Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০১৮

তথ্যবিবরণী 09/05/2018

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৪৭
 
সমন্বিত এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং উন্নত বাংলাদেশ গড়তে কার্যকর অবদান রাখবে
                                                                     --- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমন্বিত এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ইআরপি) উন্নত বাংলাদেশ গড়তে কার্যকর অবদান রাখবে। উৎপাদন, বিতরণ, সঞ্চালন ও অফিস ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় করে ইআরপি করতে হবে। বিদ্যমান সিস্টেম আপডেট করে চাহিদা ও যোগান মনিটরিং করা প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চাহিদা-যোগানের ভারসাম্য করা গেলেই আগামী তিন বছরের মধ্যে বিদ্যুৎ বিভাগ পেপারলেস অফিস হবে। সে দিকেই যাচ্ছে বিদ্যুৎ বিভাগ জানান প্রতিমন্ত্রী।
  প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে ‘ইনোভেশন শোকেসিং’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ইনোভেশন কমিউনিকেটিং হওয়া অপরিহার্য। আমাদের সকল উদ্যোগের সাথে জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। উদ্ভাবনী কাজের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জবাবদিহি ও সেবার মান বাড়বে। প্রযুক্তির মাধ্যমে সেবা সহজীকরণ এবং মানুষের দোরগোঁড়ায় সেবা দ্রুত ও সহজতরভাবে পৌঁছানো সম্ভব। তাই দ্রুততার সাথে প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ বাড়াতে হবে। 
বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল হক ও বিদ্যুৎ বিভাগের প্রধান ইনোভেটিভ কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোছাঃ মাকছুদা খাতুন বক্তব্য রাখেন। 
#
 
আসলাম/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/২০৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৪৬
 
মন্ট্রিল কনভেনশন রেটিফিকেশন সময়ের দাবি
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
মন্ট্রিল কনভেনশন রেটিফিকেশন এখন সময়ের দাবি। বাংলাদেশ এখনও মন্ট্রিল কনভেনশন রেটিফিকেশন না করায় সম্প্রতি ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ও আহত যাত্রীরা ক্ষতিপূরণ পাবে ওয়ারশ কনভেনশন অনুযায়ী যা অনেক কম। 
আইএটিএর (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ঈড়হৎধফ ঈখওঋঋঙজউ আজ সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন। 
সারা বিশ্বে এভিয়েশন খাতের সেফটি ও সিকিউরিটি (ডেথ, ইনজুরি, ডিলে, ডেমেজ, লস) ক্ষেত্রে আইকাও (ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) এর মন্ট্রিল কনভেনশন ৯৯  কার্যকর অপরিহার্য হয়ে পড়েছে। আইকাও সদস্যরাষ্ট্রসমূহকে এ কনভেনশন রেটিফেকশনে উদ্বুদ্ধ করতে কাজ করছে আইএটিএ।
মন্ত্রী জানান বাংলাদেশ ইতোমধ্যে মন্ট্রিল কনভেনশনে স্বাক্ষর করেছে। এর রেটিফিকেশন প্রক্রিয়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য প্রেরণ করা হয়েছে। তিনি এয়ার সেফটি ও সিকিউরিটির ক্ষেত্রে বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে বলেন সম্প্রতি আইকাও’র ইন্সপেকশনে বাংলাদেশ ৭৭ দশমিক ৪৭ নম্বর অর্জন করেছে। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ক্যাটাগরি-১ উন্নীত হওয়ার ক্ষেত্রে আইএটিএর সহযোগিতা কামনা করেন। 
আএটিএ’র রিজিওনাল ম্যানেজার আজহার আজহারি, এভিয়েশন সলিউশন ম্যানেজার পারভেজ এন ইব্রাহিম এ সময় উপস্থিত ছিলেন।
#
 
তুহিন/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/২০১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৪৫
 
  রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগে ত্রাণ মন্ত্রীর গুরুত্বারোপ
 
চট্টগ্রাম, ২৬ বৈশাখ (৯ মে) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বিশ^বাসীর কাছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী প্রেরণের পাশাপাশি তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে অধিক চাপের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আজ চট্টগ্রাম বন্দরে ভারত সরকারের পাঠানো ত্রাণ সামগ্রী গ্রহণকালে এ কথা বলেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, কক্সবাজার রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
ভারতের জাহাজে করে আজ রোহিঙ্গাদের জন্য ভারত সরকারের পাঠানো বিভিন্ন মালামাল চট্টগ্রাম বন্দর থেকে গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে-১০৪ মেট্রিক টন গুড়াদুধ, ১০০ মেট্রিক টন শুটকি, ৪৫ মেট্রিক টন শিশুখাদ্য, ৫০ হাজার পিচ রেইনকোট ও ৫০ হাজার জোড়া গামবুট। 
এসব ত্রাণ সামগ্রী প্রদান করায় মন্ত্রী ভারত সরকারকে ধন্যবাদ জানান। ১৯৭১ সালে বাংলাদেশকে ভারতের অকৃত্রিম সহযোগিতার কথা স্মরণ করে মন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানেও ভারত একইভাবে সহযোগিতা করবে। 
#
 
ওমর ফারুক/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/২০২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৪৪
 
শিল্পকলা একাডেমিতে ভাস্কর্য পার্ক নির্মাণ করা হবে
                             --- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের সামনের অব্যবহƒত ভূমিতে একটি ভাস্কর্য পার্ক নির্মাণ করা হবে। তবে ভবিষ্যতে সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক বলয়ের অংশ হিসেবে বড় পরিসরে একটি ভাস্কর্য পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
 
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে ‘৪র্থ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ২০১৪ সালে দীর্ঘ ৩১ বছর পর ৩য় জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়। এবার ৪ বছর পর ৪র্থ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী আয়োজন করা হলো। আগামীতে ২ বছর পর পর এ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। মন্ত্রী বলেন, ভাস্কর্য শিল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। পৃথিবীর যেকোনো উন্নত বিশেষ করে প্রাচীন দেশে অসাধারণ সব ভাস্কর্য দর্শনার্থীদের মুগ্ধ ও বিমোহিত করে। এটি ইতিহাস ও সভ্যতাকে ধারণ করে। তিনি বলেন, অন্য মাধ্যমের শিল্পকর্ম কালের ধারায় বিনষ্ট হয়ে যেতে পারে কিন্তু ভাস্কর্য শিল্প টিকে থাকে শতাব্দীর পর শতাব্দী।
 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ এবং বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু।
 
উল্লেখ্য এ প্রদর্শনীটি ৯ মে থেকে শুরু হয়ে আগামী ৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা (শুক্রবার বিকাল ৩টা) থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। 
 
#
 
ফয়সল/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৫০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৪৩
 
গবেষণাই ছিল ড. ওয়াজেদ মিয়ার জীবনের ব্রত
                                  --- গণপূর্ত মন্ত্রী
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন সহজ-সরল একজন মিতভাষী মানুষ। নিভৃতচারী এ বিজ্ঞানীর জীবনে গবেষণাই ছিল ব্রত।
মন্ত্রী আজ বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোহাম্মদপুর টাউনহলে স্মরণসভা ও ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ড. এম এ ওয়াজেদের অবদান রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর এ প্রকল্প গ্রহণে বৈজ্ঞানিক বাস্তবতা যাচাইয়ে ড. ওয়াজেদ ভূমিকা রাখেন। তিনি সর্বদা জ্ঞান আহরণে সময় দিয়েছেন, আবার সে জ্ঞানকে সমাজে প্রয়োগেও নিরবে কাজ করে গেছেন আজীবন। 
মোশাররফ হোসেন বলেন, ক্ষমতার খুব কাছে অবস্থান করেও ড. ওয়াজেদ মিয়া কখনই তার অপব্যবহার করেননি। রবং নিরবে-নিভৃতে তার লক্ষ্যপথে এগিয়ে গেছেন। তার জীবনে ক্ষমতার কোনো মোহ ছিল না। রাষ্ট্রীয়ভাবে তিনি যতটুকু সম্মান পেয়েছেন, তা তাঁর যোগ্যতার গুণেই পেয়েছেন। মন্ত্রী পাঠাগারের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আশ^াস দেন।   
পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য জাহাঙ্গীর করীর নানক, ছবি বিশ^াস ও উম্মে কুলসুম স্মৃতি এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার। পরে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
#
 
কিবরিয়া/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ১৪৪২ 
 
শিল্পমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার সহকারী অর্থমন্ত্রীর বৈঠক
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতার আশ্বাস
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে): 
বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রায় অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির সহকারী অর্থমন্ত্রী ডেভিড কোলম্যান (উধারফ ঈড়ষবসধহ)। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় দ্রুত ও টেকসই আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ নতুন উদাহরণ সৃষ্টি করেছে।
অস্ট্রেলিয়া সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে ডেভিড কোলম্যান এ কথা বলেন। ক্যানবেরার ফেডারেল সংসদ কার্যালয়ে গতকাল এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্পর্ক জোরদার, প্রযুক্তি হস্তান্তর ও জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। 
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে দৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতি সূচিত হয়েছে। তিনি অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের বিশেষ সুবিধা দেয়ায় সে দেশের সরকারকে ধন্যবাদ জানান। আগামী দিনে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
আমির হোসেন আমু বলেন, পণ্য উৎপাদনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশে শিল্পখাতের গুণগতমান বৃদ্ধি, মান অবকাঠামোর উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখতে পারে। এর অনুকরণ বাংলাদেশে গুণগত শিল্পায়নের ধারা জোরদারের মাধ্যমে আগামী দিনে টেকসই শিল্পায়নের লক্ষ অর্জনে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন। 
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কারিগরি মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন এবং মান বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের জন্য শিল্পমন্ত্রী বর্তমানে অস্ট্রেলিয়া সফর করছেন। 
 
#
 
জলিল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৮/১৮৫৬ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৪১ 
 
বস্ত্র ও পাটকলগুলোর আধুনিকায়নে সহায়তা করবে চীন
 
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
বাংলাদেশের বস্ত্র ও পাটকলগুলোকে আধুনিকায়ন করার প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান চায়না সিটিইএক্সআইসি করপোরেশন, পাশাপাশি বস্ত্র ও পাটকলগুলোর আধুনিকায়নের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অফিসকক্ষে আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে  সচিব মোঃ ফয়জুর রহমান চেীধুরীকে চীনের ব্যবসায়িক প্রতিনিধিদল এ প্রস্তাব দিয়েছেন।
প্রতিনিধিদলের এ প্রস্তাবের প্রেক্ষিতে সচিব জানান, বাংলাদেশর পাটশিল্পের উন্নয়নে এ প্রস্তাব খুবই ইতিবাচক। এ প্রস্তাবটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 
  বৈঠকে সচিব বলেন, প্রধানমন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রদত্ত নিদের্শনা বাস্তবায়ন করতে পাটকলগুলোর পুরাতন মেশিন বাদ দিয়ে আধুনিক মেশিন বসানো হবে। পাশাপাশি বন্ধ মিলগুলো পুনঃরায় চালু করার পদক্ষেপ নিচ্ছে সরকার। 
এ সময় চীনের ব্যবসায়িক প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চায়না সিটিইএক্সআইসি করপোরেশনের প্রেসিডেন্ট হু বাও লিন, ভাইস প্রেসিডেন্ট হুয়াং লিয়ান স্যাং, জেনারেল ম্যানেজার ওয়াং ঝ্যাং চাও, লুই বিন,কু বি এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সিয়াও পিং। এছাড়া,  এসময় বৈঠকে বিজেএমসি’র চেয়ারম্যান 
ড. মাহমুদুল হাসান, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ইসমাইল হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুসনুল মাহমুদসহ উপস্থিত ছিলেন।
#
 
সৈকত/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৪০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৪০
 
গোলটেবিল বৈঠকে বাণিজ্যমন্ত্রী
ডাকসুসহ সকল হল ও শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হওয়া প্রয়োজন 
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ডাকসুসহ সকল হল ও শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই নতুন নেতৃত্ব উঠে আসবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে নতুন নেতৃত্বকে এগিয়ে যেতে হবে। এটাই জাতি প্রত্যাশা করে। তরুণরাই জাতির সম্পদ। বিগত দিনে সকল গণতান্ত্রিক আন্দোলনে নতুনদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মন্ত্রী বলেন, তরুণ সমাজকে আদর্শবান হতে হবে। সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। জাতির পিতার আদর্শ ধারণ করতে হবে। 
মন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ(আইইবি)’র সেমিনার হলে হাসুমণি’র পাঠশালা আয়োজীত ‘তারুণ্য সম্পদ, তারুণ্যই ভবিষ্যৎ ঃ প্রয়োজন আদর্শিক নেতৃত্ব’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সার্স কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এ নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এ নির্বাচন কমিশনে বিএনপি’র প্রস্তারিত ব্যক্তিও আছেন। নির্বাচন কমিশন স্বাধীন। সংবিধান মোতাবেক যথাসময়ে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে কোনো লাভ নেই। এ দেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না।
হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য ইকবালুর রহিম ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শক মোখলেছুর রহমান এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন। 
#
 
বকসী/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৩৯
 
ওয়াজেদ মিয়াকে শুধু স্মরণ নয়, অনুসরণও করতে হবে
                                          --- পর্যটন মন্ত্রী
 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
মরহুম ওয়াজেদ মিয়া ছিলেন একজন সাদা মনের মানুষ, চিন্তার সাথে প্রজ্ঞা, বুদ্ধির সাথে বিবেচনা এবং জ্ঞানের সাথে মূল্যবোধের সম্বন্বয়ে গড়ে উঠেছিলো তাঁর ব্যক্তিত্ব যা জাতির পিতা বঙ্গবন্ধুকে আকৃষ্ট করেছিলো; আর তাই এরকম একটি গুণী ছেলের হাতে তিনি তাঁর বড় মেয়ে বিয়ে দিয়েছিলেন। ওয়াজেদ মিয়াকে শুধু স্মরণ নয়, তাঁকে অনুসরণও করতে হবে বলেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। 
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শিশু একাডেমি আয়োজিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
মন্ত্রী বলেন, ওয়াজেদ মিয়া ছিলেন অসাম্প্রদায়িক মুক্তি ও মানবিক চেতনাবোধ সম্পন্ন, তাই মেধাবী হয়েও বাঙালির প্রতিটি আন্দোলনে তিনি অংশগ্রহণ করছেন এবং কারাবরণ করেছেন। 
সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. মোল্লা আবু কাওসার। 
 
#
 
তুহিন/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৮২০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ১৪৩৮
 
জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হবে
                                                 --- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে বেশিদিন চলতে পারে না। সংশ্লিষ্ট সবাইকে ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে জনকল্যাণে, সেবার মনোভাব ও শিক্ষার জন্য অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। 
 
আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে স্টেট ইউনিভার্সিটি অভ্ বাংলাদেশ (এসইউবি)-এর ৫ম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় শিক্ষামন্ত্রী একথা বলেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যাননি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে অব্যাহত চাপ রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে। এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া তারা আর কোন পথ খোলা রাখেননি। তিনি বলেন, সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী শিক্ষার্থীদের মধ্যে কোন পার্থক্য করি না। তারা সকলেই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যৎ। তাদের সকলের জন্যই মানসম্মত শিক্ষা এবং সুযোগ নিশ্চিত করতে চাই।
 
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক এবং অভিভাবকগণকে বিশেষভাবে সচেতন ও সক্রিয় থাকতে হবে যাতে শিক্ষার্থীরা বিপদগামী না হয়। জঙ্গিবাদ ও মাদকাসক্তির কালো হাত থেকে তাদের রক্ষা করতে হবে। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করতে হবে। প্রচলিত গতানুগতিক শিক্ষায় তা সম্ভব নয়। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা সরকারের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, এসইউবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাঈদ সালাম এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
 
সমাবর্তনে ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ২ হাজার ৪৪৬ জন শিক্ষার্থীকে  ডিগ্রি প্রদান করা হয়। 
২ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড, ২১ জনকে ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড এবং ৪৪ জনকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
#
 
