গে দূতাবাসের সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে ছিল সিউলের কোরিয়া কেন্ট আনত্মর্জাতিক স্কুলের বিভিন্ন দেশের শিশুদের অংশগ্রহণে বাংলাদেশ বিষয়ে রচনা, উপস'াপনা প্রতিযোগিতা, প্রবাসী বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান ও শিশু কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

    কোরিয়া কেন্ট আনত্মর্জাতিক স্কুলে সপ্তাহব্যাপী রচনা ও উপস'াপনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান। 

    দূতাবাসে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় রাষ্ট্রদূত জুলফিকার রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের মানুষের আর্থসামাজিক মুক্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনব্যাপী সংগ্রাম ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে সনত্মানদেরকে দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা এবং পরার্থপরতা শিড়্গা দেয়ার জন্য  অভিভাবকদের অনুরোধ জানান। 

    আলোচনা শেষে তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

    সবশেষে শিশুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

#

মাসুদ/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/২১৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৮৯৭

কলকাতায়  উপহাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপন

কলকাতা (ভারত), ৩ চৈত্র (১৭ মার্চ) :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলড়্গে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন আজ দিনব্যাপী কর্মসূচি পালন করে।
 
সকালে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মৌলানা আজাদ কলেজ (পূর্বতন ইসলামিয়া কলেজ) এর বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পসত্মবক অর্পণ করা হয়। কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ পুষ্পসত্মবক অর্পণ করেন। কলকাতায় বাংলাদেশ বিমান ও সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং স'ানীয় বিভিন্ন সংগঠনও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পসত্মবক অর্পণ করে। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য মৃনাল কানিত্ম দাস এসময় উপসি'ত ছিলেন।

দিবস উপলড়্গে কলকাতার  গোর্কি  টেরেসে শিশুকিশোরদের জন্য চিত্রাঙ্কন এবং বঙ্গবন্ধুর জীবনীবিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলকাতার ১২টি স্কুলের ছাত্রছাত্রী ও মিশনের কর্মকর্তা কর্মচারীদের সনত্মানরা চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত ‘আমাদের বঙ্গবন্ধ’ু শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 

গোর্কি টেরেসের আর্ট গ্যালারিতে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর এক আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়। 

বিকেলে কলকাতার ক্যাম্ব্রিজ স্কুল, ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল, লা মার্টিনার গার্লস স্কুলের ছাত্রছাত্রী ও উপহাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদের সনত্মানদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

#

মোফাকখারম্নল/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২১০০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৮৯৬

ট্যুরিজম বিনিয়োগ ও বাণিজ্যের অন্যতম বাহন
                                 -- পর্যটন মন্ত্রী

ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ) :
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ট্যুরিজম এখন আর দেশ দেখার মাঝে সীমাবদ্ধ নেই, এটি বিনিয়োগ ও বাণিজ্যের অন্যতম বাহন। এখন হেলথ ট্যুরিজম, ইকো ট্যুরিজম, আর্কিওলজিক্যাল ট্যুরিজম, এডভেঞ্চার ট্যুরিজম, কমিউনিটি ট্যুরিজম এবং মুসলিম দেশগুলোতে হালাল ট্যুরিজম বিকশিত হচ্ছে। এরই প্রতিফলন জাতিসংঘ ঘোষিত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলে ট্যুরিজমকে অনত্মর্ভুক্তকরণ। 
    মন্ত্রী আজ ঢাকায় মহাখালীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যাংকোয়েট হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) আয়োজিত ফটো  শেয়ারিং এন্ড রিভিউ কনটেস্ট (চযড়ঃড় ঝযধৎরহম ্‌ জবারব িঈড়হঃবংঃ) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
    উলেস্নখ্য, নারীদেরকে পর্যটনে উৎসাহিত করতে বিটিবি অনলাইনে আলোকচিত্র সংগ্রহ করে। অনলাইনভিত্তিক এই ক্যাম্পেইনে সহায়তা করেছে ঞৎরঢ়তরঢ়.ঃড়ঁৎং নামক নারীদের একটি সংগঠন।
    মন্ত্রী বলেন, আবহমানকাল ধরে এ দেশের নয়নাভিরাম সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করেছে। পর্যটক ইবনে বতুতা, হি ইউয়েন সাং, ফা-হিয়েনরা এদেশের সৌন্দর্যের কাহিনী পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় এদেশ হয়ে ওঠে বসবাস ও বাণিজ্যের স্বর্গোদ্যান। ইতিহাসের সেই সোনালী দিনকে আবার ফিরিয়ে আনতে বর্তমান সরকার পর্যটনকে সর্বোচ্চ গুরম্নত্ব দিয়ে ২০১৬ সালকে পর্যটনবর্ষ ঘোষণা করেছে। 
    মন্ত্রী আরো বলেন, বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশে পর্যটন বিষয়ে নারীদের সম্পৃক্ততা কম।  নারীদের ভ্রমণে উৎসাহিত করতে সরকার কাজ করছে। আলোকচিত্র নিয়ে আয়োজিত এ প্রচারণামূলক ক্যাম্পেইন পর্যটন শিল্পের প্রতি নারীদের আরো আগ্রহী করে তুলবে এবং পর্যটন উন্নয়নে ভূমিকা রাখবে।  
    বিটিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারম্নজ জামান খান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সদ্যবিদায়ি সচিব খোরশেদ আলম চৌধুরী, অতিরিক্ত সচিব মো. রফিকুজ্জামান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, বাংলাদেশ উইমেন চেম্বার অভ্‌ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমেদ, নারী উদ্যোক্তা মনোয়ারা হাকিম আলী এবং ইউএন উইমেন এর বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টিনা হান্টার বক্তৃতা করেন।  
#
মাহবুবুর/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৬/২০৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৮৯৫

