তথ্যবিবরণী নম্বর : ৩৬২
পূর্বাচলকে একটি দৃষ্টান্তমূলক স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলা হবে
--- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি):
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, পূর্বাচলকে একটি দৃষ্টান্তমূলক স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলা হবে। এটি হবে একটি স্বয়ংসম্পূর্ণ শহর। সেখানে নিজস্ব পয়ঃনিষ্কাশন লাইন, বৃষ্টির পানি নিষ্কাশনের পৃথক লাইন, ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টসহ নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এ স্যাটেলাইট শহর গড়ে তুলতে স্থপতি, প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মন্ত্রী আজ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মিলনায়তনে ইনস্টিটিউটের ২১তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
গণপূর্ত মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরী বাস অযোগ্য হয়ে পড়েছে। এ দু’টি শহরের পয়ঃনিষ্কাশন ও পানি নিষ্কাশনের লাইন পৃথক না হওয়ায় পরিবেশ দূষিত হয়ে পড়েছে। এ কারণে হাতিরঝিলকে পরিকল্পিত উপায়ে সাজানো হলেও পানির দুর্গন্ধ বন্ধ করা যায়নি। পূর্বাচল দেখে অনেক বেসরকারি আবাসন মালিকেরা ঢাকা শহর থেকে দূরে আবাসিক এলাকা গড়ে তুলছে। এসব আবাসিক এলাকায় পয়ঃনিষ্কাশন ও বৃষ্টির পানি নিষ্কাশনের পৃথক লাইন থাকতে হবে। স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টসহ অন্যান্য নাগরিক সুবিধা রাখতে হবে। অন্যথায় এসব আবাসিক এলাকাকে অনুমোদন দেয়া হবে না।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউিটের সভাপতি আবু সাঈদ এম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন, সাবেক প্রধান স্থপতি আহসানুল হক খান, প্রধান স্থপতি গোলাম নাসির ও ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক কাজী এম আরিফ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয়ের জন্য আহ্বানকৃত নকশার বিজয়ী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
#
কিবরিয়া/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬১
বাংলাদেশ ফুটবল দলকে
ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর অভিনন্দন
ঢাকা, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি):
ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
বাংলাদেশ ফুটবল দলকে পাঠানো পৃথক অভিনন্দনবার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বাংলাদেশ দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে ফাইনালে আরো ভাল খেলা উপহার দিয়ে বিজয়ের গৌরব বয়ে আনার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।
#
শফিকুল/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬০
বিআইডব্লিউটিএ’র ৯টি সার্ভে জাহাজ ও ৫০টি
পন্টুন নির্মাণকাজের উদ্বোধন করলেন নৌমন্ত্রী
গজারিয়া (মুন্সিগঞ্জ), ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি):
মুন্সিগঞ্জের গজারিয়ায় বিআইডব্লিউটিএ’র জন্য ৯টি সার্ভে জাহাজ এবং ৫০টি পন্টুন নির্মাণের কাজ শুরু হয়েছে। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান আজ গজারিয়ায় থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডের ডকইয়ার্ডে নির্মাণকাজের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) মফিজুল ইসলাম, গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েতউল্লাহ খান তোতা এবং থ্রি এঙ্গেল মেরিন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নয়টি সার্ভে জাহাজ ও ৫০টি পন্টুন নির্মাণে প্রায় ৯৫ কোটি টাকা ব্যয় হবে। ২০ মাস সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করবে থ্রি এঙ্গেল মেরিন লিঃ।
সার্ভে জাহাজ ও পন্টুন নির্মাণের ফলে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন নৌপথ সার্ভে এবং যাত্রীসেবা নিশ্চিত করা আরো সহজ হবে।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হরতাল-অবরোধ দিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকা- বন্ধ করা যাবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। তিনি বলেন, জনগণের সম্পৃক্ততা না থাকলে কোনো আন্দোলন সফল হয় না। আন্দোলনের নামে ২০ দল যা করছে, সেটি সন্ত্রাসী কর্মকা- বলে তিনি উল্লেখ করেন।
#
জাহাঙ্গীর/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৯
ডব্লিউটিও সম্মেলনে বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে উন্নত
বিশ্ব থেকে সার্ভিস ওয়েভার প্রাপ্তির বিষয়টি গুরুত¦পূর্ণ
জেনেভা, ৬ ফেব্রুয়ারি :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য সার্ভিস সেক্টরে সুবিধা প্রদান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডব্লিউটিও’র ঘোষণামোতাবেক এলডিসিভুক্ত দেশগুলো উন্নত দেশগুলো থেকে সার্ভিস ওয়েভারের আওতায় প্রেফারেন্সিয়াল মার্কেট এক্সেস সুবিধা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যমআয়ের দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্্য নিয়ে কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে উন্নত বিশ্বের সার্ভিস ওয়েভার পাওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববাণিজ্য সংস্থার সদস্য এলডিসিভুক্ত দেশগুলো ডব্লিউটিও’র এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য তাগিদ দিয়ে যাচ্ছে।
