তথ্যবিবরণী নম্বর : ১৩৭২
সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস'ায় মৃত্যু
আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য স্বাস'্যমন্ত্রীর আহ্বান
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী আফিয়া জাহান চৈতীর মৃত্যু পরবর্তী ঘটনাকে অনাকাঙিড়্গত ও দুঃখজনক বলে অভিহিত করেছেন স্বাস'্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ এক বিবৃতিতে তিনি চৈতীর অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে শোকসনত্মপ্ত পরিবারের প্রতি আনত্মরিক সহানুভূতি জানিয়েছেন।
তিনি বলেন, এ ধরনের অকালমৃত্যুর শোক মেনে নেওয়া খুবই দুরূহ। তবে রোগীর মৃত্যুর জন্য ভুল চিকিৎসার অভিযোগ তুলে ডাক্তার লাঞ্ছনা বা হাসপাতাল ভাঙ্চুর এর মতো পরিসি'তি মোটেও কাম্য নয়। হাসপাতালে রোগীর চিকিৎসায় ভুল বা অবহেলার অভিযোগ থাকলে সংক্ষুব্ধ ব্যক্তি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বরাবর অভিযোগ দায়ের করতে পারেন। চিকিৎসকদের বিরম্নদ্ধে আনীত যে কোন অভিযোগের তদনত্ম করার দায়িত্ব ও পূর্ণক্ষমতা বিএমডিসির উপর অর্পিত হয়েছে। সেন্ট্রাল হাসপাতালে সংক্ষুব্ধ স্বজনদেরকে বিএমডিসি বরাবর অভিযোগ করার অনুরোধ করে তিনি বলেন, বিএমডিসি স্বাধীন অবস'ান থেকে নিরপেক্ষ তদনত্ম করে অভিযোগের প্রমাণ পেলে শাসিত্মমূলক ব্যবস'া গ্রহণ করবে। তাই যে কোন ভুল চিকিৎসার অভিযোগকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।
স্বাস'্যমন্ত্রী বলেন, সকলকে মনে রাখতে হবে, রোগীর চিকিৎসা প্রদানকালে কোন চিকিৎসক ইচ্ছাকৃত কোন ভুল করে তাঁর বা হাসপাতালের সুনাম ক্ষুন্ন করতে চাইবেন না। মানব সেবার মহান ব্রত নিয়ে চিকিৎসকরা দায়িত্বে গাফিলতি করবেন তাও সাধারণ মানুষ আশা করেন না। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চিকিৎসক এবং রোগীর সুসম্পর্কের মধ্য দিয়ে চিকিৎসা ব্যবস'া অব্যাহত থাকলে সবার জন্য স্বাস'্য সেবা নিশ্চিতকরণে সরকারের প্রচেষ্টা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
#
পরীড়্গিৎ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৭১
স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে
-- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কেশবপুর (যশোর), ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকল শ্রেণি ও পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেশবপুর শ্রমিক লীগ আয়োজিত এক সভায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি ন্যায়ভিত্তিক শোষণ ও বঞ্চনামুক্ত সমাজ ব্যবস'া নির্মাণে আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে ত্রিশ লক্ষ মানুষ আত্মত্যাগ করেছিলেন। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল-মডেল হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃত। যারা দেশের উন্নয়নের ধারা বাধাগ্রসত্ম করতে চায়, তাদের জনগণ পরিহার করেছে।
এর আগে ইসমাত আরা সাদেক বৃহস্পতিবার রাতে যশোর সার্কিট হাউজে জেলা প্রশাসনের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় জেলার সার্বিক পরিসি'তি নিয়ে আলোচনা হয়।
#
মাসুম/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৭০
শিড়্গা সহায়ক কার্যক্রম মূল্যবোধের অবড়্গয়কে রোধ করবে
-- এলজিআরডি মন্ত্রী
ফরিদপুর, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
স'ানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একাডেমিক শিড়্গার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত শিড়্গা সহায়ক কার্যক্রম শিড়্গার্থীর চিনত্মা চেতনা ও মননশীলতার বিকাশে ভূমিকা রাখে। সমাজের নানা সত্মরে মূল্যবোধের যে অবড়্গয় তা রোধ করতে এসব কার্যক্রমের ওপর জোর দিতে হবে।
তিনি আজ ফরিদপুর কবি জসিম উদ্দিন মিলনায়তনে ফরিদপুর ডিবেট ফোরাম আয়োজিত পাঁচ দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, বিতর্ক চর্চা শিড়্গার্থীদেরকে যুক্তিবাদী হিসেবে গড়ে তোলে। যুক্তি দিয়ে প্রতিটি বিষয়কে যাচাই করার ড়্গমতা শিড়্গার্থীদের ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে শেখায়। বিতর্ক শিড়্গাথীকে গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি, ও সংস্কৃতিসহ নানা বিষয়ের জ্ঞান প্রদান করে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চায়। সন্ত্রাস, জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার বিকল্প নাই। তিনি শিড়্গার্থীদেরকে ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিড়্গক, অভিভাবক ও সমাজসেবীদের প্রতি আহ্বান জানান।
#
জাকির/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৬৯
নবারম্নণ পরিবেশ সম্মেলনে তথ্যমন্ত্রীর সাথে শিশু-কিশোরদের শপথ
‘ভালো করে লেখাপড়া শিখবো, পশুপাখি গাছপালা মায়া করবো’
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে) :
সরকারি কিশোর পত্রিকা নবারম্নণ আয়োজিত সম্মেলনে শিশু-কিশোররা পরিবেশ রড়্গা ও এর যত্ন নেয়ার বিষয়ে নতুনভাবে উজ্জীবিত হয়েছে।
‘প্রকৃতির বন্ধনে প্রাণের স্পন্দনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর তাদের নিয়মিত মাসিক পত্রিকা নবারম্নণের খুদে লেখক ও আঁকিয়েদের নিয়ে আয়োজন করে ‘নবারম্নণ পরিবেশ সম্মেলন’। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শিশু-কিশোরদের সাথে অনত্মরঙ্গ আলাপকালে পরিবেশ রড়্গা বিষয়ে ছন্দোবদ্ধ শেস্নাগান দেন। শত শিশু-কিশোর এসময় মন্ত্রীর সাথে কন্ঠ মিলিয়ে বলে- ‘ভালো করে লেখাপড়া শিখবো, পশুপাখি গাছপালা মায়া করবো, ঘরবাড়ি আশপাশ ঠিকঠাক রাখবো।’
তথ্যমন্ত্রী বলেন, পরিবেশ রড়্গা করে উন্নয়ন কর্মকা- পরিচালনার মাধ্যমেই টেকসই উন্নয়ন অর্জন সম্ভব। আর এজন্য শিশুকাল থেকেই পরিবেশের বন্ধু হিসেবে গড়ে ওঠা জরম্নরি। স্কুলের সকল পাঠ্যসূচিতেই পরিবেশ বিষয়টি অনত্মর্ভুক্ত থাকতে হবে।
হাসানুল হক ইনু এসময় অনলাইনে নবারম্নণ পত্রিকা পাঠ উদ্বোধন করেন। এখন থেকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফভঢ়.মড়া.নফ এর প্রকাশনা অংশ থেকে নবারম্নণ ডাউনলোড করা যাবে এবং ভধপবনড়ড়শ.পড়স/হড়নধৎঁহঢ়ড়ঃৎরশধনফ সাইটে পত্রিকাটি পড়া যাবে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান তথ্য অফিসার কামরম্নন নাহার ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুরম্নর রহমান। তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ইব্রাহিম খলিল, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন এবং ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদারসহ শিশু-কিশোর লেখক, আঁকিয়ে ও তাদের অভিভাবকবৃন্দের উপসি'তিতে সম্মেলনটি সঞ্চালনা করেন খুদে লেখক মীম নোশিন নাওয়াল খান। পরিবেশ রড়্গা নিয়ে আলোচনা করেন গবেষক সাজিদ করিম ও লেখক মোকারম হোসেন।
সম্মেলন শেষে তথ্যমন্ত্রী অধিদপ্তরের ছাদে ‘নবারম্নণ ছাদ-বাগান’ পরিদর্শন করেন। এসময় বাগানের বিভিন্ন উদ্ভিদের সংড়্গিপ্ত বর্ণনা তুলে ধরেন নবারম্নণ সম্পাদক নাসরিন জাহান লিপি।
#
আকরাম/মাহমুদ/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর :১৩৬৮
বিশ্ব মেট্রোলজি দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে ) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“পরিমাপের আন্তর্জাতিক সংস্থা ওহঃবৎহধঃরড়হধষ ইঁৎবধঁ ড়ভ ডবরমযঃং ধহফ গবধংঁৎবং (ইওচগ) এবং ওহঃবৎহধঃরড়হধষ ঙৎমধহরুধঃরড়হ ড়ভ খবমধষ গবঃৎড়ষড়মু (ঙওগখ) -এর সদস্যভুক্ত দেশের ন্যায় বাংলাদেশের একমাত্র জাতীয় মান সংস্থা বিএসটিআই’র উদ্যোগে প্রতি ব্যছরের মতো এবারও ২০ মে ২০১৭ বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।
বিশ্ব মেট্রোলজি দিবসের এবারের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘গবধংঁৎবসবহঃ ভড়ৎ ঃৎধহংঢ়ড়ৎঃ’ যার অর্থ ‘পরিমাপ পরিবহণের নিয়ন্ত্রক’। প্রতিপাদ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
সমগ্র বিশ্বে পরিমাপের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য অভিন্ন আন্তর্জাতিক পদ্ধতি চালুর লক্ষ্যে ১৮৭৫ সালের ২০ মে ফ্রান্সের প্যারিসে ‘মিটার কনভেনশন চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে ইওচগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে উক্ত আন্তর্জাতিক পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে ১৯৫৫ সালে ঙওগখ প্রতিষ্ঠিত হয়।
ব্যবসা-বাণিজ্যসহ আমাদের প্রাত্যহিক জীবনে পরিমাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। উৎপাদনের কাঁচামাল থেকে শুরু করে বিক্রয়-বিতরণ পর্যন্ত প্রতিটি স্তরে মালামাল পরিবহণে পরিমাপ তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। এ লক্ষ্যে ওহঃবৎহধঃরড়হধষ গবঃৎড়ষড়মু ওহংঃরঃঁঃব-গুলো মালামাল পরিবহণের ক্ষেত্রে নতুন নতুন পরিমাপ কৌশল তৈরি ও কার্যকর করার মাধ্যমে উন্নত পরিমাপ-বিজ্ঞানের জন্য অবিরামভাবে কাজ করে যাচ্ছে। ফলে আবিষ্কার হয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল, বৈদ্যুতিক গাড়ি বা নতুন প্রজন্মের জ্বালানি সাশ্রয়ী যাত্রীবাহী জেট।
আমি আশা করি, বিএসটিআই’র মেট্রোলজি বিভাগ পরিমাপের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতার স্বাক্ষর রাখবে।
আমি বিশ্ব মেট্রোলজি দিবস ২০১৭-এর সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৭০২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩৬৭
বিশ্ব মেট্রোলজি দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ৫ জ্যৈষ্ঠ (১৯ মে ) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন করছে জেনে আমি আনন্দিত।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও দারিদ্র্য দূরীকরণসহ সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে সঠিক ওজন ও পরিমাপের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিকাশমান সমাজের চাহিদা পূরণে নিত্যনতুন প্রযুক্তি ব্যবহƒত হচ্ছে এবং এই প্রযুক্তি ব্যবহারের প্রতিটি পর্যায়ে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসীম। বৈজ্ঞানিক আবিষ্কার, নতুন নতুন উদ্ভাবন, শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক পরিবেশ সুরক্ষার জন্য পরিমাপ বিজ্ঞানের (গবঃৎড়ষড়মু) আবশ্যকতা অনস্বীকার্য। বিশ্বব্যাপী পরিমাপ বিজ্ঞানের উৎকর্ষ সাধনে আন্তর্জাতিক সংস্থাসমূহ অবিরাম কাজ করে চলেছে। যার সুফল সকলস্তরের মানুষ ভোগ করছে। সঠিক পরিমাপ নিরূপণে উদ্ভাবিত নানাবিধ কলাকৌশল শিল্প উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। বিশ্ববাণিজ্যে বাংলাদেশের হিস্যা ক্রমান্বয়ে বাড়ছে। রপ্তানি পণ্যেও বহুমাত্রিকতা আসছে। তাই বিএসটিআই’র ভূমিকাও ক্রমশ প্রসারিত হচ্ছে। আমি আশা করি বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সংগতি রেখে এগিয়ে যাবে এবং বাংলাদেশকে বিশ্বে উজ্জ¦লভাবে তুলে ধরবে।
ওজন ও পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা ইওচগ (ওহঃবৎহধঃরড়হধষ ইঁৎবধঁ ড়ভ ডবরমযঃং ্ গবধংঁৎবং) এবং ঙওগখ (ওহঃবৎহধঃরড়হধষ ঙৎমধহরুধঃরড়হ ড়ভ খবমধষ গবঃৎড়ষড়মু) কর্তৃক এ বছর বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গবধংঁৎবসবহঃ ভড়ৎ ঃৎধহংঢ়ড়ৎঃ’ যার ভাবার্থ ‘পরিমাপ পরিবহণের নিয়ন্ত্রক’ যা অত্যন্ত সময়োপযোগী ও যথার্থ হয়েছে বলে আমি মনে করি। দিবসটি উদ্যাপনের মধ্য দিয়ে পরিমাপ বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।
আমি ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৭’ উদ্যাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৭/১৭০১ ঘণ্টা