মুম্বাই  উপহাইকমিশনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপন

মুম্বাই (ভারত), ৩ চৈত্র (১৭ মার্চ) :

    ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের চ্যান্সেরি ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উদ্‌যাপন উপলড়্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা,  মোনাজাত,  কেক কাটা, শিশু সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    মুম্বাইয়ে প্রবাসী বাংলাদেশি, স'ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথি, উপহাইকমিশনের কর্মকর্তা কর্মচারী এবং মুম্বাইয়ে বসবাসরত বাংলাদেশি ও ভারতীয় শিশুকিশোর অনুষ্ঠানে উপসি'ত ছিলেন।

    মুম্বাইয়ে বাংলাদেশের উপহাইকমিশনার সামিনা নাজ আমন্ত্রিত অতিথি ও শিশুকিশোরদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। বঙ্গবন্ধুর জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
    
    প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিশুকিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    
#

রাশেদুজ্জামান/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৮৯৪

ঢাকায় আনত্মর্জাতিক কৃষিপ্রযুুক্তি মেলা উদ্বোধন

ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ) :

বগুড়ার পলিস্ন উন্নয়ন একাডেমি (আরডিএ) এর উদ্যোগে আজ থেকে রাজধানীর সিটি বসুন্ধরায় তিনদিনব্যাপী ষষ্ঠ আনত্মর্জাতিক কৃষিপ্র্রযুক্তি মেলা শুরম্ন হয়েছে। দেশ বিদেশের কৃষক ও শিল্প উদ্যোক্তাগণ জাতীয় ও আনত্মর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভাবিত সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণ সম্পর্কে মেলায় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানার্জনে উপকৃত হবেন। 

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এ মেলার উদ্বোধন করেন।

    পলিস্ন উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি এম এস সিদ্দিকী, আরডিএ পরিচালক মাহামুদ হোসেন খান, মো. নজরম্নল ইসলাম খান ও কাজী সানোয়ার উদ্দিন বক্তৃতা করেন; মূলপ্রবন্ধ উপস'াপন করেন একাডেমির মহাপরিচালক এম এ মতিন। 

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ভবিষ্যতে বিশ্ববাজারে খাদ্যপণ্যের যে কোনো সংকট মোকাবিলা ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে কর্মপরিকল্পনা বাসত্মবায়ন করছে। সনাতন ধারার কৃষিপ্রযুক্তির পরিবর্তে খামার যান্ত্রিকীকরণের পাশাপাশি উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের সমন্বয় প্রয়োজন। মেলায় প্রদর্শিত কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি কৃষকসমাজকে কৃষি যান্ত্রিকীকরণে উৎসাহিত করার পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং লাভজনক ও টেকসই কৃষি উৎপাদন ব্যবস'া নিশ্চিতকরণে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

    মেলায় যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের ৩৭টি দেশের উৎপাদিত কৃষি, খাদ্য ও দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি, কৃষিপণ্য, নবায়নযোগ্য জ্বালানি শক্তি, উদ্যান ফসল ও বীজ উৎপাদন প্রযুক্তি, গবাদিপশু ও পর্াখির খাদ্য ও পুষ্টি উৎপাদন প্রযুক্তির ২১৭টি স্টল স'ান পেয়েছে। 

    প্রতিমন্ত্রী মেলার স্টলসমূহ ঘুরে দেখেন। 

#

আহসান/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৫০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮৯৩

বঙ্গবন্ধুর জন্মদিনে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ) :
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজ রাজধানীর আগারগাঁওয়ে জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    মন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য উপলব্ধি করতে এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে জ্ঞানবিজ্ঞান চর্চায় এগিয়ে আসতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানান।
    জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী বক্তব্য রাখেন।
    প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় চারশ’ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে তিন গ্রুপে বিজয়ী ৩৫জনকে পুরস্কার প্রদান করা হয়।
#

