তথ্যবিবরণী নম্বর : ১৪৪৭
সমন্বিত এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং উন্নত বাংলাদেশ গড়তে কার্যকর অবদান রাখবে
--- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমন্বিত এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ইআরপি) উন্নত বাংলাদেশ গড়তে কার্যকর অবদান রাখবে। উৎপাদন, বিতরণ, সঞ্চালন ও অফিস ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় করে ইআরপি করতে হবে। বিদ্যমান সিস্টেম আপডেট করে চাহিদা ও যোগান মনিটরিং করা প্রয়োজন। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চাহিদা-যোগানের ভারসাম্য করা গেলেই আগামী তিন বছরের মধ্যে বিদ্যুৎ বিভাগ পেপারলেস অফিস হবে। সে দিকেই যাচ্ছে বিদ্যুৎ বিভাগ জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে ‘ইনোভেশন শোকেসিং’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ইনোভেশন কমিউনিকেটিং হওয়া অপরিহার্য। আমাদের সকল উদ্যোগের সাথে জনসম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন। উদ্ভাবনী কাজের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জবাবদিহি ও সেবার মান বাড়বে। প্রযুক্তির মাধ্যমে সেবা সহজীকরণ এবং মানুষের দোরগোঁড়ায় সেবা দ্রুত ও সহজতরভাবে পৌঁছানো সম্ভব। তাই দ্রুততার সাথে প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ বাড়াতে হবে।
বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল হক ও বিদ্যুৎ বিভাগের প্রধান ইনোভেটিভ কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোছাঃ মাকছুদা খাতুন বক্তব্য রাখেন।
#
আসলাম/সেলিম/পারভেজ/জয়নুল/২০১৮/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৬
মন্ট্রিল কনভেনশন রেটিফিকেশন সময়ের দাবি
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
মন্ট্রিল কনভেনশন রেটিফিকেশন এখন সময়ের দাবি। বাংলাদেশ এখনও মন্ট্রিল কনভেনশন রেটিফিকেশন না করায় সম্প্রতি ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ও আহত যাত্রীরা ক্ষতিপূরণ পাবে ওয়ারশ কনভেনশন অনুযায়ী যা অনেক কম।
আইএটিএর (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ঈড়হৎধফ ঈখওঋঋঙজউ আজ সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামালের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন।
সারা বিশ্বে এভিয়েশন খাতের সেফটি ও সিকিউরিটি (ডেথ, ইনজুরি, ডিলে, ডেমেজ, লস) ক্ষেত্রে আইকাও (ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) এর মন্ট্রিল কনভেনশন ৯৯ কার্যকর অপরিহার্য হয়ে পড়েছে। আইকাও সদস্যরাষ্ট্রসমূহকে এ কনভেনশন রেটিফেকশনে উদ্বুদ্ধ করতে কাজ করছে আইএটিএ।
মন্ত্রী জানান বাংলাদেশ ইতোমধ্যে মন্ট্রিল কনভেনশনে স্বাক্ষর করেছে। এর রেটিফিকেশন প্রক্রিয়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য প্রেরণ করা হয়েছে। তিনি এয়ার সেফটি ও সিকিউরিটির ক্ষেত্রে বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে বলেন সম্প্রতি আইকাও’র ইন্সপেকশনে বাংলাদেশ ৭৭ দশমিক ৪৭ নম্বর অর্জন করেছে। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ক্যাটাগরি-১ উন্নীত হওয়ার ক্ষেত্রে আইএটিএর সহযোগিতা কামনা করেন।
আএটিএ’র রিজিওনাল ম্যানেজার আজহার আজহারি, এভিয়েশন সলিউশন ম্যানেজার পারভেজ এন ইব্রাহিম এ সময় উপস্থিত ছিলেন।
#
তুহিন/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/২০১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৫
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাপ প্রয়োগে ত্রাণ মন্ত্রীর গুরুত্বারোপ
চট্টগ্রাম, ২৬ বৈশাখ (৯ মে) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বিশ^বাসীর কাছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী প্রেরণের পাশাপাশি তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে অধিক চাপের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আজ চট্টগ্রাম বন্দরে ভারত সরকারের পাঠানো ত্রাণ সামগ্রী গ্রহণকালে এ কথা বলেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, কক্সবাজার রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
ভারতের জাহাজে করে আজ রোহিঙ্গাদের জন্য ভারত সরকারের পাঠানো বিভিন্ন মালামাল চট্টগ্রাম বন্দর থেকে গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে-১০৪ মেট্রিক টন গুড়াদুধ, ১০০ মেট্রিক টন শুটকি, ৪৫ মেট্রিক টন শিশুখাদ্য, ৫০ হাজার পিচ রেইনকোট ও ৫০ হাজার জোড়া গামবুট।
এসব ত্রাণ সামগ্রী প্রদান করায় মন্ত্রী ভারত সরকারকে ধন্যবাদ জানান। ১৯৭১ সালে বাংলাদেশকে ভারতের অকৃত্রিম সহযোগিতার কথা স্মরণ করে মন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানেও ভারত একইভাবে সহযোগিতা করবে।
#
ওমর ফারুক/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৪
