Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মে ২০১৭

তথ্যবিবরণী ৬ মে ২০১৭

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১২৩৩

শিশু-কিশোরদের জঙ্গি ও মাদক থেকে দূরে রাখুন
                                       -- তথ্যমন্ত্রী


ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে):

শিশু-কিশোরদের জঙ্গি ও মাদক থেকে দূরে রেখে গণতন্ত্রমনা অসামপ্রদায়িক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি আজ রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে রোটারী ইন্টারন্যাশনাল, বাংলাদেশের শিশু-কিশোর সংগঠন ‘আরলি এক্ট ক্লাবে’র বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন, যেমন বীজ, তেমনই ফল। জীবনের প্রথম পাঠশালা আমাদের গৃহে যদি সনত্মানকে সুশিক্ষিত করা হয়, তাদের বন্ধুত্বের দিকেও সুদৃষ্টি দেয়া হয়, তবেই জঙ্গি ও মাদকের কবল থেকে সুরক্ষিত থেকে মুক্তমনা মানুষ হিসেবে সে বেড়ে উঠতে পারে।

রোটারীসহ এ ধরনের সংগঠনগুলোর দেশপ্রেমের মন্ত্রে কাজের প্রশংসা করে মন্ত্রী বলেন, সংগীত, নৃত্যকলাসসহ সংস্কৃতির নানা চর্চায় এদের অগ্রণী ভূমিকার মাধ্যমে আনন্দময় সমাজ নির্মাণ সম্ভব।

#

আকরাম/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৯১০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১২৩১

স্বাস'্য সেবার মান বাড়াতে পলস্নী চিকিৎসকদের এগিয়ে আসতে ভূমি মন্ত্রীর আহ্বান


ঈশ্বরদী (পাবনা), ২৩ বৈশাখ (৬ মে):

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, পলস্নী চিকিৎসকগণ ঘরে ঘরে গিয়ে মানুষের  সেবাদান করেন। সেবা গ্রহীতাগণ পলস্নী চিকিৎসকের সেবা প্রত্যাশা করেন। এজন্য মন্ত্রী স্বাস'্য সেবার মান বাড়াতে পলস্নী চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান।

আজ ঈশ্বরদী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাংলাদেশ পলস্নী চিকিৎসক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ এ কথা বলেন।

ঈশ্বরদীর ২শ’ ৫০ জন পলস্নী চিকিৎসক দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নেন।

ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য স্বাস'্যসেবা নিশ্চিত করতে সারাদেশে কমিউনিটি ক্লিনিক স'াপন করেছেন। নারী-পুরম্নষ, শিশুরা অনায়াসেই সেখান থেকে স্বাস'্য সেবা পাচ্ছেন। মন্ত্রী বলেন, পলস্নী চিকিৎসকগণ ডাক্তারদের সহায়ক হিসেবে কাজ করেন। তিনি বলেন, সনদধারী পলস্নী চিকিৎসকদের চিকিৎসা চালিয়ে যেতে সরকারের পড়্গ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। মন্ত্রী বলেন, প্রাথমিক চিকিৎসা প্রদানসহ বড় বড় জটিল রোগের সুচিকিৎসার জন্য গুরম্নত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন তারা। মন্ত্রী আরো বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লড়্গ্যে কাজ করে যাচ্ছে। প্রযুক্তি জ্ঞানসম্পন্ন আধুনিক জাতি গঠন এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে দাঁড় করাতে সরকার দেশব্যাপী উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে।


#

রেজুয়ান/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১২৩০

সাবেক সংসদ সদস্য আবদুল মতিনের জানাজা অনুষ্ঠিত

ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে):
চতুর্থ জাতীয় সংসদে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মিয়ার নামাযে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। তিনি গতকাল ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অভ্ অনার প্রদান করা হয়। এর পর  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট এট আর্মস, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে হুইপবৃন্দ এবং বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর পক্ষে আ স ম আবদুর রবসহ দলীয় নেতৃবৃন্দ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
    মরহুমের জানাজায় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম হীরা, মোঃ আব্দুর রাজ্জাক, শামসুল হক টুকুসহ সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
    এর আগে মরহুমের রাজনৈতিক কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আবদুর রব আলোকপাত করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

#

কামাল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৩৬ ঘণ্টা

 

Todays handout (3).docx