তথ্যবিবরণী নম্বর : ৩৫৮৮
তথ্য কর্মকর্তারা রূপান্তরকর্মী
--- তথ্যমন্ত্রী
ঢাকা, ১৪ পৌষ (২৮ ডিসেম্বর) :
দেশের তথ্য কর্মকর্তাদের রূপান্তরকর্মী হিসেবে আখ্যা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল ও উদ্ভাবনী পরিকল্পনা বিষয়ে জেলা তথ্য অফিসারদের দুদিনের সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আখ্যা দেন ।
মন্ত্রী বলেন, জনমুখী উন্নয়নে গণযোগাযোগের বিকল্প নেই। উন্নয়নের সুফলভোগীদের কুসংস্কার, ধর্মান্ধতা, কূপম-ূকতা, লিঙ্গবৈষম্য থেকে মুক্ত করতে দেশের প্রতিটি জেলায় নিয়োজিত তথ্য কর্মকর্তারাই রূপান্তরের কর্মী। বুকে দেশপ্রেম আর হাতে সংবিধান নিয়ে দেশের চার মূলমন্ত্র জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সকলের মাঝে ছড়িয়ে বৈষম্যহীন সমৃদ্ধি আর সুশাসনের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে তথ্য কর্মকর্তারা, বলেন ইনু।
দেশের সামনে পাঁচটি চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবিলা, বিএনপি-জঙ্গি-রাজাকার চক্রকে ক্ষমতার বাইরে রাখা, উন্নয়নের ধারা অব্যাহত রাখা আর চার হাজার বছরের বাংলাদেশের সভ্যতা-ইতিহাসের শেকড়ের সাথে জনগণের বন্ধন দৃঢ়তর করাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর দেশব্যাপী তথ্য কর্মকর্তারা এ চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ৬৪ জেলা ও ৪ পার্বত্য উপজেলা তথ্য অফিসের প্রতিনিধিদের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন।
বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে ৬৮টি তথ্য অফিসকে দেয়া একটি করে টিভি সেট কর্মকর্তাদের হাতে তুলে দেন মন্ত্রী।
#
আকরাম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৮৪
সরকারি মাছের বাজার চালু
ঢাকা, ১৪ পৌষ (২৮ ডিসেম্বর) :
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃক আজ যাত্রাবাড়ীতে নির্মিত দেশের প্রথম স্পেশালাইজড সরকারি মাছের বাজার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এর উদ্বোধন করেন।
বিএফডিসির চেয়ারম্যান দিলদার আহমদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান মোল্লা এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মোঃ মাকসুদুল হাসান খান।
‘ঢাকা মহানগরে মৎস্য বিপণন সুবিধাদি স্থাপন প্রকল্প’ এর আওতায় নির্মিত ঢাকা মহানগর মৎস্য বিপণন সুধিধাকেন্দ্র নামক ৬ তলাবিশিষ্ট এই মাছের বাজারে মাছ ব্যবসায়ীদের সুবিধার্থে ৬১টি আড়ৎঘর, ৬১টি গদিঘর ও ৬১টি থাকার ঘর বরাদ্দ প্রদান করা হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় বিএফডিসি সড়ক ও জনপথ বিভাগের অব্যবহƒত ১৫ শতক জমি ক্রয় করে এই মৎস্যবাজার নির্মাণ করে। আর্থিক লেনদেনের সুবিধার্থে ভবনে একটি ব্যাংক ও একটি খাবার হোটেলও স্থাপন করা রয়েছে।
বর্তমান ঢাকা শহরের অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য অবতরণ, বাজারজাতকরণ ও বিপণন পদ্ধতির আধুনিকায়নই এই প্রকল্পের উদ্দেশ। কেন্দ্রটিতে স্বাস্থ্যকর পরিবেশে মৎস্য অবতরণ, বাজারজাতকরণ ও বিপণনকার্যক্রম পরিচালনা করা হবে যাতে ঢাকা মহানগরে ফরমালিনমুক্ত মাছসরবরাহ সম্ভবপর হয়।
মৎস্য ব্যবসায়ীদের নিকট থেকে বার্ষিক ৮০ লাখ টাকার ভাড়াবাবদ আয় হবে। অবশিষ্ট আড়ৎঘর ও গদিঘর বরাদ্দ প্রদান করা হলে বার্ষিক ২ কোটি টাকা ভাড়া পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রটি ৭ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবান করা হয়েছে।
মেগাসিটি ঢাকাতে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র না থাকায় খোলা আকাশের নিচে কাদামাটিতে যত্রতত্র নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছ অবতরণ ও বিপণন করা হয়। মাছ অতিপচনশীল দ্রব্য হওয়ায় দ্রুত পচে গুণগতমান নষ্ট হয়ে রাজধানীর পরিবেশ এবং জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হয়ে যায়। এই সমস্যা নিরসনকল্পে পরিবেশসম্মত উপায়ে মাছের গুণগতমান বজায় রেখে ঢাকা মহানগরে মৎস্যবিপণন ও মৎস্যব্যবসায়ীদের বিপণন সুবিধাদি নিশ্চিতকরণার্থে বিএফডিসি কর্তৃক ‘ঢাকা মহানগরে মৎস্য বিপণন সুবিধাদি স্থাপন প্রকল্প’টি বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হয়।
#
শাহ আলম/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৮৩
প্রকল্প নিয়ে গাফিলতি বরদাশ্ত করা হবে না
--- সমবায় সচিব
ঢাকা, ১৪ পৌষ (২৮ ডিসেম্বর) :
পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মাফরুহা সুলতানা একটি বাড়ি একটি খামার প্রকল্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপ্রসূত বিশেষায়িত প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রকল্প কাজে কারো কোনো গাফিলতি ও শৈথিল্য বরদাশ্ত করা হবেনা। তিনি আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীনস্ত বিভিন্ন সংস্থার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
এ সময় বিভাগ ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সচিব বলেন, মিল্কভিটার বিভিন্ন প্ল্যান্ট নির্মাণ কাজের টেন্ডার প্রক্রিয়া ধীরগতি ও সমন্বয়হীন। এ প্রক্রিয়া আরো স্বচ্ছ, গতিশীল ও জনকল্যাণমুখী করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সমবায়ীদের লাভজনক প্রতিষ্ঠান ‘মিল্কভিটা’ দেশে দুগ্ধ বিপ্লবের শুভ সূচনা করে।
#
আহসান/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৮২
নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক কর্মশালা
ঢাকা, ১৪ পৌষ (২৮ ডিসেম্বর) :
কাজের গতিশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণের পন্থা উদ্ভাবন ও চর্চার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একসেস টু ইনফরমেশন (এটুআই) এর সহযোগিতায় দুইদিনব্যাপী আয়োজিত ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক কর্মশালা আজ শেষ হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে মন্ত্রণালয়ের ৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলাম ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
#
শফিকুল/সেলিম/মোশারফ/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা