তথ্যবিবরণী নম্বর: ৩১১১
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ):
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সাথে মিল রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম ১ এপ্রিল ২০২৫ হতে কার্যকর হবে।
আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
#
শফিউল্লাহ/দীপংকর/সুবর্ণা/সঞ্জীব/কানাই/২০২৫/২০০০ ঘণ্টা
Handout Number: 3110
All Polluting Factories Shut Down in Konapara
Following Department of Environment’s Crackdown
Dhaka, 31 March:
In a decisive move against environmental pollution, the Department of Environment (DoE) has sealed all air-polluting battery factories in Konapara’s landfill area and Samadnagar following a rigorous three-day operation.
Last night, from 8 PM until the late hours, the DoE’s mobile court conducted extensive raids across Jatrabari, covering areas such as Manda, the rear section of Green City, Samadnagar, Sharifpur, Moyla Road Junction, and Konapara. During the operation, all cast iron factories in these locations were found to be non-operational.
The crackdown extended to the vicinity of Green Model Town, where all types of factories, including cast iron units, were also found shut down. Local residents of Konapara accompanied the mobile court, confirming that no battery factories were in operation. They assured the authorities that any attempts to restart such factories would be reported immediately.
The operation was carried out with the presence of Jatrabari police, including patrol and line police, alongside local residents who actively participated in the enforcement drive.
It is noteworthy that the illegal lead battery factories in the mentioned areas were emitting smoke, causing air pollution throughout the entire region. In response to complaints from local residents, the Department of Environment conducted continuous mobile court operations in the area and shut down all the polluting factories.
#
Dipankar/Suborna/Sanjib/Kanai/2025/1646 hour
তথ্যবিবরণী নম্বর: ৩১০৯
ঢাকার কোনাপাড়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বন্ধ হলো দূষণকারী সকল কারখানা
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ):
পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ঢাকায় কোনাপাড়ার ময়লার ভাগাড় ও সামাদনগরে গত তিন দিন ধরে অভিযান চালিয়ে সকল বায়ুদূষণকারী ব্যাটারি কারখানা সিলগালা করে দিয়েছে।
গতকাল রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। অভিযান চলে মান্ডা, গ্রীন সিটির পেছন অংশ, সামাদনগর, শরীফপুর, ময়লা রাস্তার মোড় ও কোনাপাড়ায়। এসব এলাকায় থাকা ঢালাই লোহার কারখানাগুলোও বন্ধ পাওয়া গেছে।
গতকালের অভিযানে গ্রীন মডেল টাউনের আশপাশের এলাকাও অন্তর্ভুক্ত ছিল। সেখানে ঢালাই লোহাসহ সব ধরনের কারখানা বন্ধ পাওয়া যায়। কোনাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা মোবাইল কোর্টের সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের মতে, অভিযানের ফলে ব্যাটারি কারখানা আর নেই। তবে কেউ নতুন করে চালালে তারা জানাবেন। অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ, টহল পুলিশ ও লাইন পুলিশ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বর্ণিত স্থানগুলোতে অবৈধ সীসা ব্যাটারি কারখানাগুলো হতে ধোঁয়া নির্গত করে পুরো এলাকায় বায়ুদূষণ ঘটাচ্ছিলো। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঐ এলাকায় পরিবেশ অধিদপ্তর ধারাবাহিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে সকল দূষণকারী কারখানা বন্ধ করে দেয়।
#
দীপংকর/সুবর্ণা/সঞ্জীব/কানাই/২০২৫/১৬৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩১০৮
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে তথ্য উপদেষ্টার সাক্ষাৎ
ঢাকা, ১৭ চৈত্র (৩১ মার্চ):
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। তিনি আজ ঈদুলফিতরের নামাজ আদায়ের পর যাত্রাবাড়ীর দনিয়ায় শহিদ জাহাঙ্গীরের বাসায় যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সরকারের পক্ষ থেকে শহিদ জাহাঙ্গীরের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। প্রসঙ্গত, গতবছরের ২০শে জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর শহিদ হন। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
শহিদ জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে উপদেষ্টা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহিদ সুমাইয়ার বাসায় যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় উপদেষ্টা বলেন, সুমাইয়ার মতো অসংখ্য মানুষ বিগত ফ্যাসিবাদী সরকারের হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার এসব হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে তৎপর রয়েছে। তিনি সরকারের পক্ষ থেকে শহিদ সুমাইয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, গতবছর ছাত্র-জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে নিজ বাসায় শহিদ হন সুমাইয়া।
#
মামুন/দীপংকর/সুবর্ণা/সঞ্জীব/কানাই/২০২৫/১৬৩৯ ঘণ্টা