শিল্পকলা একাডেমিতে ভাস্কর্য পার্ক নির্মাণ করা হবে
--- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের সামনের অব্যবহƒত ভূমিতে একটি ভাস্কর্য পার্ক নির্মাণ করা হবে। তবে ভবিষ্যতে সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক বলয়ের অংশ হিসেবে বড় পরিসরে একটি ভাস্কর্য পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে ‘৪র্থ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ২০১৪ সালে দীর্ঘ ৩১ বছর পর ৩য় জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়। এবার ৪ বছর পর ৪র্থ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী আয়োজন করা হলো। আগামীতে ২ বছর পর পর এ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। মন্ত্রী বলেন, ভাস্কর্য শিল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। পৃথিবীর যেকোনো উন্নত বিশেষ করে প্রাচীন দেশে অসাধারণ সব ভাস্কর্য দর্শনার্থীদের মুগ্ধ ও বিমোহিত করে। এটি ইতিহাস ও সভ্যতাকে ধারণ করে। তিনি বলেন, অন্য মাধ্যমের শিল্পকর্ম কালের ধারায় বিনষ্ট হয়ে যেতে পারে কিন্তু ভাস্কর্য শিল্প টিকে থাকে শতাব্দীর পর শতাব্দী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ এবং বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু।
উল্লেখ্য এ প্রদর্শনীটি ৯ মে থেকে শুরু হয়ে আগামী ৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা (শুক্রবার বিকাল ৩টা) থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
#
ফয়সল/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪৩
গবেষণাই ছিল ড. ওয়াজেদ মিয়ার জীবনের ব্রত
--- গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ২৬ বৈশাখ (৯ মে) :
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন সহজ-সরল একজন মিতভাষী মানুষ। নিভৃতচারী এ বিজ্ঞানীর জীবনে গবেষণাই ছিল ব্রত।
মন্ত্রী আজ বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোহাম্মদপুর টাউনহলে স্মরণসভা ও ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ড. এম এ ওয়াজেদের অবদান রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর এ প্রকল্প গ্রহণে বৈজ্ঞানিক বাস্তবতা যাচাইয়ে ড. ওয়াজেদ ভূমিকা রাখেন। তিনি সর্বদা জ্ঞান আহরণে সময় দিয়েছেন, আবার সে জ্ঞানকে সমাজে প্রয়োগেও নিরবে কাজ করে গেছেন আজীবন।
মোশাররফ হোসেন বলেন, ক্ষমতার খুব কাছে অবস্থান করেও ড. ওয়াজেদ মিয়া কখনই তার অপব্যবহার করেননি। রবং নিরবে-নিভৃতে তার লক্ষ্যপথে এগিয়ে গেছেন। তার জীবনে ক্ষমতার কোনো মোহ ছিল না। রাষ্ট্রীয়ভাবে তিনি যতটুকু সম্মান পেয়েছেন, তা তাঁর যোগ্যতার গুণেই পেয়েছেন। মন্ত্রী পাঠাগারের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আশ^াস দেন।
পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য জাহাঙ্গীর করীর নানক, ছবি বিশ^াস ও উম্মে কুলসুম স্মৃতি এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার। পরে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
#
কিবরিয়া/সেলিম/রফিকুল/জয়নুল/২০১৮/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৪২
বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রায় অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির সহকারী অর্থমন্ত্রী ডেভিড কোলম্যান (উধারফ ঈড়ষবসধহ)। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় দ্রুত ও টেকসই আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ নতুন উদাহরণ সৃষ্টি করেছে।
অস্ট্রেলিয়া সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে ডেভিড কোলম্যান এ কথা বলেন। ক্যানবেরার ফেডারেল সংসদ কার্যালয়ে গতকাল এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্পর্ক জোরদার, প্রযুক্তি হস্তান্তর ও জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে দৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতি সূচিত হয়েছে। তিনি অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের বিশেষ সুবিধা দেয়ায় সে দেশের সরকারকে ধন্যবাদ জানান। আগামী দিনে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আমির হোসেন আমু বলেন, পণ্য উৎপাদনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশে শিল্পখাতের গুণগতমান বৃদ্ধি, মান অবকাঠামোর উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখতে পারে। এর অনুকরণ বাংলাদেশে গুণগত শিল্পায়নের ধারা জোরদারের মাধ্যমে আগামী দিনে টেকসই শিল্পায়নের লক্ষ অর্জনে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার কারিগরি মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন এবং মান বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ের জন্য শিল্পমন্ত্রী বর্তমানে অস্ট্রেলিয়া সফর করছেন।