তথ্যবিবরণী নম্বর : ১৮৫৩
স্কাউট আন্দোলন তৈরি করে দৃঢ়চেতা দেশপ্রেমিক
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন):
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু স্কাউট আন্দোলনকে নীতিবান, দৃঢ়চেতা, দেশপ্রেমিক ও সুনাগরিক তৈরির সূতিকাগার বলে অভিহিত করেছেন।
মন্ত্রী আজ রাজধানীর বিজয়নগরে স্কাউট ভবনে বাংলাদেশ স্কাউটস এর মুখপত্র ‘অগ্রদূত’ এর ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
দেশব্যাপী শিশুদের টিকা দেয়া, গাছ লাগানো, স্বাস'্যসম্মত বর্জ্য নিষ্কাশন, পরিবেশ রড়্গা, জ্বালানি সাশ্রয়ী চুলা ব্যবহার, দুর্যোগ ব্যবস'াপনাসহ কল্যাণকর বিষয়ে কাজের জন্য এ সময় দেশের স্কাউটদের অভিনন্দন জানান হাসানুল হক ইনু।
মন্ত্রী বলেন, একমাত্র মানুষকেই মনুষ্যত্ব অর্জনের জন্য সংগ্রাম করতে হয় এবং স্কাউট আন্দোলন মানুষকে আত্মমর্যাদায় বিশ্বাসী কুসংস্কারমুক্ত দৃঢ়চেতা দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। রাষ্ট্র ও সরকার এ আন্দোলনকে পৃষ্ঠপোষকতা দেবার ড়্গেত্রে সবসময় অগ্রণী থাকবে। কারণ স্কাউট আন্দোলন নীতিবান মানুষ তৈরির মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করে।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বক্তৃতা করেন।
‘অগ্রদূত’ এর ৬০ বছর পূর্তি সংখ্যার মোড়ক উন্মোচনের পর এ উপলড়্গে একটি কেক কাটা হয়। অগ্রদূত এর সম্পাদনা ও প্রকাশনায় অবদানের জন্য এ সময় সংশিস্নষ্টদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. মজিবর রহমান মান্নান, হুমায়ূন খালেদ, তৌফিক আলী, আলী ইমাম, মশিউর রহমানসহ বিশিষ্ট স্কাউট নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপসি'ত ছিলেন।
#
আকরাম/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২১৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৫২
দেশজ ফল উৎপাদন ও খাওয়ার জন্য ডেপুটি স্পিকারের আহ্বান
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন):
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া দেশজ ফল উৎপাদন ও খাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি আয়োজিত ২৩তম ফল উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
সি এম কায়েস সামীর সভাপতিত্বে স'ানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক, শিশু একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন, স্বাধীন বাংলা বেতারের শিল্পী বুলবুল মহলানবীশ এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গণি এ সময় উপসি'ত ছিলেন।
প্রতিবারের মতো এবারও টিএসসিতে ফলজ বৃড়্গ রোপণ, বঞ্চিত শিশুদের মাঝে ফল বিতরণ, দুই শতাধিক শিশু অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আগত অতিথিদের ফল দিয়ে আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফল উৎসবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অর্ধশতাধিক ফল প্রদর্শন করা হয়।
ডেপুটি স্পিকার বলেন, বিদেশি ফলের চেয়ে অনেক দেশীয় ফল বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। অভিভাবকদের উচিত শিশুদের আম, জাম, কাঁঠাল, পেয়ারাসহ সকল দেশীয় ফলের সাথে শৈশব থেকে পরিচিত করে তোলা এবং দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা।
এরপর ডেপুটি স্পিকার টিএসসি চত্বরে একটি ফলজ বৃড়্গ রোপণ করেন, বিভিন্ন দেশজ ফলের সাথে শিশুদের পরিচয় করিয়ে দেন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
#
স্বপন/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৫১
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্পিকার
ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) :
/
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে গতকাল ঢাকা ত্যাগ করেছেন। চিকিৎসাশেষে তিনি ১০ জুন ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দরে উপসি'ত ছিলেন।
#
হুদা/মাহমুদ/সেলিম/মোশারফ/আব্বাস/২০১৬/১৭১৬ ঘণ্টা