Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুলাই ২০১৫

তথ্যবিবরণী 01/07/2015

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৭৬

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে
                                                              -- স্পিকার

ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই) :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শোষণ-বৈষম্যহীন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের সকলকে একযোগে কাজ করে যেতে হবে।
আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জড়ঃধৎু ণবধৎ খধঁহপযরহম ধহফ ওহংঃধষষধঃরড়হ ঈবৎবসড়হু ড়ভ উরংঃৎরপঃ এড়াবৎহড়ৎ ২০১৫-১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে স্পিকার একথা বলেন।
স্পিকার বলেন, রোটরিয়ানসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে বৈষম্যহীন সমাজ গঠনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। সমাজ থেকে বৈষম্য হ্রাস এবং ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনতে হবে। তিনি বলেন, বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বিশ্বে একটি রোলমডেল। বাংলাদেশ নারী ক্ষমতায়ন, শিশু মৃত্যুহার ও মাতৃ মৃত্যুহার হ্রাস প্রভৃতি ক্ষেত্রে বিশ্বে  অনন্য স্থান অর্জন করে নিয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষার জন্য সকলকে কাজ করতে হবে। দেশ ও জাতির উন্নয়নে সকলে এগিয়ে আসলে বাংলাদেশ অচিরেই মধ্যমআয়ের দেশে পরিণত হবে।
স্পিকার আরো বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বন্যা-ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেকোনো সমস্যাকে চিহ্নিত করে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি থেকে মানবতার সেবায় একযোগে কাজ করতে হবে। বৈষম্য দূরীকরণসহ ধনী-গরিবের ব্যবধান কমিয়ে বাংলাদেশকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে রোটারিয়ানসহ সকলকে একযোগে কাজ করতে হবে।
 অনুষ্ঠানে দেশে শিক্ষাবিস্তারসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকা-ের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ঘধঃরড়হ ইঁরষফরহম অধিৎফ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে খরভবঃরসব অপযরবাবসবহঃ অধিৎফ প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিস্ট্রিক্ট গভর্নর এস এ এম শওকত হোসেন ও রোটারিয়ান প্রফেসর সাওয়ালাক রাতানাভিচ (ঝধড়ধিষধশ জধঃঃধহধারপয) বক্তব্য রাখেন।
#
মঞ্জুর/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/২১০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৭৫

বাজার তদারকি
৩৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা

ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, চাঁদপুর, খুলনা, রাজশাহী, ভোলা, ময়মনসিংহ ও নেত্রকোণায় বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩৭টি প্রতিষ্ঠানকে এক লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়।
    ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মাসুম বেকারিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে ২০ হাজার টাকা,  নিউ কুসুম বেকারিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে ২ হাজার টাকা, ওজনে কারচুপির অপরাধে ১ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ধানম-ি এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে ধাবা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, আলী বেকস এন্ড সুইটসকে ২০ হাজার টাকা এবং আনন্দ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, খাদ্যে ভেজাল মিশ্রণ, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাকে প্রতারিত করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫শ’ টাকা, খুলনা সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা, রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা, ভোলার দৌলতখান উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, ময়মনসিংহ সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ’ টাকা, এবং নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ১০টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
#
মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৫৫ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৭৪

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে দেশের সংরক্ষিত
পুরাকীর্তি সমূহের অন্তর্ভুক্তির লক্ষ্যে ওয়ার্কিং গ্রুপ গঠন

ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই) :

    ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্তির লক্ষ্যে দেশের সংরক্ষিত পুরাকীর্তি সমূহের চৎড়ঢ়বৎঃু তড়হব (ঈড়ৎব তড়হব) এবং ইঁভভবৎ তড়হব নির্ধারণের লক্ষ্যে ওয়ার্কিং গ্রুপ গঠন এর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রতœতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে এ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। প্রতœতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক ও উপপরিচালক(প্রশাসন)কে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
    আজ কুমিল্লা জেলার লালমাই ময়নামতিস্থ শালবন বিহার প্রতœতত্ত্বস্থলে প্রথম বারের মতো কমিটির কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম প্রত্যক্ষ করার জন্য সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারী মমতাজ এ সময় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. শাহ আবিদসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কুমিল্লার শালবন বিহারসহ বিভিন্ন প্রতœস্থল পরিদর্শন করেন।
    উল্লেখ্য, সংরক্ষিত পুরাকীর্তি সমূহের চৎড়ঢ়বৎঃু তড়হব (ঈড়ৎব তড়হব) হল মুল প্রতœস্থলের সীমানা যেখানে বিশেষ কারণ ছাড়া নতুন কোন স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবেনা এবং ইঁভভবৎ তড়হব হল প্রপার্টি জোনের বাইরের একটা নির্দিষ্টকৃত অংশ, যেখান থেকে মূল প্রতœস্থল তদারকি, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ করা হয় এবং যেখানে এমন কোন স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবেনা, যা মূল প্রতœস্থলের জন্য ক্ষতিকর।
    কমিটির সদস্যবৃন্দ কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য এখন থেকে নিয়মিতভাবে দেশের বিভিন্ন প্রতœস্থলসমূহ পরিদর্শন করে যথোপযুক্ত কার্যক্রম গ্রহণ করবেন।
#
কুতুব/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫২০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৭৩

