তথ্যবিবরণী নম্বর : ২৫৩৬
দেশীয় উদ্ভাবন একদিন বিশ্ব জয় করবে
-- আইসিটি প্রতিমন্ত্রী
ঢাকা, ২৫শে শ্রাবণ (৯ই আগস্ট):
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকেই বেশ কয়েকটি দেশীয় উদ্ভাবন সারাবিশ্বে সাড়া জাগাবে, তাদের মেধার সক্ষমতা প্রমাণ করবে। সেজন্য আমরা একটি ইনোভেশন ইকো-সিস্টেম এবং স্টার্ট-আপ কালচার তৈরি করছি। এ সকল কর্মকা- বাসত্মবায়নের জন্য আমরা ‘ওয়ান থাউজেন্ড ইনোভেশন বাই ২০২১’ কর্মযজ্ঞ শুরম্ন করেছি। এই সকল কর্মকা- থেকেই দেশীয় উদ্ভাবন একদিন বিশ্বমানের নতুন উদ্ভাবনী পণ্য বা সেবার মাধ্যমে সারাবিশ্বে নেতৃত্ব দেবে। দেশীয় উদ্ভাবন একদিন বিশ্ব জয় করবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘ওয়ান থাউজেন্ড ইনোভেশন বাই ২০২১’ কর্মকা-ের প্রেস মিট ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বুয়েটের সাবেক কৃতী শিক্ষার্থী ড. তাহের এ সাইদ মানুষের রক্তনালীতে সাঁতার কাটতে পারে এবং ওষুধের প্রয়োগ ছাড়াই ক্যানসারকে জয় করতে পারে এমন এক বায়ো-বট বা জীবনত্ম রোবট উদ্ভাবন করেছেন। জিন বিজ্ঞানী ড. মাকসুদুল আলমের নেতৃত্বে আমাদের দেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উন্মোচন করেছেন। কুয়েটের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ তাসনিমুল ইসলাম ও সৈয়দ ইরফান আলী মির্জা সবধরণের মোবাইলে কাজ করে এ ধরণের স্মার্টওয়াচ উদ্ভাবন করেছেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের শিক্ষার্থী তরম্নণ দেবনাথ শারীরিক প্রতিবন্ধীদের জন্য এন্ড্রয়েড মোবাইল ফোন নিয়ন্ত্রিত হুইলচেয়ার উদ্ভাবন করেছেন। ওনারা সবাই আমাদের সনত্মান। তাদের সে সব উদ্ভাবন আজ সারাবিশ্বে সমাদৃত হচ্ছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে ৯টি উদ্ভাবনী অ্যাপস ও গেইমের জন্য অনুদান প্রদান করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস'াপনা পরিচালক হোসনে আরা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারম্ননুর রশিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশানত্ম কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেব, কন্ট্রোলার অভ্ সার্টিফায়িং অথরিটির কন্ট্রোলার আবুল মনসুর মোহাম্মদ সারফ উদ্দিনসহ আইসিটি ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপসি'ত ছিলেন।
#
নাছের/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/২১৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩৫
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৫শে শ্রাবণ (৯ই আগস্ট):
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডা. দীপু মনি বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ্রিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান ও কাজী নাবিল আহমেদ অংশগ্রহণ করেন।
কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনবল সংকট নিরসনে শূন্যপদে অতি দ্রুত নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করে।
বৈঠকে মিশনসমূহের কাজের গতিশীলতা আনয়নের জন্য মিশনসমূহের সকল উইং প্রধানদের মিশন প্রধানের নির্দশনা অনুযায়ী কাজ করার সুপারিশ করে। কমিটি বৈদেশিক ভাতা ও আপ্যায়ন ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়।
বৈঠকে বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে কালচারাল উইং স্থাপন না করে বিশে^র অন্যান্য দেশের ন্যায় কালচারাল সেন্টার স্থাপনের সুপারিশ করা হয়। এছাড়াও অতি দ্রুত কলকাতা, লন্ডন ও নিউইয়র্কে কালচারাল সেন্টার স্থাপনের সুপারিশ করে।
বৈঠকে পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
কামাল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩৪
জঙ্গিবাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যম ব্যাপক জনমত সৃষ্টি করছে
-- এলজিআরডি প্রতিমন্ত্রী
ঢাকা, ২৫শে শ্রাবণ (৯ই আগস্ট):
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যম ব্যাপক জনমত সৃষ্টি করছে। গণমাধ্যমের এ প্রশংসনীয় কাজের জন্য দেশে-বিদেশে ইসলাম ধর্মের নামে কথিত জঙ্গিরা গুটিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিএফডিসি মিলনায়তনে সাপ্তাহিক অগ্রণী বার্তার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য হোসনেআরা বাবলী, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, কণ্ঠশিল্পী আব্দুল জব্বার ও সাপ্তাহিক অগ্রণী বার্তার প্রধান সম্পাদক আলী আসরাফ আখন্দ।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক সমাজ তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে অসত্য, অন্যায়, অনাচার, দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্ত করে থাকে। তিনি সাংবাদিকগণকে সরকারের কর্মকান্ডের গঠনমূলক সমালোচনা করে ভুল শুধরানোর পরামর্শ দেন। ফলে জনকল্যাণ ও নাগরিক সেবা সুনিশ্চিত হবে।
পরে প্রতিমন্ত্রী সাপ্তাহিক অগ্রণী বার্তা কর্তৃক গুণিজনদের সম্মাননা প্রদানে ধন্যবাদ জানিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিগণের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
#
আহসান/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩৩
কাঠমান্ডুতে কমিউনিটি রেডিও সম্মেলনে তথ্যমন্ত্রী
প্রান্তিক জনতার অংশগ্রহণ বাড়াতে কমিউনিটি রেডিও’র বিকল্প নেই
কাঠমান্ডু (নেপাল), ৯ই আগস্ট:
দক্ষিণ এশীয় কমিউনিটি রেডিও সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও জঙ্গি দমনে প্রান্তিক জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে কমিউনিটি রেডিও’র কোনো বিকল্প নেই।
মন্ত্রী আজ নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে আয়োজিত দক্ষিণ এশীয় কমিউনিটি রেডিও সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, যত প্রকার গণমাধ্যমেরই উত্থান হোক, উন্নয়ন, পরিবেশ রক্ষা ও সন্ত্রাসবিরোধী কাজে দূর-দূরান্তের জনগোষ্ঠীর অংশ নেয়া নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কমিউনিটি রেডিও’র কোনো বিকল্প নেই। এ কারণে কমিউনিটি রেডিওগুলোর আর্থিক সামর্থ্য বাড়ানোর বিষয়েও বিশেষ নজর দেয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
এসোসিয়েশন অভ্ কমিউনিটি রেডিও ব্রডকাস্টার (অ্যাকোর্যাব), নেপালের প্রেসিডেন্ট মোহান চাপাগাইন (গড়যধহ ঈযধঢ়ধমধরহ) এর সভাপতিত্বে দু’দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন নেপালের উপরাষ্ট্রপতি নন্দ কিশোর পান (ঘধহফধ করংযড়ৎ চঁহ)। এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নে আন্তঃজনগোষ্ঠী যোগাযোগ’। অন্যান্যের মধ্যে নেপালের তথ্য ও যোগাযোগ সচিব দীনেশ কুমার থাপালিয়া (উরহবংয কঁসধৎ ঞযধঢ়ধষরুধ) ও বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস সভায় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসময় কণ্ঠহীনদের কণ্ঠদানে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ১৭টি কমিউনিটি রেডিও উপকূলবর্তী অঞ্চলসহ বিভিন্ন দূরবর্তী অঞ্চলে সম্প্রচার শুরু করেছে। আরো ১৫টি লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি কমিউনিটি রেডিও সম্প্রচারের অপেক্ষায়। স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মতো প্রয়োজনীয় বিষয়সহ নিজস্ব সংস্কৃতি কমিউনিটি রেডিওর মাধ্যমে নিজেরাই তুলে ধরছে জনগোষ্ঠীগুলো।
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর প্রধান নির্বাহী বজলুর রহমানসহ বাংলাদেশের ২৩ জন কমিউনিটি রেডিও প্রতিনিধি, নেপাল, ভারত, শ্রীলংকাসহ দক্ষিণ এশিয়ার দেশসমূহ ও সম্প্রচার বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও কমিউনিটি রেডিও’র ১২০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নিচ্ছেন।
এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ), এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভলপমেন্ট (এআইবিডি), শ্রীলংকান ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম (এসডিজেএফ) ও বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এ সম্মেলনে যৌথ আয়োজকের ভূমিকা পালন করছে।
উদ্বোধন অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী আজই দেশে ফিরেছেন।
#
আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩২
১২ ডিসেম্বর ঢাকায় স্কিল সামিট
ঢাকা, ২৫শে শ্রাবণ (৯ই আগস্ট):
দু’দিন ব্যাপী স্কিল সামিট-২০১৬ আগামী ১২-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। আজ বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সম্মেলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে স্কিল সামিট আয়োজন উপলক্ষে এক প্রস্তুতিসভায় এই তথ্য জানানো হয়। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দু’দিন ব্যাপী এ সামিট অনুষ্ঠিত হবে বলে প্রস্তুতিসভায় সিদ্ধান্ত হয়।
সামিটের প্রথম দিন বাংলাদেশে শোভন কর্মসংস্থানের জন্য দক্ষতা, যুবকর্মসংস্থান, প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সামিটের দ্বিতীয় দিন শোভন কাজের সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ, শিল্প কারখানায় শ্রমিক-মালিক সম্পর্ক, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক যোগাযোগ কীভাবে স্থায়ী রূপ দেয়া যায় সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতিসভায় মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন কাশেম খান, মহাসচিব ফারুক আহমেদ, আইএলও-এর উপপরিচালক গগন রাজভান্ডারিসহ দেশি-বিদেশি বিভিন্ন দাতা সংস্থা, এনএসডিসি, বিজিএমইএ, বিকেএমইএ, সিপিডি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
#
আকতারুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩১
ক্যান্সার আক্রান্ত কলেজ শিক্ষককে দশ লাখ টাকার চেক দিলেন শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৫শে শ্রাবণ (৯ই আগস্ট):
ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেনের চিকিৎসার জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী আজ তাঁর মন্ত্রণালয়ের দপ্তরে ক্যান্সারে আক্রান্ত কলেজ শিক্ষক জাকির হোসেনের বড় ভাইয়ের কাছে এ চেক হস্তান্তর করেন। এ সময় শিক্ষামন্ত্রী জাকির হোসেনের চিকিৎসার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর গায়ত্রী চ্যাটার্জি এ সময় উপস্থিত ছিলেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩০
একনেকে ৬ প্রকল্প অনুমোদন
ঢাকা, ২৫শে শ্রাবণ (৯ই আগস্ট):
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের শস্য সংগ্রহ পরবর্তী সহযোগিতার মাধ্যমে দারিদ্র্যদূরীকরণ প্রকল্প, ফেনী জেলার সোনাগাজীতে ১০০ মেগাওয়াট সৌর ও ১০০ মেগাওয়াট বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ প্রকল্প এবং ভোমরা স্থলবন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণসহ ১ হাজার ৮১৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৬টি (নতুন ও সংশোধিত)) প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে জিওবি ১ হাজার ৮০২ কোটি ৬৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ১৪ কোটি ৬০ লাখ টাকা।
আজ ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেক সদস্যবৃন্দ, মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিববৃন্দ, পরিকল্পনা সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্যগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফ্রিংয়ে বলেন, গ্রামের অর্থনীতি চাঙ্গা থাকলে দেশের অর্থনীতি ভাল থাকবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কারণে দেশে আজ উৎপাদিত ফসলের চাহিদা ও সরবরাহের মধ্যে অসামঞ্জস্য দূর হয়েছে। প্রান্তিক কৃষকের জন্য সুযোগ সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তের ঋণ দেয়া হবে। এ লক্ষ্যে ৭৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের শস্য সংগ্রহ পরবর্তী সহযোগিতার মাধ্যমে দারিদ্র্যদূরীকরণ শীর্ষক একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রান্তিক কৃষকদের জন্য অধিকতর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, দেশের সাধারণ মানুষের জীবনমান অধিকতর উন্নয়নের বিষয়টি আরো বেশি করে সংশ্লিষ্ট সবাইকে ভাবতে হবে। পরিকল্পনা মন্ত্রী জানান, বন্যাকবলিত এলাকায় পানি সরে যাওয়ার পর ভাঙন রোধে পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের অনুশাসন দিয়েছেন ।
অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে: ছয় শত ২৫ কোটি টাকা ব্যয়ে ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৭৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের শস্য সংগ্রহ পরবর্তী সহযোগিতার মাধ্যমে দারিদ্র্যদূরীকরণ প্রকল্প, ২৮০ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকার পোল্ডার নং-৬২ (পতেঙ্গা), পোল্ডার নং- ৬৩/১এ (আনোয়ারা), পোল্ডার নং-৬৩/১বি (আনোয়ারা এবং পটিয়া) পুনর্বাসন প্রকল্প, ১৭৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ভোমরা স্থলবন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প, ১০২ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ফেনী জেলার সোনাগাজীতে ১০০ মেগাওয়াট সৌর ও ১০০ মেগাওয়াট বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ প্রকল্প এবং ৫৫৮ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ঢাকা নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্প।
প্রেসব্রিফিংয়ে পরিকল্পনা সচিব তারিক উল ইসলাম, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, খুরশেদ আলম চৌধুরী, জুয়েনা আজিজ, আব্দুল মান্নান এবং এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
#
শেফায়েত/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫২৯
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে সে¦চ্ছায় রক্তদান কর্মসূচি
ঢাকা, ২৫শে শ্রাবণ (৯ই আগস্ট):
স¦াধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামীকাল সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয় ক্লিনিক ভবন চত্ত্বরে সে¦চ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত কর্মসূচির উদ্বোধন করবেন। স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক, স¦াস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ রক্তদান করবেন। রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করবেন সচিবালয় ক্লিনিক, সরকারি কর্মচারী হাসপাতাল, সন্ধানী, স¦াস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরসমূহ। গত বছর প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয় এ উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করে। গতবার ৯৭ জন সরকারি কর্মকর্তা কর্মচারী রক্তদান করেন, এবার ৪২২ জন কর্মকর্তা ও কর্মচারী নাম তালিকাভুক্ত করেছেন।
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচিকে ঘিরে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল ও সার্থক করার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী সকলের সহযোগিতা কামনা করেছেন।
#
মমিনুল/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫২৮
রাষ্ট্রায়ত্ত কারখানার জমি লিজ কিংবা বিক্রি করা হবে না
-- শিল্পমন্ত্রী
টঙ্গী, ঢাকা, ২৫শে শ্রাবণ (৯ই আগস্ট):
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর এক ছটাক জায়গাও লিজ কিংবা বিক্রি করা হবে না বলে সাফ জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এসব খালি জায়গায় নতুন করে শিল্প কারখানা গড়ে তোলা হবে। স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু সব কলকারখানা জাতীয়করণের মাধ্যমে জনগণের স্বার্থ সুরক্ষা করলেও পরবর্তীতে অন্য সরকারের আমলে গোষ্ঠীস্বার্থে রাষ্ট্রায়ত্ত কারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
শিল্পমন্ত্রী আজ ইপিআই কার্যক্রমে মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড সংযোজিত ৫৬২টি মোটরবাইক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন। টঙ্গীর এটলাস বাংলাদেশ লিমিটেড কার্যালয়ে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে বিশেষ অতিথি ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বিএসইসি’র চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাবিব আবদুল্লাহ সোহেল এবং এটলাসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশকে দ্রুত শিল্পায়িত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে বিদেশি বিনিয়োগের উত্তম পরিবেশ বিরাজ করায় ইউরোপসহ উন্নত দেশের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে। তাদের বিনিয়োগ প্রত্যাশা মেটাতে সরকার নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। পরিবেশবান্ধব শিল্পায়নের অঙ্গীকার বাস্তবায়নে সরকার সাভারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারসহ আধুনিক চামড়া শিল্পনগরী গড়ে তুলছে। সরকার যে কোনো মূল্যে হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তরে সক্ষম হবে। এর ফলে রাজধানীবাসী পরিবেশ দূষণ থেকে মুক্তি পাবার পাশাপাশি ট্যানারি মালিকরা পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের মাধ্যমে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য সেবার উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। স্বাস্থ্য সেবা জোরদারের লক্ষ্যে ইতোমধ্যে প্রত্যেক উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তার জন্য যানবাহন এবং রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে। জনগণের অর্থে কেনা মোটরবাইক জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়নে ব্যবহারের জন্য তিনি ইপিআই কর্মীদের নির্দেশ দেন।
পরে শিল্পমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ইপিআই কর্মীদের হাতে মোটরবাইকের চাবি তুলে দেন।
#
জলিল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫২৭
ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের লক্ষ্যে কাজ চলছে
-- ভূমিমন্ত্রী
ঢাকা, ২৫শে শ্রাবণ (৯ই আগস্ট):
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দ্রুত ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে এর কাজ শুরু হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের চাইতে অনেক কম সময়ে বাংলাদশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা সম্ভব হবে বলে মন্ত্রী জানান।
মন্ত্রী আজ তেজগাঁও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ডিজিটাল ম্যাপ প্রিন্টিং মেশিন সংক্রান্ত ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভূমির সাথে সকলের নিবিড় সম্পর্ক। ভূমি বিষয়ক গ্রন্থ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। তিনি বলেন, ভূমি সম্পর্কে জানা না থাকলে রাষ্ট্রীয় কাজে সিদ্ধান্ত গ্রহণে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হবে। এসময় তিনি ডিজিটাল ম্যাপ মুদ্রণ প্রেসে পাবনা জেলার ডিজিটাল ম্যাপ মুদ্রণ করে এর উদ্বোধন করেন। ডিজিটাল প্রিন্টিং প্রেস মেশিনটি দ্বারা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে ডিজিটাল পদ্ধতিতে বিদ্যমান মৌজা ম্যাপ সিটসমূহ সংরক্ষণ, পুনঃমুদ্রণ এবং দ্রুত সরবরাহ নিশ্চিত হবে। এ মেশিন পরিচালনা কার্যক্রম হাতেকলমে শিক্ষা গ্রহণে ৬১ জেলার ১২২ জন কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণে অংশ নেন। প্রিন্টিং মেশিনগুলো জেলা সদরগুলোতে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত ডিজিটাল ম্যাপ আর্কাইভ হতে ইঙ্কজেট প্লটারের মাধ্যমে ভূমির মালিকগণ স্বল্পতম সময়ে ডিজিটাল পদ্ধতিতে মৌজা ম্যাপসিটের মুদ্রণ কপি পাবেন। একেক খতিয়ানের একেকটি ম্যাপ কপি প্রিন্ট পেতে খরচ হিসেবে সরকারি কোষাগারে ৫২০ টাকা জমা দিতে হবে। ম্যাপের সফটওয়্যার জেলা রাজস্ব অফিসে নিজস্ব তত্ত্বাবধানে থাকবে।
মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে দ্বিধান্বিত না হওয়ার পরামর্শ দেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আবদুল আহাদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুয়াল হোসেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (ভূমি রেকর্ড) ফায়েকুজ্জামান চৌধুরী, পরিচালক (জরিপ) আনোয়ার হোসেন এবং স্ট্রেংদেনিং একসেস টু প্রাপার্টি রাইটস ফর অল সিটিজেনস অভ্ বাংলাদেশ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক শামসুল আলম বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫২৬
বিশ^ব্যাংক কান্ট্রি ডিরেক্টরের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক
বিবিআইএন প্রকল্প বাস্তবায়নে সহায়তা দেবে বিশ^ব্যাংক
ঢাকা, ২৫শে শ্রাবণ (৯ই আগস্ট):
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আঞ্চলিক বাণিজ্য সহজীকরণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশ, ভূটান, ইন্ডিয়া, নেপাল (বিবিআইএন) প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ ও কারিগরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। প্রাথমিক পর্যায়ে এক হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির বাংলাদেশ অংশ বাস্তবায়ন করা হবে। বিশ^ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করবে।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকায় বিশ^ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিআয়ো ফান (ছরসরধড় ঋধহ)-এর নেতৃত্বে প্রতিনিধিদলের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়নে বৃহৎ প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা অর্জনের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছে বিশ^ব্যাংক। বিশ^ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামো উন্নয়নের প্রশংসা করেছেন। বর্তমানে বিশ^ব্যাংক বাংলাদেশে ৪০টি ক্ষেত্রে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে বিশ^ব্যাংক সহযোগিতা বৃদ্ধির আশ^াস দিয়েছে। এ মুহুর্তে বাংলাদেশে বিশ^ব্যাংকের সহযোগিতায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের কার্যক্রম চলছে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ সুনির্দিষ্ট লক্ষ্য সামনে নিয়ে অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে সফলভাবে এগিয়ে যাচ্ছে। একসময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিল, আজ তারাই বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে।
বিশ^ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর সাংবাদিকদের বলেন, বাংলাদেশ এখন বড় বড় প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা অর্জন করেছে। নারীর ক্ষমতায়ন এবং নারী উন্নয়ন এবং এনার্জি ক্ষেত্রে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। বাংলাদেশ ইতোমধ্যে নি¤œমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, কয়েক বছরের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ এবং বেশ কিছু চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে যাচ্ছে। বাংলাদেশের যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, এনার্জি, মানবিক উন্নয়নে সহযোগিতা দিয়ে যাবে বিশ^ব্যাংক। অবকাঠামো উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)-এর বাণিজ্য উন্নয়নে গবেষণা কার্যক্রম আধুনিক ও গতিশীল করতে বিশ^ব্যাংকের সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী। ফলে বাংলাদেশের বাণিজ্য আরো আধুনিক, গতিশীল ও প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষমতা অর্জন করতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডব্লিউটিও’র মহাপরিচালক) শুভাশীষ বসু এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সালাহ উদ্দিন আকবর এবং অতিরিক্ত সচিব (এফটিএ) মনোজ কুমার রায় এবং যুগ্মসচিব (এফটিএ) মুনির চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
#
বকসী/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫২৫
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলড়্গে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির
উদ্বোধন অনুষ্ঠান বেতারে সরাসরি সম্প্রচার আগামীকাল
ঢাকা, ২৫শে শ্রাবণ (৯ই আগস্ট):
স্বাধীনতার মহান স'পতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলড়্গে আগামীকাল ১০ আগস্ট সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে ক্লিনিক ভবনের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন।
উদ্বোধন অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক, ৬৯৩ কিলোহার্জে, এফএম ১০৩.২ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের িি.িনবঃধৎ.মড়া.নফ ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করবে।
#
রাফিউল/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫২৪
সমবায় আত্মকর্মসংস্থানের টেকসই হাতিয়ার
-- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৫শে শ্রাবণ (৯ই আগস্ট):
স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দারিদ্র্