Handout Number: 792
First Bangladesh-Brazil Bilateral Consultation
Dhaka, 20 March :
The first ever Bangladesh-Brazil Bilateral Consultation was held today at the State Guest House Meghna.
Ary Quintella, Interim Under Secretary of Asia and Pacific and Head of the Department of Central, South Asia and Oceania, Ministry of Foreign Affairs, Federative Republic of Brazil led the Brazilian delegation. Brazilian Ambassador to Bangladesh, Wanja Campos Da Nóbrega and Hugo Freitas Peres, Head of Bangladesh Desk, Brazilian Ministry of Foreign Affairs also participated in the Consultation. Director General (Americas) of the Ministry of Foreign Affairs led the Bangladesh delegation in this bilateral consultation comprising representatives from different Ministries/Divisions of the government.
Prior to the consultation, Bangladesh and Brazil signed a Memorandum of Understanding (MoU) on Establishment of Bilateral Consultation Mechanism in the morning. Both sides agreed that signing of this MoU has created a platform that would bring further momentum into the ongoing bilateral relationship between the two countries. Both sides stressed on the importance of deeper and stronger engagement in bilateral and multilateral arena.
Both sides identified areas to expand ongoing cooperation as well as tried to find new opportunities for further bilateral engagements. A wide range of issues discussed during the Consultations encompassing political and economic cooperation, defense cooperation, trade & investment cooperation, scientific and technical cooperation, and also cooperation in sports sector. Bangladesh side proposed four MoUs on cooperation in agriculture, tourism, cultural exchange and cooperation between training institutes of the two countries.
Brazilian side expressed their desire to work together in pursuit of mutual interests. Bangladesh side underscored the need for sharing each other’s expertise, experience and best practices in socio-economic, cultural and development sectors.
The visiting Brazilian delegation also called on Foreign Secretary, Md. Shahidul Haque at his office this afternoon and discussed various issues of mutual interests.
The consultation ended with a pledge for concerted efforts towards robust cooperation between the two countries in the coming years. The second Bangladesh-Brazil Bilateral Consultation is expected to be held in Brasilia next year.
#
Mofa/Alamgir/Ali/Sanjib/Abbas/2017/2116 Hours
তথ্যবিবরণী নম্বর : ৭৯১
উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা ত্বরান্বিত করতে প্রচলিত
শিক্ষা ব্যবস্থার সংস্কার করা হবে
--পরিকল্পনা মন্ত্রী
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা আরো বেগবান করতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার সাধন করা হবে। শিক্ষার হার শতভাগে উন্নীত করার মাধ্যমে ২০৩০ সালে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা হবে। এইসবের ধারাবাহিকতায় ২০৪১ সালের বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ।
মন্ত্রী আজ ঢাকায় ইন্ডিয়ান টেকনিক্যাল এন্ড ইকনোমিক কো-অপারেশন প্রোগ্রাম এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন দিবস উপলক্ষে ঢাকায় ভারতের হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এবং ফার্স্ট সেক্রেটারি জিসনো মুখার্জি বক্তৃতা করেন ।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দু’দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। বাংলাদেশে সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়িত হলে ভারত সবচেয়ে বেশি খুশি হবে ।
পরিকল্পনা মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করার প্রস্তাব করেন ।
#
শেফায়েত/আলমগীর/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০৫১ ঘণ্টা
Handout Number : 790
Commerce Minister invites Singaporean investors to come to Bangladesh
Singapore, 20 March :
Commerce Minister Tofail Ahmed attended the Bangladesh Business Seminar in Singapore today. The Seminar titled “South Asia Market Insights Series: Business Opportunities in Bangladesh” was jointly organized by Singapore Business Federation (SBF), Bangladesh High Commission in Singapore and Bangladesh Business Chamber of Singapore (BDCham) in SBF auditorium.
In his key note address, Commerce Minister highlighted the sustained stellar economic and business performance of Bangladesh and invited Singaporean investors and businessmen to take the advantage of business and investment opportunities that Bangladesh economy presents today for foreign investors and business community. He mentioned how Bangladesh has progressed to become a vibrant economy under the visionary leadership of Prime Minister Sheikh Hasina.
Underscoring that Bangladesh offers the most liberal FDI regime in South Asia allowing 100% foreign equity with unrestricted exit policy, remittance of royalty, facilities, equity and dividend and duty and quota free access to the most developed markets. He urged Singaporean investors to invest in many of the country’s promising sectors including garment, IT, pharmaceuticals and ship building as well as in leather products, furniture and frozen fruit industries.
