তথ্যবিবরণী নম্বর : ৩২৫৫
বেসরকারি খাতে বিনিয়োগ আকর্ষণে বিডা কাজ করছে
-- বিডা’র নির্বাহী চেয়ারম্যান
ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :
প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে অফুরন্ত সাফল্য ও সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ বছরে বিনিয়োগ বিকাশের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, এ লক্ষ্যে বেসরকারি খাতে বিনিয়োগ আকর্ষণ ও বৃদ্ধির জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কাজ করে যাচ্ছে। বাংলাদেশের বিনিয়োগ ক্ষেত্র ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার জন্য সংস্কার কার্যক্রম চলছে।
আজ ঢাকায় বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসে সুইজারল্যান্ড দূতাবাস এবং সুইজারল্যান্ড বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত ‘সুইস বিজনেস টক’ নামক ভাষণ ও নেটওয়ার্কিং ইভেন্টে বিশেষ অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বিডা’র সাম্প্রতিক উদ্যোগ এবং পরিকল্পনা সম্পর্কে তিনি কথা বলেন।
বাংলাদেশে বিনিয়োগ করতে বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট স্বার্থের বিষয়ে মতবিনিময় করার লক্ষ্যে এসবিসিসিআইয়ের সদস্যদের সাথে সুইস ব্যবসা সম্প্রদায়ের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
#
শরীফা/মাহমুদ/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৮/২২২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৫৪
গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না
--- শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, নির্বাচনকে সামনে রেখে গার্মেন্টস শিল্পে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির ৩৮তম সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে কোনো মহল দেশের গুরুত্বপূর্ণ এ খাতে শ্রমিকদের উস্কানি দিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয় শ্রমিক-মালিকদের সর্তক থাকার পরামর্শ দেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের যে মজুরি কাঠামো ঘোষণা করেছে তা ডিসেম্বর ২০১৮ থেকে কার্যকর হবে। এ মজুরি কাঠামোর সাতটি ধাপ ২০১৩ সালের মজুরি কাঠামো মোতাবেক বৃদ্ধি করা হয়েছে। মজুরি কাঠামোর এক ধাপের সাথে আরেক ধাপের বৃদ্ধি নিয়ে যাতে শ্রমিক-মালিকের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয়, এ জন্য বিজিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দকে শ্রমিকদের সাথে আলোচনা করে স্পষ্ট করার তাগিদ দেন। তিনি কারখানার উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রাখা এবং শ্রমিক অসন্তোষ যাতে দেখা না দেয়, এ জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।
সভায় গাজীপুরের নিউ টাউন নিটওয়্যার কোম্পানি বন্ধ হওয়া, মজুরি না দেওয়া এবং শ্রমিক অসন্তোষের সমস্যা নিরসনে গাজীপুরের সিটি মেয়র মোঃ জহাঙ্গীর আলমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে বিষয়টির সুষ্ঠু সমাধানের সুপারিশ করা হয়।
সভায় বিকেএমইএ’র সভাপতি সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, বিজিএমইএ’র সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ সামসুজ্জামান ভূইয়া, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মালিক-শ্রমিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
#
আকতারুল/মাহমুদ/পারভেজ/জয়নুল/২০১৮/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৫৩
ভূগর্ভস্থ লাইন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে -- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভূগর্ভস্থ লাইন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। সিস্টেম লস কমিয়ে রাষ্ট্র ও জনগণের উপকার করবে। ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ ব্যহত হবে না; গ্রাহকের ভোগান্তি হ্রাস পাবে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে অস্ট্রেলিয়ার এনার্জিট্রন ও ডিপিডিসি’র মধ্যে ভূগর্ভস্থ বিদ্যুতের লাইনের সম্ভাব্যতা যাচাইয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, সরকার নির্ধারিত সময়ের পূর্বেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে। এখন মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি উঠছে। সেটাও সময়মতো হবে।
বিশ্বের বড় বড় আধুনিক শহরের মতো ঢাকা শহর তথা ডিপিডিসি’র আওতাভুক্ত এলাকায় ওভারহেড বিতরণ ব্যবস্থাকে ভূগর্ভস্থে স্থানান্তরের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ভূগর্ভস্থ নেটওয়ার্ক গড়ে তোলার জন্য একটি আন্তর্জাতিক মানের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। প্রতিযোগিতামূলক এক্সপ্রেসন অভ্ ইন্টারেস্ট (ইওআই) এর মাধ্যমে মোট ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫টি পরামর্শক প্রতিষ্ঠান কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। পরবর্তী সময়ে ৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টি প্রতিষ্ঠান রিকুয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) দাখিল করে। এ ৪টি প্রতিষ্ঠানের মধ্যে প্রস্তাব মূল্যায়নের শর্তানুযায়ী কারিগরি ও আর্থিক মূল্যায়নে সর্বোচ্চ স্কোরধারী প্রতিষ্ঠান বিবেচিত হয় অস্ট্রেলিয়ার কেআইএস গ্রুপের মেসার্স এনার্জিট্রন।
