Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ August ২০১৭

তথ্যবিবরণী ১৩/০৮/১৭

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ২০৯৫

বিএনসিইউ-এর ই-ফাইলিং কার্যক্রম উদ্বোধন

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):
    আজ ঢাকায় পলাশী-নীলক্ষেতস্থ বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) ভবনের ৪র্থ তলায় অবস্থিত বিএনসিইউ এর সম্মেলনকক্ষে বিএনসিইউ ও প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই এর সার্বিক সহযোগিতায় বিএনসিইউ’র ই-ফাইল (নথি) লাইভ কার্যক্রমে সম্পৃক্ত হওয়া উপলক্ষে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।   
    শিক্ষামন্ত্রী ও বিএনসিইউ চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও বিএনসিইউ মহাসচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিইউর সচিব মোঃ মনজুর হোসেন।
    এসময় শিক্ষামন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারি অফিসগুলোতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। বিএনসিইউ ই-ফাইলিং কার্যক্রম শুরু করায় তিনি সকল কর্মকর্তা কর্মচারী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
ব্যানবেইসের নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত
    পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একইভবনে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর নবনিয়োগপ্রাপ্ত সহকারী প্রোগ্রামারদের ‘অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ৪৪ জন সহকারী প্রোগ্রামার ১২ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। এরা উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) গুলোতে কাজ করবে।
    ব্যানবেইস-এর পরিচালক মোঃ ফসিউল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মোঃ আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং কোর্স পরিচালক এস এম মোর্শেদ বিপুল বক্তৃতা করেন।
    এসময় শিক্ষামন্ত্রী সততা ও আন্তরিকতার সাথে প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দেয়ার জন্য নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষকদের মধ্যে আইসিটি জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়ানোর জন্য ইউআইটিআরসিই প্রতিষ্ঠা করা হয়েছে। জাতীয় লক্ষ্য অর্জনে এবং নতুন প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে তিনি সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
#
আফরাজ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ২০৯৪

কর্ণফুলী ও পীরগঞ্জে নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):

    চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা পরিষদ এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ, রায়পুর, ও রামনাথপুর ইউনিয়ন এবং ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ২০ আগস্ট ২০১৭ রোববার অনুষ্ঠিত হবে।

    এ উপলক্ষে সরকারি, আধা সরকারি, স¦ায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান এবং সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী, সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের স¦ স¦ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

    উল্লেখ্য, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যদি উক্ত তারিখে কোন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক এবং কর্মচারী সাধারণ ছুটির আওতা বহির্ভুত থাকবে।

#
আলমগীর/সেলিম/শেফায়েত/মোশারফ/আব্বাস/২০১৭/১৮৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর :  ২০৯৩


সরকারের গৃহীত কর্মসূচির ফলে শিশু ও মাতৃ মৃত্যু হার হ্রাস পেয়েছে
                         --- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

রংপুর, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):     

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, রূপকল্প-২০২১ অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিশু ও মাতৃ মৃত্যুর হার হ্রাস পেয়েছে।

তিনি আজ রংপুর মেডিকেল কলেজ এর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনিমেশ মজুমদার উপস্থিত ছিলেন।

    প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা শিক্ষা প্রসার, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং আন্তর্জাতিকমানের দক্ষ পেশাজীবী গড়ে তুলতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করা হয়েছে।

    তিনি চিকিৎসক সমাজকে সততা ও ত্যাগের মনোভাব নিয়ে জনগণের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দেন।

    
#
আহসান/সেলিম/শেফায়েত/মোশারফ/আব্বাস/২০১৭/১৮২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর :  ২০৯২


বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু জেল খেটেছেন

ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট):