Bangladesh High Commissioner to Singapore highlighted the enormous business potentials between Bangladesh and Singapore and assured Singapore businessmen and investors to provide all-out support to them from the High Commission to facilitate their business with Bangladesh.
The Seminar was attended and addressed among others by Gautam Banerjee, Vice Chairman of Singapore Business Federation and Chairman of South Asia Business Group, Mirza Golam Sabur, President of Bangladesh Business Chamber of Singapore.
The Seminar drew a large crowd from Singapore business community and is expected to greatly enhance trade and business relations between Bangladesh and Singapore.
During the seminar, Memorandum of Understanding (MoU) between Singapore Business Federation and Bangladesh Business Chamber of Singapore was signed.
#
BDHCS/Alamgir/Sanjib/Joynul/2017/2010hours
তথ্যবিবরণী নম্বর : ৭৮৯
স্বাধীনতা দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় বক্তারা
স্বাধীনতার ৪৭ বছরে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
স্বাধীনতার ৪৭ বছরে আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এক সময় যে বাংলাদেশকে উপহাস করে ‘তলাবিহীন ঝুড়ি’ বলা হতো, আজ সে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি। প্রায় এক দশক ধরে ধারাবাহিকভাবে ৬ শতাংশেরও বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশ টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির সক্ষমতা প্রমাণ করেছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। রাজধানীর বিসিআইসি মিলনায়তনে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এতে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মোঃ আবু আবদুল¬াহ, বিএসটিআই’র মহাপরিচালক সাইফুল হাসিব, বিসিক চেয়ারম্যান মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার, বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ও বিটাকের মহাপরিচালক ড. দিলীপ কুমার শর্মা বক্তব্য রাখেন।
শিল্পসচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৫ বছরের জীবনকালে স্বাধীনতাপূর্ব সময়ে স্বাধিকার আন্দোলনসহ স্বাধীনতা উত্তর বাংলাদেশে অনেক উন্নয়ন কাজ করে গেছেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অর্থনৈতিক অগ্রগতির মহাসড়ক ধরে এগিয়ে নিচ্ছেন।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, অর্থনৈতিক অগ্রগতির প্রায় সকল সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে রয়েছে। এ অর্জনের পেছনে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত হয়ে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের চলমান ধারাকে এগিয়ে নিতে প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
#
জলিল/আলমগীর/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৮৮
সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের প্রতি বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে বিনিয়োগ করুন, সব সহযোগিতা দেয়া হবে
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন বিশে^র মধ্যে আকর্ষণীয় স্থান। বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি স্পেশাল ইকোনমিক জোনে রয়েছে বিনিয়োগের আধুনিক সুবিধা। সিঙ্গাপুরের বিনিয়োগকারীরা চাইলে এখান থেকে এক বা একাধিক ইকোনমিক জোন বরাদ্দ করা হবে।
মন্ত্রী আজ সিঙ্গাপুরের এসবিএফ অডিটরিয়ামে বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অভ্ সিঙ্গাপুর যৌথভাবে আয়োজিত ‘সাউথ এশিয়া মার্কেট ইনসাইটস সিরিজ : বিজনেস অপরচুনিটি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। গত বছর বাংলাদেশ ৩৪ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, ২০২১ সালে দেশের রপ্তানির পরিমাণ হবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর ৭ দশমিক ১১ ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দেশে দারিদ্র্যের হার উল্লেখযোগ্য হারে কমে এসেছে। জিডিপিতে রপ্তানির অবদান এখন ১৬ শতাংশের বেশি। কৃষিতে ১৫ দশমিক ৯৬, শিল্পে ৩০ দশমিক ৪২ এবং সেবা খাতে ৫৩ দশমিক ৬২ শতাংশ। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, রেমিটেন্স ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বাংলাদেশ এখন মেগা প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে। বাংলাদেশ এখন বিশে^র মধ্যে উন্নয়নের রোলমডেল।
এ সময় সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অভ্ সিঙ্গাপুর একটি এমওইউ স্বাক্ষর করে। সেমিনারে সিঙ্গাপুরের ব্যবসায়িক সংগঠন ও ব্যক্তি উদ্যোক্তাদের কাছে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ, সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা ও সম্ভাবনা তুলে ধরা হয়। গত বছর সিঙ্গাপুরে ১৬৪ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে, একই সময়ে আমদানি করা হয়েছে ১ হাজার ৯৬৫ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। সিঙ্গাপুরে বাংলাদেশি পণ্য রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দু’দেশের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনা সম্ভব।
