Handout Number : 19
President Putin congratulates Prime Minister Hasina
Dhaka, January 2 :
Russian President Vladimir Putin congratulated Prime Minister Sheikh Hasina on her landslide victory in the 11th Parliamentary Election held on 30 December 2018.
The Russian President in his congratulatory message appreciated Prime Minister for her efforts in strengthening friendly relations between the two countries and also expressed to work closely with Prime Minister Sheikh Hasina’s government on bilateral and international issues in the coming days.
#
Monzur/Mahmud/Sanjib/Salimuzzaman/2019/2130 Hrs
তথ্যবিবরণী নম্বর : ১৮
তথ্যবিবরণী নম্বর : ১৭
দেশের জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে
-- এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ১৯ পৌষ (২ জানুয়ারি) :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। তাই উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের গুরু দায়িত্ব নিয়ে নতুন সরকার কাজ করবে।
আজ রাজধানীর হেয়ার রোডস্থ সরকারি বাসভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হওয়া উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তর-সংস্থাসমূহের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত দশ বছরে দেশ পরিচালনার মাধ্যমে সে স্বপ্ন বাস্তবে পরিণত করার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন। বিগত দশ বছরে দেশে শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নে যে বিপ্লব সূচিত হয়েছে সে ধারাবহিকতায় ভবিষ্যতের বাংলাদেশ হবে একটি সুখী ও সমৃদ্ধ দেশ।
মন্ত্রী এ সময় কর্মকর্তাদের দেশের জনগণের স্বার্থ মাথায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সকলে মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর-সংস্থাসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।
#
জাকির/মাহমুদ/ফারহানা/পারভেজ/সেলিমুজ্জামান/২০১৯/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬
উন্নয়নের প্রতি জনগণের আস্থাই বিপুল বিজয়ের কারণ
-- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
ঢাকা, ১৯ পৌষ (২ জানুয়ারি) :
সরকারের উন্নয়ন কর্মসূচির প্রতি জনগণের আস্থাই নির্বাচনে আওয়ামী লীগকে বিপুলভাবে বিজয়ী করেছে। সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল তৃণমূল পর্যায়ের জনগণের কাছে পৌঁছে গেছে। বিভিন্ন প্রকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতাসহ নানা কর্মসূচির সুফল জনগণ ভোগ করছে। এতে তাদের জীবযাত্রার মানোন্নয়ন ঘটেছে। এ ছাড়াও বর্তমান মেয়াদে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এখন দৃশ্যমান। জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দেশের উন্নয়নের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আজ মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে সাংবাদিকদের সাথে নির্বাচন নিয়ে আলাপকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চলতি মেয়াদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ও ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি আবাসন সুবিধা শতকরা আট ভাগ থেকে ৩০ ভাগে উন্নীত করা হয়েছে। সবার জন্য আবাসন বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সারা দেশে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পরিকল্পিত আবাসিক এলাকা ও বহুতল আবাসিক ভবন নির্মাণ করছে। ঢাকা শহরে বস্তিবাসীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। ৫০০ ফ্ল্যাটের নির্মাণ কাজ শুরু হয়েছে এবং এ কর্মসূচির আওতায় ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এখানে ভাড়াভিত্তিতে বস্তিরবাসী বসবাস করতে পারবে। বর্তমানে তারা বস্তিতে যে অর্থ ব্যয় করে মানবেতর জীবন যাপন করে, তার চেয়ে কম খরচে এখানে উন্নত জীবন যাপনের সুযোগ পাবে। মধ্য ও নি¤œআয়ের জনগোষ্ঠীর জন্য উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ছয় হাজার ৬৩৬টি ফ্ল্যাট নির্মাণ করেছে, যার অধিকাংশই বিক্রি হয়ে গেছে। এখানে আরো চার হাজার ৮০০ ফ্ল্যাট নির্মাণ করা হবে। ঝিলিমিল আবাসিক এলাকায় ১৪ হাজার ৪০০টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। সবার জন্য আবাসন কর্মসূচির লক্ষ্য অর্জনেই এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময়ে মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
কিবরিয়া/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৯/১৭০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫তথ্যবিবরণী নম্বর : ১৪
নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামীকাল
ঢাকা, ১৯ পৌষ (২ জানুয়ারি) :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামীকাল
(৩ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের শপথ কক্ষে
অনুষ্ঠিত হবে।
#
তারিক/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৩
নৌপরিবহন মন্ত্রণালয় সংশ্লিষ্ট নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন
ঢাকা, ১৯ পৌষ (২ জানুয়ারি) :
সরকারের নির্বাচনি ইশতেহার ২০১৮-এ নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত অংশের বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা হয়েছে। এ ওয়ার্কিং গ্রুপ একটি ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি করবে।
অ্যাকশন প্ল্যান প্রস্তুতির ক্ষেত্রে ডেল্টা প্ল্যান ২১০০, এসডিজি বাস্তবায়ন কৌশল ২০৩০, সরকারের প্রেক্ষিত পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), অবকাঠামো উন্নয়নে বৃহৎ প্রকল্পসহ (মেগা প্রজেক্ট) সংশ্লিষ্ট দলিলগুলো পর্যালোচনা ও বিবেচনায় নেওয়া হবে।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনোজ কান্তি বড়াল ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক। ওয়ার্কিং গ্রুপের সদস্যরা হলেন : যুগ্মসচিব মোঃ রফিকুল ইসলাম খান, যুগ্মসচিব আবদুছ ছাত্তার শেখ, যুগ্মসচিব মোঃ মুহিদুল ইসলাম এবং উপ-প্রধান মোঃ উবায়দুল হক।
নৌপরিবহন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৯/১৭৩০ঘণ্টা