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু ৪,৬৮২ দিন জেল খেটেছেন। বাঙালি জাতিকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতার জন্য। লক্ষ্য ছিল একটাই বাঙালি জাতির মুক্তি, বাংলাদেশের স্বাধীনতা। বাঙালি জাতির প্রত্যেককে তিনি পরিবারের সদস্য মনে করতেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা শুনলে তিনি তা বিশ^াস করতেন না। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে-বিদেশে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। বিপুল জনপ্রিয়তার কারণেই তিনি দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার হন। বঙ্গবন্ধু সারাজীবন বাঙালি জাতির জন্য সংগ্রাম করে গেছেন। দেশীয় ও আন্তর্জাতিক একটি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। চক্রান্ত করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, আজ তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বার বার হত্যার চক্রান্ত করা হচ্ছে।
    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকা- : দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তৃতায় এসব কথা বলেন।
    তোফায়েল আহমেদ বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত করে ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলেও, কেউ বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারবে না। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলার মাটি থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে থাকবে।
    বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শূন্য হাতে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিনি মাত্র তিন বছর সাত মাস দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। তিনি দু’টি লক্ষ্যকে সামনে রেখে সংগ্রাম করেছেন। একটি হলো বাঙালি জাতির স্বাধীনতা, অপরটি অর্থনৈতিক মুক্তি। তিনি দেশকে স্বাধীন করেছেন, আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির পথে দ্রুত এগিয়ে যাচ্ছেন। ২০২১ সালে বাংলাদেশ হবে  ডিজিটাল মধ্যম আয়ের দেশ। একসময় যারা বাংলাদেশকে বলতো তলাবিহীন ঝুঁড়ি, দরিদ্র দেশের মডেল এবং বলতো বাংলাদেশ উন্নতি করলে পৃথিবীতে আর কোন দরিদ্র দেশ থাকবে না। আজ তারাই বলছেন, বাংলাদেশের বিস্ময়কর উত্থান হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল।
    জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ বদরুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মোঃ ইকবাল সোবহান চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর আহমেদ পল্টু, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ঢাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, বিএফইউজে-এর সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল, জাতীয় প্রেসক্লাবের প্রথম সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
#
বকসী/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮২৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২০৯১
 
ঢাকায় আন্তর্জাতিক যুবদিবস পালিত
 
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :   
 
প্রতি বছর ১২ আগস্ট জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক যুবদিবস পালিত হয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও দিবসটি পলিত হয়ে আসছে। এবছর আন্তর্জাতিক যুবদিবস ২০১৭ এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘শান্তি প্রতিষ্ঠায় যুবসমাজ’।
 
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলাম।
 
অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মোফাজ্জল হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (বাস্তবায়ন) মোঃ আখতার আলী সরকার এবং ৫ জন যুব সংগঠনের প্রতিনিধি।
#
 
শফিকুল/সেলিম/শেফায়েত/মোশারফ/রেজাউল/২০১৭/১৭৫৯ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২০৯০
 
সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে
                                    -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
কেশবপুর (যশোর), ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) : 
 
শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়তে পারে একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র। এজন্য সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক একথা বলেন।
 
প্রতিমন্ত্রী আজ যশোরের কেশবপুরে একইসঙ্গে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। যশোরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ।
 
প্রতিমন্ত্রী বলেন, শহরের শিক্ষার্থীদের সরকার যে সুযোগ-সুবিধা দিচ্ছে, সেই একই সুবিধা গ্রামের শিক্ষার্থীরাও পাচ্ছে। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক বা অর্থনৈতিক কোন ভেদাভেদ করেনি সরকার। তিনি বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসায় শৃঙ্খলা বজায় রাখতে এবং ক্লাসে শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে সরকার আন্তরিক। এ পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মানসম্মত ও গুণগত শিক্ষা প্রদান সহজ হবে। 
 
স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ কর্মসূচির আওতায় কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে, কেশবপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এই ব্যবস্থার আওতায় আনা হবে বলে প্রতিমন্ত্রী জানান। 
 
বায়োমেট্রিক হাজিরা ও অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে অভিভাবকগণ এসএমএসের মাধ্যমে সন্তানের নিয়মিত উপস্থিতি, ক্লাস পারফর্মেন্স ও রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন। এছাড়া, অনলাইনে ভর্তি, পরীক্ষা, লাইব্রেরি সুবিধা প্রদান এবং শিক্ষক ও অভিভাবকের সরাসরি যোগাযোগ সম্ভব হবে। 
 