কামরুল/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮৯২

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় সাবকমিটির বৈঠক

ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ) :
জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত ১নং সাবকমিটির সদস্যবৃন্দ গতকাল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ সরজমিন পরিদর্শন  করেন এবং পরিদর্শনশেষে হামদর্দ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক বৈঠকে মিলিত হন। সাবকমিটির  আহ্বায়ক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারি বৈঠকে সভাপতিত্ব করেন।
সাবকমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা এমপি, মোহাম্মদ আমির হোসেন এমপি এবং দিলারা বেগম এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।  
বৈঠকে হামদর্দের বিগত বছরসহ বর্তমান বছরের আয় ব্যয়ের পরিমাণ, সরকারি কোষাগারে জমাকৃত অর্থের হিসাব এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিস্তারিত তথ্য কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাবতীয় তথ্যাদি কমিটির নিকট উপস্থাপন করা হয়।
কমিটির সদস্যবৃন্দ হামদর্দের সার্বিক কার্যাবলির প্রশংসা করে বলেন, হামদর্দ উৎপাদিত ঔষধ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাঁরা এ বিষয়ে হামদর্দ কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং কমিটির পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।  
উল্লেখ্য, সাবকমিটি হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) এর বিষয়ে প্রতিবেদন প্রস্তুত করে সুপারিশসহ মূল কমিটিতে উপস্থাপন করবে।
 সংসদ সচিবালয় এবং অন্যান্য দপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#

ইনামুল/মিজান/নবী/মোশারফ/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮৯১

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ
                              --- গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ) :
    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ। পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণ থেকে বাঙালি জাতিকে মুক্ত করার সকল দিকনির্দেশনা এ ভাষণে ছিল। এ ভাষণ বিশে^র শ্রেষ্ঠ ভাষণের মধ্যে স্থান পেয়েছে।
    মন্ত্রী আজ ঢাকায় মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত সপ্তাহব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
    গণপূর্ত মন্ত্রী বলেন, ৭০’র নির্বাচনের পর পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করতে থাকে। এ সময়ে বঙ্গবন্ধু পাকিস্তানিদের সাথে আলোচনার পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন। একজন তরুণ সংসদ সদস্য হিসেবে সে সময়ে আমিও এ দিকনির্দেশনা পেয়েছিলাম। সে দিকনির্দেশনা মোতাবেক যুদ্ধ শুরুর সাথে সাথেই শুভপুর ব্রিজে প্রতিরোধ গড়ে তুলেছিলাম।
    মন্ত্রী কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের একটি স্থায়ী ঠিকানার ব্যবস্থা করার আশ^াস দেন।
    প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
    অনুষ্ঠানে ১১টি বিষয়ে প্রায় ৩ হাজার শিশু কিশোর অংশ নেয়।
    মন্ত্রী কেক কেটে ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
#

কিবরিয়া/মিজান/নবী/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ৮৯০

ফুটপাথ দখল করা র‌্যাম্প ও বেসমেন্টের
দোকানপাট উচ্ছেদ অব্যাহত রাখতে হবে
                           --- গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ৩ চৈত্র (১৭ মার্চ) :
    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ফুটপাথ দখল করে বানানো র‌্যাম্প এবং গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত বেসমেন্ট থেকে সকল দোকানপাট সম্পূর্র্ণভাবে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। নকশা পরিবর্তন করে সরকারি জায়গাজুড়ে নির্মাণ করা ভবনের দখলকৃত অংশও তিনি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন।
    মন্ত্রী আজ ধানমন্ডি ও গুলশান এলাকায় রাজউক পরিচালিত অবৈধ ও অননুমোদিত স্থাপনা অপসারণ পরবর্তী পরিস্থিতি পরিদর্শনকালে এ নির্দেশ দেন।
    এসময় মন্ত্রী ধানমন্ডি মিরপুর রোড সংলগ্ন সেভেন ইলেভেন দোকান, সিটি টাওয়ার, চিলিস রেস্টুরেন্টের নিচে, গুলশান এক নম্বরে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ক্রিস্ট্যাল প্যালেস, নান্দুসসহ বেশ কিছু ভবনে গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত বেসমেন্ট ও ফুটপাথ দখল করে নির্মিত র‌্যাম্প অপসারণ পরিস্থিতি দেখেন।
    গুলশান এলাকার অথরাইজড অফিসার জানান, নান্দুস রেস্টুরেন্টের অননুমোদিত অংশ ভেঙে ফেলার উদ্যোগ নিলে তিন দিনের সময় চাওয়া হয়। এ সময়ের মধ্যে তারা আদালত থেকে নিষেধাজ্ঞা নিয়ে এসেছে। ফলে তা ভাঙা যায়নি। যে খোলা জায়গায় গাড়ি পার্ক করা হতো সেখানে অননুমোদিতভাবে ভবন নির্মাণ করা হয়েছে। ফলে এখানে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
    মন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদকালে নকশা সাথে রাখার পরামর্শ দেন এবং এ কাজ অব্যাহত রাখার নির্দেশ দেন। ঢাকা শহরকে বাসযোগ্য রাখতে হলে এ কর্মসূচি অব্যাহত রাখার বিকল্প নেই উল্লেখ করে তিনি ভবন নির্মাণ যথাযথভাবে করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য রাজউক কর্মকর্তাদের তৎপর হওয়ার পরামর্শ দেন।
    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার, রাজউক চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ও সদস্য আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#
কিবরিয়া/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৪৫ঘণ্টা

 

Todays handout (6).doc