Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ August ২০১৬

তথ্যবিবরণী ২৬শে আগস্ট ২০১৬

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৭৪২

অসাম্প্রদায়িক ও  গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখা হবে
                                                        -- পর্যটন মন্ত্রী  

ঢাকা, ১১ই ভাদ্র (২৬শে আগস্ট):

    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, অন্যায়, অত্যাচার আর অসুন্দরকে পেছনে ফেলে সত্য, সুন্দর ও সাম্যের সমাজ সৃষ্টি জন্মাষ্টমীর মূলবাণী। শ্রীকৃষ্ণ যেভাবে অত্যাচারীকে দমন করে ঘৃণা বিদ্বেষ আর বিভেদের শেকড় সমাজ থেকে উৎপাটন করেছিলেন আজকেও একইভাবে যারা হত্যা, সন্ত্রাস, আর জঙ্গিবাদের নামে সমাজে সাম্প্রদায়িকতা, ঘৃণা ছড়িয়ে সামাজিক সাম্য ধ্বংস করতে করতে চায় তাদেরকে পরাজিত করার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

    মন্ত্রী আজ ঢাকায় আগারগাঁওয়ে বনভবনের অডিটোরিয়ামে জন্মাষ্টমিতে গীতার বেঁনেসাস আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, হাজার বছরের বাঙালি জতিসত্তা অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক। ইসলাম ধর্মের গ্রন' আল কুরআন সবধর্ম বিশ্বাসীদের সমঅধিকারের পাশাপাশি ধর্মের নামে সর্ব প্রকার বাড়াবাড়িকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তেমনি গীতার বাণীও অসাম্প্রদায়িক চেতনাজাত যা মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ গঠনে সহায়ক। মহান মুক্তিযুদ্ধের অন্যতম অর্জন পবিত্র সংবিধানের মূল নীতিতেই অসাম্প্রদায়িকতাকে ধারণ করা হয়েছে। উগ্রবাদী গোষ্ঠীর উন্মাদনাকে উৎপাটন করে রাষ্ট্রের অসাম্প্রদায়িক ও  গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখা হবে।

    সংগঠনের প্রতিষ্ঠাতা যুগাচার্য কৃষ্ণদাস জিসি বিশ্বাস জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি অরুন্ধতী দাস বক্তৃতা করেন।

#

মাহবুবুর/সেলিম/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২৭৪১
ইসলামাবাদে ৮ম সার্ক অর্থমন্ত্রীদের বৈঠক
ইসলামাবাদ (পাকিসত্মান), ২৬শে আগস্ট:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী  এম এ মান্নান দড়্গিণ এশীয় অঞ্চলে অর্থনৈতিক  অগ্রগতি অর্জনের লড়্গ্যে শানিত্মপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য একত্রে  কাজ করতে সার্কের সদস্য রাষ্ট্রসমূহের প্রতি  আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সার্ক ও অন্যান্য আনত্মর্জাতিক ফোরামে বাংলাদেশ এড়্গেত্রে  তার ঐকানিত্মক সহযোগিতা ও  সমন্বিত প্রচেষ্টা  অব্যাহত  রাখবে এবং একসাথে  কাজ করবে।
প্রতিমন্ত্রী  আজ পাকিসত্মানের  রাজধানী  ইসলামাবাদে  অনুষ্ঠিত ৮ম সার্ক  অর্থমন্ত্রীদের  এক  বৈঠকে বাংলাদেশ  প্রতিনিধিদলের  নেতা  হিসেবে  বিবৃতি  প্রদানকালে  একথা বলেন। পাকিসত্মানের  প্রধানমন্ত্রী  নওয়াজ শরীফ  দিনব্যাপী এ বৈঠকের  উদ্বোধন  করেন। পাকিসত্মানের  অর্থমন্ত্রী সিনেটর ইসহাক  দার  বৈঠকে  সভাপতিত্ব  করেন।  
    অর্থ প্রতিমন্ত্রী  বলেন, সার্কের  সদস্য দেশগুলো  বৈশ্বিক  আর্থিক  মন্দা কাটিয়ে  স্বাভাবিক অবস'ায়  প্রত্যাবর্তনে  উলেস্নখযোগ্য  কৃতিত্ব  দেখিয়েছে এবং ভাল  জিডিপি  অর্জন  অব্যাহত  রয়েছে।  যেহেতু  দড়্গিণ  এশীয়  অঞ্চলে  এখনো  আর্থিক  ভঙ্গুরতা  বিদ্যমান, তাই  এ সমস্যা  নিরসনে  আমাদের  সকলকে  রাজস্ব বৃদ্ধি ও  আরো  বেশি অর্থ  উপার্যনের  উপায়  সৃষ্টি  করতে হবে।  

    তিনি বলেন,  প্রতিষ্ঠিত  হবার পর  সার্ক  বহু দৃশ্যমান  ভাল কাজ  করেছে এবং বিভিন্ন  চুক্তি ও কর্মসূচির  মাধ্যমে  আঞ্চলিক  সহযোগিতার  জন্য  প্রাতিষ্ঠানিক ও  আইনি কাঠামো তৈরি  করা হয়েছে। তবে জনগণের প্রত্যাশিত  লড়্গ্য  অর্জনে উলেস্নখযোগ্য  অগ্রগতি  এখনো  সাধিত  হয়নি। এটি  অনেকাংশেই  নির্ভর  করছে  ‘সাফটা’  এবং বাণিজ্য  সংক্রানত্ম  অন্যান্য  চুক্তির  কার্যকর  বাসত্মবায়নের  ওপর। তিনি বলেন, আঞ্চলিক  সামঞ্জস্যতার  স্বার্থে   আমাদের  প্রয়োজন  ‘সাফটা’র  অধীন  বাণিজ্যকে  আরো  উদার করা,  আঞ্চলিক  সংযোগ  চুক্তি যেন  দ্রম্নত স্বাড়্গরিত  হয়  তা  নিশ্চিত  করা  এবং শুল্ক  প্রক্রিয়া  ও  দলিল উপস'াপনে সমন্বয় সাধন করা।
    প্রতিমন্ত্রী  সার্ক   এগ্রিমেন্ট  অন ট্রেড  ইন সার্ভিস (সাটিস)  এর  আওতায়  ‘সার্ক  এগ্রিমেন্ট  অন  প্রমোশন এন্ড  প্রোটেকশন  অভ্‌  ইনভেস্টমেন্ট’  এর  খসড়া  এবং  ‘সার্ক  এগ্রিমেন্ট  অন  এভয়েড্যান্স  অভ্‌ ডবল  ট্যাক্সেসন  এন্ড  মিউচুয়াল  এডমিনিস্ট্রেটিভ  এসিসট্যান্স  ইন  ট্যাক্স  ম্যাটার ’ এর  খসড়া  দ্রম্নত  চূড়ানত্মকরণের  জন্য  দড়্গিণ  এশীয়   অঞ্চলের  রাষ্ট্রসমূহের  প্রতি  আহ্বান  জানান।
বাংলাদেশ  প্রতিনিধিদলের  অন্য সদস্যরা  হলেন- পাকিসত্মানে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান, অর্থ মন্ত্রণালয়ের  যুগ্মসচিব মোহাম্মদ  ইউসুফ,  পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মহাপরিচালক (সার্ক)  তারেক  আহমেদ, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) মো. নাজমুল হুদা, অর্থ প্রতিমন্ত্রীর সহকারী একানত্ম সচিব মো. আবুল কালাম এবং অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফওজিয়া  রহমান।
    এর আগে অর্থ প্রতিমন্ত্রী ও বৈঠকে  যোগদানকারী  প্রতিনিধিদলের  প্রধানগণ  প্রধানমন্ত্রী  নওয়াজ  শরীফের  সাথে তাঁর কার্যালয়ে  সৌজন্য  সাড়্গাৎ  করেন।
#
ইকবাল/সেলিম/নবী/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা

Todays handout (1).doc