Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০১৯

তথ্যবিবরণী 21/1/2019

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫১
 
 
অর্থমন্ত্রীর সাথে KOICA প্রতিনিধিদলের সাক্ষাৎ 
 
 
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
 
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA) এর প্রেসিডেন্ট লি মি -কিউং এর নেতৃত্বে KOICA এর এক প্রতিনিধিদল আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে তাঁর শেরেবাংলা নগরস্থ কার্যালয়ে সাক্ষাৎ করে।
 
সাক্ষাৎকালে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য উত্তম জায়গা এবং এ দেশের স্পেশাল ইকনোমিক জোনের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। স্পেশাল ইকনোমিক জোন করে কঙওঈঅ খুবই লাভজনক ব্যবসা করতে পারবে। 
কঙওঈঅ প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভালো। তিনি দেশে ফিরে বাংলাদেশকে তুলে ধরবেন, যাতে বিনিয়োগকারীরা এদেশে আসেন। ঢাকার যানজট ব্যবস্থাপনা উন্নয়ন ও বাংলাদেশে বিনিয়োগে ব্যাপক আগ্রহ দেখিয়েছেন তিনি। এ সম্পর্কে তিনি বলেন, এক সময় তাদের দেশেরও এই অবস্থা ছিল। এটা সমাধানযোগ্য সমস্যা। তাই তিনি দেশে ফিরে কোরিয়ায় যারা এই সমস্যা নিয়ে কাজ করেন তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাংলাদেশ সরকারকে সহায়তা দেবেন। তিনি জানান, KOICA ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের ২৪টি প্রকল্পে ৫৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে। এখন চলমান টি প্রকল্পে ৫৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। এখন পর্যন্ত মোট ১১২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় যেভাবে বাঙালিরা ভারতে আশ্রয় নিয়েছিল। সেই অবস্থা বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এজন্য সাময়িক সমস্যা হলেও এর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
মন্ত্রী বলেন, কোরিয়া ক্যাপাসিটি বিল্ডিং, স্বাস্থ্য, পরিবেশ, আইসিটি, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি খাতে সহায়তা দিয়ে আসছে। ঢাকায় আন্ডারগ্রাউন্ড সাবওয়ে তৈরি হচ্ছে। এটি হলে যানজট কমবে। তাছাড়া ঢাকা শহরকে সম্প্রসারণ করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রামের যাতায়াতের সময় কমাতে দ্রুতগতির ট্রেন চালু করা হবে। যাতে ১ ঘন্টা ৫ মিনিটে যাতায়াত করা যাবে। এছাড়া গ্রামগুলোকে শহরে রূপান্তরিত করা হচ্ছে, যাতে গ্রামের মানুষকে আর শহরে আসতে না হয়। সমুদ্র সৈকতকে দুই ভাগে ভাগ করা হবে। একদিকে থাকবে বিদেশি পর্যটক আর অন্যদিকে থাকবে দেশীয় পর্যটকদের জন্য উন্মুক্ত।
 
#
তৌহিদ/মাহমুদ/সঞ্জীব/আব্বাস/২০১৯/২১৩০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৫০
 
সৌদি তেল কোম্পানি এরামকো’র বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ
 
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরল হামিদের সাথে আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সৌদি আরবের জাতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ভিত্তিক কোম্পানি এরামকো এর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিদ কে ঘেমলাছ (ডধষববফ ক এযবসষধং) দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে জনাব ঘেমলাছ বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে কোম্পানিটি তেল শোধনাগার স্থাপনে আগ্রহী। বাংলাদেশে ১৫ মিলিয়ন মেট্রিক টন ক্ষমতার তেল শোধনাগার করা গেলে লাভজনক হবে। আর এভাবেই দু’দেশের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।  
 
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে পেট্রোকেমিকেল ইন্ডাস্ট্রিজের ভবিষ্যৎ খুবই উজ্জ¦ল। সৌদি আরবের বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। প্রতিমন্ত্রী তাদেরকে বাজার নিয়ে গবেষণার আহ্বান জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য বিপিসিকে নির্দেশ দেন। 
 
এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, এরামকো ইন্ডিয়া অফিসের প্রেসিডেন্ট মোহামেদ মুঘিরা (গড়যধসসবফ গঁমযরৎধয) উপস্থিত ছিলেন।
 
#
আসলাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/২০০৬ ঘণ্টা 

Handout                                                                                                              Number : 249

 

New UNHCR Country Representative presents credentials

Dhaka, 21 January :

            The newly appointed Country Representative of the United Nations High Commissioner for Refugees (UNHCR) in Bangladesh Steven Corliss presented his credentials to the Foreign Minister Dr. A. K. Abdul Momen this afternoon. The presentation of the credentials was followed by a courtesy call on the Foreign Minister.

            Mr. Corliss replaces Shinji Kubo as UNHCR Country Representative in Bangladesh. He served as the Special Adviser to the High Commissioner on Internal Displacement at the UNHCR Headquarters in Geneva before assuming the charges in Dhaka.

            Foreign Minister welcomed Steven Corliss with warmth. Foreign Minister highlighted on Bangladesh’s centuries-long ethos of putting humanity above all. He mentioned about the courageous decision of hosting over 1.1 million Rohingyas by Prime Minister Sheikh Hasina.

            Foreign Minister stated that the protracted presence of the Rohingyas in Bangladesh might threaten the peace and stability of the region and beyond. He urged the international community including UNHCR to put utmost efforts for the early repatriation of the Rohingyas with dignity and safety. Highlighting on the Prime Minister’s three points proposal during the last UN General Assembly and the recommendations of the UN Independent International Fact-Finding Mission on Myanmar and the Kofi Annan Commission, the Foreign Minister urged UNHCR Representative to emphasize on addressing the root causes of Rohingya crisis.

            Steven Corliss mentioned that during his visit to Cox’s Bazar, the Rohingyas he met all wanted to go back to their country. He emphasized on sustainability of the return of the Rohingyas.

            Foreign Minister assured of full support to the UNHCR, mentioning that UNHCR is a very credible organization. He wished Steven Corliss a successful tour of duty in Bangladesh.

#

Tohidul/Mahmud/Farhana/Mosharaf/Abbas/2019/1930 Hours

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৪৮
 
বিএনপি’কে তথ্যমন্ত্রী
নিজেদেরকে বিশ্লেষণ করুন
 
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘প্রতিদিন সংবাদ সম্মেলনে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব তুলে ধরার চেয়ে বিএনপির উচিত নির্বাচনে নিজেদের ভরাডুবির কারণ বিশ্লেষণ করা।’  
 
তথ্যমন্ত্রী সোমবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে রোববার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন। 
 
ড. হাছান মাহমুদ বলেন, ‘জনাব রিজভী তার গতকালের বক্তব্যের যে বিষোদগার করেছেন, তা প্রকৃত পক্ষে নির্বাচনে পরাজয়ের পর হিতাহিত জ্ঞান হারিয়ে অসংলগ্ন বক্তব্য। বরাবরের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরণের বক্তব্য দিয়েছে তারা।’
 
‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনে আটশ’ প্রতিনিধিকে মনোনয়ন দিয়ে বিএনপি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রাতিষ্ঠাানিক রূপ দিয়েছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপির প্রার্থীরা নির্বাচনি প্রচারণাতেও নামেননি। তাদের মূল লক্ষ্য ছিল নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করা।’ ‘দেশে শক্তিশালী বিরোধী দল থাকুক এটি আমরাও চাই’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘নাচতে না জানলে উঠান বাঁকা-র মতো বক্তব্য না দিয়ে বিএনপির উচিত নিজেদের বিচার করা।’
 
