Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০২৩

তথ্যবিবরণী ২৮ ডিসেম্বর ২০২৩

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২১৭৩

 

গুণগতমান বিবেচনায় নন-ফিকশন বইমেলা একটি অনন্য আয়োজন

                                                      ---সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর) :

 

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, গুণগতমান বিবেচনায় নন-ফিকশন বইমেলা একটি অনন্য আয়োজন। এ মেলায় স্থান পাওয়া বইয়ের মান আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। সেজন্য বইমেলার আয়োজক বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদকে আমি সাধুবাদ জানাই। প্রতিবছর বাংলা একাডেমি অমর একুশে বইমেলার আয়োজন করে থাকে। সেখানে বইয়ের মান যাচাইয়ের জন্য একটি কমিটি থাকলেও সেভাবে মান বজায় রাখা সবসময় সম্ভবপর হয়ে ওঠে না। সেদিক বিবেচনায় নন-ফিকশন বইমেলা একটি ব্যতিক্রমী ও গুণগত মানসম্পন্ন অসাধারণ আয়োজন।

 

প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বণিক বার্তা ও ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী (২৬-২৮ ডিসেম্বর) ‘৭ম নন-ফিকশন বইমেলা ২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। আরো বক্তৃতা করেন ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা-২০২৩’ নির্বাচন সংক্রান্ত জুরি বোর্ডের সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং সদস্য যথাক্রমে অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী ও ফারুক মঈনউদ্দীন, বণিক বার্তা'র সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

 

উল্লেখ্য, ৭ম নন-ফিকশন বইমেলায় দেশের ৪১টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিয়েছে। জুরি বোর্ডের মতামতের ভিত্তিতে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা-২০২৩’ এর জন্য নির্বাচিত হয়েছেন লেখক আমিনুল ইসলাম ভুইয়া ও মোঃ নজরুল ইসলাম যথাক্রমে ‘প্লেটো প্রবেশিকা’ ও 'Sharing Ganges Water' গ্রন্থ দুইটি রচনার জন্য। আর গ্রন্থ দুইটি প্রকাশ করেছে যথাক্রমে 'পাঠক সমাবেশ' ও 'ইউনিভার্সিটি প্রেস লিমিটেড'।

 

এ বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় আগ্রহী করে তোলা।

 

 

                                                   #

 

ফয়সল/সায়েম/মোশারফ/আব্বাস/২০২৩/২১১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ২১৭২

 

প্রধানমন্ত্রীর সময়োপযোগী সঠিক দিক-নির্দেশনার কারণে

বাংলাদেশ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে

                                 ---আবুল হাসানাত আবদুল্লাহ্

 

বরিশাল, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর) :

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় পদক্ষেপ ও সময়োপযোগী সঠিক দিক-নির্দেশনার কারণে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। তিনি আরো বলেন, নেত্রীর অক্লান্ত শ্রম, মেধা ও প্রজ্ঞার কারণে ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে রপান্তরে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।

 

বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সর্বাত্মক সফল করতে আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে উপজেলার তৃণমূল জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীদের এক সমাবেশে এসব কথা বলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরঞ্জীব আদর্শ, বর্ণাঢ্য জীবন ও কর্ম সমাজের সর্বস্তরে প্রতিফলন ঘটিয়ে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী গণতন্ত্রহীনতা, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তির দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে সুমহান উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার অবদানসমূহকে স্বীকৃতিদানের জন্য জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে । বর্তমান সরকার দক্ষিণ বাংলার মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সমর্থন দান অব্যাহত রাখতে হবে।

 

                                                        #

 

আহসান/সায়েম/মোশারফ/আব্বাস/২০২৩/২০৪৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                            নম্বর : ২১৭১

নাগরিকদের স্মার্ট ভূমিসেবায় সম্পৃক্তকরণে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ

                                                                                 --- ভূমি সচিব

ঢাকা, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর) :

          ভূমি সচিব মোঃ খলিলুর রহমান বলেছেন, মাঠ পর্যায়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ অন্যান্য ভূমি বিষয়ক আইনসমূহ কার্যকরভাবে প্রয়োগে সহযোগিতা বাড়াতে ভূমি মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ একযোগে কাজ করবে। 

          আজ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রামের আওতায় আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য স্মার্ট ভূমিসেবা বিষয়ক কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য প্রদানকালে ভূমি সচিব এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার।

