Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জানুয়ারি ২০১৬

তথ্যবিবরণী ১৯/১/২০১৬

তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ২০৭
একনেকে ৪ হাজার ৮৩০ কোটি ৯২ লাখ টাকা ব্যয়সংবলিত ১০ প্রকল্প অনুমোদন
ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :   
        মগবাজার-মৌচাক (সমন্বিত) ফ্লাইওভার (১ম সংশোধিত) এবং   কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্প ৪ হাজার ৮৩০ কোট ৯২ লাখ টাকা ব্যয়সংবলিত মোট ১০টি  প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক ) অনুমোদন পেয়েছে। 
    প্রধানমন্ত্রী ও একনেক  চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ ঢাকায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকড়্গে একনেকের ১৮তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে একনেক সদস্যবৃন্দ, সংশিস্নষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব এবং সংশিস্নষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিববৃন্দ উপসি'ত ছিলেন।
    পরিকল্পনামন্ত্রী  আ হ ম মুসত্মফা কামাল বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রম্নতি ছিল ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা। এ স্বপ্ন অর্জনে বাংলাদেশ সফলতার দ্বারপ্রানেত্ম। বিদ্যুুৎ, যোগাযোগ, শিড়্গা, স্বাস'্যসহ সর্বড়্গেত্রে দেশে বৈপস্নবিক পরিবর্তন সূচিত হয়েছে বলে তিনি উলেস্নখ করেন। তিনি জানান, কারিগরি ও কৌশলগত কারণে মগবাজার - মৌচাক ফ্লাইওভার নির্মাণে কিছুটা বেশি সময় লাগছে। ২০১৭ সালের মধ্যে রাজধানীর এ উড়ালসেতুর  প্রকল্প বাসত্মবায়ন সম্পন্ন হবে। 
    মন্ত্রী বলেন, রাজধানীর তেজগাঁও আবাসিক এ এলাকায় ভবিষ্যতে কোনো শিল্প প্রতিষ্ঠান স'াপন করার অনুমতি প্রদান না করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। খনিজসম্পদ আহরণ বিশেষ  করে বাংলাদেশের নদীবড়্গের বালিতে মূল্যবান খনিজের উপসি'তি নির্ণয় ও অর্থনৈতিক মূল্যায়ন প্রকল্প অধিকতর কার্যকর করার লড়্গ্যে প্রকল্পটিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে সম্পৃক্ত করতে বৈঠকে নির্দেশনা প্রদান করা হয়।
    পরিকল্পনামন্ত্রী জানান, কক্সবাজারকে পূর্ব-পশ্চিমের সেতুবন্ধন হিসেবে গড়ে তুলতে এবং দেশের পর্যটনশিল্পের বিকাশে কক্সবাজার বিমানবন্দরকে আনত্মর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হচ্ছে। তিনি জানান, দেশের কারিগরি শিড়্গা বিশেষ করে বিকাশমান বস্ত্রশিল্পকে বিশ্বমানে উপনীত করার প্রচেষ্টার অংশ হিসেবে টেক্সটাইল প্রকৌশল খুবই গুরম্নত্বপূর্ণ।  এ লড়্গ্যে সরকার কাজ করছে।
    একনেক বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রকল্প হচ্ছে -বিদ্যুৎ বিভাগের ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস'া উন্নয়ন প্রকল্প, রংপুর জোন’ প্রকল্প; জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ‘বাংলাদেশের নদীবড়্গে বালিতে মূল্যবান খনিজের উপসি'তি নির্ণয় ও অর্থনৈতিক মূল্যায়ন’ প্রকল্প; শিল্প মন্ত্রণালয়ের ‘এলইডি লাইট (সিকেডি) এসেমবিস্নং পস্ন্যান্ট ইনইটিএল’ প্রকল্প; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘সুপ্রিমকোর্টের বিচারপতিগণের জন্য সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প; সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের ‘নীলফামারী-জলঢাকা সড়ক উন্নয়ন’ প্রকল্প; স্বাস'্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল স'াপন’ প্রকল্প; বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের‘মান্দা শহীদ কামরম্নজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট স'াপন’ প্রকল্প এবং পলিস্নউন্নয়ন ও সমবায় বিভাগের ‘ড়্গুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন সহায়তা (২য় পর্যায়)’ প্রকল্প।
    প্রেস ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা বিভাগের সচিব মো. সফিকুল আজম এবং পরিকল্পনা কমিশনের  সদস্যগণ উপসি'ত ছিলেন।
#
শেফায়েত/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২০৬

বাজার তদারকি  
২১ প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা

ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, মাদারীপুর, সাতক্ষীরা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও রাজবাড়ীতে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২১টি প্রতিষ্ঠানকে ৯৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় অভিযোগের ভিত্তিতে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ফায়ার ফøাইসকে ২০ হাজার টাকা, আল আমারকে ১০ হাজার টাকা এবং বিএফসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগকারীদের জরিমানার শতকরা ২৫ হিসেবে ৮ হাজার ৭৫০ টাকা প্রদান করা হয়।
    পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মাদারীপুরের কাওতলী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, সাতক্ষীরা সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, কুড়িগ্রাম সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার ৫শ’ টাকা, সুনামগঞ্জ সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শ’ টাকা এবং রাজবাড়ীর পাংশা উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ, শিল্প ও বনিক সমিতি, স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা করে। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।
#

আফরোজা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                     নম্বর :  ২০৫
১০ বাংলাদেশি প্রবাসীকে সিআইপি কার্ড প্রদান

ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :   

    দেশের অর্থনীতিতে অনাবাসী বাংলাদেশি প্রবাসীদের অবদানের স্বীকৃতিস্বরূপ  আজ ২০১৪ সালের জন্য ১০জন বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সিআইপি কার্ড প্রদান করা হয়।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি আজ ঢাকায় তাঁর মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্ড প্রদান করেন।

    সিআইপি ২০১৪ কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বাংলাদেশি প্রবাসীরা পরিবার পরিজন ছেড়ে জীবিকার সন্ধানে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান। প্রবাসী বাংলাদেশি এবং প্রবাসী কর্মীদের পরিশ্রমের মাধ্যমে উপার্জিত রেমিটেন্স দেশের অর্থনীতি এবং উন্নয়নের গতিকে সচল রাখতে সক্ষম হয়েছে। ২০১৫ সালে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ ১৫ হাজার ৩১৭ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের প্রায় ১৩ শতাংশের সমতুল্য। প্রবাসী বাংলাদেশি এবং প্রবাসী কর্মীদের এ অসামান্য অবদানের বিষয়টি সর্বজনস্বীকৃত।
    
    মন্ত্রী আরো বলেন, ২০১৪ সালের নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (অনাবাসি বাংলাদেশি) তথ্য পর্যালোচনায় দেখা যায়, সংযুক্ত আরব আমিরাত হতে ৩ জন, ওমান হতে ৩ জন এবং ইতালি হতে ৩ জন এবং বাহরাইন হতে ১ জন সিআইপি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ১০ জনের মধ্যে মোহাম্মদ কামাল পাশা, মোহাম্মদ শাহজাহান মিয়া, মোছাম্মদ সাজেদা নুর বেগম ও মোহাম্মদ শফি উদ্দিনের বাড়ী চট্টগ্রামে, মোহাম্মদ মাহতাবুর রহমান ও মোহাম্মদ অলিউর রহমানের বাড়ী সিলেটে, মোহাম্মদ ইদ্রিছ ও জাহাঙ্গীর হোসেনের বাড়ী ঢাকায়। আবুল কালামের বাড়ী কুমিল্লায় এবং ওহিদ মোল্লার বাড়ী মাদারীপুর জেলায়।
    
    মন্ত্রী নির্বাচিত সিআইপি এবং তাদের পরিবারের সদস্যদের এ অবদানের জন্য আন্তরিক অভিনন্দন জানান।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচিত হওয়ার জন্য আবেদনকারীগণ আগামী বছর ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সরাসরি তাদের আবেদন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দিতে পারবেন। প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতস্বরূপ সিআইপি কার্ড সুবিধা পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা হবে। বর্তমানে ওমান ও দুবাইয়ে টোল ফ্রি টেলিফোন লাইনের মাধ্যমে প্রবাসীকর্মীরা বিনা ফি’তে সহজে তাদের মিশনে বিভিন্নœ প্রয়োজনে টেলিফোন করতে পারছেন। আগামীতে প্রয়োজন অনুযায়ী এ সুবিধা আরো কিছু দেশে সম্প্রসারণ করা হবে।
#

