তথ্যবিবরণী নম্বর : ৩১৭৬
শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ২৫শে আশ্বিন (১০ই অক্টোবর):
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে আজ ঢাকায় তাঁর মন্ত্রণালয়ের দপ্তরে ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর জিম স্কার্থ (ঔরস ঝপধৎঃয)-এর নেতৃত্বে সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা বিশেষ করে শিক্ষক প্রশিক্ষণ ও ইংরেজি শিক্ষার মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিল ও ব্রিটিশ সরকার পরিচালিত বিভিন্ন কর্মসূচি মন্ত্রীর নিকট তুলে ধরেন।
বাংলাদেশের উচ্চশিক্ষার উন্নয়নে ব্রিটিশ সরকারের সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দু’টি দেশের মধ্যে টাস্কফোর্স গঠনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
মন্ত্রী বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য ব্রিটিশ সরকার ও ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।
#
সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৭৫
২৯ অক্টোবর মুক্তিযোদ্ধা কোটায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
ঢাকা, ২৫শে আশ্বিন (১০ই অক্টোবর):
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য মুক্তিযোদ্ধা কোটায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শনিবার দুপুর ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) একযোগে অনুষ্ঠিত হবে।
আগামী ২১ অক্টোবর থেকে প্রার্থীদের মোবাইলে মেসেজ প্রেরণ করা হবে এবং আগামী ২২ অক্টোবর থেকে প্রার্থীগণ স্ব স্ব প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষার্থীগণকে প্রবেশপত্র ছাড়া পরীক্ষাকেন্দ্রে কোন বই, উত্তরপত্র, নোট বা অন্য কোন কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ, পার্স, ইলেক্ট্রনিক ঘড়ি বা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেয়া হবে না। যদি কোন পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে, তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।
প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে যঃঃঢ়://ফঢ়ব.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য িি.িফঢ়ব.মড়া.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে।
#
রবীন্দ্রনাথ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৭৪
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের
অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বেতার
ঢাকা, ২৫শে আশ্বিন (১০ই অক্টোবর):
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৬ উদ্যাপনের উদ্বোধন অনুষ্ঠান আগামী ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জে এবং এফ এম ১০৩ দশমিক ২ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে।
#
আবদুল হক/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭০০ঘণ্টা
Handout Number : 3173
Shahriar meets Indian and Emirati Ministers in Bangkok
Bangkok, 10 October :
'India will work closely with Bangladesh to create a seamlessly connected and secure Asia,' said Indian State Minister for External Affairs General Vijay Kumar Singh during a bilateral meeting with his Bangladeshi counterpart, Shahriar Alam, State Minister for Foreign Affairs. The two Ministers discussed a wide range of bilateral issues in Bangladesh-India relations on the sidelines of the 2nd Asia Cooperation Dialogue(ACD) Summit taking place in Bangkok on 9 October 2016.
The State Minister of Bangladesh reiterated Bangladesh’s invitation to India for the 9th GFMD Summit in December 2016 in Dhaka and briefed him on the proposal made by Bangladesh Prime Minister for a Global Compact on Migration for the welfare of migrant workers. In this context, the State Minister thanked the Indian State Minister for his support in the recent repatriation of migrant workers from Yemen, including Bangladeshi migrant workers. The two ministers agreed to work together for greater welfare of migrant workers from Bangladesh and India in different parts of the world.
[
Earlier, the Bangladesh State Minister held a bilateral meeting with the Head of Delegation of UAE to the ACD Summit, Dr. Thani bin Ahmed Al-Zayudi, Cabinet Member and Minister of Climate Change and Environment of the UAE. Both ministers discussed a wide range of issues of mutual interest including technical cooperation with the UAE in climate change and renewable and sustainable energy technologies, mutual support in international level for a including elections and reopening of UAE’s labour market for Bangladeshis and welfare of migrant workers.
Referring to the issue of scheduled visit by UAE delegation to Bangladesh, the State Minister expressed hope that the UAE delegation visit for an assessment of UAE market for Bangladeshi workers, will be able to facilitate reopening of UAE market for Bangladeshi migrant workers. The UAE Minister also assured Bangladesh that with growing demands for foreign workers in agriculture and fisheries sector, UAE would certainly consider the question of recruitment of Bangladeshi workers in future.
The Bangladesh Ambassador to Thailand, Saida MunaTasneem was present during the bilateral meetings. Indian and UAE Ambassadors to Thailand were also present during their respective meetings.
#
Khaleda/Sahela/Gias/Rezzakul/Shamim/2016/1420 hours
তথ্যবিবরণী নম্বর : ৩১৭২
ধর্মের নামে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে
-এলজিআরডি প্রতিমন্ত্রী
ঢাকা, ২৫শে আশ্বিন (১০ই অক্টোবর) :
ধর্মের নামে সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টিকারীদের নির্মূলে দলমত নির্বিশেষে সকল ধর্মাবলম্বী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ। তিনি আজ রংপুরের গংগাচড়া উপজেলায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে পশ্চিম মান্দ্রাইন, ক্ষ্যান্ত রাণী, কালীদার, দক্ষিণ কোলকোন্দ ও কোলকোন্দ বটতলা পূজামন্ডপ পরিদর্শনকালে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গংগাচড়া উপজেলা ২০০৮ সালের পূর্বে ছিল অবহেলিত ও অনুন্নত জনপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে গংগাচড়াসহ রংপুর জেলা আজ উন্নয়ন ও শান্তির রোল মডেল। এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হিন্দু ধর্মাবলম্বী মানুষকে সরকারের সহায়ক ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার রংপুরসহ দেশের পশ্চাদ্্পদ জনপদগুলোতে বিশেষ বিবেচনায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও অবকাঠামো খাতে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এক একটি অবহেলিত অঞ্চলকে সুখী, সমৃদ্ধ ও আদর্শ অঞ্চলে পরিণত করা সম্ভব। তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষকে দুর্গা উৎসবের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
#
আহসান/সাহেলা/গিয়াস/রফিকুল/শামীম/২০১৬/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১৭১
বাজার তদারকি
১০ প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২৫শে আশ্বিন (১০ই অক্টোবর):
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার মৌলভীবাজার, সিলেট, রংপুর ও কুমিল্লায় জেলায় বাজার তদারকি করে। তদারকিকালে ১০টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, সিলেট মহানগরের কোতোয়ালি থানার ২টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, রংপুর সদর উপজেলার ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৩টি প্রতিষ্ঠানকে
১১ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে রংপুর জেলায় অভিযোগ শুনানির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে জবহধঃধ খঃফ কে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ ভাগ হিসেবে ১ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়।
তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্যানিটারি ইনন্সেপেক্টর এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা প্রদান করে।
#
আফরোজা/সাহেলা/গিয়াস/রফিকুল/আসমা/২০১৬/১৪৩০ ঘণ্টা