সেমিনারে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ভাইস চেয়ারম্যান এবং সাউথ এশিয়া বিজনেস গ্রুপের চেয়ারম্যান গৌতম ব্যানার্জী, বাংলাদেশ বিজনেস চেম্বার অভ্ সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মির্জা গোলাম সবুর বক্তব্য রাখেন।
#
বকসী/আলমগীর/আলী/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৮৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপের আবেদন ২১ মার্চ শুরু
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২১ মার্চ বিকাল ৪ টা থেকে শুরু হয়ে ৩০ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে।
যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছে এবং যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চিত করা হয়েছে সে সকল শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
এসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ থেকে পাওয়া যাবে।
#
ফয়জুল/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৫৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৮৬
মানুষের প্রতি ভালবাসাই ছিল বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শন
-স্পিকার
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানুষের প্রতি ভালবাসাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির মূল দর্শন। মানুষকে ভালবেসে তিনি একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাঙালিদেরকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেন এবং স্বাধীনতা এনে দেন।
স্পিকার আজ শাহবাগ জাতীয় জাদুঘর মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাদানকালে একথা বলেন।
বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহের ধারাবাহিক বিবরণ দিয়ে স্পিকার বলেন, আমাদের শিশুদেরকে বঙ্গবন্ধুর জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূল বিশ্ব। আইটির বদৌলতে বিশ্ব আজ আমাদের হাতের মুঠোয়। প্রতিযোগিতায় টিকে থাকতে তিনি শিশুদেরকে প্রদত্ত সুযোগ সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে আইটি শিক্ষায় শিক্ষিত হওয়ার এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর জীবনাদর্শনের ভিত্তিতে ভবিষ্যতের নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
স্পিকার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। কারণ তাঁর কর্মকা- বাংলার মানুষের জীবনের প্রতিটি অধ্যায়কে স্পর্শ করে। তাঁর আত্মত্যাগের কথা, আদর্শের কথা, আপোশহীন সংগ্রামের কথা, প্রতিবাদী মানসিকতার কথা এবং দর্শন নব প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। মানবদরদী ও মানবতার দিশারি এ মহান নেতা আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছেন ও একটি স্বাধীন পতাকা দিয়েছেন। আর নিজে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। তাই আমাদের শিশুদেরকে তাঁর এ বিরত্বগাঁথা অবশ্যই জানাতে হবে। তিনি প্রতিযোগী শিশুদের মধ্যে পুরস্কার এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সিরাজুল ইসলাম মোল্লা, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম কায়কোবাদ, দাবা ফেডারেশনের সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম , লায়ন মুজিবুর রহমান হাওলাদার এবং কে এম শহিদুল্লাহ বক্তৃতা করেন।
#
নুরুল/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৭/১৪৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৮৫
গ্লোবাল এডুকেশন ফোরামে পুরস্কার গ্রহণ করলেন বাংলাদেশের শাহানাজ পারভিন
দুবাই, ২০ মার্চ :
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘৫ম গ্লোবাল এডুকেশন ও স্কিলস্ ফোরাম’ সম্মেলনের দ্বিতীয় দিনে ১৯ মার্চ ২০১৭ ‘গ্লোবাল টিচার্স প্রাইজ’ প্রদান করা হয়। এবছর বাংলাদেশের শাহানাজ পারভিন বিশ্বের শীর্ষ ৫০ জন শিক্ষকের মাঝে স্থান পেয়েছেন। সম্মেলনে ৫০ জন শিক্ষককে গ্লোবাল টিচার্স প্রাইজ প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সময় উপস্থিত ছিলেন।
দু’দিনব্যাপী এ সম্মেলনে শিক্ষামন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান এবং কমার্শিয়াল কাউন্সেলর ড. রফিক আহমেদ।
এবারের সম্মেলনের মূল ফোকাস ছিল ২০৩০ সালের মধ্যে শিক্ষাক্ষেত্রে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন। এবছর বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন শিক্ষামন্ত্রী এ ফোরামে অংশগ্রহণ করেন। এছাড়া ১৪০টি দেশের সরকারি ও বেসরকারি খাতের শিক্ষাবিদ, পরিকল্পনাবিদ, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন।
#
আফরাজুর/অনসূয়া/জসীম/সুবর্ণা/আসমা/২০১৭/১২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৮৪
২২ মার্চ গাইবান্ধা-১ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
সরকার দশম জাতীয় সংসদের ২৯ গাইবান্ধা-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আগামী ২২ মার্চ ২০১৭ বুধবার সংশ্লিষ্ট এলাকার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করেছে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় যদি উক্ত তারিখে কোনো পাবলিক পরীক্ষা থাকে তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারী সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
#
আলমগীর/অনসূয়া/জসীম/শামীম/২০১৭/১১৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৮১
২৩-২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাভার স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
২৬ মার্চ প্রত্যুষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে ফুলের বাগান বা লনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
#
তথ্যবিবরণী নম্বর : ৭৮২
জাতীয় স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতিসাধন না করার আহ্বান
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের যাতে কোনোরূপ ক্ষতি সাধিত না হয় সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
#
তথ্যবিবরণী নম্বর : ৭৮৩
গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সকল ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো নিষেধ
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ) :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে ঢাকা গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যে কোনো ধরনের তোরণ (ত্রিমাত্রিক অথবা বক্স আকারে তোরণ তৈরি করা যাবেনা), ব্যানার, ফেস্টুন, এবং পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সর্বসাধারণকে আহ্বান জানানো হয়েছে। সেইসাথে রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে বলা হয়েছে।
#
জহুরুল/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/আসমা/২০১৭/১১৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭৮০
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত
নিউইয়র্ক, ২০ মার্চ :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী (৯৮তম জন্মদিন) ও জাতীয় শিশু দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে ১৯ মার্চ রোববার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত শতাধিক বাঙালি শিশু অংশ নেয়।
দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্ব সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে সূচনা করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে জাতির পিতার ওপর একটি কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমেবেত শিশুরা। কুইজের প্রশ্নোত্তরে শিশুদের সক্রিয় সমবেত অংশগ্রহণ তাদেরকে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক সম্বন্ধে জানার সুযোগ করে দেয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ‘বঙ্গবন্ধু ক্রেস্ট’ প্রদান করা হয়।
মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বের শুরুতে জাতির পিতার জীবনাদর্শ তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র পরিবেশিত হয়। এতে জাতির পিতার নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন, জাতিসংঘসহ বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক ও কূটনীতিক সম্পর্ক স্থাপনে জাতির পিতার ভূমিকার বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি। দিবসটি উপলক্ষে আলোচনার সূত্রপাত করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। স্থায়ী প্রতিনিধি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে জাতির পিতাকে বছরের প্রতিটি দিনই স্মরণ করতে হবে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে ধারণ করতে হবে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, নিউইয়র্কের বিশিষ্ট নাগরিক, মিডিয়া প্রতিনিধিসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
#
অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১১৪৫ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী নম্বর : ৭৭৯
ওয়ার্ল্ড হোম ইকোনমিক্স ডে উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৬ চৈত্র (২০ মার্চ):
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ মার্চ ‘ওয়ার্ল্ড হোম ইকোনমিক্স ডে’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশন অভ্ বাংলাদেশ এর উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে ‘ওয়ার্ল্ড হোম ইকোনমিক্স ডে’ উদ্যাপিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে সংগঠনটির সাথে সম্পৃক্ত সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হোম ইকোনমিক্স শিক্ষা-স্বাস্থ্যকর ও টেকসই জীবন ধারা নিশ্চিতকরণ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। বিশেষত: সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে এ বছরের প্রতিপাদ্যটি প্রত্যক্ষভাবে প্রাসঙ্গিক।
১৯০৮ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ফেডারেশন অভ্ হোম ইকোনমিক্স প্রতিবছর ২১ মার্চ দিনটি উদ্যাপন করে থাকে। হোম ইকোনমিক্স অ্যাসোসিয়েশন অভ্ বাংলাদেশ এর এই উদ্যোগ বাংলাদেশে হোম ইকোনমিক্স শিক্ষাকে বেগবান করবে বলে আমার বিশ্বাস। জাতিসংঘ ঘোষিত এসডিজি’র ১৭টি লক্ষ্যের মধ্যে ১০টি লক্ষ্য অর্জনে হোম ইকোনমিক্স শিক্ষা প্রত্যক্ষ অবদান রাখছে। হোম ইকোনমিক্স শিক্ষা ব্যবস্থায় রয়েছে জীবনধারনের মৌলিক চাহিদা পূরণ, টেকসই সুবিধাদি গ্রহণের মাধ্যমে জীবন মান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন।
আমি আশা করি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে হোম ইকোনমিক্স শিক্ষা অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করবে।
আমি দিবসটি উদ্যাপন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/সুবর্ণা/রফিকুল/শামীম/২০১৭/১০৩৫ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না