দশ দিনব্যাপী জামদানি প্রদর্শনীর উদ্বোধনকালে শিল্পমন্ত্রী
জামদানি শিল্পকে ঐতিহ্যবাহী মসলিনের জায়গায় ফিরিয়ে নিতে কাজ করছে সরকার
                                                                               - শিল্পমন্ত্রী

ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই) :

দেশের জামদানি শিল্পকে ঐতিহ্যবাহী মসলিনের জায়গায় ফিরিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, যে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে, তার মধ্যে জামদানি ও মসলিনের মত সাংস্কৃতিক ঐতিহ্য অন্যতম। তিনি জামদানি শিল্পের প্রসারে আধুনিক ও পরিকল্পিত জামদানি শিল্পনগরি গড়ে তোলা হচ্ছে বলে মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে দশ দিনব্যাপী জামদানি প্রদর্শনী-২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করে।
বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বক্তব্য রাখেন।
শিল্পমন্ত্রী বলেন, সরকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়াতে বিসিকের মাধ্যমে ২০ একর জমির ওপর দৃষ্টিনন্দন জামদানি শিল্পনগরি ও গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এ নগরির ৪০৯টি শিল্প প্ল¬টের মধ্যে ইতোমধ্যে ৩৯৯টি প্ল¬ট উদ্যোক্তাদের মাঝে বরাদ্দ দেয়া হয়েছে। জামদানি শিল্পের বিকাশে সংশ্লি¬ষ্ট উদ্যোক্তাদের মাঝে বিসিক নকশা বিতরণ ও অর্থায়নের ব্যবস্থা করেছে। বরাদ্দকৃত সকল প্ল¬টেই যাতে জামদানি শিল্প স্থাপন হয়, তা নিশ্চিত করতে তিনি বিসিকের দৃষ্টি আকর্ষণ করেন। জামদানি কারুশিল্পীদের নামে অন্য কেউ প্ল¬ট বরাদ্দ নিয়ে থাকলে, তা বাতিল করে দ্রুত প্রকৃত কারুশিল্পীদের মাঝে বরাদ্দ দিতে তিনি বিসিকের সংশ্লি¬ষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ঐতিহ্যবাহী জামদানি, বেনারসি, সিল্ক, কাতানসহ বিভিন্ন বস্ত্র এবং পাট শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। এ প্রেক্ষিতে পদ্মা নদীর ওপাড়ে নতুন বেনারসি পল্লি¬ গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এতে উদ্যোক্তাদের জন্য প্লট, ঋণ সুবিধা, আবাসন, শ্রমিকদের ছেলে-মেয়েদের জন্য শিক্ষা, চিকিৎসাসহ সংশ্লি¬ষ্ট সকল সুবিধাদি নিশ্চিত করা হবে। জামদানি শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে বিসিকের পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ও সম্ভব সব ধরনের সহায়তা দিতে আগ্রহী বলে তিনি জানান।
উল্লে¬খ্য, দশ দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীতে ৩৮টি জামদানি শাড়ী ও বস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে নিপুণ কারুকার্য এবং বাহারী নকশার জামদানি শাড়ী, পাঞ্জাবী, ফতুয়া, মানিব্যাগ, রুমাল ও হাত ব্যাগ, মেয়েদের বিভিন্ন পোশাক, টেবিল ক্লথ ও অন্যান্য পণ্য প্রদর্শিত হচ্ছে। এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ক্রেতা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।  
পরে মন্ত্রী বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রাঙ্গনে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, বিসিক চেয়ারম্যান, জাতীয় জাদুঘরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, জামদানি শিল্প উদ্যোক্তা ও কারুশিল্পীরা উপস্থিত ছিলেন।
#
জলিল/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৪০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৮৭২


রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘের
এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত
 
নিউইয়র্ক, ১ জুলাই :

    জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
    জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৫৫টি রাষ্ট্রের মধ্যে নিরঙ্কুশ সমর্থনে তিনি এ পদে অধিষ্ঠিত হলেন। উল্লেখ্য পূর্বেও তিনি এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব সূচারুভাবে পালন করেছিলেন।
    উল্লেখ্য জাতিসংঘের কাজের সুবিধার্থে ১৯৩টি সদস্য রাষ্ট্রগুলোকে ৫টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপগুলো হলো আফ্রিকান, এশিয়া-প্যাসিফিক, ল্যাটিন আমেরিকান, ইস্টার্ন ও ওয়েস্টার্ন ইউরোপ। ওয়েস্টার্ন ইউরোপ গ্রুপের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রিটেন ইত্যাদি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
#
অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১০৪৫ ঘণ্টা

 

 

Todays handout (2).doc