          ভূমি সচিব এ সময় জানান দেশের নাগরিকদের স্মার্ট ভূমিসেবায় সম্পৃক্তকরণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভূমিসেবা বিষয়ক ৪৫ লক্ষাধিক অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। প্রতিমাসে ভূমিসেবা সম্পর্কিত ফিডব্যাক গ্রহণসহ অন্যান্য তথ্যের জন্য ৬ লাখ নাগরিককে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট কল করছে।

          ভূমি সচিব আরো বলেন, মাঠ পর্যায়ে এবং প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নলেজ শেয়ারিং ও প্রশিক্ষণ কেন্দ্রসমূহে স্মার্ট ভূমি সেবা বিষয়ে কারিকুলাম অন্তর্ভুক্তিকরণের জন্য দুই মন্ত্রণালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয় বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর করার ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, ১৭টি উপজেলায় জমি ক্রয় পরবর্তী ভূমি নিবন্ধনের পর স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ'-এর মাধ্যমে, যা আগামী বছর নাগাদ দেশব্যাপী বিস্তৃত করা হবে। ভূমি উন্নয়ন কর নির্ধারণের ডিজিটাল ব্যবস্থাও রাখা হয়েছে এই ব্যবস্থায়।

          ভূমি সচিব আরো বলেন, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় আইন ও বিচার বিভাগের আওতায় ভূমি নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। ভূমি ব্যবস্থাপনা ও ক্যাডাস্ট্রাল জরিপ কার্যক্রম পরিচালিত হয় ভূমি মন্ত্রণালয়ের আওতায়। স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণের জন্য এই দুই মন্ত্রণালয়ের মধ্যে কাজের নিরবিচ্ছিন্ন সমন্বয়সাধন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

          কর্মশালায় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলে।

#

নাহিয়ান/সায়েম/রফিকুল/জয়নুল/২০২৩/১৯০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ২১৭০

জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত

                                                   ---এনামুল হক শামীম

 

শরীয়তপুর, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর):

 

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, এদেশের জনগণ অধির আগ্রহে আগামী ৭ জানুয়ারির জন্য অপেক্ষায় রয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে নৌকার বিজয় সুনিশ্চিত। গণসংযোগ, প্রচারণা, পথসভা ও উঠান বৈঠক যেখানেই নৌকা, সেখানেই উৎসবের আমেজে জনতার উচ্ছ্বাস। তা দেখেই বলা যায়, জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবার জন্য প্রস্তুত। নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্রকারীরা ঠেকাতে পারবে না।

আজ শরীয়তপুর-২ নির্বাচনি এলাকার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ঘরিষার, চামটা, কেদারপুর ও ভূমখাড়া ইউনিয়নে গণসংযোগ, প্রচারণা ও পথসভায় উপমন্ত্রী এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক। নৌকায় ভোট দিলেই পদ্মা সেতু হয়, মেট্রোরেল হয়, বড় বড় মেগাপ্রকল্প বাস্তবায়ন হয়। মোট কথা নৌকা মানেই জনগণের ভাগ্যের পরিবর্তন। তাই জনগণ আবারো নৌকাকেই ক্ষমতায় দেখতে চায়। এজন্য আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে । তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলে বিভ্রান্ত করছে বিশ্বাসঘাতকেরা। গুজব ছড়াচ্ছে, অপ্রচার চালাচ্ছে। আপনারা এসব লোকদের কথায় কান দিবেন না। তাই নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।

নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ইতালী আওয়ামী লীগের সভাপতি মাহতাব হোসেন-সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

                                                     #

গিয়াস/সায়েম/রফিকুল/আব্বাস/২০২৩/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ২১৬৯

এমআরটি লাইন-৬ (মেট্রোরেল) এর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন আগামী

৩১ ডিসেম্বর যাত্রী সাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হবে

ঢাকা, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর) :

এমআরটি লাইন-৬ (মেট্রোরেল) এর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন আগামী ৩১ডিসেম্বর ২০২৩ তারিখ রবিবার যাত্রী সাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

এছাড়া উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং বিপরীত অভিমুখী সকল মেট্র ট্রেন কারওয়ান বাজার ও শাহবাগ মেট্রোরেল স্টেশনে থামবে। এখন থেকে যাত্রীগণ উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকল মেট্রোরেল স্টেশন ব্যবহার করে মেট্র ট্রেনে যাতায়াত করতে পারবেন এবং মেট্র ট্রেনের পূর্বের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃক জারিকৃত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

#

ওয়ালিদ/সায়েম/রফিকুল/শামীম/২০২৩/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                                নম্বর : ২১৬৮