মন্ত্রী গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ববাণিজ্য সংস্থার উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে একথা বলেন।
ট্রেড ইন সার্ভিস কাউন্সিলের চেয়ারপার্সনের সভাপতিত্বে উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বের স্বল্পোন্নত দেশসমূহের অনুকূলে গৃহীত সার্ভিসেস ওয়েভার সিদ্ধান্ত বা¯তবায়নের উদ্দেশ্যে দু’দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আশা করা হচ্ছে, উল্লিখিত সুবিধা বাংলাদেশের ইনফরমেশন টেকনোলজি এনাবল্ড সাভির্সেস (আইটিইএস), বিজনেস অপারেশন্স প্রসেসিং সার্ভিস, অডিটিং, একাউন্টিং, ফাইন্যান্শিয়াল সার্ভিস, হোটেল, ট্যুরিজম, ইন্ডিপেনডেন্ট প্রফেসনাল্স এবং কম্পিউটার রিলেটেড সার্ভিস সেক্টরে দ্র্রুত উন্নতি ঘটবে এবং এ সকল ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে ও লাভবান হবে।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানের অধিকাংশ বক্তা বিগত ডব্লিউটিও মিনিস্টিরিয়াল কনফারেন্স এবং ডব্লিউটিও প্রসেসের সমন্¦য়কারী নেতা হিসেবে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর এ সম্মেলনে যোগদানে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর নেতৃত্বের প্রশংসা করেন। ডব্লিউটিও’র ডেপুটি ডিরেক্টর জেনারেল বাংলাদেশের আইটিইএস এবং বিজনেস প্রমোশন্স প্রসেসিং সার্ভিসের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
সম্মেলনে অংশগ্রহণকারী মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, নরওয়ে, কানাডা, সুইজারল্যান্ড, জাপান, ইন্ডিয়া, চায়না, কোরিয়া, জ্যামাইকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কাতারের স্থায়ী প্রতিনিধিগণ এলডিসিভুক্ত দেশগুলোর জন্য সার্ভিস ওয়েভার নিশ্চিতকরণ, অর্থবহ ও কার্যকর বা¯তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এরমধ্যে মেক্সিকো, চায়না, ইন্ডিয়া, কোরিয়া, জাপান, ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল এবং অস্ট্রেলিয়া সার্ভিস ওয়েভারের বিষয়ে নিজ নিজ দেশের গৃহীত পদক্ষেপের অগ্রগতি ও অবস্থান ব্যাখ্যা করেন এবং বিশ্ববাণিজ্য সংস্থার সিদ্ধান্ত বা¯তবায়নের প্রতিশ্রুতি দেন। কানাডার প্রতিনিধি বলেন, সম্মেলনের দু’সপ্তাহের মধ্যে তাদের প্রতিশ্রুতি বা¯তবায়ন করবে। তিনি প্রতিশ্রুতি বা¯তবায়নের জন্য অন্য সদস্যদেশগুলোর প্রতিও আহ্বান জানান। সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য কাউন্সিল অভ্ ট্রেড ইন সার্ভিস-এর সভা আগামী মার্চ মাসে অনুষ্ঠানের সিদ্ধাšত গ্রহণ করা হয়। প্রতিশ্রুতি প্রদানকারী দেশগুলো এলডিসিভুক্ত দেশগুলোকে দেয়া সুবিধার নোটিশ আগামী জুলাই মাসের মধ্যে দাখিল করবে।
#
বকসী/মিজান/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৭৫৭ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৮
নাশকতাকারীদের আইনগত সহায়তা না দেয়ার আহ্বান ভূমিমন্ত্রীর
ঈশ্বরদী, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি):
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনগত সহায়তা না দেয়ার জন্য দেশের আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী আজ পাবনার ঈশ্বরদীতে নিজ বাসভবনে উপস্থিত আইনজীবী, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, যারা গাড়িতে পেট্রোলবোমা ও আগুন ধরিয়ে নিরীহ মানুষদের পুড়িয়ে হত্যা, জানমালের ব্যাপক ক্ষতিসাধনসহ নাশকতা সৃষ্টি করছে তারা কোনোভাবেই আইনগত সহায়তাপ্রাপ্তির যোগ্য নয়। তিনি সারাদেশের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির জাগ্রত জনতাকে অভিনন্দন জানিয়ে বলেন, গণতন্ত্রকে বিঘিœত করতে যারা নির্মম ও নির্দয়ভাবে দেশে নাশকতা সৃষ্টি করছে তাদেরকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়–ন। তিনি সকলপ্রকার নাশকতামূলক কাজকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে প্রতিরোধ করতে সকলের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেয়ার পরিবেশ তৈরি করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মুকুল কুমার মৈত্র, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাসসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৮
নাশকতাকারীদের আইনগত সহায়তা না দেয়ার আহ্বান ভূমিমন্ত্রীর
ঈশ্বরদী, ২৪ মাঘ (৬ ফেব্রুয়ারি):
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনগত সহায়তা না দেয়ার জন্য দেশের আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী আজ পাবনার ঈশ্বরদীতে নিজ বাসভবনে উপস্থিত আইনজীবী, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, যারা গাড়িতে পেট্রোলবোমা ও আগুন ধরিয়ে নিরীহ মানুষদের পুড়িয়ে হত্যা, জানমালের ব্যাপক ক্ষতিসাধনসহ নাশকতা সৃষ্টি করছে তারা কোনোভাবেই আইনগত সহায়তাপ্রাপ্তির যোগ্য নয়। তিনি সারাদেশের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির জাগ্রত জনতাকে অভিনন্দন জানিয়ে বলেন, গণতন্ত্রকে বিঘিœত করতে যারা নির্মম ও নির্দয়ভাবে দেশে নাশকতা সৃষ্টি করছে তাদেরকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়–ন। তিনি সকলপ্রকার নাশকতামূলক কাজকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে প্রতিরোধ করতে সকলের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেয়ার পরিবেশ তৈরি করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মুকুল কুমার মৈত্র, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাসসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা