Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০১৭

তথ্যবিবরণী 26/11/2017

তথ্যবিবরণী                                                                 নম্বর : ৩২০৪ 
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
উখিয়া (কক্সবাজার), ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) ঃ 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
      উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ১৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ২১ ট্রাকের মাধ্যমে ৪৭ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৪ হাজার ৭ শত ৭০ প্যাকেট শুকনো খাবার, ৩৬ প্যাকেট শিশু খাদ্য, ১৪ হাজার ৩ শত ১০ পিস গৃহস্থালিসামগ্রী। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত কক্সবাজার ৪টি খাদ্য গুদামে প্রাপ্তি ও প্রদানের পর ২ হাজার ৩ শত ৭২ মেট্রিক টন চাল, ৮০ মেট্রিক টন ডাল, ৯১ হাজার ১ শত ২৯ লিটার তেল, ৬১ মেট্রিক টন লবণ, ৭৩ মেট্রিক টন চিনি, ৩ হাজার  ৮ শত ৮ কেজি আটা, ৭৪ হাজার ২ শত ৭০ কেজি গুঁড়ো দুধ, ১৬ হাজার ১ শত পিস ও ৪৮৯ বান্ডেল কম্বল, ৫১১টি তাঁবু ও ত্রিপল মজুদ রয়েছে।
জেলা প্রশাসক, কক্সবাজার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কর্তৃক যৌথভাবে পরিচালিত “অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা” নামক সোনালি ব্যাংক কক্সবাজার শাখার চলতি হিসাব নং- ৩৩০২৪৬২৫ এ আজ পর্যন্ত ৩ কোটি ৭৭ লাখ ৩ হাজার ৬ শত ৮৬ টাকা জমা রয়েছে।
#   
সাইফুল/সেলিম/আলী/রেজাউল/২০১৭/২১১০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                  নম্বর : ৩২০৩
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে
 
উখিয়া (কক্সবাজার), ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
 
আজ কুতুপালং-১ ক্যাম্পে ৪ শত ৯৫ জন পুরুষ, ৪ শত ৪৯ জন নারী মিলে ৯ শত ৪৪ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৯ শত ৮৮ জন পুরুষ, ৯ শত ২২ জন নারী মিলে ১ হাজার ৯ শত ১০ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৩ শত ৩১ জন পুরুষ, ৩ শত ৫৬ জন নারী মিলে ৬ শত ৮৭ জন, থাইংখালী -১ ক্যাম্পে ১ হাজার ১ শত ৩৪ জন পুরুষ, ১ হাজার ২ শত ৩২ জন নারী মিলে ২ হাজার ৩ শত ৬৬ জন, থাইংখালী -২ ক্যাম্পে ৬ শত ৮১ জন পুরুষ, ৭ শত ৪০ জন নারী মিলে ১ হাজার ৪ শত ২১ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ৫৩ জন পুরুষ, ৯ শত ৫০ জন নারী মিলে ২ হাজার ৩ জন, শামলাপুর ক্যাম্পে ১ শত ৬৫ জন পুরুষ, ১ শত ৪৭ জন নারী মিলে ৩ শত ১২ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ৯ হাজার ৬ শত ৪৩ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন পুরাতন মিলে মোট ৬ লাখ ৭৩ হাজার ৫ শত ৮৮ জনের নিবন্ধন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। 
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ২৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। এছাড়া পূর্বের ২ লাখ ৪ হাজার ৬০ জন মিয়ানমার নাগরিক বাংলাদেশে অবস্থান করছে।
 
#
 
সাইফুল/সেলিম/আলী/রেজাউল/২০১৭/২১০৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                        নম্বর :  ৩২০২
 
