তথ্যবিবরণী নম্বর : ১৭৬৫
নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ
ঢাকা, ২৬ মে (১২ জ্যৈষ্ঠ):
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ উপলড়্গে সংশিস্নষ্ট নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের নির্ধারিত দিনের পূর্ববর্তী মধ্যরাত ১২টা হতে ভোট গ্রহণের দিন মধ্যরাত ১২টা পর্যনত্ম বেবিট্যাক্সি, অটোরিক্সা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো চলাচলের ওপর ১৯৮৩ সালের মোটর ভেহিক্যাল্স অধ্যাদেশ (১৯৮৩ সালের ৫৫ নম্বর অধ্যাদেশ) এর ৮৮ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া ভোট গ্রহণের পূর্ববর্তী ৩ দিন হতে ভোট গ্রহণের দিন মধ্যরাত ১২ টা পর্যনত্ম মোটর সাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেড়্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি, বিদেশি পর্যবেড়্গকদের (পরিচয়পত্র থাকা সাপেড়্গে) ড়্গেত্রে শিথিলযোগ্য।
তবে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি, বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকা সাপেড়্গে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রড়্গাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরম্নরি কাজে নিয়োজিত এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ কাজে ব্যবহারের জন্য উলিস্নখিত যানবাহন চলাচলের ড়্গেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
#
এমাদুল/মাহমুদ/গিয়াস/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৬৪
নারীর ড়্গমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে অনুকরণীয়
-- চিফ হুইপ
পটুয়াখালী, ২৬ মে (১২ জ্যৈষ্ঠ):
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, নারীর ড়্গমতায়নে বাংলাদেশ আজ বিশ্বে অনুকরণীয়।
চিফ হুইপ গতকাল পটুয়াখালীর বাউফলে জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ এর যৌথ উদ্যোগে মাতৃস্বাস'্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও বাল্যবিবাহরোধ সম্পর্কে সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
চিফ হুইপ বলেন, সরকার স্বাস'্য ব্যবস'ার উন্নয়ন ও মায়েদের মাতৃত্বকালীন সেবা দিতে গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক স'াপন করেছে এবং প্রয়োজনীয় ঔষধপত্র সরবরাহ করা হচ্ছে যাতে কোনভাবেই গর্ভবতী মায়েদের নিরাপদ প্রসবে বিঘ্ন না ঘটে। বাল্যবিবাহ বন্ধে সরকার বদ্ধপরিকর ।
তিনি আরো বলেন, উচ্চ শিড়্গায় বর্তমান সরকার মেয়েদেরকে অগ্রাধিকার দিয়েছে। তিনি ২০১৭ সালের ১ জানুয়ারি বাউফলকে বাল্যবিবাহ মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ বিষয়ে তিনি ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে না দেয়ার বিষয়ে প্রশাসনসহ সমাজের সকল সত্মরের সহযোগিতা কামনা করেন। তিনি জোর দিয়ে বলেন, নারীরা আজ সমাজের বোঝা নয়। সমাজের সকল ড়্গেত্রে তাদের অবদান অনস্বীকার্য। পড়াশোনা করে চাকুরি নিয়ে একটি মেয়ের বিয়ে হলে সে তখন সংসার ও দেশের সম্পদ হিসেবে গণ্য হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া, পটুয়াখালীর জেলা প্রশাসক, টঘঋচঅ-এর প্রতিনিধি খন্দকার জাকিউর রহমানসহ আওয়ামী লীগের স'ানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
#
এমাদুল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৬৩
বাংলাদেশ শ্রীলংকায় দুর্গতদের জন্য ঔষধ পাঠাচ্ছে
ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে) :
শ্রীলংকার বন্যা ও ভূমিধ্বসে দুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ঔষধ সামগ্রী প্রেরণ করছে। শ্রীলংকার অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঔষধ প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছে। কাল শুক্রবার ঔষধের প্রথম চালান পাঠানোর কথা রয়েছে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর, ইসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডসহ ঔষধ শিল্প মালিক সমিতির সহায়তায় খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ডায়ারিয়া ও পেটের পীড়ার ঔষধসহ বন্যাজনিত বিভিন্ন রোগের প্রতিষেধক সাহায্য হিসাবে পাঠানো হচ্ছে।
#
পরীক্ষিৎ/মাহমুদ/গিয়াস/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৬২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তির সময় বৃদ্ধি
ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন জার্নালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরি এ- ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ মাস্টার্স অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/ এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সে অনলাইনে আবেদনের সময় আগামী ২৩ জুন রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ)-এ থেকে জানা যাবে।
#
ফয়জুল/মাহমুদ/গিয়াস/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৬১
কারখানার কাক্সিক্ষত মান নিশ্চিত করতে বিএসটিআই এর প্রতি শিল্পমন্ত্রীর নির্দেশ
ঢাকা, ১২ জ্যৈষ্ঠ (২৬ মে) :
দেশের একটি শিল্প কারখানাও যাতে কাক্সিক্ষত মানের বাইরে না থাকে, সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ কর্মতৎপরতা অব্যাহত রাখার জন্য বিএসটিআই এর কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআইকে আরো গতিশীল ও কার্যকর হতে হবে। এ লক্ষ্যে তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার পরামর্শ দেন।
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই আয়োজিত “গতিশীল বিশ্বে পরিমাপ (গবধংঁৎবসবহঃং রহ ধ উুহধসরপ ডড়ৎষফ)” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ নির্দেশনা দেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত মান ভবনে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এতে বিশেষ অতিথি ছিলেন।
