Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০১৮

তথ্যবিবরণী 08/04/2018

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১২৮
 
দিনশেষে আমরা সবাই বাঙালি
       --- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
 
ঢাকা, ২৫ চৈত্র ( ৮ এপ্রিল ) :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, এদেশে নানা মত-পথ, ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ থাকতে পারে। কিন্তু মনে রাখতে হবে দিনশেষে আমরা সবাই বাঙালি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিরন্তর সংগ্রাম ও ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে।
মন্ত্রী আজ ঢাকায় অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা ২০১৮ পুনর্মিলনী ও মঙ্গলালোক স্মরণিকার মোড়ক উন্মোচন এবং সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও অফিসার্স ক্লাব, ঢাকার সরস্বতী পূজা উদ্যাপন কমিটির সভাপতি উজ্জ¦ল বিকাশ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন খান।
#
 
ফয়সল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১১২৭
 
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৫ চৈত্র ( ৮ এপ্রিল ) :
দশম জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বিশতম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম¥দ এরশাদ, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। 
বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, দশম জাতীয় সংসদের বিশতম অধিবেশন আজ শুরু হয়ে আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৫ টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন। 
বৈঠকের শুরুতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কমিটির পক্ষ থেকে স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকলেই এই অভিনন্দন পাওয়ার যোগ্য বিশেষ করে এ অর্জন বাংলাদেশের জনগণের। তিনি বলেন, বাংলাদেশ পারে এবং কেউ বাংলাদেশকে দাবায়ে রাখতে পারবে না। 
বৈঠকে জানানো হয়, সংসদে পাসের অপেক্ষায় ১টি, কমিটিতে পরীক্ষাধীন ১১টি ও উত্থাপনের অপেক্ষায় ৪টিসহ মোট ১৬টি বিল এবং অনিষ্পন্ন ৯টি বেসরকারি বিল এ অধিবেশনে রয়েছে। এ অধিবেশনে উত্থাপনের জন্য কোন বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর জন্য ৬৩টি ও সাধারণ প্রশ্ন ১ হাজার ১৬৪টিসহ মোট ১ হাজার ২২৭টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া সিদ্ধান্ত প্রস্তাব ১০৬টি ও মনোযোগ আকষর্ণের ৩৬টি নোটিশ পাওয়া গেছে।  
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার বৈঠকের কার্যপত্র উপস্থাপন করেন। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
 
তারিক/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৮/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১২৬
 
দুর্যোগে জনগণের কাছে থেকে আন্তরিকভাবে সেবা দিতে হবে
                                                     ---ত্রাণমন্ত্রী
 
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) : 
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, দুর্যোগে জনগণের কাছে থেকে আন্তরিকভাবে সেবা দিতে হবে, মানুষের জানমাল রক্ষা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে।
 
মন্ত্রী আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে বর্ষা মৌসুমের সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদের সভাপতিত্বে সভায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল পরিচালকসহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 
 
ত্রাণমন্ত্রী বলেন, ২০১৭ সালে বাংলাদেশ ৫টি বড় ধরনের দুর্যোগ মোকাবিলা করেছে। কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতায় দুর্যোগ ক্ষয়ক্ষতি দৃশ্যমান হারে কমিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এবছর বড় ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি ও পরবর্তী সাড়াদান এবং উদ্ধার তৎপরতায় সবাইকে পূর্ব থেকেই পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে হবে। 
 
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তৎপরতা ও নির্দেশনায় বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। এ ধারাবাহিকতা সুউচ্চে উপনীত করতে একসাথে কাজ করতে মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।
 
#
ফারুক/সেলিম/ফারহানা/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮১৪ ঘন্টা 
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ১১২৫ 
 
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ২৫ চৈত্র (৮ এপ্রিল) : 
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মারি আনিক বুর্দিন (গধৎরব অহহরপশ ইড়ঁৎফরহ) আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। 
রাষ্ট্রদূত বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, দু’দেশের সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয়  ইউনিট স্থাপনের জন্য ফ্রান্সের কোম্পানি টেকনিপ (ঞবপযরহঢ়)-এর সাথে সমঝোতা স্মারকচুক্তি (গবসড়ৎধহফঁস ড়ভ টহফবৎংঃধহফরহম), লাফার্জ সিমেন্ট, ক্লিন এনার্জি, আধুনিক প্রযুক্তিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, এলএনজি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। 
প্রতিমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ফ্রান্স বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। তিনি ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে দ্রুত সমঝোতা স্মারকচুক্তি সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরো বলেন, উন্নত কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে ফ্রান্স আরো আবদান রাখতে পারে। দ্বিতীয় এ ইউনিট পরিচালনাতে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ফ্রান্স ও টেকনিপকে কাজ করতে হবে। আলোচনার মাধ্যমে অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলে উভয় দেশ উপকৃত হবে বলে প্রতিমন্ত্রী মনে করেন। 
#
আসলাম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৮/১৮০৩ ঘন্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১১২৪
 
ব্লাড ক্যন্সারে আক্রান্ত লাবণ্যর শয্যাপাশে চিফ হুইপ
ঢাকা, ২৫ চৈত্র ( ৮ এপ্রিল ) :
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার পরিচালক লাবণ্য আহমেদ দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যন্সারে আক্রান্ত। বর্তমানে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। 
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে দেখতে যান। চিফ হুইপ সেখানে কর্তব্যরত চিকিৎসকের নিকট লাবণ্য আহমেদের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কনক কান্তি বড়–য়া, প্রোভিসি মো. শরফুদ্দিন আহমেদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.আব্দুল্লাহ আল হারুন উপস্থিত ছিলেন। 
চিফ হুইপ বলেন, লাবণ্য আহমেদ জাতীয় সংসদ সচিবালয়ে আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। সংসদ সচিবালয়ে লাবণ্য তার বিনয়, আন্তরিকতাপূর্ণ ব্যবহার ও কর্মদক্ষতার জন্য সকলের কাছে অতি প্রিয়।  
উল্লেখ্য,  লাবণ্য আহমেদের পরিবারের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তার পিতা  নাসির আহমেদ একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রশিক্ষক ছিলেন।
চিফ হুইপ লাবণ্য আহমদের চিকিৎসা সুনিশ্চিত করতে কর্তব্যরত ডাক্তারদের সার্বিক সহযোগিতা এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। 
#
 
স্বপন/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৬২৮ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১১২৩
 
বোরো মৌসুমে ৯ লক্ষ মে. টন চাল এবং দেড় লক্ষ মে. টন ধান কেনার সিদ্ধান্ত
 
ঢাকা, ২৫ চৈত্র ( ৮ এপ্রিল ) :
আসন্ন বোরো মৌসুমে ৯ লাখ মে. টন চাল এরং দেড় লাখ মে. টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৬ টাকা দরে ধান এবং ৩৮ টাকা দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ২ মে থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট ২০১৮ পর্যন্ত। খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 
সভাশেষে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এবার প্রতি কেজি বোরো ধান উৎপাদনে ২৪ টাকা ও  চাল উৎপাদনে  ৩৬ টাকা খরচ হয়েছে। গতবছর ধানের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২২ টাকা এবং চালের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ৩১ টাকা। এবার ৯ লক্ষ মে. টন চালের মধ্যে ১ লক্ষ মে. টন আতপ চাল সংগ্রহ হবে। প্রতি কেজি আতপ চালের সংগ্রহমূল্য হবে ৩৭ টাকা।  
উল্লেখ্য, গতবছর ৩৪ টাকা দরে ৮ লক্ষ মে. টন চাল এবং ২৪ টাকা দরে ৭ লক্ষ মে. টন ধান সংগ্রহ করার টার্গেট নিয়ছিল সরকার। বর্তমানে খাদ্য মজুদ আছে ১২ লক্ষ ৯৮ হাজার মে. টন। এবছর বোরো চালের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯০ লক্ষ মে. টন।  
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ কমিটির সদস্যরা ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
 
#
 
সুমন/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫৩৯ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ১১২২
 
উচ্চপর্যায়ের থ্রিআর ফোরামে যোগ দিতে ভারত গেলেন শিল্পমন্ত্রী
ঢাকা, ২৫ চৈত্র ( ৮ এপ্রিল ) :
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক থ্রিআর ফোরামে যোগ দিতে আজ ভারত গেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ভারতের মধ্য প্রদেশের ব্রিলিয়ান্ট কনভেনশন সেন্টারে আগামীকাল এ ফোরামের উদ্বোধন হবে। এটি ১২ এপ্রিল পর্যন্ত চলবে।  
ভারতের গৃহায়ণ ও শহরবিষয়ক মন্ত্রণালয়, জাপানের পরিবেশ মন্ত্রণালয় এবং জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। 
অষ্টমবারের মতো আয়োজিত উচ্চপর্যায়ের এ ফারামে বিশ্বের ৪১টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এতে তারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য একবিংশ শতাব্দীতে নির্মল বায়ু, বিশুদ্ধ পানি ও ভূমিধস প্রতিরোধে পরিবেশ সংরক্ষণের অন্যতম মৌলিক ধারণা থ্রিআর প্রয়োগের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। একই সাথে তারা গতবছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত থ্রিআর সম্মেলনের অগ্রগতি পর্যালোচনা করবেন। 
ফোরামে আমির হোসেন আমু উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও বায়ুদূষণ প্রতিরোধ সম্পর্কিত একটি প্লেনারি সেশনে সভাপতিত্ব করবেন। পানিদূষণ এবং এসএমই শিল্পখাতের সবুজায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিবিষয়ক পৃথক দু’টি প্লেনারি সেশনে সম্মানিত আলোচক হিসেবে তিনি বক্তব্য রাখবেন। 
 
#
 
জলিল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১২২৩ ঘণ্টা
 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১১২১
 
জামালপুরে শেখ হাসিনা নকশিপল্লি
ঢাকা, ২৫ চৈত্র ( ৮ এপ্রিল ) :
প্রায় ৩০০ একর জমির ওপর র্নিমিত হচ্ছে শেখ হাসিনা নকশিপল্লি। জামালপুর জেলার মেলান্দহ উপজেলার  চরবানী পাকুরিয়া এবং জামালপুর  সদর উপজেলার চরপলিশা ও চন্দ্রায় এ প্রকল্প তৈরির পরিকল্পনা করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বাংলাদেশ তাঁত বোর্ড এ প্রকল্প বাস্তবায়ন করবে ।
নকশি উদ্যোক্তা এবং তাঁতিদের পুনর্বাসন, তাদের ন্যায্যমূল্যে কাঁচামাল সরবরাহ করা এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে সহায়তাকরণ,তাঁতশিল্পে দেশীয় পাটপণ্য ব্যবহার, স্থানীয় শিল্পীদের মেধাকে কাজে লাগানো, দেশীয় ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করা এবং নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদানসহ ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরিই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
প্রস্তাবিত প্রকল্পের পটভূমি হিসেবে বলা হয় বর্তমানে জামালপুর জেলা নকশিকাঁথার জন্য জাতীয়ভাবে ব্রান্ডিং করা হয়েছে। জামালপুরের নকশিকাঁথা ও হাতের কাজের বাহারি পোশাকপরিচ্ছদ সারাদেশে আগে থেকেই প্রশংসিত ছিল। বর্তমানে তা আরো উন্নত হয়ে দেশে ও দেশের বাইরে সমাদৃত হচ্ছে। জামালপুর ও শেরপুর জেলায় প্রায় ২৬১ টি তাঁতি পরিবার বসবাস করে এবং ৩০৫ টি তাঁত বিদ্যমান আছে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে নকশি ও তাঁতশিল্প আবারো তার হƒত গৌরব ফিরে পাবে। 
 
#
 
সৈকত/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/শামীম/২০১৮/১১১৫ ঘণ্টা
Todays handout (4).docx