এসময় সাংবাদিকদের ওয়েজ বোর্ড সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম ওয়েজ বোর্ড বিষয়ে সাত সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। সেতুমন্ত্রী, কৃষিমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী সমন্বয়ে গঠিত এ কমিটি দ্রুত ওয়েজ বোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে।’ 
#
আকরাম/মাহমুদ/এনায়েত/সঞ্জীব/আব্বাস/২০১৯/১৯০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৪৭
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/এমপিএড/এলএলবি শেষবর্ষ ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধাতালিকা আজ প্রকাশ করা হয়েছে। উক্ত ফল একইদিন বিকাল ৪টা থেকে ঝগঝ এর মাধ্যমে হঁ<ংঢ়ধপব>ধঃঢ়স<ংঢ়ধপব>ৎড়ষষহড় লিখে ১৬২২২ নাম্বারে ংবহফ করে এবং রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং) থেকে পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোন বিশ্ববিদ্যালয়ে যে কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০১৯ সালের মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামের কোন কোর্সে ভর্তি হতে পারবে না। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট (িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং)  থেকে জানা যাবে।
#
ফয়জুল/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৫৩৭ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৪৬ 
 
বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেনের মৃত্যুতে স্পিকারের শোক
 
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) : 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী টাঙ্গাইল-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি নবম ও দশম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন।
স্পিকার আজ এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।   
#
তারিক/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৯/১৩১৩ ঘণ্টা
 
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৪৫
মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
 
“মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের সাগরদাঁড়িতে ‘মধুমেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
সাহিত্যের প্রবাদ পুরুষ মাইকেল মধুসূধন দত্ত বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। কালজয়ী এ সাহিত্যিকের লেখনীতে ফুটে উঠেছে বাঙালির স্বজাত্যবোধ ও স্বাধীনচেতা মনোভাব। তাঁর অনন্য সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। পুরাতন ধ্যান-ধারণা ও মূল্যবোধকে উপেক্ষা করে তিনি বাংলা সাহিত্যকে নবজীবন দান করেছেন। তিনি আমাদের বিচিত্র কাব্য-সম্ভার উপহার দিয়েছেন।
মধুসূদন দত্ত বাংলা ভাষায় মহাকাব্য রচনা এবং বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের পথিকৃৎ। বিশ্ব সাহিত্যের ভা-ারে প্রবেশ করে মণি-মুক্তা আহরণ করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য, সনেট, ট্র্র্র্যাজেডিসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অমর সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে উন্নত মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের প্রতি উৎসর্গীকৃত শ্রদ্ধাস্মারক ‘মধুমেলা’ প্রকাশের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি আশা করি, এ শ্রদ্ধাস্মারক কবির অনন্য সাহিত্য প্রতিভা ও দেশাত্ববোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রশংসনীয় ভূমিকা রাখবে।  
আমি ‘মধুমেলা-২০১৯’ এর সার্বিক সাফল্য কামনা করছি।  
                                                                                        জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
           বাংলাদেশ চিরজীবী হোক।”
 
#
ইমরুল/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৯/১০২৫ ঘণ্টা 
 
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
 
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৪৪
 
মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
 
ঢাকা, ৮ মাঘ (২১ জানুয়ারি) :
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“মাইকেল মধুসূদন দত্তের ১৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি ক্ষণজন্মা এই কবির স্মৃতির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানাই।
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তিনি একাধারে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্যের রচয়িতা, সনেট রচয়িতা ও আধুনিক শিল্পকলাসম্মত নাট্যকার। মধ্যযুগীয় স্তুতিকেন্দ্রিক কাব্যধারাকে মানবতা ও দেশাত্ববোধের চেতনায় উজ্জীবিত করার মাধ্যমে আধুনিকায়নে তাঁর রয়েছে অনন্যসাধারণ অবদান। কবির জীবনকাল মাত্র ঊনপঞ্চাশ বছরের। ক্ষণস্থায়ী এই জীবনে কবি তাঁর লেখায় যে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তা এক কথায় বিস্ময়কর। জন্মভূমির প্রতি কবির গভীর অনুরাগ আগামী প্রজন্মের জন্য দেশপ্রেমের চিরন্তন উৎস হয়ে থাকবে।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত যশোরের সাগরদাড়ী গ্রামে তাঁর ১৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবারের মতো এবারও সপ্তাহব্যাপী মধুমেলা ২০১৯ উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। কবির স্মৃতি ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
আমি ‘মধুমেলা ২০১৯’ এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
 
হাসান/অনসূয়া/সুবর্ণা/শামীম/২০১৯/১০২৪ ঘণ্টা 
 
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
Todays handout (4).docx