#
মাসুম/সেলিম/শেফায়েত/মোশারফ/রেজাউল/২০১৭/১৭৫৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৮৯

সচিবালয়ে বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে তথ্যমন্ত্রী 
ওয়েজবোর্ডের দাবির সাথে একাত্ম তথ্য মন্ত্রণালয়
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :   
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নবম ওয়েজবোর্ড গঠনের শতকরা আশিভাগ কাজ তথ্য মন্ত্রণালয় সম্পন্ন করেছে। আজ সচিবালয় প্রাঙ্গণে ক্লিনিক ভবন চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অধিদফতর আয়োজিত বঙ্গবন্ধুর ওপর সপ্তাহব্যাপী ডিজিটাল আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে তথ্যমন্ত্রী একথা বলেন।
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আগস্ট শুধু শোকের মাস নয়, স্বাধীনতাবিরোধীদের হীন চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। তিনি বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে দেশের সাংবাদিকদের বিপুল অবদান রয়েছে। সে অবদান স্মরণ রেখেই ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সংবাদকর্মীদের সুরায় মজুরি বোর্ড গঠন করেন। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে চলেছে, প্রণয়ন করেছে সাংবাদিক সহায়তা নীতিমালা, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও নিয়মিত ওয়েজবোর্ড প্রদানের ব্যবস্থা। ’ 
নবম ওয়েজবোর্ড গঠনে সাংবাদিকদের দাবির সাথে তথ্য মন্ত্রণালয় সম্পূর্ণ একমত উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের মঙ্গল চায়। ২০১৩ সালের সেপ্টেম্বরে ৮ম ওয়েজবোর্ড ঘোষণা করা  হয়েছে। বিধি মোতাবেক পাঁচ বছর পূর্ণ হবার আগেই অর্থাৎ ২০১৮ সালের সেপ্টেম্বরের মধ্যেই যাতে নতুন ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা যায়, সেজন্য আগে থেকেই প্রস্তুতি নেয়া হয়েছে এবং ইতোমধ্যে শতকরা আশিভাগ কাজও সম্পন্ন হয়েছে। সাংবাদিক, কর্মচারী এবং মালিক এ তিনপক্ষের মধ্যে মালিক পক্ষের প্রতিনিধি মনোনয়ন দেবার জন্য বারবার তাগিদ দেয়া হয়েছে। আশা করছি অচিরেই এ মনোনয়ন পাওয়া যাবে।’
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম প্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
এ প্রদর্শনী ২১ আগস্ট পর্যন্ত চলবে। এতে জাতির পিতার সংগ্রামী ও কর্মময় জীবনের ওপর বিভিন্ন আলোকচিত্র ও ভিডিও ফুটেজ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
#
আকরাম/অনসূয়া/গিয়াস/সুবর্ণা/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৮৮
শোককে শক্তিতে পরিণত করতে ভূমিমন্ত্রীর আহ্বান
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট ) :   
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 
আজ পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ আহ্বান জানান। সভায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণাকে সামনে রেখে পাবনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জীবনে সবচেয়ে শোকাবহ দিন। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এর কালো রাতে ইতিহাসের মহানায়ক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি সোনার মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা হারাই। জাতির পিতার সঙ্গে ঘাতকদের বুলেট ছিনিয়ে নেয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসাসহ তার পরিবারের সদস্যদেরকেও। আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর মানুষরূপী পশুরা যারা ১৫ আগস্টকে বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল তাদের প্রতি জানাচ্ছি আমার তীব্র ক্ষোভ ও নিন্দা।
পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালোর সভাপতিত্বে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন। 
#
রেজুয়ান/অনসূয়া/গিয়াস/শামীম/২০১৭/১৫০১ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৮৭ 
স্পিকারের সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :   
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ইবহড়রঃ চরবৎৎব খধৎধসবব বিদায়ি সাক্ষাৎ করেন।  
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্বপালনকালে বিভিন্ন বিষয়ে স্পিকারের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের  সাথে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
  স্পিকার  বলেন, বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রে দ্রুত উন্নতি সাধন করছে। বর্তমান সরকার দেশে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে এবং এতে দেশ-বিদেশের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশের নারীদের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া হলে তারা নিজেরাই নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নারী নির্যাতন প্রতিরোধে ভূমিকা রাখে। 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  আসন্ন ৬৩তম সিপিএ সম্মেলন ঢাকায় অনুষ্ঠানের বিষয়ে হাইকমিশনারকে অবহিত করে বলেন, সিপিএ’র কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে কানাডার পার্লামেন্ট সদস্যগণ রয়েছেন। বাংলাদেশে সিপিএ সম্মেলনে কানাডার একটি বড় সংসদীয় দল অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
হাইকমিশনার বলেন, বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বেশকিছু আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর ফলে এখাতে বিদেশি ক্রেতাগণ আরো আকৃষ্ট হবেন এবং বাংলাদেশের রপ্তানি আয় আরো বৃদ্ধি পাবে। তিনি নারী উন্নয়নে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের  প্রশংসা করেন।
#
কামাল/অনসূয়া/গিয়াস/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৫৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৮৬ 
জাতীয় শোক দিবসের কর্মসূচি
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :  