জাহাঙ্গীর/আফরাজ/মিজান/জসীম/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২০৪

আইনের মাধ্যমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে
শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে
                            -- প্রবাসী কল্যাণমন্ত্রী
   
ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা সকলের নৈতিক দায়িত্ব।
    মন্ত্রী আজ ঢাকার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রজত জয়ন্তী অনুষ্ঠানে একথা বলেন।
    তিনি বলেন, এক কোটি প্রবাসী কর্মীর কল্যাণের গুরুদায়িত্ব ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সাথে পালন করতে হবে। ভবিষ্যতে কর্মীদের দ্রুততম সময়ে এবং স্বচ্ছ উপায়ে সেবা প্রদানের লক্ষ্যে বোর্ডকে অত্যন্ত আধুনিক ও ডিজিটাইজড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। প্রবাসী কল্যাণ বোর্ড আইন প্রণয়নের মাধ্যমে এ প্রতিষ্ঠানটিকে একটি শক্তিশালী  প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
    প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের জীবনমান উন্নয়নে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিভিন্ন ধরণের প্রকল্প বিশেষত প্রবাসী পল্লি, হাসপাতাল, বোর্ডের অধীনে বিশেষায়িত বিমা কোম্পানি,  প্রত্যাগত কর্মীদের কর্মসংস্থানে প্রকল্প, বিদেশ গমনের পূর্বে মেডিকেল পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টার স্থাপনসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করতে পারে।
 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক শামছুন নাহার, বায়রার সভাপতি মো. আবুল বাসার এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

জাহাঙ্গীর/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২০৩

এলজিআরডি মন্ত্রীর সাথে জার্মান প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :
    বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ (উৎ. ঞযড়সধং চৎরহু) এর নেতৃত্বে উন্নয়ন সহযোগী সংস্থা জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন এর ৬ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল আজ স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।
এসময় তাঁরা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লি¬ষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের অধীন নগর ও গ্রাম উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রাষ্ট্রদূত বলেন, জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের অধীন ৩টি প্রকল্প বাস্তবায়ন করছে। যার প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৪শ’ ৫২ কোটি ৪৭ লাখ টাকা। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় গ্রাম ও শহরের ব্রিজ কালভার্ট উন্নয়ন করা হবে। এছাড়া জলবায়ুর ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন ২টি কারিগরি সহায়তা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১শ’৩০ কোটি ১৯ লাখ টাকা। অপরদিকে, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌরসভাসমূহে নগরবাসীর সেবাপ্রাপ্তি সহজীকরণের কৌশল নির্ধারণে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছে। যার প্রাক্কলিত ব্যয় ৩১ কোটি ৫২ লাখ টাকা। রাষ্ট্রদূত এসব প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নের জন্য সংশ্লি¬ষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় সরকার মন্ত্রী জার্মান সরকার কর্তৃক গৃহীত প্রকল্পসমূহ যথাযথ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, জার্মানি বাংলাদেশের দীর্ঘ পরীক্ষিত বন্ধু। তাঁরা অতীতের ন্যায় ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে সহায়তা অব্যাহত রাখবে।
    এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন এর কান্ট্রি ডিরেক্টর টোবাইস বেকার (ঞড়নধরং ইবপশবৎ), সেক্রেটারি একহার্ড হেইন (ঊপশযধৎফ ঐবরহব), টিম লিডার মোহাম্মদ হামিদুল ইসলাম চৌধুরী (গড়যধসসধফ ঐধসরফঁষ ওংষধস ঈযড়ফিযঁৎু), সেক্টর স্পেশালিস্ট সান্ড্রা সৌরস্ দ্য সিলভা (ঝধহফৎধ ঝড়ধৎবং ফধ ঝরষাধ) এবং টেকনিক্যাল এডভাইজার রেবেকা বলস্ (জবনবপপধ ইধযষং) উপস্থিত ছিলেন।
#

শহিদুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর :  ২০২

শাহ আকবর চান্দনের  মৃত্যুতে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর শোক

ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :   

    বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীর স্বামী শাহ আকবর চান্দনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    মন্ত্রী আজ  এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

#

নাছের/আফরাজ/জসীম/রফিকুল/সেলিম/২০১৬/১৮২০ ঘণ্টা

Handout                                                                                   Number : 200

 

Ambassadors of Kuwait and Qatar call on Foreign Minister

 

Dhaka, January 19 :

 

          Newly appointed Ambassador of the State of Kuwait to Bangladesh Adel Mohammed A H Hayat called on Foreign Minister A H Mahmood Ali at the Ministry of Foreign Affairs in Dhaka today.

