তথ্যবিবরণী নম্বর : ৪০৭
জনশক্তি রপ্তানির লক্ষ্যে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে চুক্তি স¦াক্ষরিত
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরবে জনশক্তি প্রেরণ শুরু হচ্ছে। জনশক্তি প্রেরণের জন্য বাংলাদেশ ও সৌদি আরব সরকারের মধ্যে আজ ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোঃ ইফতেখার হায়দার এবং সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ড. আহমেদ আল ফাহেদ (উৎ. অযসবফ অষ ঋধযধরফ) নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স¦াক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দু’দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
#
শহিদুল/ফায়জুল/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪০৬
বঙ্গবন্ধুর প্রথম প্রেসসচিব আমিনুল হক বাদশার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতির পিতা সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেসসচিব আমিনুল হক বাদশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত আমিনুল হক বাদশার স্মৃতিচারণ করে বলেন, ‘‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে স¦াধীনতা পূর্ব একসাথে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। তাঁর সাংগঠনিক দক্ষতা তৎকালীন ছাত্র আন্দোলনকে বেগবান করতে ভূমিকা রেখেছিল। আমিনুল হক বাদশার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও দক্ষ সংগঠককে হারালাম।
রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
আজাদ/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪০৫
পররাষ্ট্র মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী বাংলাদেশে নবনিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়া-পেখ লারামে-কে আজ তাঁর কার্যালয়ে স্বাগত জানান। কানাডীয় হাইকমিশনার বাংলাদেশের মিডিয়াকে অত্যন্ত তৎপর বলে অভিহিত করে বলেন, বাংলাদেশে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বাংলাদেশ ও কানাডার মধ্যে নিবিড় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গ এনে বলেন, দু’দেশের মধ্যে যে অংশীদারিত্ব গড়ে উঠেছে তাতে দু’দেশই সমানভাবে লাভবান হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পরপরই কানাডার স্বীকৃতি প্রদানের কথা উলে¬খ করলে হাইকমিশনার বঙ্গবন্ধু যাদুঘর ও মুক্তিযুদ্ধ যাদুঘরে তাঁর সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন।
পররাষ্ট্র মন্ত্রী নারী উন্নয়নে ও নারীদের অধিকার অর্জনে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেন। কানাডীয় হাইকমিশনার নারী উন্নয়ন, শিশুস্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষাখাতে কানাডীয় প্রকল্প সাহায্য অব্যাহত রাখার সিদ্ধান্ত জানান। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, কানাডীয় পার্লামেন্ট বাংলাদেশে বিনিয়োগে বরাবরই আগ্রহী কারণ বাংলাদেশ বৈদেশিক সাহায্য যথেষ্ট কার্যকরভাবে ব্যবহার করতে সক্ষম। তিনি বাল্যবিবাহ রোধেও একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পররাষ্ট্র মন্ত্রী কানাডীয় হাইকমিশনারকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহায়তার নিশ্চয়তা দেন।
#
খালেদা/ফায়জুল/নবী/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪০৪
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জনের
মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে স¦াস্থ্য মন্ত্রণালয়ে কমিটি গঠন
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ৩২ জনের মৃত্যুর ঘটনায় কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা খতিয়ে দেখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স¦াস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হাসপাতাল) মোশাররফ হোসেন এই কমিটির নেতৃত্বে থাকবেন। কমিটিকে সরেজমিনে পরিদর্শন করে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক সম্মেলনে থাকা অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা শোনেন। তাৎক্ষণিকভাবে তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করে ঘটনার বিস্তারিত অবহিত হন। এসময় তিনি হাসপাতালে চিকিৎসায় কোন অবহেলা চিহ্নিত হলে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ঘটনাটি নিয়ে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, একটি হাসপাতালে একদিনে এরকম মৃত্যুর হারকে সরকার গুরুত্বের সাথে দেখছে। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে। মন্ত্রণালয় থেকেও কমিটি করা হয়েছে। যদি চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়া যায় তবে দায়ীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, হরতাল অবরোধের কারণে রোগীরা যথাসময়ে হাসপাতালে যেতে পারছে না। অনেক সময়ক্ষেপনে রোগের জটিলতা বাড়ার পর করে যখন রোগীকে হাসপাতালে নেয়া হচ্ছে তখন চিকিৎসা করা দুরূহ হয়ে পড়ে।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক মৃত ৩২ জনের পরিসংখ্যান তুলে ধরেন। এতে দেখা যায়, জন্মকালীন শ্বাসরোধের কারণে ৪, মায়ের অপুষ্টিজনিত কারণে ৩, পরিপাকতন্ত্রের জটিলতায় ১ নবজাতক, ডায়ারিয়া ও ব্রঙ্কোনিউমোনিয়ায় ২ শিশু মারা যায়। সিলেটের একটি গ্রামের মারামারির ঘটনায় ৫ জন মারা যায়। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ৪ জন, হার্ট অ্যাটাকে ৩ জন, কার্ডিয়াক ওয়ার্ডে চিকিৎসাধীন ২জন, ফুসফুসজনিত রোগ ও যক্ষ্মায় ১, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসজনিত জটিলতায় ১, অজ্ঞাত বিষক্রিয়ায় ১, অ্যানসেফেলাইটিসে ১ এবং সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়।
এ সময় স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/ফায়জুল/মিজান/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪০৩
পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি উপমন্ত্রীর সাক্ষাৎ
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে আজ তাঁর মন্ত্রণালয়ে সফররত সৌদি প্রতিনিধিদলের নেতা সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী আহমেদ আল-ফাহাইদ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী সৌদি অর্থনীতির উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদান অত্যন্ত কৃতজ্ঞতাভরে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে আজ বাংলাদেশের সাথে তাঁর দেশের যে চুক্তি হতে যাচ্ছে তার আওতায় অত্যন্ত সহজ উপায়ে বাংলাদেশ হতে শ্রমিকগণ যাতে সৌদি আরবে যেতে পারেন সে চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন, সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে তার সরকার সজাগ থাকবে। বংলাদেশি শ্রমিকগণ সৌদি আরবে বাংলাদেশের মর্যাদা ও সুনাম রক্ষা করে কাজ করবে বলে উপমন্ত্রী আশা প্রকাশ করেন। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবস্থা দেখার জন্য পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে তিনি সে দেশ সফরের আমন্ত্রণ জানান।
বাংলাদেশি শ্রমিকদের জন্য দীর্ঘদিন পর পুনরায় সৌদি শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী সৌদি উপমন্ত্রীর মাধ্যমে সৌদি সরকারকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ শ্রমিক ছাড়াও বাংলাদেশে ব্যাপক সংখ্যক চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, তথ্যপ্রযুক্তিবিদ, চার্টার্ড অ্যাকাউন্টেন্টসহ বিভিন্ন রকমের দক্ষ ও বিশেষজ্ঞ শ্রেণির জনবল রয়েছে। এরা শুধু দেশে নয় বরং পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার দেশসমূহ, কোরিয়া, জাপান, অষ্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করছে বলে তিনি সৌদি প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, এ সমস্ত দক্ষ শ্রমশক্তি সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এছাড়া বাংলাদেশ হতে ঔষধসহ উন্নতমানের বিভিন্ন পণ্য সৌদি আরবে রপ্তানির সুযোগ রয়েছে।
বাংলাদেশি শ্রমিক পুনরায় নিয়োগ বিষয়ক চুক্তিটি স্বাক্ষর ও বাস্তবায়নের ফলে দু’দেশের সম্পর্ক আরো সম্প্রসারিত ও জোরদার হবে বলে সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
#
খালেদা/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪০২
বিটিসিএল বিনিয়োগ বোর্ডের ওয়ানস্টপ সার্ভিস সেলের
টেলিফোন ও ইন্টারনেট সুবিধা প্রদান করে থাকে
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বিনিয়োগ বোর্ডের ওয়ানস্টপ সার্ভিস সেলের টেলিফোন ও ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য বিটিসিএল হতে একজন বিভাগীয় প্রকৌশলী পদমর্যাদার কর্মকর্তা মনোনীত আছেন। বিনিয়োগকারীগণকে টেলিফোন ও ইন্টারনেট সেবা গ্রহনের জন্য সরাসরি বিনিয়োগ বোর্ডের ওয়ানস্টপ সার্ভিস সেল অথবা বিটিসিএল এর বিভাগীয় প্রকৌশলী ফোন্স ক্যাবল বিভাগ (দক্ষিণ), রমনা, ঢাকার টেলিফোন নম্বর অফিসঃ ৯৫৬৩৪০০, ৯৫১৪২৪৪, মোবাইলঃ ০১৫৫০১৫১৪১৯ এ যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া, বিটিসিএল সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য বিনিয়োগকারীগণকে বিটিসিএল এর িি.িনঃপষ.মড়া.নফ ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।
#
মোরশেদ/ফায়জুল/নবী/জসীম/জয়নুল/২০১৫/১৯০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪০১
শিশুদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে সরকার কাজ করছে
-- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তফিজুর রহমান বলেছেন, বিজ্ঞানমনস্ক মেধা বিকাশ ও বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিশুদেরকে কম্পিউটার ও ইন্টারনেটের সাথে পরিচিত করতে সরকার তৃণমূল পর্যায়ে ডিজিটাল উপকরণ বিতরণ করছে।
মন্ত্রী আজ রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ ও মডেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মোস্তফিজুর রহমান বলেন, বিদ্যালয় গমনোপযোগী প্রায় শতভাগ শিশুকে বর্তমান সরকার বিদ্যালয়ে ভর্তি করাতে সক্ষম হয়েছে। শিক্ষার গুণগতমান উন্নয়ন এখন সরকারের বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। শিক্ষকদের প্রশিক্ষণ কাজে ব্যবহারের জন্য দেশের ৫৫টি পিটিআইতে উচ্চপ্রযুক্তির কম্পিউটারসমৃদ্ধ আইসিটি ল্যাব স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি ল্যাব স্থাপন করা হবে। প্রতিটি ল্যাবে ৫টি করে ল্যাপটপ, কম্পিউটার ও মাল্টিমিডিয়া সরবরাহ করা হয়েছে। এ ছাড়া যে ১২ জেলায় পিটিআই নেই সে সকল জেলায় পিটিআই স্থাপন প্রক্রিয়া প্রায় শেষপর্যায়ে রয়েছে। তিনি বলেন, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ নির্মাণের মাধ্যমে ক্লাশ পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী, ল্যাপটপ, মাল্টিমিডিয়া, ইন্টারনেট, মডেম ও সাউন্ড সিস্টেম সরবরাহের কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরো বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত প্রাথমিক শিক্ষাক্রমের আলোকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়কে ইন্টার-অ্যাকটিভ ম্যাল্টিমিডিয়া ডিজিটাল শিক্ষা কন্টেন্টে রূপান্তর কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাঠ্যপুস্তকের ধারণাসমূহ আরো আকষর্ণীয় ও সহজবোধ্য করতে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের ছক, চার্ট, ডায়াগ্রাম, অডিও ভিডিওসহ মাল্টিমিডিয়া উপকরণসমূহ সংযোজন করে অ্যানিমেশনের মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট ক্লাসরুম উপস্থাপন করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও বেগম উম্মে রাজিয়া কাজল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বক্তৃতা করেন।
মন্ত্রী বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ ও মডেম বিতরণ করেন।
#
রবীন্দ্রনাথ/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪০০
বাংলাদেশের স¦াস্থ্যখাতের সাফল্যে
বিশ্ব স¦াস্থ্য সংস্থার মহাপরিচালকের প্রশংসা
সিঙ্গাপুর, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডাঃ মার্গারেট চ্যান আবারো বাংলাদেশের স্বাস্থ্যখাতের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আজ সিঙ্গাপুরে ‘ইউনিভার্সাল হেল্থ কভারেজ: দ্য পোস্ট-২০১৫ চ্যালেঞ্জ’ বিষয়ক মন্ত্রীপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অধিবেশনে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে বাংলাদেশের স্বাস্থ্যখাতে অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারের কৃতিত্বের কথা তুলে ধরেন।
ডাঃ মার্গারেট চ্যান বলেন, অনূর্ধ্ব পাঁচবছরের শিশুস্বাস্থ্য উন্নয়ন ও টিকাদান কর্মসূচির সাফল্যসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকের অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অভাবনীয়। বাংলাদেশে সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ে একটি বহুমাত্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠেছে যেখানে নারীর ভূমিকাও চোখে পড়ার মতো। ফলে পরিবার পরিকল্পনা, টিকাদান, ডায়রিয়া নিয়ন্ত্রণ ও ভিটামিন-এ খাওয়ানোর কর্মসূচিগুলো ব্যাপক সাফল্য পাচ্ছে।
এসময় বিশ্বখ্যাত ল্যানসেট সাময়িকীর দৃষ্টান্ত তুলে ধরে মার্গারেট চ্যান বলেন, দারিদ্র্যসংশ্লিষ্ট সংক্রামক রোগ, পুষ্টিহীনতা এবং প্রসূতিকালীন স্বাস্থ্যসেবায় বাংলাদেশের সফলতা অনেক দেশের জন্য উদাহরণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের বক্তৃতার পরপরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম মঞ্চে উঠে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাস্থ্যখাতে বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি অনুরোধ করেন।
সম্মেলনে ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, মায়ানমার এবং ভিয়েতনামের মন্ত্রী এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সম্মেলনে সর্বজনীন স্বাস্থ্য কভারেজ এর অর্থায়ন, ভৌত অবকাঠামো, জনবল, সামাজিক দায়বদ্ধতা এবং অসংক্রামক রোগের ক্ষেত্রে ব্যবস্থাপনাসহ বিভিন্ন দিক নিয়ে মন্ত্রীপর্যায়ের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিন লুং (খবব ঐংরবহ খড়ড়হম) আজ সম্মেলন উদ্বোধন করেন।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আগামীকাল সম্মেলনে বাংলাদেশের সাফল্য ও অবস্থান সম্পর্কে বক্তৃতা করবেন।
আজ মোহাম্মদ নাসিমের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করার জন্য সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
#
পরীক্ষিৎ/ফায়জুল/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৯৯
রংপুর পল্লিউন্নয়ন একাডেমি
প্রকল্পটি বাস্তবায়নের ফলে উত্তরাঞ্চলের জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন ঘটবে
-- এলজিআরডি প্রতিমন্ত্রী
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
উত্তরাঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার টেকসই মানোন্নয়নে অক্টোবর ২০১৪ হতে সেপ্টেম্বর ২০১৮ মেয়াদে ১০৭ কোটি ৪০ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে রংপুর পল্লিউন্নয়ন একাডেমি প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পসহ ৬৯ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে নীলফামারী ও নেত্রকোনা জেলা স্টেডিয়াম উন্নয়ন ও রংপুর মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এজন্য রংপুরবাসীর পক্ষ থেকে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমিটির সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ধীন একাডেমিটি নির্মাণের মাধ্যমে উত্তরাঞ্চলের জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন ঘটার পাশাপাশি পল্লিউন্নয়ন সংক্রান্ত গবেষণা, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের আন্তর্জাতিকমানের প্রশিক্ষণদান সম্ভব হবে। রংপুর মহিলা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের ফলে উত্তরাঞ্চলের ছাত্রী ও মহিলাদের শারীরিক এবং মানসিক সুস্থতা বিকশিত হবে। নতুন নতুন ক্রীড়াবিদ সৃষ্টি হবে।
উল্লেখ্য, রংপুর পল্লিউন্নয়ন একাডেমি প্রকল্পের জন্য রংপুর জেলার তারাগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় সাইট পরিদর্শন করা হয়েছে। ইতোমধ্যে প্রকল্পটির জন্য ২০১৪-১৫ অর্থবছরে
৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
#
আহসান/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৯৮
তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক এলিভেটর ও এস্কেলেটর প্রদর্শনী শুরু
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক এলিভেটর ও এস্কেলেটর প্রদর্শনী ২০১৫ আজ থেকে ঢাকায় শুরু হয়েছে। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে চলমান এ প্রদর্শনীতে ২০টি দেশের ৭০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রদর্শনীর উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, সরকারি বেসরকারি উদ্যোগে দেশে অনেক সুউচ্চ ভবন তৈরি হয়েছে। আরো অনেক নতুন নতুন ভবন তৈরি হচ্ছে। এসব ভবন ব্যবহারের সাথে লিফটের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এ প্রদর্শনীর মাধ্যমে একটি স্থান থেকেই সুউচ্চ ভবন মালিকরা লিফ্ট, এলিভেটর ও এস্কেলেটরের গুণগতমান যাচাই করার সুযোগ পাবে।
তিনি বলেন, বাংলাদেশের রিয়ালস্টেট খাত অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে। জমির স্বল্পতার জন্য আবাসন বা অফিসের জন্য ভবনগুলোর ঊর্ধমুখী সম্প্রসারণ ঘটছে। ফলে এসব ভবনে লিফ্ট বা এলিভেটর ব্যবহারের বিকল্প নেই। প্রথমবারের মতো এ প্রদর্শনী আয়োজন করায় উৎপাদনকারী, ব্যবসায়ী ও ব্যবহারকারীদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠবে, যা দেশের বাণিজ্য বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরেও বিশেষ ভূমিকা রাখবে।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলআমিন।
প্রদর্শনী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। ১২ ফেব্রুয়ারি এ প্রদর্শনী শেষ হবে।
#
কিবরিয়া/ফায়জুল/মিজান/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৯১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৯৭
আমিনুল হক বাদশার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেসসচিব আমিনুল হক বাদশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী আজ তাঁর শোকবার্তায় বলেন, মহান স¦াধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে এবং সাংবাদিকতা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আমিনুল হক বাদশার অবদান স¥রণীয় হয়ে থাকবে।
হাসানুল হক ইনু প্রয়াত আমিনুল হক বাদশার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
#
আকরাম/ফায়জুল/রফিকুল/জয়নুল/২০১৫/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৯৬
জাতীয় শিল্পস্বাস্থ্য ও সেইফটি কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
জাতীয় শিল্পস্বাস্থ্য ও সেইফটি কাউন্সিলের প্রথম সভা আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান শ্রমবান্ধব সরকার শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের কর্মক্ষেত্রের পরিবেশ নিরাপদ করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে ‘‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালা, ২০১৩’’ সফলভাবে বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা তৈরী করার লক্ষ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শককে আহ্বায়ক করে শ্রমিক, মালিক, সরকার এবং বিশেষজ্ঞ প্রতিনিধিদের নিয়ে একটি ১৩ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।
কমিটি তিন মাসের মধ্যে নীতিমালা বাস্তবায়নের জন্য একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করে রির্পোট পেশ করবে।
সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, নৌ পরিবহণ সচিব শফিক আলম মেহেদী, শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঞা, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহম্মদ, বিজিএমই এর সভাপতি আতিকুল ইসলাম, সহ-সভাপতি রিয়াজ বিন মামুদ, বিকেএমই এর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, শিল্প পুলিশের ডিজি আ. সালাম, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
আরিফুজ্জামান/অনসূয়া/খাদীজা/ফাহিমা/শুকলা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৫৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৯৫
আমিনুল হক বাদশার মৃত্যুতে স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপের শোক
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
স্পিকারের শোক
বঙ্গবন্ধুর প্রথম প্রেসসচিব আমিনুল হক বাদশার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোকপ্রকাশ করেছেন।
এক শোকবাণীতে স্পিকার বলেন, আমিনুল হক বাদশা ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। তাঁর প্রজ্ঞা ও কর্মনিষ্ঠা তাঁকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে।
স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ডেপুটি স্পিকারের শোক
বঙ্গবন্ধুর প্রথম প্রেসসচিব আমিনুল হক বাদশার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গভীর শোকপ্রকাশ করেছেন।
এক শোকবাণীতে ডেপুটি স্পিকার বলেন, আমিনুল হক বাদশা ছিলেন একজন কর্মনিষ্ঠ ব্যক্তি। তাঁর মৃত্যু দেশের এক অপূরণীয় ক্ষতি।
ডেপুটি স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
চিফ হুইপের শোক
বঙ্গবন্ধুর প্রথম প্রেসসচিব আমিনুল হক বাদশার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোকপ্রকাশ করেছেন।
এক শোকবাণীতে চিফ হুইপ বলেন, আমিনুল হক বাদশার মৃত্যুতে বাংলাদেশ একজন প্রজ্ঞাবান ব্যক্তিকে হারালো। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা কোনভাবেই পূরণ হওয়ার নয়।
চিফ হুইপ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
#
শিবলী/অনসূয়া/খাদীজা/ফাহিমা/শুকলা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৫৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৯৪
আমিনুল হক বাদশার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ২৮ মাঘ (১০ ফেব্রুয়ারি) :
প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব, স্বাধীনতাপূর্ব কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুল হক বাদশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, মরহুম আমিনুল হক বাদশা ছিলেন জাতির পিতার অত্যন্ত আপনজন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক নাগরিককে হারালো।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর