Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd মার্চ ২০২৫

তথ্যবিবরণী ২২ মার্চ ২০২৫

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩০২৫

 

ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ

                            -- ধর্ম উপদেষ্টা

 

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ):

 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ। ইসলামি সংস্কৃতির সাথে পৃথিবীর ২০০ কোটি মানুষের সংস্কৃতি জড়িত।

 

আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড ২০২৫ এর গ্র্যান্ড ফিনালে  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

 

ধর্ম উপদেষ্টা বলেন, সংস্কৃতি হলো একটি জাতির শিকড়। এটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে শিকড় থেকেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তিনি আরো বলেন, আমরা অনেকেই মনে করি কেবল সুরের লহরি, ছায়াছন্দের ঝংকার ও নৃত্যের তালই সংস্কৃতি। এটা সত্য নয়, এটা আংশিক সত্য। কোনো জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বিশ্বাস, জীবনধারাই সংস্কৃতি। তিনি সংস্কৃতি, মূল্যবোধ ও লালিত উত্তরাধিকারের সাথে আগামী প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে ড. খালিদ বলেন, এদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলমান। এই বৃহৎ জনগোষ্ঠীর সংস্কৃতিকে আমরা জলাঞ্জলি দিতে পারি না। আমাদেরকে এই সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে।

 

উপদেষ্টা  ইসলামিক অলিম্পিয়াড অনুষ্ঠান আয়োজনের জন্য এটিএন নিউজকে ধন্যবাদ জানান। তিনি এ অনুষ্ঠান নির্মাণে সহযোগিতা অব্যাহত রাখার জন্য পৃষ্ঠপোষকদেরকে অনুরোধ করেন।

 

এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোঃ মোশাররফ হোসেন।

 

পরে উপদেষ্টা ইসলামিক অলিম্পিয়াডে ২০২৫ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপে মোট নয়জন বিজয়ীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করা হয়।

 

#

 

আবুবকর/মাহমুদুল/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২১০০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩০২৪

 

ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সড়ক পরিবহন ও

মহাসড়ক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে

                                                     -- সড়ক সচিব

 

গাজীপুর, ৮ চৈত্র (২২ মার্চ):

 

ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক। আজ গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত বিআরটি বাস ডিপোতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি ও তথ্য অধিকার সংক্রান্ত অংশীজন সভায় সড়ক সচিব এ মন্তব্য করেন।

 

এহছানুল হক বলেন, সামনের ঈদে প্রচুর মানুষ ঢাকা ছেড়ে ঈদ উদ্‌যাপন করতে নিজ নিজ গন্তব্যে রওনা দেবেন। মানুষের এই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক বিভাগ থেকে ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ রাস্তাগুলো মেরামত ও সংস্কারের কাজ চলমান, অযাচিত বাস ভাড়া নিয়ন্ত্রণে বাস মালিক সমিতির সাথে কার্যকর আলোচনা হয়েছে এবং চাঁদাবাজি ও সড়কে ডাকাতি প্রতিরোধে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ তৎপর রয়েছে বলে জানান তিনি। এসময়  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সড়কে আইন-শৃঙ্খলা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

 

সড়কে শান্তি ও শৃঙ্খলা ফেরাতে অংশীজন সভায় আগত অতিথিদের পরামর্শ ও মতামত সাদরে গ্রহণ করা হবে বলে সড়ক সচিব আরো জানান, সড়ক বিভাগের ব্যাপারে অনেকের অভিযোগ আছে, তবে আমরা সাধ্যমত চেষ্টা করছি রাস্তায় শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য যাতে করে মানুষ নির্বিঘ্নে এবারের ঈদ পালন করতে পারে। এ সময় সভায় আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক  নীলিমা আখতার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ ইয়াসীন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অনুপম সাহা, সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। এছাড়াও সভায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ, বাস মালিক সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও ছাত্র সমাজের প্রতিনিধিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#

 

নোবেল/মাহমুদুল/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২১২০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩০২৩

 

জনগণের নিকট দায়বদ্ধতা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা অর্থহীন

                                               -- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

 

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ):

 

জনগণের নিকট দায়বদ্ধতা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা অর্থহীন। গণমাধ্যমের স্বাধীনতার মূল্য সম্পর্কে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হতে হবে। আজ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় তথ্য ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।

 

গত ১৬ বছরে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে উপদেষ্টা বলেন, ওই সময় সাংবাদিক সংগঠনগুলো ব্যবসায়িক সিন্ডিকেট ও রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করে পরিচালিত হয়েছে। এটি আমাদের জাতির জন্য দুর্ভাগ্য।

 

মাহফুজ আলম বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে গণমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। গণমাধ্যমকর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা যৌক্তিক পর্যায়ে বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে মালিক ও সম্পাদকদের প্রভাব থেকেও  সাংবাদিকদের মুক্ত করা প্রয়োজন।   তিনি গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে গণমাধ্যম মালিক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

 

ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাসমূহের প্রধান এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

#

 

মামুন/মাহমুদুল/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২০১৫ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩০২২

 

তিস্তা পাড়ের অধিক ভাঙনকবলিত ২০ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ শীঘ্রই শুরু করা হবে

                                                                                      -- পানি সম্পদ উপদেষ্টা

 

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ):

 

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা পাড়ের অধিক ভাঙনকবলিত ২০ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ শীঘ্রই শুরু করা হবে।  তিনি জানান, তিস্তা পাড়ের বেশি ভাঙনপ্রবণ ৪৩ কিলোমিটার এলাকার তীর রক্ষা বাঁধের জন্য ২৪৩ কোটি টাকার অনুমোদন অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে। তবে ১ম বছরে তিস্তার অধিক ভাঙনপ্রবণ ২০ কিলোমিটার এলাকার তীর রক্ষা বাঁধের কাজ করা হবে এবং পর্যায়ক্রমে তিস্তার অধিক ভাঙনপ্রবণ বাকি ২৩ কিলোমিটার এলাকার তীর রক্ষা বাঁধের কাজও দ্রুততার সাথে করা হবে।

 

আজ ঢাকার গ্রিন রোডস্থ পানি ভবনের সম্মেলন কক্ষে বিশ্ব পানি দিবস-২০২৫ উপলক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত ‘পানি খাতে সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

 

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনার ফিজিবিলিটি স্টাডির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে দুইটা শর্তে এবং সেটা হচ্ছে  ‘পাওয়ার চায়না’র প্রতিনিধি তিস্তা পাড়ের মানুষদের কাছে গিয়ে তাদের পরিকল্পনার কথাটা বলবে। যারা নদী নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলবে। ইতিমধ্যে তিস্তা পাড়ের ৫ জেলায় গণশুনানি হয়েছে। এখন বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করা হবে। বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনার জন্য চীন থেকেও তাদের বিশেষজ্ঞ দল আসবে। সকলের সম্মতি নিয়েই আসলে কতটুকু উপকার হবে এটা বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

রিজওয়ানা হাসান বলেন, আগামী বর্ষা মৌসুমে দেশের যে সমস্ত জায়গায় বেশি বন্যায় ভাঙনের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত এলাকার পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় অফিসগুলোকে জরুরিভাবে কাজ করার জন্য পর্যাপ্ত পরিমাণ জিও ব্যাগ এবং ব্লক  প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সাড়া দেওয়ার জন্য কি কি ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে তার তালিকা এপ্রিল মাসের মধ্যে জমা দিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, সদিচ্ছা থাকলে সমন্বয় করে দ্রুততার সাথে কাজ করা যায় এটাই একটা বড় সংস্কার। পানি উন্নয়ন বোর্ডের চলমান কাজে কোথাও গুণগত মানের ঘাটতি পরিলক্ষিত হলে মন্ত্রণালয়ের মনিটরিং কমিটিকে জানানোর জন্য সকলকে অনুরোধ করেন তিনি।

 

উপদেষ্টা আরো বলেন, নোয়াখালীতে গত বন্যার পরে পানি নামছিল না। বন্যার সময় নোয়াখালীতে পানি না নামার কারণ সেটা জলবায়ু পরিবর্তনের প্রভাব, সাগর থেকে জোয়ার উঠে আর নামতে পারছে না, কারণ সেখানে খালগুলো ভরাট হয়ে গেছে। সেটা নিয়ে কাজ শুরু করা হয়েছে।

 

চলমান পাতা/২

--০২--

 

উপদেষ্টা বলেন, শিল্পে পানি ব্যবহার নীতিমালাও প্রায় চূড়ান্ত করা হয়েছে। খুব শীঘ্রই আমরা সেটির বাস্তবায়নে যাব। আলোচনা সভায় পানি নীতি এবং জাতীয় পানি সম্পদ পরিকল্পনা হালনাগাদ করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া তিনি বলেন, আগামী ১৪ এপ্রিলে নদীগুলোর স্থানীয় নামসহ বাংলাদেশের নদ-নদীর একটা সম্পূর্ণ তালিকা আমরা প্রকাশ করতে পারব। নদী দখল ও দূষণরোধে প্রত্যেক জেলা হতে একটা করে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