নির্বাচনবিরোধী অপতৎপরতা নজরে এনে নির্বাচন

কমিশন ব্যবস্থা নেবে প্রত্যাশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

ঢাকা, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর) :

            নির্বাচনবিরোধী অপতৎপরতা নজরে এনে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ ।

            আজ রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের গণতন্ত্র ও নির্বাচনবিরোধী অপপ্রচার ও অবরোধ-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ আশা প্রকাশ করেন।

            হাছান মাহ্‌মুদ বলেন, ‘নির্বাচনবিরোধী যে কোনো কর্মকাণ্ড, নির্বাচনের বাধা সৃষ্টি করতে পারে এমন যে কোনো কর্মকাণ্ড বন্ধ করার জন্য নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে। আমি আশা করি এবং নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো যে, নির্বাচন বর্জন করার জন্য এবং নির্বাচনের বিরুদ্ধে যে লিফলেট বিতরণ ও মাঝে মধ্যে চোরাগোপ্তা যে মিছিল করা হয়, এগুলো নজরে এনে কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। আমি মনে করি, নির্বাচন কমিশনের যে ঘোষণা, সেটিকে বাস্তবায়ন করার জন্য এ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

            নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাদের শক্তি, সামর্থ্য, সক্ষমতা প্রকাশ করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কমিশন সারা দেশের বেশিরভাগ থানা পুলিশের ওসি বদলি করেছে, ইউএনও বদলি করেছে, ডিসি বদলি করেছে। অনেক প্রার্থীকে তারা কারণ দর্শানোর নোটিশ দিয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। এগুলোর মাধ্যমে তাদের সক্ষমতা এবং একটি সুষ্ঠু, অবাধ ও জনগণের ব্যাপক অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তাদের দৃঢ়তা প্রকাশ করতে সক্ষম হয়েছে।’

            সুতরাং আমি আশা করি যে, নির্বাচনের বিরুদ্ধে যারা এখন মিছিল-মিটিং বা লিফলেট বিতরণ করছে, এটির বিরুদ্ধেও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে' বলেন ড. হাছান।

            বিএনপির নির্বাচনবিরোধী লিফলেট বিতরণ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করার যে আহ্বান জানাচ্ছে সে দিকে কারো কোনো সাড়া নাই। এখন তারা কি করে! লিফলেট বিতরণ করে। এই লিফলেট বিতরণ দেখে পুরান ঢাকায় আর ক্যান্টনমেন্টের দিকের কিছু বানরও পেছনের দিকে লাথি মারে। বিএনপির তারা আগুনসন্ত্রাস চালিয়ে মানুষকে ভীতসন্ত্রস্ত করতে চেয়েছিলো, পারেনি। তাদের এই আগুনসন্ত্রাসের কারণে নির্বাচনের প্রচারণা ও আমেজেও কোনো ছেদ পড়েনি। মানুষ পুরোপুরিভাবে আজকে নির্বাচনমুখী।’

            বিদেশিরা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে উল্লেখ করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি যাদের দুয়ারে দুয়ারে নির্বাচন বর্জন, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার এ সমস্ত কথা বলে ধর্ণা দিতো, তাদের দুয়ার বিএনপির জন্য বন্ধ হয়ে গেছে। দেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য তাদের অনেকেই এসেছে এবং আসছে। অর্থাৎ এ নির্বাচনকে তারা গ্রহণ করেছে।’

            বিএনপির অনেক কর্মী সমর্থকও নির্বাচনে ভোট দেওয়ার জন্য উম্মুখ হয়ে বসে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির অনেক সমর্থক আজকে নির্বাচনি প্রচারণার সাথেও যুক্ত হয়েছে। বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে। তৃণমূল বিএনপির মাধ্যমে, তারপর অন্যান্য দলের মাধ্যমে বিএনপির বহু নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে। অর্থাৎ বিএনপির এই নির্বাচন বর্জনের তর্জন-গর্জন সেটি কেউ শোনেনি, নির্বাচনের ঢামাঢোলের মধ্যে হারিয়ে গেছে।’