আফরাজুর/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৪৩৭
 
 
সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিসংবলিত স্থান সংরক্ষণ করা হচ্ছে
                                                              - গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) : 
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিসংবলিত স্থান সংরক্ষণ করা হচ্ছে। যে স্থান থেকে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যে স্থানে পাকিস্তান হানাদারবাহিনী নিঃশর্ত আত্মসমর্পন করেছিল। সরকার সেইসব স্থানের উন্নয়নে ৩ শ' কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। একইসাথে পুরো সোহরাওয়ার্দী উদ্যানকে দৃষ্টিনন্দন করে সাজানো হবে বলে মন্ত্রী বলেন।
আজ মন্ত্রী জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মুক্তিযুদ্ধকালে চট্টগ্রাম সমুদ্রবন্দরে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর পুঁতেরাখা মাইন অপসারণ ও উদ্ধার অভিযান ১৯৭২-১৯৭৪ শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো এবং বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ: এ ট্রাস্টেড জার্নি অভ্ হান্ড্রেড ইয়ার শীর্ষক আলোকচিত্র অ্যালবামের প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
মন্ত্রী বলেন, স্বাধীনতার প্রায় ৪৭ বছর পরও মুক্তিযুদ্ধের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ না হওয়া খুবই দুঃখজনক। এখনও সারাদেশে বধ্যভূমি চিহ্নিত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের ঘটনাবলী বর্তমান প্রজন্মকে জানাতে হলে অতিদ্রুত এসব স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। চট্টগ্রামবন্দরকে ব্যবহার উপযোগী করার জন্য সোভিয়েত ইউনিয়ন সেদিন যে সহযোগিতা দিয়েছিল, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘের সাধারণ পরিষদের বাংলাদেশের প্রশ্নে বার বার ভেটো দিয়ে যে সহযোগিতা ও প্রেরণা যুগিয়েছে, সেজন্য বাঙালি জাতি চিরকৃতজ্ঞ থাকবে।
অনুষ্ঠানে জানানো হয় যে, পাকিস্তান হানাদারবাহিনী যখন বুঝতে পারে যে, সমুদ্রপথে তারা পালাতে পারবে না। তাদের পরাজয় অনিবার্য, তখন হাজার হাজার মাইন চট্টগ্রামবন্দর ও উপকূল এলাকায় পুঁতে রাখে। বঙ্গবন্ধু রাশিয়া সফরকালে তৎকালীন সোভিয়েত নেতা ব্রেজনেভের কাছে এ মাইন অপসারণে সহযোগিতা চান। সোভিয়েত ইউনিয়নের ৩৭টি যুদ্ধ জাহাজ এক হাজার দুই বর্গকিলোমিটার এলাকায় পুঁতে রাখা মাইন ২৭ মাসে অপসারণ করে। এ অভিযানে সোভিয়েত ইউনিয়নের প্রায় ২০ জন নৌসেনা মৃত্যুবরণ করে।  
মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদের সভাপতিত্বে ঢাকাস্থ রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেক্সান্ডার পি ডমিন, সাবেক সংস্কৃতি সচিব ও প্রধান তথ্য কমিশনার কবি আজিজুর রহমান আজিজ, অর্থনীতিবিদ-গবেষক ড. আনু মাহমুদ, প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক ইব্রাহিম আজাদ, আল-আরাফাহ ইসলামি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হারুনুর রশীদ খান ও সাউথ এশিয়ান মিউজিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. শরীফ আশরাফউজ্জামান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
#
 
কিবরিয়া/রিফাত/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৫৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১৪৩৬ 
 