বিএসটিআই এর মহাপরিচালক ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি ও বিএসটিআই’র মেট্রোলজি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আলতাব হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই নির্দেশনা দিয়ে আসছেন। এ নির্দেশনার আলোকে এর আধুনিকায়নে ইতোমধ্যে বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। তৃণমূল পর্যায়ে পণ্য ও সেবার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বিএসটিআই’র অফিস জেলা পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। গতিশীল বিশ্বে উদ্ভাবিত নতুন নতুন মান ও প্যারামিটার বাংলাদেশে কার্যকর করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য তিনি প্রতিষ্ঠানের সাথে সংশ্লি¬ষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, ২৭টি পণ্যের ১শ’ ৬১টি প্যারামিটারের অনুকূলে বিএসটিআই এর রাসায়নিক ও পদার্থ ল্যাবরেটরির দেয়া মানসনদ ইতোমধ্যে ভারতের স্বীকৃতি পেয়েছে। ভারতীয় জাতীয় মান নির্ধারণী সংস্থা এনএবিএল (ঘধঃরড়হধষ অপপৎবফরঃধঃরড়হ ইড়ধৎফ ভড়ৎ ঞবংঃরহম ধহফ ঈধষরনৎধঃরড়হ খধনড়ৎধঃড়ৎরবং) এ স্বীকৃতি প্রদান করেছে। এর ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে বলে আশা করা হচ্ছে।
#
জলিল/মাহমুদ/সেলিম/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৬০
নতুন প্রজন্মকে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে
-- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৬ মে (১২ জ্যৈষ্ঠ):
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় লক্ষ্যের সাথে মিল রেখে দেশের শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং সে লক্ষ্য অনুযায়ী নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে দেশের মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন।
জনাব নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে আধুনিক জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষ নৈতিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত নতুন প্রজন্ম গড়ে তুলতে জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। দেশের শিক্ষাব্যবস্থা সময়োপযোগী করতে শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতকে শিক্ষা মন্ত্রণালয় যথাযথ গুরুত্ব দিয়ে থাকে বলে শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়নে মতামত তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দীন, জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আখতারুজ্জামান ও প্রফেসর সিদ্দিকুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, গণসাক্ষরতা অভিযানের রাশেদা কে. চৌধুরী, মানবাধিকার নেত্রী এডভোকেট সুলতানা কামাল, বুয়েটের প্রফেসর কায়কোবাদ ও প্রফেসর আলী আজগর, শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস প্রফেসর মঞ্জুর আহমেদ এবং অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান।
বক্তাগণ পাঠ্যবই সহজীকরণ, এমসিকিউ প্রশ্নে নম্বর বরাদ্দ কমানো, পরীক্ষা পদ্ধতি সংস্কার, গাইড বইয়ের অবৈধ ব্যবসা বন্ধে ব্যবস্থা গ্রহণ, কোচিং সেন্টারের উপর নির্ভরশীলতা দূর করা, শিক্ষক প্রশিক্ষণ, ক্লাসরুম শিক্ষাদান পদ্ধতি আকর্ষণীয় করা, সৃজনশীল প্রশ্ন ব্যাংক প্রণয়ন, স্থায়ী শিক্ষা কমিশন গঠন, শিক্ষক নিয়োগ কমিশন গঠন, শিক্ষকতা পেশায় মেধাবীদের আকর্ষণ করাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ।
#
সাইফুল্লাহ/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৭৫৯
ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হবে
-- ভূমিমন্ত্রী
ঢাকা, ২৬ মে (১২ জ্যৈষ্ঠ):
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ভূমির সমস্যা ঘরে ঘরে। ভূমি ব্যবস্থা দুর্নীতি থেকে মুক্তির উপায় হলো ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন বা আধুনিকায়ন।
মন্ত্রী আজ রংপুর জেলা প্রশাসক সম্মেলনকক্ষে ভূমি আপিল মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ডিজিটালাইজেশন ল্যাব লাইব্রেরি সৃজন উপলক্ষে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে দক্ষ জনবল দিয়ে সারাদেশে ডিজিটালাইজেশন কাজ পাঁচ থেকে দশ বছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি উপহার দিতে প্রধানমন্ত্রী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সকলকে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সক্রিয় অংশ নেয়ার আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকলকে সেবার মান বাড়াতে হবে। আশ্রয়ণ ও গুচ্ছগ্রাম তৈরি করে গৃহহীনদের পুনর্বাসন করতে হবে। দেশে পর্যাপ্ত খাস জমি রয়েছে। প্রধানমন্ত্রীর সদিচ্ছায় আশ্রয়ণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত সবার জন্য বাসস্থান কর্মসূচি বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে সরকার ৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করার মহাপরিকল্পনা গ্রহণ করেছে।
মন্ত্রী আরো বলেন, দেশের দারিদ্র্যের হার হ্রাস, শিক্ষা, বিদ্যুৎ, কৃষি, সেচ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, শিল্প, আশ্রয়ণ, ভূমি, গুচ্ছগ্রাম, একটি বাড়ি একটি খামার, নারীর ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রের উন্নয়ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে।
রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার, সচিব আবু তালিব এবং রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ার বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৬৪৫ ঘণ্টা