Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ নভেম্বর ২০২৪

তথ্যবিবরণী ২৪ নভেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ১৭৮৬

৮ জন চলচ্চিত্র নির্মাতা নির্বাচনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের কমিটি গঠন

 

 

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):   

 

     সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মন্ত্রণালয়ের ৭টি অগ্রাধিকারমূলক কর্মসূচি ঘোষণা করেছেন। এ ঘোষণার আলোকে ৮টি বিভাগীয় শহরে ওয়ার্কশপ, ফিল্মমেকিং পরিচালনা এবং ৮টি কনটেন্ট নির্মাণের জন্য ৮ জন নির্মাতাকে নির্বাচন করার জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটির আহ্বায়ক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামা-সহ বেসরকারি খাত থেকে বিশেষজ্ঞ হিসেবে আছেন সাহিত্যিক ও গণযোগাযোগ শিক্ষক সুমন রহমান, চলচ্চিত্র পরিচালক তানিম নূর এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আদনান আল রাজিব।

 

     এছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি-সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

 

                                               #

বিবেকানন্দ/মেহেদী/রানা/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৪/২০৪৭ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৭৮৫

  

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

 

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর): 

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রথম সভা আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অভ্‌ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ কমিশন প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

          সভায় কমিশন সদস্য কো-অপ্ট করা, শিক্ষার্থী প্রতিনিধি মনোনয়ন, বিভাগীয় পরামর্শক সভা আয়োজন, লজিস্টিক সহায়তা, জনবল সহায়তা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

          সভায় পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার ব্যবস্থা ও নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে জটিলতা বুঝতে ও সরকারকে এ বিষয়ে পরামর্শ প্রদানের সুবিধার্থে পার্বত্য চট্টগ্রাম থেকে একজন প্রতিনিধি, শিক্ষার্থী/গণআন্দোলনের একজন প্রতিনিধিকে মনোনয়ন প্রদান করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা, কমিশন সচিব ও কমিশন প্রধানের একান্ত সচিবকে বিভাগীয় পরামর্শক সভা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা, সাচিবিক সহায়তার জন্য দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করা এবং জনবল সহায়তা প্রদানের অনুরোধ করা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

          সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

#

সালাউদ্দিন/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৪/১৮৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১৭৮৪

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায়

মৎস্য অধিদপ্তরের জন্য ৮২টি নতুন পদ সৃজন

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):

          মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এঁর সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির দ্বিতীয় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ মৎস্য অধিদপ্তরে ৮২টি অফিস সহায়কের পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

          নবসৃষ্ট এসব পদসমূহের মধ্যে ময়মনসিংহ বিভাগের জন্য ১টি, প্রতি জেলার জন্য ১টি করে ৬৪টি পদ, ৪টি ডিপ্লোমা ইনস্টিটিউটের জন্য ৪টি, ১১টি উপজেলার জন্য ১১টি এবং ২টি মৎস্য বীজ উৎপাদন খামারের জন্য ২টি পদ রয়েছে।

          নবসৃষ্ট এসব পদ পূরণ হলে মৎস্যচাষি পর্যায়ে সেবা সম্প্রসারণ আরো তরান্বিত হবে।

#

মামুন/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৮২৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১৭৮৩

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):

          মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ (Shiuneen Rasheed) সাক্ষাৎ করছেন।

          সাক্ষাৎকালে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মালদ্বীপের হাইকমিশনার ইন্ডিয়ান ওশান টুনা কমিশন (Indian Ocean Tuna Commission)-এর সদস্য হিসেবে বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস প্রদান করলে উপদেষ্টা বলেন, দক্ষতা উন্নয়নে দুই দেশ একসাথে কাজ করতে পারে।

          মালদ্বীপের হাইকমিশনার মালদ্বীপের সাথে বাংলাদেশের  ইতোমধ্যে সম্পাদিত কাজের জন্য  জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান জানালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এ বিষয়ে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ চিহ্নিত করে সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণের অভিমত ব্যক্ত করেন।

#

মামুন/মেহেদী/রানা/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ১৭৮২

হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ

                                          ---ধর্ম উপদেষ্টা

 

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):    

 

     ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

      আজ মন্ত্রণালয়ে উপদেষ্টা তার অফিস কক্ষে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলেনের সাথে সাক্ষাৎকালে একথা বলেন।

 

     ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের অধীনে হজ ব্যবস্থাপনা অতীতের তুলনায় আরো সুশৃঙ্খল ও উন্নত হবে। সে লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের যথাযথ উদ্যোগের কারণে এবছর বিমান ভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমেছে। এছাড়া হাজীদের নিবন্ধন কার্যক্রমকে জোরদার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি মোয়াজ্জেম ভিসা ইস্যু ও এজেন্সি প্রতি হজযাত্রীর সংখ্যা ২৫০ নির্ধারণ করতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

 

     সাক্ষাৎকালে হজযাত্রী পরিবহন, রুট টু মক্কা সার্ভিস, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপন, বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ স্থাপনসহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এছাড়া আগামীদিনে দু’দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় ও সুসংহত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

     এসময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

 

                                              #

আবুবকর/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ১৭৮১

বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বাংলাদেশের বড় অগ্রাধিকার

                                                           ---বাণিজ্য উপদেষ্টা

 

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):   

 

      বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বাংলাদেশের বড় অগ্রাধিকার। সে কারণে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী।

 

      আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাণিজ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

 

     উপদেষ্টা বলেন, চীন চলতি বছরের ডিসেম্বর মাস থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। আমরা অধিক পণ্য রপ্তানির মাধ্যমে এ সুযোগকে কাজে লাগাতে চাই। তিনি আরো বলেন, চীনের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এদেশে বিনিয়োগ বৃদ্ধি ও মানুষের জন্য কাজের সুযোগ তৈরির মাধ্যমে চীনের সাথে এদেশের সম্পর্কে অনন্য মাত্রা যোগ করেছে। মুক্ত বাণিজ্য চুক্তি দু’দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে।

 

      চীনের রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে ব্যবধান কমিয়ে আনতে চীন বাংলাদেশ থেকে আরো পণ্য, বিশেষ করে চামড়া, আম, পাট ও পাটজাত পণ্য আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। আগামী বছরের জুলাই মাসে চীন বাংলাদেশে একটি বড় প্রদর্শনী আয়োজন করতে চায় উল্লেখ করে তিনি এ আয়োজনে বাণিজ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া রাষ্ট্রদূত চীনের আয়োজনে সে দেশে অনুষ্ঠিত চায়না-ইউরেশিয়া বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা চান।

 

                                                #

কামাল/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৮৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ১৭৮০

বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন শিণ্পে নতুন দুয়ার খোলার প্রত্যয়

 

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):    

  

     বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর রাষ্ট্রদূত Abdullah Abdullah Khaseif AlHmoudi আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাৎ করেছেন।

 

      সাক্ষাৎকালে তাঁরা ভ্রাতৃপ্রতিম দুই দেশের পারষ্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে আরো উষ্ণতার পর্যায়ে নিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আগামী দিনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে আরো সহযোগিতা বৃদ্ধির কথা জানান।

 

     রাষ্ট্রদূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঘিরে নতুনভাবে কাজ করার দুয়ার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে এভিয়েশন সেক্টর বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন শিল্প প্রসারে ভূমিকা রাখবে।

 

     উপদেষ্টা বাংলাদেশ থেকে আরো অধিক হারে চিকিৎসক, প্রকৌশলী ও দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

     বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান এসময় উপস্থিত ছিলেন।

 

                                           #

মাহবুবুর/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৮১৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ১৭৭৯

ট্রাফিক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে

                                                                                          --- স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):

          স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগ করা হবে। ডিএমপি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে বর্তমানে ৭০০ শিক্ষার্থী কাজ করছে। ঠিক তেমনিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, বিজিবি, আনসারের মধ্যে যারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন তাদের নিয়ে একটি কমিউনিটি পুলিশিং করার চিন্তাভাবনা করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ৫০০ জনকে এ কাজে নিযুক্ত করা হতে পারে। এবং এ ক্ষেত্রে বয়সের সময়সীমাও বেঁধে দেয়া হবে।

          উপদেষ্টা আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪র্থ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়টি উচ্চ আদালতের এখতিয়ারাধীন। উচ্চ আদালতের আদেশকে আমরা বাস্তবায়ন করছি। উচ্চ আদালত থেকে এই বিষয়ে আইন মন্ত্রণালয়ে নির্দেশনা আসার কথা। নির্দেশনা পেলে সে মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তিনি বলেন, আমরা আশা করছি এ বিষয়ে উচ্চ আদালত থেকে একটি ভালো সিদ্ধান্ত তথা নির্দেশনা আসবে। সেই নির্দেশনা মোতাবেক অটোরিকশা নিয়ে চলমান সমস্যার নিরসন ঘটবে।

          ভুয়া ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ভুয়া এবং মিথ্যা মামলা যেন না হয় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। উপদেষ্টা বলেন, এ ধরনের মিথ্যা মামলায় যারা আসামি হয়েছেন তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সেজন্য আমরা একটি কমিটি করে দিচ্ছি। কমিটির একটি প্রস্তাব আমরা করেছি, তবে তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা লিগ্যাল এইড কমিটির একজন সদস্য থাকবেন। পুলিশের পাশাপাশি কমিটি নিরূপণ করবে কে আসলে দোষী। কেউ যেন হয়রানির শিকার না হয় সেটিও কমিটি দেখবে।

          সভায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়, বিজয় দিবস উদ্যাপন, দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ-সহ এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

          স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।         

#

ফয়সল/মেহেদী/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৮২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                           নম্বর: ১৭৭৮ 

খাদ্য উপদেষ্টার সাথে রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (Acting Ambassador) এর সাক্ষাৎ

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):    

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে রাশিয়ান ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স (Acting Ambassador) Ekaterina Semenova-এর নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে খাদ্যশস্য আমদানি ও রপ্তানিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় এবং দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।   

#

ইমদাদুল/ফাতেমা/সাঈদা/আলী/আসমা/২০২৪/১২০০ ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                      নম্বর: ১৭৭৭

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. বাবুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে প্রেরণ

ঢাকা, ৯ অগ্রহায়ণ (২৪ নভেম্বর):     

অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মো. বাবুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে গুলিবিদ্ধ মো. বাবুকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর তাকে বিদায় জানান। এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, আহতদের চিকিৎসার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। যাদের দেশে চিকিৎসা সম্ভব হচ্ছে না, পর্যায়ক্রমে তাদের দেশের বাইরে পাঠানো হচ্ছে। পরবর্তীতে আরো কয়েকজন এ তালিকায় রয়েছেন।

#

শাহাদাত/ফাতেমা/সাঈদা/আলী/আসমা/২০২৪/১০২০ ঘণ্টা  

2024-11-24-14-54-6eb6f3cb5848022dd9c07da4a78aa852.docx