পানিসম্পদ উপদেষ্টা বলেন, ঢাকার ৪টি নদীসহ বাকি ৭ বিভাগ হতে ৭টি নদী এবং কক্সবাজার জেলার বাঁকখালী নদীসহ মোট বারোটি নদী এবং সেই সাথে  রংপুর জেলার শ্যামা সুন্দরী খাল এবং ঘাগট নদী মিলিয়ে মোট ১৪টি নদীর কর্মপরিকল্পনা খুব দ্রুত চূড়ান্ত করে ফেলতে পারব।  এর মধ্যে ১০টি নদীর দখল ও দূষণমুক্তকরণে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, পরিকল্পনা কমিশন এবং জরুরি তহবিল দিয়ে যতটুকু পারা যায় দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া ঢাকার ৪ টি নদী দখল ও দূষণমুক্তকরণে এশীয় উন্নয়ন ব্যাংক এবং বিশ্বব্যাংক  অর্থ দিয়ে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে এ বছরের পানি দিবসের তাৎপর্য উল্লেখ করে সভায় স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ,কে,এম তাহমিদুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জলাভূমি ও হাওর অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আখতারুজ্জামান, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প মনিটরিং কমিটির আহ্বায়ক  ও সাবেক অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব, ইনস্টিটিউট অভ্‌ ওয়াটার মডেলিং এর নির্বাহী পরিচালক এস এম মাহবুবুর রহমান, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, এএলআরডি এর নির্বাহী পরিচালক এবিএম শামসুল হুদা, সাংবাদিক, নদী গবেষক ও রিভারাইন পিপলের সদস্যসচিব শেখ রোকন প্রমুখ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান, নদী গবেষক এবং রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। এছাড়া সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব-সহ ঊর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের  ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

#

 

আবদুল্লাহ/মাহমুদুল/রানা/মোশারফ/সেলিম/২০২৫/২০৩০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩০২১

ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে খেলাফত মজলিস এবং বাংলাদেশ লেবার পার্টি

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ):

সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে খেলাফত মজলিস এবং বাংলাদেশ লেবার পার্টি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দ্বিতীয় দিনে আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে পর্যায়ক্রমে দল দুটি’র সাথে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন।

এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন ৮ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ন মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, যুগ্ন মহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, যুগ্ন মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক  অধ্যাপক কাজী মিনহাজুল আলম এবং দলটির প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

পৃথক বৈঠকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরীর সভাপতি এস এম ইউসুফ আলী, ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগরীর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি মোঃ আলাউদ্দিন আলী, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা প্রমুখ।

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত গত ১৩ মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।

এ পর্যন্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি),  খেলাফত মজলিস এবং বাংলাদেশ লেবার পার্টির সাথে আলোচনা করেছে৷ আগামীকাল সকালে রাষ্ট্রীয় সংস্কার আন্দোলনের সাথে আলোচনায় বসবে কমিশন৷ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করার কথা রয়েছে৷

জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

                                                                      #

পবন/মাহমুদুল/মোশারফ/সেলিম/২০২৫/১৬২০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩০২০

 

শিক্ষকের দায়িত্ব পড়াশোনার মান বৃদ্ধি করা, তাহলে অনেক সমস্যা কেটে যাবে

                                                        -- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

 

ময়মনসিংহ, ৮ চৈত্র (২২ মার্চ):

 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য শিশুদের সক্ষম করে তোলা। শিক্ষকরা শিশুদেরকে মুখস্হ না করিয়ে তারা যেন মাতৃভাষায় বলতে, পড়তে, লিখতে ও গণিত করতে পারে সে বিষয়টি নিশ্চিত করবেন। যদি শিশুরা পারে তাহলে বুঝবেন আপনি সর্বোচ্চ করে দিয়েছেন। এরপর সে নিজে নিজেই সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়া করতে পারবে। প্রধান শিক্ষক তার  স্কুলের শিক্ষার মানোন্নয়নে  লক্ষ্য ঠিক করবেন। শিশুদের লক্ষ্য হবে সে যেন মাতৃভাষায় লিখতে পড়তে বলতে পারে, গণিত করতে পারে, কিছুটা ইংরেজি পারে। আমরা সহায়তা করব। মাতৃভাষায় দক্ষ হলে সহজেই ইংরেজিসহ বিদেশি ভাষা শিখতে পারবে। শিক্ষকের দায়িত্ব পড়াশোনার মান বৃদ্ধি করা, তাহলে অনেক সমস্যা কেটে যাবে। সকলে নিজ নিজ ক্ষেত্রে উদ্যোগী হলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করতে পারব।

 

উপদেষ্টা আজ ময়মনসিংহের টাউন হলস্থ তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

প্রাথমিক শিক্ষার জন্য ভৌত অবকাঠামোর উন্নয়ন দৃশ্যমান। সে অনুযায়ী প্রাথমিক শিক্ষার মান বাড়ছে না, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রাথমিক স্কুল ছাড়া অন্য কোথাও যাওয়া সম্ভব ছিল না। এখন কিন্ডারগার্টেন, মাদ্রাসা হয়েছে। মানুষ কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় শিশুদের পড়াচ্ছে। আমরা প্রাথমিকে বিনাবেতনে পড়াচ্ছি, বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি- তারপরও অভিভাবকরা তাদের শিশুদের পয়সা খরচ করে অন্যখানে কেন পড়াচ্ছেন? আমাদের প্রাথমিক শিক্ষার অবকাঠামো ভালো, শিক্ষকরা মানসম্পন্ন, পড়াশোনায় অগ্রসর, বেতনকাঠামো ভালো, চাকরির নিশ্চয়তা আছে। অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে এসব সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে কম। তারপরও অভিভাবকরা কেন তাদের শিশুদের অন্য বিদ্যালয়ে পড়াবেন? প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমস্যা কোথায়? কিভাবে উন্নয়ন করতে পারি-সে বিষয়ে সুনির্দিষ্ট মতামত দরকার।

 

বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক মফিদুল আলম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ।

 

উপদেষ্টা পরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জিমনেসিয়ামে ‘আমরা ময়মনসিংহবাসী’ কর্তৃক আয়োজিত সাধারণ সভা ও নাগরিক ইফতার মাহফিলে যোগ দেন।

 

#

 

জাহাঙ্গীর/মাহমুদুল/রানা/মোশারফ/সেলিম/২০২৫/১৮২০ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩০১৯

 

ভিয়েতনাম  থেকে ২৯ হাজার মেট্রিক টন চাল নিয়ে 

এমভি ওবিই ডিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

 

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ):

 

৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে সম্পাদিত জি টু জি চুক্তির আওতায়  (৩য় চালান) ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ওবিই ডিনারেস জাহাজটি চট্টগ্রাম  বন্দরে পৌঁছেছে।

 

উল্লেখ্য, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট  ১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দু’টি  চালানে মোট  ৩০ হাজার ৩ শত মেট্রিক টন চাল ইতোপূর্বে দেশে পৌঁছেছে।

 

জাহাজে  রক্ষিত চালের  নমুনা পরীক্ষা ইতোমধ্যে  শেষ হয়েছে এবং চাল  খালাসের  কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

#

 

ইমদাদ/মাহমুদুল/রানা/মোশারফ/সেলিম/২০২৫/১৬২০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩০১৮

 

কমিশন প্রস্তাবিত সাংবাদিক স্বার্থসংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার

                                                              -- তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

 

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ):

 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশন প্রস্তাবিত সাংবাদিক স্বার্থসংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে কাজ করবে সরকার। আজ ঢাকায় তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার এবং অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা একথা বলেন।

 

সাংবাদিকদের কল্যাণ অনুদান প্রদানকে একটি আপৎকালীন ব্যবস্থা উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা থাকলে কল্যাণ অনুদান প্রদানের হয়তো প্রয়োজন হতো না। তিনি আরো বলেন, গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে। উপদেষ্টা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মপরিধি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও  আশ্বাস দেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, সাংবাদিকদের কল্যাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। গুজব ও অপপ্রচার মোকাবিলায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থ সংরক্ষণ করে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে।

 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাংবাদিক মুহাম্মদ খায়রুল বাশার, সাজিদ আরাফাত ও মীর মুশফিক আহসান।

 

উল্লেখ্য, অনুষ্ঠানে  ৩৭৪ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এর মধ্যে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবার রয়েছে ১১টি। অনুদানপ্রাপ্তদের মধ্যে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সাংবাদিক রয়েছেন ১৯২ জন।

 

#

 

মামুন/মাহমুদুল/রানা/মোশারফ/সেলিম/২০২৫/১৬৪০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৩০১৭

রমজানে দুধ, ডিম ও মাংস সুলভমূল্যে বিক্রয় কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং বিক্রয় মূল্য সমন্বয়

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ):

            মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এবং সংশ্লিষ্ট অংশীজনের সহযোগিতায় পবিত্র রমজান মাসে দুধ, ডিম, মাংস ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে প্রথম রমজান থেকে ২৮শে রমজান পর্যন্ত সুলভ মূল্যে ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারাদেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।  

            গত ১৯ মার্চ ২০২৫ পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সারাদেশের ৩ লাখ ৯৬ হাজার ৫৮৬ জন পুরুষ, ২ লাখ ১২ হাজার ৮৪৪ জন মহিলা মোট ৬ লাখ ৯ হাজর ৪৩০ ক্রেতার মাঝে সুলভ মূল্যে ১৯ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার ৭৬৮ টাকা মূল্যের দুধ, ডিম, ড্রেসড ব্রয়লার, গরু ও খাসির মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ফলশ্রুতিতে সারাদেশে মাংস, ডিম, দুধ ইত্যাদির সরবরাহ ও মূল্য স্থিতিশীল রয়েছে।

            যে সকল স্থানে জুলাই বিপ্লবের সময় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সে সকল স্থানকে অগ্রাধিকার দিয়ে প্রথম রমজান থেকে ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু রয়েছে। আগামী ২৩শে মার্চ ২০২৫ হতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাজেটের আওতায় প্রাণিজ আমিষ সরবরাহ নামে বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা শহরে অতিরিক্ত ২৩টি, নারায়ণগঞ্জ শহরে ৩টি এবং ৭টি বিভাগীয় শহরের ১৪টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের পরিধি বৃদ্ধি করা হয়েছে।

            এ কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ডিম প্রতি ডজন ১০৮ টাকার স্থলে ১০০ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার ৮০ টাকা, এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা মূল্যে বিক্রয় করা হবে।             

 চলমান বিক্রয় কেন্দ্র ২৫টিঃ

সচিবালয়ের পাশে, খামারবাড়ী (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর),  নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল),  মোহাম্মদপুর (বাবর রোড), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর),  শাহাজাদপুর (বাড্ডা),  কড়াইল বস্তি, বনানী,  কামরাঙ্গীর চর,  খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে),  নাখাল পাড়া (লুকাস মোড়),  সেগুন বাগিচা (কাঁচা বাজার), বসিলা (মোহাম্মদপুর),  উত্তরা (হাউজ বিল্ডিং), রামপুরা (বাজার),  মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও,  পুরান ঢাকা (বঙ্গবাজার) এবং কাকরাইল।

 ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জে অতিরিক্ত ২৬টি স্থানের তালিকাঃ

            ঢাকা মহানগরঃ

আসাদ গেট (টাউন হল),  লালমাটিয়া মহিলা কলেজ,  শংকর প্লাজা, জিগাতলা (কায়সার সুইটমিট), আজিমপুর (তিন নং গেট), নিউ পল্টন, এ্যালিফেন্ট রোড (ইস্টার্ন মল্লিকার সামনে),  জুরাইন কাঁচা বাজার,  আটিবাজার,  গাবতলী মাজার রোড,  মিরপুর ৬ নং বাজার, শেওড়াপাড়া,  কচুক্ষেত বাজার, উত্তরা আজমপুর কাঁচা বাজার, মেরুল বাড্ডা,  মগবাজার মোড়,  গ্রীন রোড, বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের পিছনে, বাসাবো বৌদ্ধ মন্দির, মধ্যবাড্ডা লিং রোড, জোয়ার সাহারা,  উত্তরা খালপাড়, রামপুরা হাজীপাড়া এবং লালবাগ এতিমখানা। 

            নারায়ণগঞ্জঃ

ডিসি অফিস চাঁনমারি, চাষাড়া চত্ত্বর এবং তারকার মাঠ কুতুবপুর।

#

 মামুন/ফাতেমা/আলী/শফিক/২০২৫/১৩৪০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৩০১৬

র‍্যাব ও এপিবিএন হেডকোয়ার্টার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

 

ঢাকা, ৮ চৈত্র (২২ মার্চ):

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানীর উত্তরায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বাহিনী দুইটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণ ও এ সম্পর্কে যত্নবান হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি এসময় বাহিনী দুইটির সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

       

2025-03-22-15-32-5249c04058761ec83ef5850a6809295d.docx