Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জানুয়ারি ২০১৭

তথ্যবিবরণী ২৯ জানুয়ারি ২০১৭

তথ্যবিবরণী                                                                    নম্বর : ২৯৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি) :
দশম জাতীয় সংসদের বিদ্যুৎ,  জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। 
কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির সদস্য মোঃ আবু জাহির, এম আবদুল লতিফ এবং নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে পদ্ম ওয়েল কোম্পানি কর্তৃক কনডেনসেট গ্রহণ এবং বিক্রয়ের অপব্যবহার রোধে গৃহীত পদক্ষেপসমূহ পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়। 
কমিটি ঝঅঙঈখ বিপিসি’র কাছ থেকে গৃহীত পণ্যগুলোর পেমেন্টের সম্পূর্ণ তথ্য সংবলিত একটি প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন করার সুপারিশ করে। এছাড়া নাইকো মামলার বিষয়ে পরবর্তী কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেয়ারও সুপারিশ করে।  
বৈঠকে ঢাকা থেকে চট্টগ্রামে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা সহজ এবং নিরবচ্ছিন্ন করার লক্ষ্যে পাইপলাইন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ করা হয়। 
কমিটি ডিজিটাল মিটার স্থাপনপূর্বক গ্রাহক থেকে বিল আদায়ের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করে।  
বৈঠকে পেট্রোবাংলা কর্পোরেশনের অধীনস্থ বিভিন্ন গ্যাস ফিল্ড পর্যায়ক্রমে পরিদর্শনের সুপারিশ করা হয়। এছাড়া নতুন করে সিএনজি গ্যাসস্টেশন স্থাপন বন্ধ করারও সুপারিশ করা হয়। 
কমিটি পেট্রোবাংলা অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পদোন্নতির বৈষম্য দূরীকরণের সুপারিশ করে। 
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#

হালিম/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/২০১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯৫

স্পিকারের সাথে কানাডার হাইকমিশনারের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ
 
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি):

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামি (ইবহড়রঃ চরবৎৎব খধৎধসবব) এর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স এবং জার্মানির হাইকমিশনার/রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নরওয়ে এবং নেদারল্যান্ডের উপ হাইকমিশনার/উপ রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

প্রতিনিধিবৃন্দ বলেন, বিগত কয়েক বছরে বাংলাদেশ বাল্যবিবাহ রোধে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। এ সময় বাংলাদেশে বাল্যবিবাহের হার শতকরা ৬৬ ভাগ থেকে ৫০ ভাগে নেমে এসেছে। তাঁরা এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্পিকার বলেন, নারী শিক্ষা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন আর্থসামাজিক বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে প্রভূত উন্নতি সাধন করেছে। তিনি বলেন, বর্তমান সরকার বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। এর ফলে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে এ অগ্রগতি সাধিত হয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সংসদের সংসদ সদস্যগণ বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ এলাকায় অবদান রাখছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদে বাল্যবিবাহ প্রতিরোধে ইধহমষধফবংয অংংড়পরধঃরড়হ ড়ভ চধৎষরধসবহঃধৎরধহং ড়হ চড়ঢ়ঁষধঃরড়হ ধহফ উবাবষড়ঢ়সবহঃ (ইঅচচউ) এর আওতায় একটি সাব কমিটি কাজ করছে।

#
কামাল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৫৬ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯৪

সুস্থ ধারার সাহিত্য সৃষ্টিশীল মানুষ গড়তে পারে
            --- সমবায় প্রতিমন্ত্রী
 
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি):
 
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সুস্থ ধারার কবিতা, গল্প ও উপন্যাস সমাজের আলোকবর্তিকা হিসেবে আলোকিত ও সৃষ্টিশীল মানুষ তথা সমৃদ্ধিশালী সমাজ বিনির্মাণে সহায়ক শক্তি হতে পারে। সরকার বাঙালি জাতির ঐতিহ্য সংরক্ষণ, সাহিত্য বিকাশ ও সুকুমার বৃত্তির বহিঃপ্রকাশে নিরন্তর কাজ করে যাচ্ছে।

তিনি আজ সেগুনাবাগিচায় প্রফেসর আক্তার ইমাম অডিটরিয়ামে নুরুন্নাহার শেখ শিলা রচিত ‘ছোটদের সাহিত্য ১০টি মজার গল্প’ ও লিপি হালদার রচিত ‘সে আছে কাছে’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব  কথা বলেন।  

