Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ডিসেম্বর ২০১৮

তথ্যবিবরণী 03/12/2018

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৩২২৫

 

ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা

স্পেনের পরামর্শক প্রতিষ্ঠানের রিপোর্টের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :  


     ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে ঢাকা সাবওয়ে নির্মাণ কাজের সম্ভাব্যতা সমীক্ষা ও প্রাথমিক নকশা করার জন্য নিয়োগকৃত স্পেনের পরামর্শক প্রতিষ্ঠান টিপসা’র (ঞণচঝঅ) উপস্থাপিত ইনসেপশন রিপোর্টের ওপর মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে আজ বনানীস্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

     সভায় এমআরটি লাইন-১, ২, ৫ ও ৬ এবং বিআরটি লাইন- ৩ ও ৭ কে ঠিক রেখে পূর্ব-পশ্চিম বরাবর নতুন এলাইনমেন্টের প্রস্তাব উপস্থাপন করেন পরামর্শক প্রতিষ্ঠান টিপসা (ঞণচঝঅ) এর টিম লিডার মার্টিন থমাস। এ সময় তিনি কিভাবে এলাইনমেন্টটির সম্ভাব্যতা সমীক্ষার কাজটি সম্পন্ন করা হবে। সে ব্যাপারেও একটি ধারণাপত্র উপস্থাপন করেন। আরএসটিপিতে পূর্ব-পশ্চিম বরাবর কোনো সাবওয়ে না থাকায় প্রস্তাবিত এলাইনমেন্ট বরাবর সম্ভাব্যতা সমীক্ষা করা যায় মর্মে সভায় উপস্থিত সবাই মত প্রকাশ করেন।

 

     সভায় জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিয়ারিং ইন-চিফ মেজর জেনারেল মোঃ সিদ্দিকুর রহমান সরকার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, আহ্সানুল্লাহ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. সফিউল্লাহ, ইসলামিক ইউনির্ভাসিটি অভ্ টেকনোলজি, গাজীপুর-এর অধ্যাপক ড. হোসাইন মোঃ শাহিন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌলশী ড. আবদুল আল মামুনসহ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

 

#

 

ওয়ালিদ/মাহমুদ/রফিকুল/রেজাউল/২০১৮/১৯২৪ ঘণ্টা

তথ্যবিবরণী               নম্বর : ৩২২৪
বাজার তদারকি
৪৯টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ১১ হাজার টাকা জরিমানা
 
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর) :
 
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগর, রাজশাহী, ভোলা, সিলেট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, নাটোর, ঝালকাঠি, কিশোরগঞ্জ, বগুড়া, হবিগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোণা ও বরগুনায় গতকাল বাজার তদারকি করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে ঢাকা মহানগরীর মতিঝিল, শাহজাহানপুর ও রামপুরা এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে আল ফারুক রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রির অপরাধে আজিজ ফার্মেসিকে ২০ হাজার টাকা, প্যান প্যাসিফিক হাসপাতাল ফার্মেসিকে ২০ হাজার টাকা, রাহাত ফার্মেসিকে ২৫ হাজার টাকা, জামান ফার্মেসিকে ৩০ হাজার টাকা, খুরশেদ ড্রাগ হাউজকে  ২৫ হাজার টাকা, এস এ ড্রাগ হাউজকে ২৫ হাজার টাকা ও হক বেকারীকে ৩০ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মি কিং কেক এন্ড পেস্ট্রি শপকে ৩০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ১৬টি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য, অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৫টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৫ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১৬ হাজার টাকা প্রদান করা হয়।
গত ২ ডিসেম্বর ১৮টি বাজার তদারকি ও ৫টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৪৯টি প্রতিষ্ঠানকে মোট 
৬ লাখ ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ৫ জন অভিযোগকারীকে ১৬ হাজার টাকা প্রদান করা হয়। 
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, সিভিল সার্জন, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি এবং কনজুমারস এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করেন।
#
আফরোজা/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৯০৭ ঘণ্টা  

Handout                                                                                                           Number : 3223

Book Fair and Poems Recitation held in Embassy of Bangladesh in Seoul

Seoul (South Korea), 3 December :

To commemorate the month of Victory of Bangladesh, the Embassy of Bangladesh in Seoul organized a Book Fair followed by a cultural program yesterday. The event was the first of its kind which was held at the ‘Bangabandhu Memorial Library’ of the Embassy premises. A  wide range of books starting from literature, fiction, children novel, Bangladesh Liberation War, poem, socio-economic development of Bangladesh were displayed during the Book Fair.

In the presence of the expatriate Bangladeshis and the Embassy officials, Ambassador Abida Islam inaugurated the Book Fair in the morning. In her welcome remarks, she stressed on the importance and significance of reading books for creating enlightened individuals and society. In order to sustain the development efforts of Bangladesh and to build a 'Knowledge based society and nation' she said that reading of books is the only way. She also urged the expatriate Bangladeshis living in Korea to encourage their children to read Bangla books and learn about the diversity and richness of Bengali literature.