এই কাজের অন্তর্ভুক্ত ১৩২ কেভি, ৩৩ কেভি, ১১ কেভি, ১১/০.৪ কেভি এবং শূন্য দশমিক ৪ কেভি ওভারহেড বিতরণ ব্যবস্থাকে ভূগর্ভস্থ নেটওয়ার্কে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই সার্ভে, আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিজাইন, বিল অভ্ মেটেরিয়ালস, এস্টিমেট ইত্যাদি প্রস্তুতির জন্য পরামর্শক প্রতিষ্ঠান ঊহবৎমুঃৎড়হ, অঁংঃৎধষরধ এর সাথে ডিপিডিসি’র আজ চুক্তি স্বাক্ষরিত হয়। এই কাজের চুক্তি মূল্য ২১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৪শ’ ১৯ টাকা এবং কাজটি সম্পন্ন করতে ১ বছর সময় লাগবে।
চুক্তি স্বাক্ষর করেন ডিপিডিসি’র পক্ষে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সচিব হাসনাত চৌধুরী ও অস্ট্রেলিয়ার এনার্জিট্রন কোম্পানির পক্ষে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার খন্দকার ওয়াহিদুল ইসলাম।
ডিপিডিসি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শফিকউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবি’র চেয়ারম্যান খালেদ মাহমুদ, ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান ও এনার্জিট্রনের আঞ্চলিক ব্যবস্থাপক রিচার্ড মারফি (জরপযধৎফ গঁৎঢ়যু) বক্তব্য রাখেন।
#
আসলাম/মাহমুদ/জুলফিকার/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৫২
বাজার তদারকি
১৩০ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে গতকাল ঢাকা মহানগর, চট্টগ্রাম, রাজশাহী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নীলফামারী, রংপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, জামালপুর, নোয়াখালী, চুয়াডাঙ্গা, কক্সবাজার, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, বগুড়া, দিনাজপুর, হবিগঞ্জ, ফরিদপুর, সিলেট, নওগাঁ, টাঙ্গাইল, বরিশাল, সাতক্ষীরা, ময়মনসিংহ, ভোলা, মাগুরা, শরীয়তপুর, নাটোর, বাগেরহাট, ঝালকাঠি, ফেনী ও পটুয়াখালীতে বাজার তদারকি করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগরীর কচুক্ষেত ও গুলশান এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে সিকদার জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, জাররা সুইটসকে ১০ হাজার টাকা, মাদারীপুর জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, মা জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা, ফাহিম জেনারেল স্টোরকে ৭ হাজার টাকা, সরিফুল স্টোরকে ৭ হাজার টাকা, মুসলিম সুইটসকে ৫ হাজার টাকা, কনক সুইটসকে ৩০ হাজার টাকা; ওজনে কারচুপির অপরাধে জাররা সুইটসকে ২০ হাজার টাকা; অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে লাকি হোটেলকে ১৫ হাজার টাকা, আর আ রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা, পার্ক পাস্তাকে ৩০ হাজার টাকা, ইন আউটকে ৩০ হাজার টাকা ও কিংস বারবিকিউকে ৩০ হাজার টাকা; মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রি ও অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর অপরাধে ইউরো এশিয়া রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া, দেশব্যাপী ৩৫টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়সহ পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ১১১টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ২৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৫ জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১০ হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১২৫টি বাজার তদারকি ও ৫টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১৩০টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৭৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ৫ জন অভিযোগকারীকে ১০ হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করে।
#
আফরোজা/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৫১
বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চুক্তি স্বাক্ষর
ঢাকা, ২২ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :
আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ২০১৮-২০২০ মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ এবং ফিলিপাইনের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্টে ভিভেনসিও টি. ব্যান্ডিলো (ঠরপবহঃব ঠরাবহপরড় ঞ. ইধহফরষষড়) চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে একটি দীর্ঘমেয়াদি সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি (কালচারাল এগ্রিমেন্ট) ১৯৮০ সালের ২৬ মে স্বাক্ষরিত হয়। এর পরে চুক্তির আওতায় বিভিন্ন মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চুক্তি সম্পাদিত হয়। গত ২০১৩-২০১৭ মেয়াদের বিনিময় কার্যক্রম চুক্তির মেয়াদ ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হয়। ২০১৮-২০২০ মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক তথ্য-উপাত্ত বিনিময়, সাহিত্য, প্রকাশনা ও পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যগত নিদর্শনসমূহ উন্নয়ন, সংরক্ষণ ও পুনরুদ্ধারকরণ, পারস্পরিক উৎসবসমূহ বিশেষ করে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ, চিত্রপ্রদর্শনী আয়োজন ও বিনিময়সহ সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার দ্বার আরো প্রসারিত হলো।
উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত ফিলিপাইন বাংলাদেশের একটি ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে ফিলিপাইনের বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা বিদ্যমান। আজকের চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার ফলে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক তথ্য-উপাত্ত বিনিময়সহ সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
#
ফয়সল/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৭৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৫০
বাংলাদেশকে ফুলের দেশ হিসেবে পরিচিত করতে হবে
-বিডা'র নির্বাহী চেয়ারম্যান
ঢাকা, ২২ অগ্রহায়ণ, (৬ ডিসেম্বর) :
বাংলাদেশে গত ১০ বছরে বাণিজ্যিকভাবে ফুলের উৎপাদন ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগ উপযোগী সম্ভাবনাময় এই খাতকে শিল্পে রূপান্তর করে দক্ষ ও সফল উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সবাইকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশ পোশাকশিল্পে দ্বিতীয়, ফুলশিল্পেও বৈশ্বিক অবস্থান এগিয়ে নিতে হবে। এ জন্য ব্র্যান্ডিং এর মাধ্যমে বাংলাদেশকে ফুলের দেশ হিসেবে পরিচিত করতে হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স ২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
কাজী আমিনুল ইসলাম আরো বলেন, বাংলাদেশর পোশাকশিল্পের জন্য যেমন বিজিএমইএ আছে, ফুল শিল্পের জন্যও এমন প্রতিষ্ঠান প্রয়োজন। ফুলশিল্পের জন্য নীতিমালা তৈরির পাশাপাশি বিভিন্ন দেশের সাথে ট্রেড এগ্রিমেন্ট এবং কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তিগতজ্ঞান বিতরণ করার পরামর্শ দেন তিনি।
ঢাকা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ এর প্রেসিডেন্ট আবুল কাশেম খান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুর রউফ, USAID এর কনসাল্টেন্ট ও সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির প্রেসিডেন্ট আব্দুর রহিম এবং USAID এর অর্থনৈতিক কর্মকর্তা থমাস পোপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
#
শরীফা/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৪৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানি আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর ২০১৮ নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। নির্বাচন ভবনের ১১ তলায় (লিফট-১০) স্থাপিত এজলাসে কমিশন শুনানি গ্রহণ করবেন। সর্বমোট ৫৪৩টি আপিল দায়ের করা হয়েছে।
আপিলের শুনানি গ্রহণের সমযসূচি : ৬ ডিসেম্বর সকাল ১০ টা হতে ক্রমিক নম্বর ১-১৬০ আপিলের শুনানি, ৭ ডিসেম্বর সকাল ১০ টা হতে ক্রমিক নম্বর ১৬১-৩১০ আপিলের শুনানি এবং ৮ ডিসেম্বর সকাল ১০টা হতে ক্রমিক নম্বর ৩১১-অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
তথ্যবিবরণী নম্বর : ৩২৪৭
ইদানিং বাসা-বাড়িতে এলপিজি সিলিন্ডার ব্যবহারের সময় অসতর্কতা বা সিলিন্ডারের ব্যবহার পদ্ধতি সঠিক না হওয়ার কারণে এলপিজি সিলিন্ডার হতে গ্যাস নিঃসরণ হয়ে বিস্ফোরণ এবং অগ্নিদুর্ঘটনা ঘটছে। এ দুর্ঘটনা এড়াতে নিন্মোক্ত নির্দেশনা অনুসরণ জরুরি।
সিলিন্ডার আগুনে বা অন্যভাবে গরম হলে তরল এলপিজি দ্রুত গ্যাসে রূপান্তরিত হয়ে অস¦াভাবিক চাপ বৃদ্ধির ফলে সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে।
গ্যাসের গন্ধ পেলে ম্যাচের কাঠি জ¦ালানো যাবে না, ইলেকট্রিক সুইচ এবং মোবাইল ফোন অন বা অফ করা যাবে না।
ঘরে গ্যাসের গন্ধ পেলে দ্রুত দরজা-জানালা খুলে দিতে হবে এবং এলপিজি সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করতে হবে।
তথ্যবিবরণী নম্বর : ৩২৪৬
নেদারল্যান্ডের হেগে চলতি মাসের ৫ তারিখ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রসমূহের ১৭তম অধিবেশনে আগামী দুই (২০১৯-২০) বছরের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর ব্যুরো’র সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। রোম স্ট্যাচুটের সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ব্যুরো সদস্য নির্বাচিত হয়। ২০১০ সালে আইসিসি-এর সদস্যরাষ্ট্র হিসেবে যোগদানের পর এই প্রথম বাংলাদেশ ব্যুরোর সদস্য হিসেবে কাজ করতে যাচ্ছে।
১২৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ‘ব্যুরো’ আইসিসির শীর্ষ পরামর্শক পর্ষদ হিসেবে পরিগণিত। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য হিসেবে ২০১৯ সালের জন্য বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া
ও জাপান এবং ২০২০ সালে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া এবং ফিলিস্তিন ব্যুরো-এর প্রতিনিধিত্ব করবে।
সাধারণত ব্যুরো আইসিসি-এর বাজেট চূড়ান্তকরণ, বিচারক, প্রসিকিউটর, ডেপুটি প্রসিকিউটর নির্বাচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহণ করে থাকে। এ অধিবেশনে ১২ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত চলবে।