আইসিটি প্রতিমন্ত্রীর সাথে টিআরএনবি প্রতিনিধিদলের মতবিনিময়
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :  
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)এর প্রতিনিধিদলের ‘টেক টক’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ  ঢাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিমন্ত্রী বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের এ যুগে প্রযুক্তি দ্রুততার সাথে পরিবর্তিত হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার নির্দেশনায় বাংলাদেশকে ৪র্থ শিল্প বিপ্লবে শামিল করতে চাই। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছি। এ সকল প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং প্রকল্পের সুফল প্রচার করতে টিআরএনবি আরো জোরালো ভূমিকা রাখবে। 
তিনি এ সময় টেলিকম খাতকে রাস্তা ও আইসিটি খাতকে যানবাহনের সাথে তুলনা করে সফটওয়্যার রপ্তানি, হার্ডওয়্যার খাতে শুল্ক হ্রাস, সবার জন্য ইন্টারনেট সংযোগ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইনোভেশন ডিজাইন এন্ড অন্ট্রাপ্রেনিওরশিপ, ই-গভার্নেন্স, তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান, হাইটেক পার্ক, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, আইওটি, মিশন ১ বিলিয়ন, টেন প্লাস টেন প্লাস টেন স্ট্রাটেজি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ইত্যাদি নানা বিষয়ে কথা বলেন। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, টিআরএনবি সভাপতি ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাশেদ মেহেদী, সাধারণ সম্পাদক ও বিডিনিউজ২৪.কম এর জ্যেষ্ঠ প্রতিনিধি শামীম আহমেদ এ সময় বক্তব্য রাখেন।
প্রতিনিধিদলে দৈনিক ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাসুদুজ্জামান রবিন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দৈনিক বণিক বার্তার প্রধান প্রতিবেদক সুমন আফসার, দৈনিক ইন্ডিপেনডেন্টের সিনিয়র রিপোর্টার তারেক মোর্তেজা, বাংলা ট্রিব্রিউনের সিনিয়র রিপোর্টার হিটলার এ  হালিম, গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শামীম, দৈনিক প্রথম আলোর প্রতিবেদক আশরাফুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের প্রতিবেদক শহীদ বাপ্পী ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ফারুক হোসাইন এসময় উপস্থিত ছিলেন।
#
 
নাছের/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩২০১

 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভবন নির্মাণ হবে

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :  
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 
১৫ তলাবিশিষ্ট প্রধান কার্যালয় ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এ ভবনটি নির্মিত হলে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাক্সিক্ষত আশা পূরণ হবে এবং তারা সুন্দর পরিবেশে নিজ নিজ দায়িত্ব পালন করতে পারবেন।
২টি পর্যায়ে ১৫ তলাবিশিষ্ট এ ভবন নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে ২য় তলা ভবন নির্মাণ করা হবে, যার কার্যসম্পাদনের সময় ৮ মাস এবং নির্মাণের চুক্তি মূল্য ৩০ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৮শত ২৬ টাকা। ৪৪টি গাড়ি রাখার সুবিধাসহ বেজমেন্ট থাকবে ২টি। এ ভবনের অন্যান্য সুবিধাসমূহ হচ্ছে মাল্টিপল লিফট, আধুনিক কনফারেন্স কক্ষ, আধুনিক ডিজাইনের অফিসকক্ষ, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টয়লেট, প্রতিবন্ধীদের জন্য পৃথক টয়লেট, গাড়ি পাকিংসহ আন্ডার গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তাফা কামালের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ রমজান আলী, পরিচালক (প্রশাসন) ও মোঃ সাবের হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
#

রবীন্দ্র/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা  


তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩২০০
 
মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসতে হবে
                                        --- শিক্ষামন্ত্রী

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :  

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান এক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর কাকরাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘সিজেডএম জিনিয়াস স্কলারশিপ এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করে তুলতে হবে। এজন্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় অধিকতর জোর দেয়া হচ্ছে। শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। দক্ষতা অর্জনের পাশাপশি তাদেরকে  নৈতিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হতে হবে। তিনি বলেন, সারা পৃথিবীতে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের তরুণরা মেধার দিক থেকে কোন অংশে কম নয়। তাদেরকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে জায়গা করে নিতে পারে।
সাবেক মন্ত্রী লেঃ জেঃ (অবঃ) এম নুরুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিজেডএম-এর চেয়ারম্যান নিয়াজ রহিম, সিজেডএম-এর কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল মজিদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও সিজেডএম-এর উপদেষ্টা আরাস্তু খান এবং সিজেডএম-এর প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বক্তব্য রাখেন। 
অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ৪২১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সিজেডএম এবছর সারাদেশের ¯œাতক পর্যায়ের মোট দুই হাজার শিক্ষার্থীকে বৃত্তি কর্মসূচির আওতায় মাসিক বৃত্তি প্রদান করবে।
#
আসলাম/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩১৯৯