 

          During the call on Ambassador Adel Mohammed highly appreciated the ongoing development process in Bangladesh under the visionary leadership of Prime Minister Sheikh Hasina. He observed that the presence of globally renowned companies in Bangladesh will encourage other foreign investors to come and invest here.

 

          Foreign Minister Mahmood Ali mentioned that Bangladesh, having a pool of surplus professionals and technicians, is ready to offer their services to Kuwait, especially for its growing IT, engineering, management and accounting, banking sectors. He also stated that given the policy initiatives launched by Bangladesh government, liberal policy framework in place for favouring foreign portfolio and direct investment, the Government of Kuwait and Kuwaiti investors might find it encouraging to invest in Bangladesh’s infrastructure, power & energy, textiles, IT, real-estate, agro-processing and other areas. Mahmood Ali welcomed the recent proposal of the Government of Kuwait for employment of additional workforce from Bangladesh Armed Forces and express Bangladesh’s readiness to fulfil the demand from the brotherly government of Kuwait.

 

          After Kuwaiti Ambassador, Newly appointed Ambassador of the State of Qatar to Bangladesh Ahmed Bin Mohammed Nasser Al-Dohaimi called on Foreign Minister A H Mahmood Ali at the Ministry of Foreign Affairs.

 

          During the call on, both the Foreign Minister and the Ambassador of Qatar stressed on the need for frequent exchange of high level visits between the two countries.  In response to the query from the  Qatar Ambassador regarding prospective areas of investment in Bangladesh, Foreign Minister Mahmood Ali informed him that Qatar investors might find it encouraging to invest in Bangladesh’s power and energy sectors, fishing, agricultural research sector and biotechnology besides textiles, IT, real-estate, agro-processing and other competitive sectors.

 

          Welcoming both the Ambassadors to Bangladesh, the Foreign Minister assured them of all-out cooperation in discharging of their duties here.

#

Khaleda/Afraz/Sanjib/Selim/2016/1800 Hrs
 
তথ্যবিবরণী                                                                                              নম্বর :  ২০১

সড়ক নিরাপত্তা সম্পর্কিত কার্যক্রম মনিটরিং  কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :   

    জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৪তম সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.  মো. আনোয়ার  হোসেনের  নেতৃত্বে গঠিত সড়ক নিরাপত্তা সম্পর্কিত উপকমিটির স¦ল্পমেয়াদি সুপারিশসমূহ বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং করার জন্য বাংলাদেশ  রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র  চেয়ারম্যানের  নেতৃত্বে গঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির প্রথম সভা আজ ঢাকায় অনুষ্ঠিত হয়।

    সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নি¤œরূপ - সড়ক দুর্ঘটনারোধকল্পে গাড়িচালক, যাত্রী, পথচারী ও সড়ক ব্যবহারকারীদের সচেতন করার জন্য সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক  শ্লোগান সংবলিত স্টিকার, লিফলেট,  পোষ্টার বিতরণ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার করা; দক্ষ ও মানবিক গুণসম্পন্ন  পেশাজীবী গাড়িচালক  তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম আরো  জোরদার ও বিস্তৃত করা; সড়ক দুর্ঘটনা রোধকল্পে কমিটি কর্তৃক মহাসড়কে যানবাহনের গতিসীমা মনিটরিং করার লক্ষ্যে আকস্মিক হাইওয়ে পরিদর্শন; জাতীয় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা অপসারণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর,  জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও  জেলা পরিষদ তালিকা প্রস্তুত করবে এবং কমিটি অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম মনিটরিং করবে এবং বাস, মিনিবাসে নারী যাত্রীর হয়রানি এবং নারীর প্রতি অশালীন আচরণ রোধকল্পে মালিক ও শ্রমিক সংগঠনগুলো গাড়িচালক, সুপারভাইজার ও সহকারীদের কাউন্সেলিংয়ের জন্য সভা সমাবেশের আয়োজন করবে। কমিটি তা মনিটরিং করবে।

#

আফরাজ/জসীম/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০১৬/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৯৯

বিএফইউজে সভাপতি আলতাফ মাহমুদের শয্যাপাশে তথ্যমন্ত্রী

ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :   

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ ঢাকায় বঙ্গবন্ধু  শেখ মুজিব  মেডিকল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদকে  দেখতে যান। তথ্য সচিব মরতুজা আহমদ এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম এসময় মন্ত্রীর সাথে ছিলেন।

    আলতাফ মাহমুদ ¯œায়বিক  রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শীঘ্রই তাঁর  দেহে অস্ত্রোপচার হবে বলে জানান ¯œায়ুশৈল্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।

    তথ্যমন্ত্রী অসুস্থ আলতাফ মাহমুদের চিকিৎসার  খোঁজখবর  নেন, তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং  রোগীর শয্যাপাশে কিছু সময় কাটান। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী,  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের  কোষাধ্যক্ষ ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদক মধুসূদন মন্ডলসহ সাংবাদিক  নেতারা এসময় উপস্থিত ছিলেন।

    মন্ত্রী ও সচিব আলতাফ মাহমুদের দ্রুত সুস্থতা কামনা করেন।

#

আকরাম/আফরাজ/জসীম/সেলিম/২০১৬/১৭১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                           নম্বর :  ১৯৮

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ভারতীয় অলিম্পিক
এসোসিয়েশনের  প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :   

১২তম সাউথ এশিয়ান গেমস উপলক্ষে বাংলাদেশে সফররত ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 এসময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ সংশ্লিষ্ট ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 সাক্ষাৎকালে তাঁরা ১২তম এসএ গেমসে অংশগ্রহণের মাধ্যমে উভয় দেশের সৌহার্দ্য ও ক্রীড়া ক্ষেত্রে সমৃদ্ধি আরো বৃদ্ধি পাবে বলে মতামত ব্যক্ত করেন। আগামী ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের আসাম রাজ্যের গৌহাটি ও শিলং শহরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া আসর ১২তম এসএ গেমস অনুষ্ঠিত হবে। এসএ গেমসে বাংলাদেশের ৪৮১জন এথলেটস ২২টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে।

    ভারতীয় প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ সাইকা, ভারত সরকারের যুব বিষয়ক আন্ডার সেক্রেটারি রাকেশ কুমার ও ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের ড. এস এম বালি।

#

শফিকুল/আফরাজ/জসীম/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৯৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :
জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মোছা. মাহবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রতœা, মনোয়ারা বেগম ও রিফাত আমিন বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পারিবারিক সহিংসতা রোধে মন্ত্রণালয় ও অধীনস্থ কার্যালয়ের গৃহীত কার্যক্রম, অগ্রগতি ও সমস্যা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন কার্যালয়ের মাধ্যমে সারাদেশে ২০১৫ সালে বাল্যবিবাহ রোধ সম্পর্কে আলোচনা হয়।
সভায় শিশু একাডেমির কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে সংসদীয় কমিটি কর্তৃক কুমিল্লা শিশু একাডেমি পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে নারী নির্যাতন প্রতিরোধকল্পে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনাসাপেক্ষে পাঠ্যপুস্তকের পেছনে ‘জাতীয় টোল ফ্রি হেল্প লাইন ১০৯২১’ অন্তর্ভুক্তকরণ বিষয়ে আলোচনা হয়।
    বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

মৌমিতা/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৩৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৯৬

সরকার প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় নিয়ে আসতে কাজ করছে
                                                 -- রাশেদ খান মেনন

ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :
    বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধীরা বোঝা নয়, সম্পদ। তাদের সমাজের মূল¯্রােতে নিয়ে আসতে হবে। ইতোমধ্যে প্রতিবন্ধীরা  বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ঢাকা বধির স্কুলের ছেলেমেয়েরা পিছিয়ে নেই, তারাও লেখাপড়া, নাচ-গান-চিত্রকলাসহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা দেখিয়ে চলেছেন। সরকার প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় নিয়ে আসতে কাজ করছে। এ লক্ষ্যে দেশের শ্রবণ প্রতিবন্ধীদের প্রধান প্রতিষ্ঠান ঢাকা বধির স্কুলকে জাতীয়করণ করার প্রক্রিয়া চলছে।
    মন্ত্রী আজ ঢাকা বধির স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    মন্ত্রী বলেন, এ স্কুলটির জীর্ণদশা ছিলো, বিদ্যালয়ের যেমন হতশ্রী অবস্থা তেমনি শিক্ষকরা নিয়মিত বেতন পেতেন না। উল্লেখ্য রাশেদ খান মেনন ২০০৮ সালে এ এলাকার (ঢাকা-৮) সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর স্কুলটিকে এমপিওভূক্ত করার উদ্যোগ নেন।
     স্কুলের সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুজতবা জামান পপি, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক জিল্লুর রহমান এবং জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ।
#

মাহবুবুর/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা  

 

 

 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৯৫

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র
শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ


ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :
    শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণে শিক্ষাপ্রতিষ্ঠান (সাধারণ, মাদ্রাসা, কারিগরি ও ইংরেজি মাধ্যম) গেটে ইউনিফর্মধারী নিরাপত্তা প্রহরী মোতায়েনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
    মন্ত্রণালয় থেকে আজ জারিকৃত এক পরিপত্রে এ নির্দেশনা প্রদান করা হয়। ক্লাস চলাকালীন শিক্ষক-কর্মচারী ব্যতীত অন্যদের প্রতিষ্ঠানে অবস্থান নিয়ন্ত্রণ করার জন্য পরিপত্রে বলা হয়েছে।
    শিক্ষকদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত ভিজিলেন্স টিম গঠনের জন্যও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে নির্দেশনা দেয়া হয়েছে।
    ঢাকা মহানগরসহ অন্যান্য মহানগরী এবং জেলা সদরে স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা মানসম্মত নয় বলে পরিপত্রে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিভিন্ন সময়ে নানা কারণে সৃষ্ট নাজুক পরিস্থিতিতে স্পর্শকাতর এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠে এবং ছাত্র শিক্ষক ও অভিভাবক মহলে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়।
#

সাইফুল্লাহ/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৭৩০ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ১৯৪

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র
বাল্যবিবাহ রোধে অগ্রণী ভূমিকা পালনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান


ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :
    বাল্যবিবাহ রোধে অগ্রণী ভূমিকা পালনের জন্য স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
    মন্ত্রণালয় থেকে আজ জারিকৃত এক পরিপত্রে এ আহ্বান জানানো হয়।
    পরিপত্রে বলা হয়, বিয়ে পড়ানোর ক্ষেত্রে মসজিদের ইমাম, মোয়াজ্জিন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সম্পৃক্ত থাকতে দেখা যায়। এক্ষেত্রে পাত্রপাত্রীর বয়স আইনে নির্ধারিত বয়সের নিচে হলে সংশ্লিষ্ট পাত্রপাত্রী ও অভিভাবককে এ ধরণের বাল্যবিবাহে নিরুৎসাহিত করার জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তাদেরকে আইনে নির্ধারিত ন্যূনতম বয়স সম্পর্কে নিশ্চিত হয়েই বিয়ে পড়াতে এবং পাত্রপাত্রীর বয়স সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ ও বিয়ের রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য পরিপত্রে বলা হয়েছে।
#

সাইফুল্লাহ/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৭২৫ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৯৩

কারা সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ৬ মাঘ (১৯ জানুয়ারি) :  

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারা সপ্তাহ উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :   
    “কারা সপ্তাহ-২০১৬ উদ্যাপন উপলক্ষে আমি কারা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কারাবন্দিসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
    দীর্ঘকালের গতানুগতিক প্রথা বিলুপ্ত করে গতবছর থেকে উন্মুক্ত পরিসরে কারা সপ্তাহ উদ্যাপন করার উদ্যোগকে আমি স্বাগত জানাই। এর ফলে কারা বিভাগের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।
    দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কারাগারের অবদান অনস্বীকার্য। কারাগার একটি সংশোধনাগার হিসেবে ‘বন্দির হাতকে কর্মীর হাতে’ রূপান্তর করে থাকে। এর ফলে আটক অপরাধীদের পুনরায় অপরাধ করার প্রবণতাহ্রাস পায়।
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ৪টি কেন্দ্রীয় কারাগার, ১৩টি জেলা কারাগার এবং ৪২টি উপকারাগার নিয়ে কারা বিভাগ গঠন করেন। প

Todays handout (6).doc