১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দেশব্যাপী যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে দিবসটি পালনের উদ্দেশ্যে সরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আলোচনাসভার আয়োজন করা হবে। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুুষ্পার্ঘ্য অর্পণ এবং সশস্ত্র বাহিনী গার্ড অভ্ অনার প্রদান করবেন। এছাড়া ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে ঢাকার বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার পরিবারের শাহাদত বরণকারী সদস্য ও অন্যান্য শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া করবেন। গোপালগঞ্জ জেলার টুংগীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া সেখানে ফাতেহা পাঠ, সশস্ত্র বাহিনীর গার্ড অভ্ অনার প্রদান এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সমাধিস্থলে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ, অধিদপ্তর ও সংস্থা জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি পালন করবে। 
জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশে মসজিদসমূহে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। জাতীয় দৈনিক ও সাময়িকীতে ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার মুদ্রণ ও বিতরণ এবং বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রোথ সেন্টারসহ গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় শোক দিবসের পোস্টার স্থাপিত হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, শিশু একাডেমি এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বক্তৃতার আয়োজন করবে। 
জেলা ও উপজেলা পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে তারা কর্মসূচি পালন করবে।        
বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন টুংগীপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে এবং ঢাকায় ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা করবে।
দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের জন্য জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে স্ব স্ব কর্মসূচি পালন করবে। 
এছাড়া ইতোমধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী কর্মময় জীবনের ওপর তথ্য অধিদফতর ১৩ আগস্ট বাংলাদেশ সচিবালয়ে ডিজিটাল ডিসপ্লে স্থাপন করেছে এবং তথ্য অধিদফতরের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
#
শাহানারা/অনসূয়া/গিয়াস/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৮৫
জন্মাষ্টমী উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :   
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ আগস্ট শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন ‘জন্মাষ্টমী’ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
শ্রীকৃষ্ণ আজীবন শান্তি, মানব প্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন। তিনি তাঁর জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের আরাধনা করেছেন। মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি ‘ধর্ম যার যার, উৎসব সবার’।
মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী বর্তমান সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সোহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আমার প্রত্যাশা।
আমি আশা করি, এই জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তগণকে তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে আরো অনুপ্রাণিত করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ’সোনার বাংলাদেশ’ বিনির্মাণে সক্ষম হব।
জন্মাষ্টমী উপলক্ষে আমি দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/শহিদ/জসীম/শামীম/২০১৭/১২২০ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২০৮৪ 
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ২৯ শ্রাবণ (১৩ আগস্ট) :   
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :  
“শ্রীকৃষ্ণের জন্মদিবস ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রচলিত বিশ্বাস মতে দ্বাপর যুগের শ্রাবণ মতান্তরে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ  জন্মগ্রহণ করেন। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। যেখানে অন্যায় অবিচার দেখেছেন সেখানেই শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন আপন মহিমায়। পবিত্র গীতায় বলা হয়েছে, অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন। অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য কৃষ্ণ বৎসাসুর, অঘাসুর, বকাসুর প্রভৃতি অপশক্তিকে বিনাশ করেন। মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করে মথুরায় শান্তি স্থাপন করেন। তিনি ছিলেন পরোপকারী, প্রেমিক ও সমাজসংস্কারক। কৃষ্ণের প্রেমিকরূপের পরিচয় পাওয়া যায় তাঁর বৃন্দাবন লীলায়, যা বৈষ্ণব সাহিত্যের মূল প্রেরণা।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশের সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্র্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি তাই আমাদের ঐতিহ্য। সম্মিলিত প্রচেষ্টায় এ ঐতিহ্য অব্যাহত রাখতে হবে। সব ধর্মের মূল বাণী মানব কল্যাণ। তাই ধর্মকে ব্যবহার করে বা ধর্মের অপব্যাখ্যা করে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকতে হবে। সমাজে বিদ্যমান সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনকে আরো দৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানোর জন্য আমি দেশের সকল ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানাই। 
আমি শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী’ উৎসবের সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/জসীম/সুবর্ণা/আসমা/২০১৭/১২৩০ ঘণ্টা
 
Todays handout (7).docx