তথ্যবিবরণী নম্বর : ১১৬
প্রাথমিক শিক্ষার অগ্রগতির জন্য প্রয়োজন অভিভাবকদের সচেতনতা
-- ডেপুটি স্পিকার
ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রাথমিক শিক্ষাকে সংবিধানে অধিকার হিসেবে স্বীকৃতি দিলেই শিক্ষার অগ্রগতি হবে একথা ঠিক নয়। এর জন্য চাই অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং একটি শিক্ষানুরাগী সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে যুগোপযোগী করতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছেন।
ডেপুটি স্পিকার আজ রাজধানীর হোটেল সোনারগাঁয়ে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস ও সেভ দ্য চিল্ড্রেন এর উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা অধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতার ভিশন ছিল বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, অর্থনৈতিকভাবে সাবলম্বী ও সুশিক্ষিত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন সোনার বাংলা গড়তে হলে শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে। তাই তিনি প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছিলেন। তাঁর অসমাপ্ত কাজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতার সাথে সম্পন্ন করে যাচ্ছেন।
সংসদ সদস্য ডা. এনামুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন এর কান্ট্রি ডিরেক্টর টিম হোয়াইট, বিষয়বস্তু অবতারণা করেন সেভ দ্য চিলড্রেন এর পরিচালক তালাৎ মাহমুদ, আলোচনার সারাংশ উপস্থাপন করেন গণস্বাক্ষরতা অভিযান এর নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য মো. আবুল কালাম, উম্মে রাজিয়া কাজল, হোসনে আরা লুৎফা ডালিয়া, শামসুল আলম দুদু, ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং জাতীয় শিক্ষানীতি ও বাস্তবায়ন কমিটির সদস্য কাজী ফারুখ।
তিনি বলেন, অনেক দেশ আছে যারা প্রাথমিক শিক্ষাকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেসব দেশের তুলনায় আমাদের দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভালো, শিক্ষার হারও বেশি। আমাদের সংবিধানেও প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করার বিধান ১৭ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া সম্ভব নয় কারণ সংবিধানের ৭(খ) অনুচ্ছেদে বলা আছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। এসময় তিনি ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক করণ), ১৯৯০’ আইনটি যুগোপযোগী করে সংশোধন করার ওপর গুরত্বারোপ করেন।
#
স¦পন/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৫
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন এতে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসেন, সামশুল হক চৌধুরী, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বই বিতরণ ও বিতরণকৃত বই এর মান, উপানুষ্ঠানিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের অগ্রগতি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদেশ প্রশিক্ষণ বিষয়ক তথ্যাদি, দ্বিতীয় ধাপের শিক্ষকদের বেতন প্রদান এবং তৃতীয় ধাপে স্কুলসমূহের গেজেট করার বিষয় আলোচনা করা হয়।
কমিটি ২০১৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠ্যপুস্তক ছাপানো সংক্রান্ত তথ্যাদি সংসদীয় কমিটি কর্তৃক গঠিত কমিটিকে অবহিত করার জন্য এনসিটিবিকে সুপারিশ করে।
কমিটি বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ছিটমহলসমূহে সংসদ সদস্যদের পরামর্শক্রমে চিহ্নিত স্থানে স্থাপিত নতুন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির সুপারিশ করে।
প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চলমান মামলাগুলোর রায়ের পর আর কোনো আপিল না করার এবং চলমান আপিলের কার্যক্রম না চালানোর বিষয়ে বৈঠকে জোর সুপারিশ করা হয়। এছাড়া, স্থানীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা করে সংশ্লিষ্ট উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর সকল বিষয়ে সঠিক তথ্যাদি প্রেরণের জন্যও জোর সুপারিশ করা হয়। কমিটি এনসিটিবি সংগৃহীত ইতিহাস বিকৃত পুস্তকসমূহ পুড়ে ফেলার সুপারিশ করে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, মহাপরিচালক, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হালিম/আফরাজ/মিজান/জসীম/সেলিম/২০১৬/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৪
বাজার তদারকি
২৮ প্রতিষ্ঠানকে ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, যশোর, বগুড়া, দিনাজপুর ও সুনামগঞ্জে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৮টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর দারুস সালাম এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের আপরাধে মুন মুন ড্রাগসকে ৭ হাজার টাকা, হাসান মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা ও ফারুক মেডিসিন কর্নারকে ২ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে রসের ফোটাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ৬টি প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা, দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা, কুমিল্লার সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা, গাজীপুরের টঙ্গী ও সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, যশোরের অভয়নগর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা এবং সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, বিএসটিআই, স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#
আফরোজা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/২০২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১৩
বেসিক ব্যাংকে টেলিফোনের বিল পরিশোধের
তথ্য অনলাইনে পোস্টিং কার্যক্রম চালু
ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
বেসিক ব্যাংকে টেলিফোনের বিল জমা দেয়ার সাথে সাথেই বিল পরিশোধের তথ্য গ্রাহক অনলাইনে দেখতে পাবেন। গতকাল ঢাকার শেরেবাংলানগর বিটিসিএল অফিস প্রাঙ্গণে বেসিক ব্যাংকের বুথে এ কার্যক্রম কারিগরিভাবে চালু করা হয়।
বিটিসিএল’র সদস্য (অর্থ) ড. মো. আবু সাইদ খান বেসিক ব্যাংকের সাথে বিটিসিএল’র বিল পরিশোধের এ কার্যক্রম চালু করেন। এসময় বিটিসিএল এবং বেসিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বেসিক ব্যাংকের ঢাকা মহানগরীর ৩টি বিল কালেকশন বুথ ও দেশব্যাপী বেসিক ব্যাংকের সকল শাখায় টেলিফোন বিল জমা দেয়া যাবে এবং তাৎক্ষণিকভাবে অনলাইনে বিল পোস্টিং এবং বিল স্ট্যাটাস আপডেট হবে।
উল্লেখ্য, বেসিক ব্যাংক ছাড়াও অন্যান্য বিল জমাগ্রহণকারী বাণিজ্যিক ব্যাংকেও পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এ পদ্ধতি কার্যকর করা হলে বিল পরিশোধের ২৪ ঘন্টার মধ্যে লেজারবুকে তা এন্ট্রি হয়ে যাবে এবং অনাকাক্সিক্ষত ফোন বিচ্ছিন্নের ঘটনা কমে যাবে বলে আশা করা হচ্ছে।
#
আফরাজ/মিজান/জসীম/রেজাউল/২০১৬/১৯৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১২
রাষ্ট্রপতির সাথে স্পিকারের সাক্ষাৎ
ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এর ৬২তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী সেপ্টেম্বর মাসের ১ থেকে ১০ তারিখ এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান।
সিপিএ’র সম্মেলন ঢাকায় আয়োজন করার উদ্যোগ নেয়ার জন্য রাষ্ট্রপতি স্পিকারকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, সিপিএ চেয়ারপার্সন হিসেবে স্পিকারের এ উদ্যোগ বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করবে। রাষ্ট্রপতি অনুষ্ঠেয় সম্মেলনের সাফল্য কামনা করেন।
স্পিকার ২০ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদের অধিবেশনে যোগ দেয়ার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। বছরের প্রথম এ অধিবেশনে সংবিধানের নিয়ম অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরে তাঁর ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।
সাক্ষাৎকালে স্পিকার জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
মাহ্মুদুল/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১১
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠক আজ কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, এবিএম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, মো. আব্দুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশনে উত্থাপিত উদ্ধৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিল ২০১৫ এর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি উদ্ধৃত্ত সরকারি কর্মচারী আত্তীকরণ বিল, ২০১৫ পরীক্ষানিরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে মহান জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন প্রদানের জন্য সুপারিশ করে ।