The evening program commenced by reading out a few paragraphs from the ‘Unfinished Memoirs’ of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. A significant number of Koreans as well as expatriate Bangladeshis actively participated in the recitations of poems and the patriotic songs. The most attractive part was singing of Bangla song by the Koreans and it was highly appreciated by the expatriate Bangladeshis present there.

The audience commended the Embassy for arranging such a unique event in the month of Victory of Bangladesh. It is anticipated that the way history of the Liberation War and its significance were presented in the program, it will further encourage the expatriate Bangladeshis to come forward to participate in the socio-economic development of the motherland.

#

Mahmud/Sanjib/Abbas/2018/1855 Hours

তথ্যববিরণী        নম্বর : ৩২২২
নারী জাগরণে বাংলাদেশ জাপানের রোল মডেল
 
টোকিও (জাপান), ৩ ডসিম্বের :
বাংলাদেশ দূতাবাস, টোকিওর বঙ্গবন্ধু মিলনায়তনে  ‘ট্রান্সফরমেটিভ ডেভেলপমেন্ট অভ্ বাংলাদেশ এন্ড দ্য আডভান্সমেন্ট অভ্ উইমেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল উপস্থাপনা করেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।  
 
সেমিনারে জাপানি এবং এশিয়া প্যাসিফিক লেডিস ফ্রেন্ডশিপ সোসাইটি (আলফস)’র শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলফস-এর প্রেসিডেন্ট হারুকো কমুরা, 
ভাইস-প্রেসিডেন্ট নাকাসোনে মারিকো ও জাপানে কর্মরত বিভিন্ন দূতাবাসের সদস্যগণ। 
 
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, স্থিতিশীল অর্থনীতি, প্রবৃদ্ধির ধারা, বিভিন্ন উন্নয়ন সূচক, নারী শিক্ষা ও ক্ষমতায়ন, ব্যবসার অনূকুল পরিবেশ ও বাণিজ্য সম্ভাবনা ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোকপাত করেন। উপস্থাপনায় রাষ্ট্রদূত বিশেষ করে বাংলাদেশের নারী সমাজের বর্তমান অবস্থা, দেশের উন্নয়নে তাদের অবদান, নারীর স্বাধীনতা ও নারী জাগরণের বিষয়ে সবাইকে অবহিত করেন। উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্বে অতিথিগণ বলেন, উন্নয়ন ও নারী জাগরণে বাংলাদেশই জাপানের জন্য রোল মডেল হতে পারে। 
 
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে উল্লেখযোগ্য সংখ্যক আগ্রহী জাপানি ও আলফস সদস্যকে শাড়ি পরিয়ে দেন দূতাবাসের সদস্যগণ। অনুষ্ঠানে ধন্যবাদ প্রদান করেন আলফস-এর প্রেসিডেন্ট হারুকো কমুরা। আগত অতিথিদের বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
 
#
শিপলু/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৭৫০ ঘণ্টা  
তথ্যববিরণী        নম্বর : ৩২২১
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ডিজিটাল সিনেমা প্রডাকশন বিষয়ক প্রশিক্ষণ শুরু
 
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডসিম্বের) :
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ১০ সপ্তাহব্যাপী ওহঃৎড়ফঁপঃরড়হ ঃড় উরমরঃধষ ঈরহবসধ চৎড়ফঁপঃরড়হ পাঠ্যধারা আজ শুরু হয়েছে। ইনস্টিটিউটের সেমিনারকক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা সুজাতা আজিম। পাঠ্যধারায় ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। এ পাঠ্যধারায় ডিজিটাল সিনেমা নির্মাণ কৌশল সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হবে। 
 
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক মো. মাসুদ করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
#
 
হান্নান/রিফাত/জসীম/রেজ্জাকুল/কুতুব/২০১৮/১৫১৫  ঘণ্টা
তথ্যববিরণী        নম্বর : ৩২২১
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ডিজিটাল সিনেমা প্রডাকশন বিষয়ক প্রশিক্ষণ শুরু
 
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৩ ডসিম্বের) :
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ১০ সপ্তাহব্যাপী ওহঃৎড়ফঁপঃরড়হ ঃড় উরমরঃধষ ঈরহবসধ চৎড়ফঁপঃরড়হ পাঠ্যধারা আজ শুরু হয়েছে। ইনস্টিটিউটের সেমিনারকক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা সুজাতা আজিম। পাঠ্যধারায় ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। এ পাঠ্যধারায় ডিজিটাল সিনেমা নির্মাণ কৌশল সম্পর্কে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হবে। 
 
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক মো. মাসুদ করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
#
 
হান্নান/রিফাত/জসীম/রেজ্জাকুল/কুতুব/২০১৮/১৫১৫  ঘণ্টা
Todays handout (6).docx