বিশিষ্ট সাংবাদিক রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক ড. হোসেন মনসুর, অধ্যক্ষ এম এ মান্নান ও প্রকাশক অমর হাওলাদার বাবুল। প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, গ্রন্থ জ্ঞানের উৎস, সাদা মনের মানুষ হতে বই পড়ার বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সফল ব্যক্তিত্বদের হাতে সম্মাননা পদকও তুলে দেন।

#
আহসান/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৫২ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                    নম্বর : ২৯৩ 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি) :
দশম জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন। 
কমিটির সদস্য মোঃ আসলামুল হক, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মোহাম্মদ আমির হোসেন এবং  দিলারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। 
২৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 
বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণা আরো জোরদার করার সুপারিশ করা হয়। 
বৈঠকে হজের সর্বশেষ অবস্থা সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং ২০১৭ সালের হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য মন্ত্রণালয় ও সংসদীয় কমিটি একসাথে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করে। বৈঠকে হজ সংক্রান্ত সকল কার্যক্রমে স্থায়ী কমিটির প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। 
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল জলিলসহ ধর্ম মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভাগ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
#

হুদা/সেলিম/জসীম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ২৯২
ডিজিটাল প্রযুক্তির দেশ গড়ি, জঙ্গিসঙ্গী বর্জন করি
                 ---তথ্যমন্ত্রী

চট্টগ্রাম, ১৬ মাঘ (২৯ জানুয়ারি):


    প্রশাসনে স্বচ্ছতা ও উন্নয়নে দুর্বার গতি আনার সাথে সাথে শেখ হাসিনা প্রবর্তিত ডিজিটাল প্রযুক্তি  গণমানুষের ক্ষমতায়ন ও সমাজে বৈষম্য অবসানে বিস্ময়কর ভূমিকা রাখছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ  হাসিনা  আলো, উন্নয়ন ও শান্তির পথিকৃত আর বিএনপিনেত্রী খালেদা জিয়া অন্ধকার, অশান্তি ও জঙ্গির সঙ্গী।’
    ইনস্টিটিউট অভ্ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)’র ৫৭তম কনভেনশন উপলক্ষে রোববার চট্টগ্রামে আইইবি মিলনায়তনে আয়োজিত ডিজিটাল প্রযুক্তি এবং গণমুখী উন্নয়ন (উরমরঃধষ ঞবপযহড়ষড়মু ধহফ চৎড়-চবড়ঢ়ষব উবাবষড়ঢ়সবহঃ) শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
    তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ডিজিটাল প্রযুক্তির পক্ষে আর জঙ্গিবাদের বিরুদ্ধে। অপরদিকে বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের পক্ষে আর ডিজিটাল বাংলাদেশ এর বিরুদ্ধে। সুতরাং, বাংলাদেশকে যদি সামনে নিয়ে যেতে হয়, তাহলে জঙ্গিবাদ বর্জন করতে হবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে।’
    ‘যারা ডিজিটাল প্রযুক্তি বোঝে না, যারা জঙ্গিবাদের বন্ধু, তারা যদি বাংলাদেশকে দখল করে নেয়, তাহলে  বাংলাদেশের অগ্রযাত্রা  চরমভাবে হোঁচট খাবে যা দেশ ও জনগণের জন্য হবে ভয়াবহ ক্ষতিকর। সুতরাং, যদি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ দেখতে চান, দেশ পরিচালনার ভার কাকে দেবেন তা ভাবা একটা নাগরিক কর্তব্য’, প্রকৌশলীদের স্মরণ করিয়ে দেন জাসদ সভাপতি ইনু।  
    শান্তি ও উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে প্রযুক্তিবান্ধব সরকারের ওপর গুরুত্বারোপ করে প্রকৌশলী ইনু বলেন, ‘বর্তমান সরকার যেমন ডিজিটালবান্ধব, তেমনই কৃষক ও নারীবান্ধব। আর সে কারণেই ডিজিটাল প্রযুক্তি এদেশে গণমানুষের জন্য কল্যাণের বার্তা নিয়ে এসেছে। যে সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বোঝে, ডিজিটাল প্রযুক্তি কোথায় প্রয়োগ করবে তা বোঝে, সেই সরকার যদি ক্ষমতায় না থাকে, তাহলে বাংলাদেশ বিশাল একটা হোঁচট খাবে এবং মুখ থুবড়ে পড়ে যাবে।’
    দারিদ্র্য উচ্ছেদ করে টেকসই উন্নয়নসমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ডিজিটাল প্রযুক্তির গণমুখী  ব্যবহারকে অপরিহার্য উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জন্ম-নিবন্ধন, ছাত্র-ছাত্রী ভর্তির ফরম থেকে শুরু করে, গ্রামের কৃষককে জমির উর্বরতা সম্পর্কে তথ্য দিতে এমনকি সহজে টাকা পাঠাতে আজ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার হচ্ছে। প্রশাসনকে স্বচ্ছ করে জনগণের কাছাকাছি এনে জ্ঞানভিত্তিক সমাজ গড়তে সাহায্য করছে এ প্রযুক্তি। সুতরাং, মিথ্যাচার, গুজব, কূপম-ূকতা, কুসংস্কার এবং খ-িত বা ধামাচাপা তথ্য থেকে মুক্ত হয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল প্রযুক্তির সঠিক প্রয়োগ দরকার।
    হাসানুল হক ইনু এসময় ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে ইন্টারনেট সুবিধার অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে ঘোষণা দেবার প্রস্তাবও তুলে ধরেন।
    ‘মনজয়’, ‘উত্থান’ এবং ‘অগ্রযাত্রা’ এ তিন পর্বে বাংলাদেশে ডিজিটাল বিপ্লব ঘটছে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বউন্নয়নের মহাসড়কে যুক্ত হতে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ-এর ঘোষণার যুগান্তকারী রাজনৈতিক সিদ্ধান্তের আট বছর পর আমরা এখন মনজয় পর্বের শেষ পর্যায়ে। এবার ২০২১ সাল পর্যন্ত উত্থান পর্ব,  তারপর অগ্রযাত্রা পর্বে উন্নত বিশ্বের সমান দক্ষতা প্রদর্শন করবে দেশ।
    আইইবি প্রেসিডেন্ট মোঃ কবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
#
আকরাম/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৭/১৮২৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯১