বৈঠকে উপজেলা পর্যায়ে বেতন ভাতার বিষয়ে প্রকৃচি’র সাথে উপজেলা নির্বাহী অফিসারদের নিয়ে যে অসন্তোষ সৃষ্টি হয়েছে তার একটি সন্তোষজনক সমাধানের বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১১০
অসুস্থ চিত্রতারকা দিতির শয্যাপাশে তথ্যমন্ত্রী
ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
অসুস্থ চলচ্চিত্র তারকা পারভিন সুলতানা দিতিকে দেখতে আজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দিতি মস্তিস্কে টিউমারজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে চিকিৎসা গ্রহণ করছেন।
এসময় তথ্যমন্ত্রী দিতির চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। তিনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই চিত্রনায়িকার দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য দিতির চিকিৎসার জন্য গত রোববার গণভবনে দিতির মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে শাফায়াত চৌধুরী দীপ্তর হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশ লাখ টাকার একটি চেক তুলে দেন ও তাদের মায়ের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন ।
গত বছর জুলাইয়ে ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অভ্ অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে দিতির মস্তিস্কে টিউমার অপসারণের অস্ত্রোপচার হয়। আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। গত শুক্রবার দুপুরে ভারত থেকে দেশে ফিরে আবার হাসপাতালে ভর্তি হন দিতি।
#
আকরাম/আফরাজ/জসীম/রেজাউল/২০১৬/১৯৩৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৯
উন্নয়নের বিস্ময়কর ধারা দুই বছরে আরো বেগবান হয়েছে
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
সরকারের চলতি মেয়াদের দু’বছর পূর্তি দিবসে উন্নয়নের বিস্ময়কর ধারা গত দুইবছরে আরো বেগবান হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাব হলে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) আয়োজিত ‘গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ, সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জন, খাদ্যশস্য-মৎস্য ও বিদ্যুৎ উৎপাদন, স্কুলশিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, বৈদেশিক মুদ্রা অর্জন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ যোগাযোগ অবকাঠামো নির্মাণে শেখ হাসিনার সরকার উন্নয়নের যে বিস্ময়কর ধারা সূচনা করেছিল, গত দুইবছরে তা আরো গতিশীল হয়েছে।
উন্নয়নের এই ধারার চ্যালেঞ্জ হিসেবে মন্ত্রী বলেন, আগুনসন্ত্রাসীদের বিচার, জঙ্গিতন্ত্র সম্পূর্ণ ধ্বংস করা, সুশাসনের জন্য দুর্নীতি ও দলবাজি বন্ধ করা এবং প্রবৃদ্ধি হার শতকরা ৭ ভাগে উন্নীত করাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়–য়ার সভাপতিত্বে সভায় অধ্যাপক মেসবাহ কামাল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন, গণ আজাদী লীগের এডভোকেট এস কে শিকদার এবং কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম বক্তব্য রাখেন।
এর আগে তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘আমারহেলথ ডটকম’ আয়োজিত ‘অনুমোদনহীন মশার কয়েল জনস্বাস্থ্যের বিপর্যয় ডেকে আনছে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে পরিষ্কার রাখতে যেমন জঙ্গিবাদ-দলবাজি-সন্ত্রাস বন্ধ করা আবশ্যক, তেমনি জনস্বাস্থ্য রক্ষায় অনুমোদনহীন মশার কয়েলসহ খাদ্য ও পণসামগ্রীতে ভেজাল দেয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে সার্বক্ষণিক নজরদারি ও গণমাধ্যমকে এবিষয়ে সচেতনতামূলক প্রচারে ব্রতী হতে হবে।’
স্বাস্থ্য বিষয়ক অনলাইন পোর্টাল ‘আমারহেলথ ডটকম’ এর সম্পাদক ডা. অপূর্ব পন্ডিতের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ও সেমিনার পরিচালনা করেন ন্যাশনাল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ওয়ানাইজা। ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এর প্যারাসাইটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বেনজির বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
#
আকরাম/আফরাজ/জসীম/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৮
সাকোসান সম্মেলনে আগত নেতৃবৃন্দের বঙ্গবন্ধু স¥ৃতি জাদুঘর পরিদর্শন
ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
সার্কভুক্ত দেশসমূহের ৬ষ্ঠ সাউথ এশিয়ান কন্ফারেন্স অন স্যানিটেশন (ঝঅঈঙঝঅঘ-ঠও) সম্মেলনে আগত বিভিন্ন দেশের মন্ত্রিগণ ও সার্ক মহাসচিব আজ ধানম-ি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। তাঁরা বঙ্গবন্ধু স¥ৃতি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধুর বর্ণিল রাজনৈতিক জীবন সম্পর্কে অবহিত হন। এছাড়া তাঁরা পরিদর্শন বইতেও স¦াক্ষর করেন।
পরিদর্শনকারী নেতৃবৃন্দ হলেন : ভারতের পরিবেশ উন্নয়ন, পানি ও পয়ঃনিষ্কাশন মন্ত্রী চৌধুরী বীরেন্দর সিং, শ্রীলঙ্কার শহর পরিকল্পনা ও পানি সরবরাহ মন্ত্রী রউফ হাকিম, ভুটানের ড. পান্ডপ সেরিং, আফগানিস্তÍানের পল্লিউন্নয়ন মন্ত্রী আতিকউল্লাহ খোয়াসী, নেপালের পানি সরবরাহ মন্ত্রী প্রেম বাহাদুর সিং এবং সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা।
#
শহিদুল/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৭
জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
ঢাকা, ২৯ পৌষ (১২ জানুয়ারি) :
আজ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ভাষণ নি¤œরূপ :
“বিসমিল্লাহির রাহ্মানির রাহিম
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।
সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজ ১২ জানুয়ারি। ২০১৪ সালের এই দিনে আপনাদের সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। আমি আপনাদের দো’য়ায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি। আমরা টানা দ্বিতীয়বারের মত সরকার গঠন করে ইতোমধ্যে জনগণকে দেওয়া ওয়াদা পূরণে উন্নয়ন কর্মকা- ও অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। সরকারের দ্বিতীয় বছর পূর্তিতে বাংলাদেশের সকল গণতন্ত্রপ্রিয় মানুষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি ৩ নভেম্বর জেলখানায় নিহত জাতীয় চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহিদকে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বজন হারানো পরিবার ও একাত্তরে নির্যাতিত ২-লাখ মা-বোনদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।
গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘৃণ্য হত্যাকা-ের শিকার আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার তিন ভাই ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল ও দশ বছরের শেখ রাসেল, কামাল ও জামালের নবপরিণীতা স্ত্রী সুলতানা ও রোজী, বঙ্গবন্ধুর একমাত্র সহোদর শেখ নাসের, বঙ্গবন্ধুর সামরিক সচিব বিগ্রেডিয়ার জামিলসহ সেই রাতের সকল শহিদকে।
স্মরণ করছি, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ শহিদ ২২ নেতা-কর্মীকে। স্মরণ করছি বিএনপি-জামাত জোট সরকারের সময় নির্মম হত্যাকা-ের শিকার প্রাক্তন অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়া, আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, মমতাজউদ্দিনসহ ২১ হাজার নেতাকর্মীকে। দশম সংসদের যে সকল সংসদ সদস্য ইন্তেকাল করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।
প্রিয় দেশবাসী
২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপি-জামাত জোট সারাদেশে যে ঘৃণ্য ও পৈশাচিক সন্ত্রাস চালায় তা কোনদিন বিস্মৃত হওয়ার নয়। তাদের এই নৃশংসতা ১৯৭১ সালে পাকিস্তানি হায়েনা ও তাদের দোসরদের নির্মমতার সাথেই কেবল তুলনা করা যায়। জামাত-বিএনপি জোটের সহিংসতায় যাঁরা জীবন দিয়েছেন তাঁদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁদের পরিবারের সদস্যদের জানাচ্ছি গভীর সমবেদনা। আহতদের জন্য আন্তরিক সহানুভূতি।
প্রিয় দেশবাসী,
বিএনপি-জামাত জোটের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমার শিকার হয়ে নিরীহ বাসড্রাইভার, বাস-টেম্পো-সিএনজি যাত্রী, প্রিজাইডিং অফিসার, পুলিশ-বিজিবি-আনসার, সেনাবাহিনীর সদস্য, এমনকি স্কুলের শিক্ষক ও শিশুও নিহত হয়েছেন। অনেকে আগুনে দগ্ধ হয়েছেন, জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেছেন। মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছেন। সন্ত্রাস বোমাবাজি উপেক্ষা করে সেদিন আপনারা গণতন্ত্রকে বিজয়ী করেছিলেন। কিন্তু গণতন্ত্র ও উন্নয়ন বিএনপি-জামাত নেতৃত্ব সহ্য করতে পারে না। মানুষ শান্তিতে থাকবে, হাসি মুখে জীবনযাপন করবে তা ওদের সহ্য হয় না। সারাবিশ্বে বাংলাদেশ যখন উন্নয়নের রোলমডেল, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা যখন বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, জাতীয় সংসদ নির্বাচন, ডিজিটাইজেশন, এমডিজির লক্ষ্যসমূহ অর্জন, জলবায়ুর প্রতিকূল প্রভাব মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে স্বীকৃতি ও পুরস্কারে ভূষিত করছে, তখনই ২০১৫ সালের ৪ জানুয়ারি থেকে বিএনপি জামাত আবারও দেশে সন্ত্রাস, সহিংসতা শুরু করে।
পাতা-১/৬
যুদ্ধাপরাধীদের রক্ষা এবং বিএনপি নেত্রী আদালত হাজিরায় অনুপস্থিত থাকার উদ্দেশ্যে বিএনপি-জামাত অনির্দিষ্টকালের অবরোধ শুরু করে সারাদেশে তা-ব ও হত্যাযজ্ঞ শুরু করে। পেট্রোলবোমায় ২৩১ জন নিরীহ মানুষ নিহত এবং ১ হাজার ১৮০ জন আহত হয়। ২ হাজার ৯০৩ টি গাড়ি, ১৮টি রেল গাড়ি ও ৮টি লঞ্চে আগুন দেয়। পরিকল্পিতভাবে টার্গেট করে ৭০টি সরকারি অফিস ও স্থাপনা ভাঙচুর এবং ৬টি ভূমি অফিস পুড়িয়ে দেওয়া হয়। জনগণকে ভোগান্তিতে রেখে, অমানবিক কষ্ট দিয়ে তাদের জীবন বিপন্ন করে বিএনপি নেত্রী নাটক করে ৬৮ জনকে নিয়ে আরাম আয়েশে ৯২ দিন অফিসে থাকেন। হত্যাযজ্ঞ ও তা-বের হুকুম দেন। তার এই সন্ত্রাসী কর্মকা- জনসমর্থন পায়নি। ব্যর্থতার বোঝা নিয়ে আদালতে হাজিরা দিয়ে নাকে খত দিয়ে বাড়ী ফিরে যান।
আমি আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই বিএনপি-জামাতের অনৈতিক অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করায়। অগ্নি-সন্ত্রাসীদের আটক করে বিচারের আওতায় আনা হয়েছে। তাদের বিচার কাজ চলছে। যারা আপনাদের আপনজনকে কেড়ে নিয়েছে, জানমালের ক্ষতিসাধন করেছে সেই অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে।
প্রিয় দেশবাসী,
আপনাদের সহযোগিতায় দেশের আর্থ-সামাজিক খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ২০০৯ সালে যখন সরকার গঠন করি তখন ছিল বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, চরম খাদ্যাভাব। বিএনপি-জামাতের দুঃশাসন. দুর্নীতি, সন্ত্রাস এবং পরের দুই বছরে তত্ত্বাবধায়ক সরকারের দমননীতির ফলে দেশের অর্থনৈতিক অবস্থা ছিল বিপর্যস্ত, বিশৃঙ্খলাপূর্ণ।
আমরা দায়িত্বভার গ্রহণ করে সবক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনি। মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরে আসে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন শেষ হয়েছে। এখন শুরু হয়েছে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের অর্থনীতি এখন জিডিপি’র ভিত্তিতে বিশ্বে ৪৫তম এবং ক্রয়ক্ষমতার ভিত্তিতে ৩৩তম স্থান অধিকার করেছে।
সেভ দ্যা চিলড্রেন-এর মাতৃসূচকে বাংলাদেশের অবস্থান ১৩০তম, ভারতের ১৪০ এবং পাকিস্তানের ১৪৯তম। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকনমিকস অ্যান্ড পিস-এর বিশ্বশান্তি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের অবস্থান ৮৪তম, ভারতের ১৪৩তম এবং পাকিস্তানের ১৫৪তম। ইকোনমিস্ট-এর ইনটেলিজেন্স ইউনিট-এর গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান ৮৫তম আর পাকিস্তানের অবস্থান ১০৮তম।
দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক তৃতীয় জাতিসংঘ বিশ্ব সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান-কি মুন বলেছেন: ‘দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে’। গত অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৬.৫ শতাংশ। এর আগের ৫ বছরে গড় প্রবৃদ্ধি ছিল ৬.২ শতাংশ। বিশ্ব অর্থনীতিতে অধিক প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে পঞ্চম স্থানে বাংলাদেশ। বিশ্বের খুব কম দেশই একটানা এত দীর্ঘ সময় ধরে ৬ শতাংশের উপর প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। অচিরেই প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে।
চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।
বিএনপি-জামাতের শেষ বছরে মাথাপিছু আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার। এখন বেড়ে হয়েছে ১ হাজার ৩১৪ মার্কিন ডলারে। ৫ কোটি মানুষ নিম্ন-আয়ের স্তর থেকে মধ্যম আয়ের স্তরে উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার ৪১.৫ শতাংশ থেকে কমিয়ে ২২.৪ শতাংশে নামিয়ে এনেছি। ২০০৬ সালে অতিদারিদ্র্যের হার ছিল ২৪.২ শতাংশ। তা এখন ৭.৯ শতাংশে নেমে এসেছে। মানুষের আয় ও কর্মসংস্থান বেড়েছে। সরকারি ও বেসরকারিভাবে দেড় কোটি মানুষের চাকুরি দিয়েছি। আমাদের সময়ে ৩৫ লাখ ৭৫ হাজার ৩৪৮ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। ২০০৬ সালে রেমিট্যান্স আয় ছিল মাত্র ৪.৮০ বিলিয়ন ডলার। ২০১৪-২০১৫ অর্থবছরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫.২ বিলিয়ন ডলারে। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.৪৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। রপ্তানি আয় ২০১৪-১৫ অর্থবছরে এসে দাঁড়িয়েছে ৩২.২ বিলিয়ন মার্কিন ডলার। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়ে এখন ১৪ হাজার ৭৭ মেগাওয়াট। ১২ হাজার মেগাওয়াট উৎপাদন হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ১০০ অতিক্রম করেছে। ৪৪ লাখ সোলার প্যানেল বসানো হয়েছে। প্রায় ৭৫ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাব ইনশাআল্লাহ। ২০০৬ সালে গ্যাসের দৈনিক উৎপাদন ছিল মাত্র ১৬০০ মিলিয়ন ঘনফুট। ২০১৫ সালে গ্যাস উৎপাদন গড়ে দৈনিক ২ হাজার ৭২৮ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে।
পাতা-২/৬
সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। ১৬টির কাজ চলছে। যোগাযোগ খাতে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। ঢাকায় হাতিরঝিল প্রকল্প, কুড়িল-বিশ্বরোড বহুমুখী উড়াল সেতু, মিরপুর-বিমানবন্দর জিল্লুর রহমান উড়াল সেতু, বনানী ওভারপাস, মেয়র হানিফ উড়াল সেতু, টঙ্গীতে আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতু এবং চট্টগ্রামে বহদ্দারহাট উড়াল সেতু উদ্বোধন করা হয়েছে। মগবাজার-মালিবাগ উড়ালসেতুর নির্মাণ কাজ অচিরেই শেষ হবে। ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেল নির্মাণের কাজ চলছে। প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে দেশের ইতিহাসের বৃহত্তম নির্মাণ প্রকল্প পদ্মাসেতুর কাজ চলছে। ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করবে।
পদ্মা সেতু জিডিপি প্রবৃদ্ধিতে ১.২% হারে অবদান রাখবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। ব্যবসা-বাণিজ্যসহ শিল্প স্থাপনা বাড়বে। কর্মসংস্থান সৃষ্টি হবে। মাওয়া, শিবচর ও জাজিরাকে ঘিরে আধুনিক স্যাটেলাইট শহর গড়ে তুলব। মাদারিপুর, শরীয়তপুর ও কেরানিগঞ্জ জেগে উঠবে নতুন উদ্যমে।
আমার সরকার নবীনগর-ডিইপিজেড-চন্দ্রা সড়ক এবং ঢাকা-চট্রগ্রাম এবং জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক ৪-লেনে উন্নীত করেছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। নারায়ণগঞ্জের ৩য় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ শুরু করার উদ্যোগ নিয়েছি। অচিরেই জয়দেবপুর-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক ৪-লেনে উন্নীত করার কাজ শুরু হবে। ৪-লেন বিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতি সেতুর নির্মাণ কাজ এবং এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত ইঁং জধঢ়রফ ঞৎধহংরঃ নির্মাণের মূল কাজ শুরু হবে।
সচেতন দেশবাসী,
বিএনপি-জামাত জোট আমলে বাংলাদেশ ছিল খাদ্য ঘাটতির দেশ। আওয়ামী লীগ সরকারের আমলে দেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ২০১৪-১৫ অর্থবছরে ৩ কোটি ৮৪ লাখ ১৮ হাজার মেট্রিক টন খাদ্য-শস্য উৎপাদন হয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে চতুর্থ। আমরা এখন চাল রপ্তানি শুরু করেছি। ২০০১-এ বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসে শিক্ষার হার ৬৫ শতাংশ থেকে কমিয়ে ৪৪ শতাংশে এনেছিল। দেশের বর্তমানে শিক্ষার হার ৭১ শতাংশ।
আওয়ামী লীগ সরকার ৭ বছরে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ১৯২ কোটি বই বিতরণ করেছে। এবছরের পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩৩ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭২২ টি বই বিনামূল্যে বিতরণ করেছি। প্রাথমিক থেকে ডিগ্রী পর্যন্ত ১ কোটি ২১ লাখ ৭৮ হাজার ১২৯ জন শিক্ষার্থীকে বৃত্তি ও উপ-বৃত্তি আওতায় আনা হয়েছে। ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বি