বাল্যবিবাহ বিরোধী ক্যাম্পেইন ‘আওয়াজতোল’ পেল এপেক ইফি এওয়ার্ড 
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রচারিত বাল্য বিবাহবিরোধী ক্যাম্পেইন ‘আওয়াজতোল’ বিজ্ঞাপন চিত্রটি ‘এপেক ইফি এওয়ার্ড ২০১৮’ অর্জন করেছে। গত ২৭ এপ্রিল সিঙ্গাপুরের ফোর সিজন হোটেলে এপেক (এশিয়া প্যাসেফিক) এই এওয়ার্ড ঘোষণা করে। ১৯০ টি পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট এই প্রতিযোগিতার জন্য  মনোনীত হয়। এর মধ্যে গোল্ড, সিলভার ও ম্যাটাল তিন ক্যাটাগরিতে এওয়ার্ড দেয়া হয়। এর মধ্যে ‘আওয়াজতোল’ ক্যাম্পেইনটি  সিলভার এওয়ার্ড অর্জন করে।  
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ‘এপেক ইফি এওয়ার্ড’  পাওয়ার বিষয়ে বলেন, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে প্রচারণার কোনো বিকল্প নাই আর এ প্রচারণা হতে হবে শৈল্পিক। তবেই সেই প্রচারণা মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে  ভূমিকা রাখবে। বাল্যবিবাহ বিরোধী ক্যাম্পেইন ‘আওয়াজতোল’ বিজ্ঞাপনটি ‘এপেক ইফি এওয়ার্ড ২০১৮’ অর্জন করায় দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে উজ্জ্বল হয়েছে। এ জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গর্বিত বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন। 
#
 
খায়ের/রিফাত/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর ঃ ১৪৩৫
 
চরাঞ্চলের মানুষকে উন্নয়নের মূল¯্রােতে আনা হবে
                                  -এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী চরাঞ্চলে বসবাস করে। তিনি বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমের সুফল চরবাসীদের মধ্যে পৌঁছে দিতে হবে। চরাঞ্চলের মানুষকে উন্নয়নের মূল¯্রােতে আনা হবে।
মন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া আয়োজিত ঋঁঃঁৎব চষধহহরহম ড়ভ ঈযধৎ উবাবষড়ঢ়সবহঃ জবংবধৎপয ঈবহঃৎব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের চরাঞ্চলে মোট জনগোষ্ঠীর প্রায় ৫ শতাংশ বাস করে। তারা প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। চরাঞ্চলের এ বৃহৎ জনগোষ্ঠীকে উন্নয়নের মূল¯্রােতে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে।
মন্ত্রী জানান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দেশীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থার সমন্বয়ে চর জীবিকায়ন কর্মসূচী (সিসিপি) এর মাধ্যমে ১০ টি জেলার ৩৩ টি উপজেলার ১২০ টি ইউনিয়নে ১ লক্ষ ৩৩ হাজার পরিবারকে দারিদ্র্যমুক্ত করা হয়েছে। তিনি বলেন, চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ ও পর্যবেক্ষণের জন্য এলজিইডির মাধ্যমে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এ ৫ টি সংস্থার সমন্বয়ে চরাঞ্চলে সরকারি প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করা হচ্ছে বলে মন্ত্রী জানান। পদ্মা, যমুনা ও তিস্তার চরাঞ্চলের প্রায় ৯ শ’ চরে উৎপাদিত কৃষি পণ্যের বাজারজাতকরণের জন্য সুইস উন্নয়ন ও সহযোগিতা এজেন্সি ঝউঈ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গ৪ঈ (পদ্মা, যমুনা ও তিস্তার চরাঞ্চলের পণ্যের বাজারজাতকরণ) প্রকল্প কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের আওতাধীন চরাঞ্চলের টেকসই বাজার ব্যবস্থাপনার মাধ্যমে ১০ টি জেলায় ৯০ হাজার দরিদ্র পরিবারের আয় ও কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে।
মন্ত্রী আরো জানান, চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ‘একটি বাড়ী একটি খামার’ প্রকল্পের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করা হচ্ছে। তিনি সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্যের বাজারজাতকরণ, গুণগত কৃষি উপকরণের ব্যবহার ও গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনে একযোগে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেনষ্টিন এবং সিরডাপের মহাপরিচালক টেভিটা জি বসেওয়াকা টাগিনাভুলাও। অনুষ্ঠানে কী-নোট উপস্থাপন করেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার মহাপরিচালক এম এ ম
Todays handout (4).docx