            তথ্যমন্ত্রী হাছান বলেন, ‘বিএনপি প্রথমে মনে করেছিলো আমরা নির্বাচন করতে পারবো না, কিন্তু আগুনসন্ত্রাস চালিয়ে গুপ্তহত্যার চক্রান্ত করেও তারা মানুষকে নির্বাচন থেকে বিমুখ করতে পারেনি। আজকে সমগ্র দেশে নির্বাচনি ঝড়। মানুষ ভোট দেওয়ার জন্য উম্মুখ এবং বিশ্ববাসীও এই নির্বাচনকে গ্রহণ করেছে বিধায় ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, ওআইসি এবং সার্কভুক্ত দেশগুলো ও আরো বিভিন্ন সংস্থা পর্যবেক্ষক পাঠিয়েছে, পাঠাচ্ছে। নির্বাচন হয়ে যাচ্ছে বুঝতে পেরে বিএনপি  বলছে, নির্বাচনের পরেও তাদের আন্দোলন চলবে। তাই আমি আওয়ামী ঘরানার সকল নেতা-কর্মীদের অনুরোধ জানাবো  রাজপথে অতন্দ্র প্রহরীর মতো সতর্ক দৃষ্টি রাখার জন্য।

            ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহসভাপতি ডা. দিলীপ রায়, আওয়ামী লীগ নেতা এম এ করিম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, ছাত্রলীগের সাবেক সহসভাপতি এইচ এম মেহেদী হাসান, প্রবাসী আওয়ামী লীগ নেতা আল মামুন সরকার প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।

#

আকরাম/সায়েম/রফিকুল/জয়নুল/২০২৩/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৬৭

হজযাত্রী নিবন্ধের সময় বাড়লো ১৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত

ঢাকা, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর) :

          হজযাত্রী নিবন্ধের সময় ১৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন/প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। আজ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা. আবু তাহির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

          প্রসঙ্গত, প্রাথমিক নিবন্ধন করার পর ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট মূল্য জমার মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সর্বশেষ প্রাপ্ততথ্যে ২ হাজার ৯৫২ জন সরকারিভাবে এবং ২২ হাজার ৯৬১ জন বেসরকারিভাবে নিবন্ধিত হয়েছেন।

          উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন ২০২৪ (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছরেও দেশের এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

#

আসিফ/সায়েম/রফিকুল/জয়নুল/২০২৩/১৭৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২১৬৬

 

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর) :

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার
২ দশমিক ৩২ শতাংশ। এ সময় ৮২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।     

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯১৮ জন।

#

 

সুলতানা/সায়েম/রফিকুল/শামীম/২০২৩/১৬৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২১৬৫

সংবিধান অনুযায়ী দেশের মানুষ সকল ক্ষমতার উৎস

       -আইনমন্ত্রী

ঢাকা, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর) :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের মানুষ সকল ক্ষমতার উৎস। গণতান্ত্রিক ধারায় তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। অথচ একটি মহল নির্বাচন বর্জন করে জনগণকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে।

আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চানপুর খেলার মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 মন্ত্রী বলেন, আগামী ৭ জানুয়ারি দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে বিশ্বকে দেখিয়ে দেবে তারা দেশকে কতটা ভালোবাসে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত ভোট না দিয়ে পাস করার সংস্কৃতিতে বিশ্বাস করে বলেই জনগণকে ভোট দিতে নিষেধ করছে।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

#

রেজাউল/জামান/ফাতেমা/রবি/রাসেল/কলি/মাসুম/২০২৩/১৫৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ২১৬৪

আসন্ন সেচ মৌসুমে সেচ পাম্পসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

সরবরাহের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা

ঢাকা, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর) :

          আজ বিদ্যুৎ ভবনে আসন্ন সেচ মৌসুমে সেচ পাম্পসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মোট ১৭টি সিদ্ধান্ত গৃহিত হয়। জানুয়ারি ২০২৪ হতে সেচ মৌসুম শুরু হবে এবং এপ্রিল, ২০২৪ পর্যন্ত চলমান থাকবে।

গত সেচ মৌসুমে এপ্রিল মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট। আসন্ন সেচ মৌসুমে বিদ্যুতের সামগ্রিক চাহিদা ১৭ হাজার ৮শ’ মেগাওয়াট হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মোট সেচ সংযোগের সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৫১টি এবং অপেক্ষমান আবেদন সংখ্যা ৯ হাজার ৪৩২টি। শুধু সেচের জন্য জানুয়ারিতে ৩৪৭ মেগাওয়াট, ফেব্রুয়ারিতে ৮৬৫ মেগাওয়াট, মার্চে ১ হাজার ৯৪৯ মেগাওয়াট, এপ্রিলে ২ হাজার ৫৯০ মেগাওয়াট, মে’তে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে।

আসন্ন সেচ মৌসুমে গ্যাসের চাহিদা ১ হাজার ৭৬০ এমএমসিএফডি এবং ন্যূনতম ১ হাজার ৫৪০ এমএমসিএফডি হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ফার্নেস অয়েলের চাহিদা ১ লাখ ৫৪ হাজার ৯৫০ মেট্রিক টন এবং ডিজেলের চাহিদা ১৫ হাজার ৬০০ মেট্রিক টন হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্বালানি বিভাগ থেকে জানানো হয় ফার্নেস অয়েল ও ডিজেলের কোনো ঘাটতি নেই এবং চাহিদা মোতাবেক সরবরাহ করা হবে।

আসন্ন সেচ মৌসুমে জ্বালানি পরিবহণের ক্ষেত্রে যাতে কোনো প্রকার সমস্যা না হয় সে বিষয়ে রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ, বিআইডব্লিউটিসি,বিআইডব্লিউটিএ ও বিপিসি'র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) পক্ষ থেকে যোগাযোগ রক্ষা করে জ্বালানি পরিবহণ নিশ্চিত করা, সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে গ্রিড উপকেন্দ্র, সঞ্চালন লাইন, বিতরণ লাইন ও উপকেন্দ্রসমূহ সংরক্ষণ ও মেরামত কাজ জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে। ওভারলোডেড সাবস্টেশনসমূহ ও সঞ্চালন লাইনের আপ-গ্রেডেশনের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করাসহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে ন্যূনতম ২ মাসের উৎপাদন ক্ষমতা রাখার জন্য জ্বালানি তেলের মজুদ নিশ্চিতকরণ। সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ তদারকির জন্য মনিটরিং কমিটি গঠন এবং গঠিত মনিটরিং কমিটির কার্যক্রম জোরদারকরণ। 

আন্ত:মন্ত্রণালয় সভায় অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: নূরুল আলম, পিডিবি’র চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান,পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রেলপথ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

#

আসলাম/জামান/ফাতেমা/রবি/আলী/মাসুম/২০২৩/১৫২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ২১৬৩

জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে লেবাননে ‘বিশেষ সেবা সপ্তাহ’ উদ্বোধন

বৈরুত (লেবানন), ২৮ ডিসেম্বর :

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান ২৬ ডিসেম্বর, দূতাবাসের হলরুমে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসন দিবস-২০২৩ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত  ‘বিশেষ সেবা সপ্তাহ’ উদ্বোধন করেন। সেবা সপ্তাহ চলবে ২৬ ডিসেম্বর  থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।  

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রদূত বলেন, দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশি  ভাইবোনেরা  অসামান্য অবদান রেখে চলেছেন। তাদের অবদানকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে সরকার ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছে। প্রথমবারের মতো এবছর দিবসটি উদ্‌যাপিত হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ দূতাবাস বৈরুত ঘোষিত বিশেষ সেবা সপ্তাহে নিয়মিত সেবার পাশাপাশি লেবাননে কর্মরত প্রবাসীদের বিশেষ কনস্যুলার ও কল্যাণসেবা প্রদান করা হবে। এছাড়া, আগামী ৩১ ডিসেম্বর সেবা সপ্তাহের সমাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে লেবানন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বৈধপথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সন্মাননা প্রদান করা হবে।

বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, বৈরুতের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো.বাকী বিল্লাহ, আন্তর্জাতিক অভিবাসী সংস্থা লেবাননের সিনিয়র মুভমেন্ট অপারেশন্স অফিসার গ্যাব্রিয়েল ওকোতই প্রমুখ।

#

আনোয়ার/জামান/রবি/আলী/আসমা/২০২৩/১১১০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                           নম্বর : ২১৬২

অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে অন্তর্ভুক্ত হলো বাংলাদেশের ১৮টি বিশ্ববিদ্যালয়

ক্যানবেরা, ২৮ ডিসেম্বর :

অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে নতুন আরো ১৮টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ইতোপূর্বে অন্তর্ভুক্ত বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের সাথে এ বিশ্ববিদ্যালয়গুলো যুক্ত হলো। ফলে এসব বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের অস্ট্রেলিয়ার বিশ্বদ্যিালয়সমূহে প্রবেশাধিকারসহ গবেষণা ও শিক্ষা আদানপ্রদান সহজ হবে। এতে আন্তর্জাতিক শিক্ষা মানচিত্রে বাংলাদেশের অবস্থার উন্নয়ন হবে।

অন্তর্ভুক্ত ১৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫টি সরকারি ও ১৩টি বেসরকারি। এগুলো হলো খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্রাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব টিটাগাং, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনাইটেড  ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এছাড়া, ইতোপূর্বে অন্তর্ভুক্ত বিশ

2023-12-28-15-17-570770515f42dce4cbc1ff6f5b82ae94.docx