 
বিদ্যুৎ, জ্বালানি  ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :  
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত জাও তাবাজারা ডি অলিভিএরা জুনিয়ার (ঔড়ধড় ঞধনধলধৎধ উব ঙষরাবরৎধ ঔঁহরড়ৎ) সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের রয়েছে বিপুল সম্ভাবনা। ব্রাজিলের সরকারি ও বেসরকারি বিনিয়োগকারীরা এ খাতের সম্ভাবনা অন্বেষণ করতে পারে। এসময় তৈরিপোশাক, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং এদের উপখাত নিয়েও আলোচনা হয়।  
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এ মন্ত্রণালয় কার্যকরী অবদান রাখতে পারে। উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি রোড-শো করা গেলে উভয় দেশেই উপকৃত হবে। ব্রাজিলের উইন্ড মিল প্রকল্পে বাংলাদেশের অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। তিনি  উভয় দেশে প্রতিনিধিদল প্রেরণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সম্মিলিতভাবে এগুলে উভয় দেশই উপকৃত হবে।       
#

আসলাম/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৫০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                        নম্বর :  ৩১৯৮
নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনুর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রীর শোক
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :  
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু (৭৪) আজ সকাল ৭.৩০টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি --- রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুসজনিত সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন। 
তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।   
#
ফয়সল/রিফাত/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৫২৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩১৯৭
পুরুষের ওপর নারীদের নির্ভরশীলতা কমাতে হবে
                - মেহের আফরোজ চুমকি
 