বাণিজ্য জটিলতা দূর করতে ভারতকে এগিয়ে আসতে হবে
                                                ---বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি):

    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ বিশ^বাজারে পণ্য রপ্তানিতে সক্ষমতা অর্জন করেছে। পৃথিবীর অনেক উন্নত দেশে বাংলাদেশের তৈরি পণ্যের বেশ চাহিদা রয়েছে। রপ্তানি দিন দিন বাড়ছে। ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। ভারত অনেক বড় রাষ্ট্র, বাজারও অনেক বড়। ভারত বাংলাদেশকে তামাক ও মদ ছাড়া সকল পণ্য ডিউটি ও কোটা ফ্রি রপ্তানির সুবিধা প্রদান করেছে। কিন্তু শুল্ক সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশ আশানুরূপ রপ্তানি করতে পারছে না। মন্ত্রী বলেন, প্রতিবেশী বড় রাষ্ট্র হিসেবে ভারতের প্রতি বাংলাদেশের প্রত্যাশা অনেক। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। উভয় দেশ আলোচনায় বসলে চলমান সমস্যাগুলো নিরসন করা সম্ভব। বাংলাদেশ আশা করছে আলোচনার মাধ্যমে বাণিজ্য জটিলতাগুলো দূর করা সম্ভব হবে। এজন্য ভারতকে এগিয়ে আসতে হবে।

    মন্ত্রী গতকাল রাতে ইন্ডিয়ান চেম্বার অভ্ কমার্স এবং ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় আয়োজিত অন্ধ্রপ্রদেশের ভিশাখাপাটনামে অনুষ্ঠিত পার্টনারশিপ সামিটের দ্বিতীয় দিনে “ওহফরধদং ওহঃবমৎধঃরড়হ রিঃয ঝড়ঁঃয ধহফ ঝড়ঁঃযবধংঃ অংরধ” শীর্ষক ৮ নং প্লিনারি সেশনে বক্তৃতার সময় এ সব কথা বলেন।

    কনফেডারেশন অভ্ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল চন্দ্রজীত ব্যানার্জীর সভাপতিত্বে এ প্লিনারি সেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী নির্মলা সিতারামান, নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি গোচান ঠাকালী (জড়সর এধঁপযধহ ঞযধশধষর)।

#
বকসী/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৭৫১ ঘণ্টা
 

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৯০

পার্বত্য চট্টগ্রামে স্থলবন্দর নির্মাণ করা হবে
                                                   ----নৌপরিবহণ মন্ত্রী
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি):

    পার্বত্য চট্টগ্রামে নদীর সীমানা নির্ধারণে জাতীয় নদী রক্ষা কমিশন এবং নদীর খনন কাজ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া তিন পার্বত্য জেলায় তিনটি স্থলবন্দর নির্মাণ করা হবে। এতে করে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে।
    নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রামের নদীর সীমানা নির্ধারণ, নাব্যতা বৃদ্ধি এবং স্থলবন্দর নির্মাণ সংক্রান্ত এক সভায় একথা বলেন।  
    মন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্য প্রসারে চট্টগ্রাম পার্বত্য জেলাগুলো বড় ভূমিকা রাখতে পারে। এর প্রসারে নদীগুলো খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নদীগুলোর মধ্যে রয়েছে কাচা লং, মাইনি, ইছামতি, কর্ণফুলি, চেংনি, মাতামহুরি, সাঙ্গু, ফেনী ও হালদা। এছাড়া আরো কিছু নদী খনন করা হবে।
    মন্ত্রী বলেন, স্বাধীনতার পরে এবারই প্রথম কোনো সরকার পার্বত্য জেলা নদী খননের উদ্যোগ নিল। এর ফলে ওই এলাকার মানুষের যেমন কর্মসংস্থান হবে, তেমনি তারা ব্যবসা-বাণিজ্যেও বড় অবদান রাখতে পারবে।
    শাজাহান খান বলেন, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির রামগড়,  রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার তেগামুখ ও বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নে স্থলবন্দর নির্মাণ করা হবে । এগুলো নির্মিত হলে পার্বত্য চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটবে। এছাড়া অনেক অবৈধ মালামাল পরিবহণ হয়। এই বন্দরগুলো হলে অবৈধ ব্যবসা কমে যাবে। তখন বৈধভাবেই মানুষ ব্যবসা করবে। কর্মসংস্থান হবে। ব্যবসার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
    সভায় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কামালউদ্দিন তালুকদার, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/সেলিম/জসীম/আব্বাস/২০১৭/১৭৪৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                   নম্বর : ২৮৯  

তথ্য অধিদফতরে ই-ফাইলিং কার্যক্রম উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী

ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি) :


    ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে সরকারি কার্যক্রমে অনলাইন নথি ব্যবস্থাপনার প্রচলন একটি যুগান্তকারী উদ্যোগ। দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় অনলাইন নথি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যেই সরকার অনলাইন নথি ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে।


    এ লক্ষ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ৩০ জানুয়ারি সোমবার তথ্য অধিদফতরে বেলা ২ টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন। 

#

সেলিম/জসিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮৮

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১৬ মাঘ (২৯ জানুয়ারি):

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ওধিহ ডরৎধহধঃধ অঃসধফলধ আজ সচিবালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 
রাষ্ট্রদূত জানান, ইন্দোনেশিয়ার সরকারি ও বেসরকারি খাত বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পর্কে আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ইন্দোনেশিয়া বাংলাদেশে ঋঝজট নির্মাণ  ও খঘএ রপ্তানি করতে চায়। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন ইস্যুতে ও ইন্দোনেশিয়ার অবস্থান নিয়ে আলোচনা করা হয়।      
প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে ইন্দোনেশিয়ার কয়লার বিষয়ে আগ্রহ আছে। তিনি উল্লেখ করেন, খঘএ বিষয়ে একটি সেমিনার করা হলে  ইন্দোনেশিয়ার জ্বালানি সম্পর্কে ব্যাপকভাবে জানা সম্ভব হবে। তিনি বলেন, আগামীতে ৩ হাজার ৫ শত গগঈঋউ গ্যাস লাগবে। এর জন্য সহজপ্রাপ্য উৎস অনুসন্ধান চলছে। সরকারি ব্যবস্থাপনা অর্থাৎ জি-টু-জি ব্যবসা-বাণিজ্যকে উৎসাহিত করা হবে বলে তিনি উল্লেখ করেন। 
সাক্ষাৎকালে অন্যান্যের মাধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন উপিস্থিত ছিলেন। 
#
আসলাম/অনসূয়া/নুসরাত/রেজ্জাকুল/আসমা/২০১৭/১৫৪৬ ঘণ্টা 

Todays handout (8).docx