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬নভেম্বর) :  
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, পুরুষের পাশাপাশি নারীদেরও মানসিকতার পরিবর্তন জরুরি। নারী অনেক সময় স্বেচ্ছায়  পুরুষের প্রতি নির্ভরশীল  হতে চায়। নির্ভরশীল হয়ে কখনও সমান অধিকার পাওয়া যায়না। এজন্য পুরুষের ওপর নারীদের নির্ভরশীলতা কমাতে হবে। 
প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধ উপলক্ষে ১৬ দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারীনির্যাতন প্রতিরোধ বিষয়ে আন্তর্জাতিক যত সনদ আছে বাংলাদেশ তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, প্রযুক্তির প্রসারের কারনে নির্যাতনের ধরণেও পরিবর্তন এসেছে। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হেল্প লাইন (১০৯) বাংলাদেশের প্রতিটি  নারীর কাছে  পৌঁছাতে  মন্ত্রণালয়ের কর্মকর্তাদের  নির্দেশ দেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালে জাতিসংঘ ২৫ নভেম্বর দিনটিকে  আন্তর্জাতিক  নারীনির্যাতন প্রতিরোধ দিবস  হিসাবে  ঘোষণা  করে এবং  ২৫ নভেম্বর  থেকে ১০ ডিসেম্বর  পর্যন্ত  নারীর প্রতি সহিংসতারোধে  ১৬ দিনের  কর্মসূচি পালন করে । 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  সচিব নাছিমা বেগম এনডিসি এর সভাপতিত্বে  জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি গরধ ঝবঢ়ঢ়ড়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর বাংলাদেশ প্রতিনিধি ওড়ৎর কধঃড়, ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি ঝযড়শড় ওংযরশধধি, ইউএস  এম্ব্যাসির কনসাল জেনারেল  ঝযধৎড়হ ডবষবৎ, সহ ্আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 
#
খায়ের/রিফাত/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৫১১ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ৩১৯৬  
আওয়ামী লীগ সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে
       -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
কেশবপুর (যশোর), ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর): 
বর্তমান সরকারের আমলে আর্থসামাজিক সকলক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের সাধারণ জনগণ এসব উন্নয়ন কার্যক্রমের সুফল পাচ্ছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ যশোরের কেশবপুর পৌরসভায় টএওওচ-৩ প্রকল্পের আওতায় মোট ১ হাজার ২ শত ৮০ মিটার দৈর্ঘ্যরে তিনটি আরসিসি সড়ক উদ্বোধন কালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। 
অনুষ্ঠানে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়লের সভাপতিত্বে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেকসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী কেশবপুর উপজেলার রামচন্দ্রপুর, সুজাপুর, ভালুকঘর ও শিকারপুর গ্রামে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন।
#
মাসুম/রিফাত/শহিদ/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৫০৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩১৯৫  
সিঙ্গাপুরের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :  
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুর পার্লামেন্টের আমন্ত্রনে আজ সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি সিঙ্গাপুর পার্লামেন্টের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। 
সফর শেষে স্পিকার ১ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
কামাল/রিফাত/শহিদ/শামীম/২০১৭/১৪৫৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                        নম্বর : ৩১৯৪
মিরপুর বিআরটিএ-তে সেতুমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) : 
পরিবহণ সেবায় ডিজিটাল প্রযুক্তি প্রয়োগে মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য আগের তুলনায় কমেছে এবং সেবার মান বৃদ্ধি পেয়েছে। মনিটরিং বৃদ্ধি করায় কমেছে সেবাগ্রহীতাদের হয়রানি। 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে বিআরটিএ-তে আকস্মিক পরিদর্শনে গেলে সেবাগ্রহীতাগণ মন্ত্রীকে একথা জানান।
পরিদর্শনকালে মন্ত্রী সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন এবং বিআরটিএ’র বিভিন্ন শাখা ঘুরে দেখেন। সেবার মানবৃদ্ধিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।  
মন্ত্রী এসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিবিড় তদারকি বৃদ্ধি, সার্বক্ষণিক ক্লোজসার্কিট ক্যামেরায় সেবাকার্যক্রম পর্যবেক্ষণ এবং হেল্পডেস্কের সেবা আরও বৃদ্ধি করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন। 
#
নাছের/রিফাত/শহিদ/আসমা/২০১৭/১৩০০ ঘণ্টা 
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩১৯৩ 
শহিদ ডা. মিলন দিবসে প্রধানমন্ত্রীর বাণী 
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) :  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহিদ ডা. মিলন দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :   
“৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডা. শামসুল আলম খান মিলনের ২৭তম মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের তৎকালীন যুগ্মমহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা. মিলন ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঘাতকদের গুলিতে শহিদ হন।
গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে যুবলীগ নেতা নূর হোসেন, নূরুল হুদা, বাবুল, ফাত্তাহসহ অগণিত গণতন্ত্রকামী মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। অবশেষে স্বৈরশাসকের পদত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের জনগণ ফিরে পায় ভোট ও ভাতের অধিকার।    
আমি ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম পেশাজীবী নেতা ডা. মিলনসহ গণতান্ত্রিক আন্দোলনের সকলশহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।  
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/রিফাত/শহিদ/জসীম/আসমা/২০১৭/১০৪০ ঘণ্টা  
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ৩১৯২  
শহিদ ডা. মিলন দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৬ নভেম্বর) : 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শহিদ ডা. মিলন দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :    
“আজ ২৭ নভেম্বর। শহীদ ডা. মিলন দিবস। স্মৃতিময় এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী ডা. সামসুল আলম খান মিলনকে। 
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ডা. মিলন এক উজ্জ্বল নক্ষত্র। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ১৯৯০ সালের এই দিনে পুলিশের গুলিতে তিনি শাহাদৎবরণ করেন। সেদিনের তাঁর সেই আত্মত্যাগ চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করে, সুগম হয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার পথ। শহিদ ডা. মিলনের আত্মত্যাগ বিফলে যায়নি। তাঁর আত্মত্যাগের ধারাবাহিকতায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আমি বিশ্বাস করি, দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ চিরদিন ডা. মিলনের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 
গণতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে গণতন্ত্রের অগ্রযাত্রাকেও বেগবান করতে হবে। আমি আশা করি আমাদের নতুন প্রজন্ম ডা. মিলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রীতিনীতির চর্চায় নিজেদেরকে নিয়োজিত করবে।
আমি শহিদ ডা. মিলনের আত্মার মাগফেরাত কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/রিফাত/শহিদ/জসীম/আসমা/২০১৭/১০৪০ ঘণ্টা   
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
Todays handout (5).docx Todays handout (5).docx

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon