তথ্যবিবরণী নম্বর : ২১০০
ট্যানারি শিল্পকে শিশুশ্রম মুক্ত করতে সরকার অঙ্গীকারবদ্ধ
-- শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন):
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতিসংঘ ঘোষিত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জন করতে হলে দেশকে শিশুশ্রম মুক্ত করতে হবে। তিনি বলেন, শিশু আইন অনুযায়ী ১৪ বছরের নিচে কোন শিশুকে কর্মে নিযুক্ত করা যাবে না এবং ১৪ থেকে ১৮ বছরের নিচে কোন শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োগ দেয়া যাবে না। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে, এখনও কিছু অসাধু ব্যবসায়ী সস্তা শ্রমের কারণে শিশুদের কর্মে নিয়োগ করছে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর হাজারীবাগে ইন্সটিটিউট অভ্ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে ট্যানারি শিল্পকে শিশুশ্রম মুক্ত করতে বহুপাক্ষিক অংশগ্রহণ বিষয়ক ক্যা¤েপইন উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ট্যানারি শিল্প ঝুঁকিপূর্ণ ৩৮টি শ্রমের মধ্যে অন্যতম। এই সেক্টরে এখনও শিশু শ্রমিক রয়েছে। ট্যানারি শিল্পকে শিশু শ্রমিক মুক্ত করতে তিনি ট্যানারি মালিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই বিষয়ে সরকারের অবস্থান খুবই পরিষ্কার। তিনি মালিকদের হুঁশিয়ার করে বলেন, তারা যদি শিশুশ্রমবন্ধে ব্যবস্থা না নেন তাহলে সরকার আইন প্রয়োগে বাধ্য হবে ।
আইএলও এর আর্থিক সহযোগিতায় ইনসিডিনিস বাংলাদেশের আয়োজনে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ট্যানারি মালিক সমিতির প্রতিনিধি, ট্যানারি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, শ্রম মন্ত্রনালয়ের প্রতিনিধি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাঈদ আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মারুফ আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ডা. আমিনুল ইসলাম, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক মাসুদ রানা, ট্যানারি শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক আব্দুল মালেক, আইএলও প্রতিনিধি মনিরা সুলতানা, ট্যানারি মালিক সমিতির কোষাধ্যক্ষ মিজানুর রহমান।
#
খায়ের/আফরাজ/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৯৯
চাঁদপুরের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে
-- ত্রাণমন্ত্রী
ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, চাঁদপুরের উন্নয়নে সড়ক যোগাযোগ উন্নয়ন ও রেল যোগাযোগের আধুনিকায়ন করতে হবে। নদী ভাঙন থেকে চাঁদপুর জেলাকে রক্ষার জন্য পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। কর্মসংস্থানের জন্য কলকারখানা গড়ে তুলতে হবে।
মন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে চাঁদপুর উন্নয়ন ফোরাম আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
চাঁদপুর উন্নয়ন ফোরামের সভাপতি মো. এমরান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ, সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন, দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সালাহ্ উদ্দিন, হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আফরোজা খানম, ডাক অধিদপ্তরের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী এবং সাবেক অতিরিক্ত সচিব শহিদুল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, চাঁদপুর-মতলব-দাউদকান্দি সড়ক উন্নয়ন করা গেলে ঢাকার সাথে যোগাযোগ অনেক সহজতর হবে। ফলে চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুরসহ ব্যাপক জনগোষ্ঠী উপকৃত হবে। নিজ এলাকায় কলকারখানা স্থাপনের জন্য চাঁদপুরের বিত্তবানদের প্রতি তিনি আহ্বান জানান।
#
ফারুক/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/২০১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৯৮
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংস্কার করা হচ্ছে
ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন):
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংস্কার করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসে এ সম্মেলন কেন্দ্রে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্টের ৯ম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন উপলক্ষে কেন্দ্রটির আধুনিকায়ন ও এর স্থায়িত্ব বাড়াতে এ সংস্কার কাজ করা হচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক কোঅপারেশন এ সংস্কার কাজ করবে।
এ বিষয়ে আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও চীনের মধ্যে এক কার্যবিবরণী স্বাক্ষর করা হয়। গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্স কাউন্সেলর লি গুয়ানজুন (খর এঁধহলঁহ) নিজ নিজ দেশের পক্ষে কার্যবিবরণীতে স্বাক্ষর করেন।
কার্যবিবরণী অনুযায়ী এ বছরের ১৭ জুলাই সংস্কার কাজ শুরু হবে এবং ৩১ অক্টোবর তা শেষ হবে। এ সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৬ কোটি ২৫ লাখ টাকা (৩ কোটি ৭০ লাখ আরএমবি)।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরী, এস এম আরিফ উর রহমান, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#
কিবরিয়া/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৯৭
ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন):
দশম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২২তম বৈঠক আজ কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, নাহিম রাজ্জাক, এ এম নাঈমুর রহমান, মো. মাহবুব আলী, মো. নূরুল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে এসপিসিপিডি প্রকল্পের যুব উন্নয়ন সাব-কমিটির আহবায়ক বেগম সানজিদা খানম, সদস্য শিরীন আখতার, ফকরুল ইমাম এবং ফরহাদ হোসেন যোগদান করেন। যুব উন্নয়ন সাব-কমিটির বাংলাদেশ এসোসিয়েশন অভ্ পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (ইঅচচউ) কার্যক্রম কমিটির সদস্য ফকরুল ইমাম উপস্থাপন করেন ।
বৈঠকে অতি অল্প সময়ে বিকেএসপির ইন্ডোর হ্যাঙ্গার সিস্টেম নষ্ট হওয়া, ভাল খেলোয়াড় কম বের হওয়ার কারণ এবং বিকেএসপিকে আধুনিকায়ন করাসহ সার্বিক কার্যক্রমের ওপর স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ১নং সাবকমিটির প্রতিবেদন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
যুব উন্নয়ন সাব-কমিটি ইঅচচউ এর উপস্থাপিত তথ্যের আলোকে বিস্তারিত বিষয়ে কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা করার সুপারিশ করা হয়।
বৈঠকে বিকেএসপির ছাত্রাবাসের প্রয়োজনীয় সংস্কার, বিকেএসপিতে জনপ্রিয় খেলাগুলোর আসন সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বিকেএসপির ইন্ডোর হ্যাঙ্গারের অবশিষ্ট কাজগুলো সঠিকভাবে বুঝে নেয়ার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক, বিকেএসপির মহাপরিচালক, এসপিসিপিডির প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয় এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
এমাদুল/আফরাজ/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৯৬
৬ বছরে দুর্যোগজনিত ক্ষতি সাড়ে ১৮ হাজার কোটি টাকা
-- পরিকল্পনা মন্ত্রী
ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন):
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল। পরিবেশ বিপর্যয়ের জন্য শিল্পোন্নত দেশগুলো সিংহভাগ দায়ী থাকলেও সবচেয়ে ক্ষতির দায় আমাদেরকে বহন করতে হবে। পরিবেশ বিপর্যয়ের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অপরিহার্য। তিনি বলেন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৩ সে.মি. বৃদ্ধি পেলে উপকূলের বিস্তীর্ণ এলাকা সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে ।
মন্ত্রী আজ ঢাকায় এনইসি মিলনায়তনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক জনজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব কর্মসূচির আওতায় সম্পাদিত বাংলাদেশ ডিজাস্টার-রিলেটেড স্ট্যাটিসটিকস ২০১৫ শীর্ষক রিপোর্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, নানা দুর্যোগজনিত কারণে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৮ হাজার ৪ শত ২৫ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। আমাদেরকে ভাবতে হবে কিভাবে বিপর্যয় মোকাবিলা করা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ ও বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ফলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমে আসবে।
পরিসংখ্যান ব্যুরো পরিচালিত জরিপ অনুযায়ী দেশের দুর্যোগপ্রবণ এলাকায় খানা সংখ্যা ৪৩ লাখ ৬১ হাজার ২৬১টি এবং দুর্যোগপ্রবণ এলাকার খানার প্রধান ঘর ৭০ দশমিক ৩১ ভাগ কাঁচা, ১৭ দশমিক ৪৪ ভাগ আধাপাকা এবং ১ দশমিক ৯৫ ভাগ ঝুঁপড়ি। দুর্যোগের ধরন অনুযায়ী খানায় প্রভাব দখো যায়। খরায় রাজশাহী বভিাগ ১ম এবং রংপুর বভিাগ ২য় স্থান,ে বন্যায় সলিটে বভিাগ ১ম এবং ঢাকা বভিাগ ২য়, জলমগ্নতায় খুলনা বভিাগ ১ম এবং চট্টগ্রাম বভিাগ ২য়, ঘূর্ণিঝড়ে বরশিাল বভিাগ ১ম এবং চট্টগ্রাম বভিাগ ২য়, টর্নেডোতে রংপুর বভিাগ ১ম এবং রাজশাহী বভিাগ ২য়, জলোচ্ছ্বাসে বরশিাল ও চট্টগ্রাম বভিাগ যথাক্রমে ১ম ও ২য়, বজ্রপাত ও বজ্রঝড়ে (কালবশৈাখী ও আশ্বনিী ঝড়সহ) সলিটে ও রংপুর বভিাগ যথাক্রমে ১ম এবং ২য়, ভূমধিসে চট্টগ্রাম ও সলিটে বভিাগ যথাক্রমে ১ম এবং ২য়, লবণাক্ততায় খুলনা ও চট্টগ্রাম বভিাগ যথাক্রমে ১ম এবং ২য়, শলিাবৃষ্টতিে ঢাকা ও রংপুর বভিাগ যথাক্রমে ১ম এবং ২য়, অন্যান্য দুর্যোগ যমেন- কুয়াশা, শত্যৈপ্রবাহ, পোকামাকড়রে আক্রমণ প্রভৃততিে রাজশাহী ও চট্টগ্রাম বভিাগ যথাক্রমে ১ম এবং ২য় অবস্থানে রয়েছে।
২০০৯-২০১৪ খ্র.ি সময়কালে অর্থাৎ ছয় বছরে দুর্যোগপ্রবণ এলাকার খানার শতকরা ৫৬ ভাগ খানা একবার, শতকরা ২৭ ভাগ খানা ২ বার, শতকরা ১৭ ভাগ খানা তনি বা ততোধকিবার দুর্যোগে আক্রান্ত হয়ছেলি।
#
শেফায়েত/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৯৫
বেতারের আঞ্চলিক কেন্দ্রসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স¦াক্ষর
ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন):
বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়ার সাথে আজ ঢাকায় বেতার সদর দপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রসমূহের প্রধানদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অহহঁধষ চবৎভড়ৎসধহপব অমৎববসবহঃ-অচঅ) স¦াক্ষরিত হয়।
এ উপলক্ষে বাংলাদেশ বেতার সদর দপ্তরের সম্মেলন কক্ষে এপিএ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মহাপরিচালক, উপমহাপরিচালক (অনুষ্ঠান), উপমহাপরিচালক (বার্তা) এবং প্রধান প্রকৌশলীসহ বেতারের বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র ইউনিট ও দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন।
#
হক/আফরাজ/মোশাররফ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮০৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৯৪
ভূমকিম্প পরবর্তী উদ্ধার তৎপরতা দ্রুততর করার প্রস্তুতি নচ্ছিে সরকার
-- ত্রাণমন্ত্রী
ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসনে চৌধুরী মায়া, বীরবক্রিম বলছেনে, ভূমকিম্প পরবর্তী উদ্ধার তৎপরতা দ্রুততর করার প্রস্তুতি নচ্ছিে সরকার। কারণ গবষেণায় দখো গছেে ভূমকিম্প পরবর্তী উদ্ধার তৎপরতায় যে দশে যত দ্রুত উদ্ধার কাজ শুরু করতে পরেছেে তাদরে জানমালরে ক্ষয়ক্ষতি তত কম হয়ছে।ে এর জন্য সামাজকি সচতেনতা, প্রশক্ষিতি স্বচ্ছোসবেক তিৈর, আধুনকি যন্ত্রপাতি ক্রয়, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় নবিড়িকরণ এবং ক্রান্তকিালে বভিন্নি মন্ত্রণালয়রে দায়ত্বি নিির্দষ্টকরণের কাজ করছে সরকার।
মন্ত্রী আজ রাজধানীর হোটলে অবকাশে ‘ভূমকিম্প প্রস্তুতি ও সচতেনতা বৃদ্ধতিে করণীয়’ শীর্ষক দনিব্যাপী জাতীয় কর্মশালায় প্রধান অতথিরি বক্তৃতা করনে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচবি মো. শাহ্ কামালরে সভাপতত্বিে র্কমশালায় ঢাকা উত্তর সটিি করপোরশেনরে ময়ের আনসিুল হক, প্রফসের জামলিুর রজো চৗেধুরী, প্রফসের মো. নজরুল ইসলাম, প্রফসের ড. মহেদেী আহমদে আনসারী, ড. এ এস এম মাকসুদ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধদিপ্তররে মহাপরচিালক রয়িাজ আহমদে, ফায়ার র্সাভসি ও সভিলি ডফিন্সে অধদিপ্তররে মহাপরচিালক ব্রগিডেয়িার জনোরলে আলী হোসনে উপস্থতি ছলিনে।
মন্ত্রী বলনে, সপিপিরি অধীনে ৩০ হাজার নগর স্বচ্ছোসবেককে প্রশক্ষিণ দয়িে ফায়ার র্সাভর্সি বভিাগে সংযুক্ত করা হয়ছে।ে কস্তিু আইনে প্রাকৃতকি দুর্যোগ মোকাবলিার জন্য আলাদা প্রশক্ষিতি বাহনিী গঠনরে কথা বলা হয়ছে।ে এর জন্য কাজ করা হচ্ছ।ে শীঘ্রই এ বাহনিী গঠন করা হব।ে এ বাহনিী গঠন করতে গয়িে আমলাতান্ত্রকি জটলিতা পরহিার করে দশেরে স্বার্থে দ্রুত সময়ে এর অনুমোদন দলিে কাজটি সহজতর হব।ে
মন্ত্রী বলনে, ভূমকিম্প পরবর্তী ধ্বংসস্তুপ অপসারণ ব্যবস্থাপনা নীতমিালা ও ভূমকিম্পরে কারণে মৃতদহে ব্যবস্থাপনা নীতমিালা শীঘ্রই চূড়ান্ত করা হব।ে আধুনকি যন্ত্রপাতি সংগ্রহরে বষিয়ে মন্ত্রী বলনে, সরকার ইতোমধ্যে ৭৯ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয় করে সংশ্লষ্টি বভিাগে সরবরাহ করছে,ে আরো ১০০ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয় করা হচ্ছ।ে
কর্মশালায় বক্তারা বল্ডিংি ডজিাইনকারী র্কতৃপক্ষ ও সমাপনী সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষকে বল্ডিংি কোড না মানার যে কোনো অনয়িমরে জন্য জবাবদহিতিার আওতায় আনার সুপারশি করনে। তারা বলনে, ভূমকিম্প পরবর্তী উদ্ধার তৎপরতার সুবধিার জন্য অঞ্চলভত্তিকি উন্মুক্ত স্থান রাখতে হব।ে
রাজউকরে চহ্নিতি ৩২১টি ভবন ভাঙা নয়িে রাজউক ও সটিি করপোরশেনরে দায়ত্বি এড়ানোর প্রবণতায় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করনে। তনিি বলনে, দায়ত্বিপ্রাপ্ত ব্যক্তি ও প্রতষ্ঠিানকে দায়ত্বি নয়িে কাজ করতে হব।ে ওয়ার্ডভত্তিকি সক্রয়ি স্বচ্ছোসবেক বাহনিী থাকতে হব।ে গণমাধ্যমরে সহযোগতিা ব্যতীত জনসচতেনতার কাজ কাক্সিক্ষত পর্যায়ে নয়ো সম্ভব নয় বলে তনিি মন্তব্য করনে।
#
ফারুক/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৭৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৯৩
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রম আজ শুরু
ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন):
এবছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের মধ্য থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদের কোর্সে ৬ লাখ ৫ হাজার ৬০৬ জন ভর্তি হতে পারবে। এরমধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে দেশের ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ৬৪টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং ১টি ভিটিটিআই-এর দুই শিফটে মোট ৫৭ হাজার ৭৮০ জন ভর্তি হবে। আজ সরকারি ১১৪টি প্রতিষ্ঠানে অনলাইন ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। মূল মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম আজ থেকেই শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। একাধিক ধাপে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির তারিখ ০২-২৪ জুলাই। সরকারি এসব প্রতিষ্ঠানের ৫৭ হাজার ৭৮০টি শূন্য আসনের বিপরীতে ১ লাখ ৬৫ হাজার ১৭৭ জন অনলাইনে ভর্তির আবেদন করেছে। এরমধ্যে ১ম শিফটে ৩২ হাজার ৩৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯৯ হাজার ৭১৮টি এবং ২য় শিফটে ২৫ হাজার ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬৫ হাজার ৪৫৯ টি। আবেদন করার শেষ তারিখ ছিল ২০ জুন। গত বছর দুই শিফটে আসন সংখ্যা ছিল ৩১ হাজার ৫৬০টি। এবার আসন সংখ্যা বাড়ানো হয়েছে ২৬ হাজার ২২০টি।
বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভর্তির আবেদন গ্রহণ এখনো চলছে। শেষ তারিখ ৩০ জুন এবং ফল প্রকাশ করা হবে ১ জুলাই।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে অনলাইন ভর্তির ফল প্রকাশ করেন। মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ল্যাপটপে দুইজন শিক্ষার্থীর ট্র্যাকিং নম্বর এন্ট্রি করে তাদের ভর্তির ফল প্রকাশ করেন।
অনুষ্ঠানে এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, শিক্ষা মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব (কারিগরি) অশোক কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন, ড. মোল্লা জালাল উদ্দিন, মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা, নায়েমের মহাপরিচালক প্রফেসর মো. হামিদুল হক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত। কারিগরি শিক্ষা অগ্রাধিকারের অগ্রাধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম পাথেয় হলো আধুনিক জ্ঞান-প্রযুক্তিতে দক্ষ নতুন প্রজন্ম গড়ে তোলা। দেশের বিপুল জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করার মূল পথ হলো কারিগরি শিক্ষা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ শিক্ষায় এনরোলমেন্ট ক্রমান্বয়ে বাড়িয়ে ২০২০ সালে ২০ শতাংশ এবং ২০৩০ সালে ৩০ শতাংশ করতে হবে। ২০০৯ সালে এ শিক্ষার এনরোলমেন্ট ছিল ১ দশমিক ২ শতাংশ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশ। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষার অবকাঠামো, জনবল, শিক্ষাক্রম, শিক্ষক প্রশিক্ষণ, ক্লাসরুম, যন্ত্রপাতিসহ ল্যাব সুবিধাসহ প্রয়োজনীয় সবকিছু ঢেলে সাজাচ্ছে। আগামী দিনে কারিগরি শিক্ষাই হবে শিক্ষার মূল ধারা। কারিগরি শিক্ষা গ্রহণ করে কেউ বেকার থাকে না মন্তব্য করে তিনি শিক্ষায় অধিক হারে ভর্তি হওয়ার আহ্বান জানান।
#
ঢালী/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৯২
বিকল্প বিরোধ নিষ্পত্তি সফলতা বয়ে আনবে
-- শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন):
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, শ্রম আদালতের বিচার ব্যবস্থায় বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, মামলাজট নিরসন এবং দ্রুততম সময়ে বিচারকার্য সম্পন্ন করার জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া কার্যকর সফলতা বয়ে আনবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীতে বিলস্ সেমিনার হলে বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ লেবার স্টাডিজ-বিলস্ আয়োজিত ‘শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রম বিচার ব্যবস্থা : বিদ্যমান অবস্থা ও করণীয়’ শীর্ষক সুপারিশমালা চূড়ান্তকরণ সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইনের আওতায় শ্রম বিচারকার্যে কোন মামলার শুনানি গ্রহণের আগেই শ্রমিক মালিক উভয় পক্ষের সদস্যদের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করলে কার্যকর ফল পাওয়া যাবে। এতে শ্রমিকের হয়রানি কিছুটা লাঘব হবে, শ্রমিক তার প্রাপ্য পাওনা সহজেই বুঝে পাবে, মামলাজট কমবে, এতে শ্রম আদালতের প্রতি আস্থা আরো বৃদ্ধি পাবে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইনে বিচারকার্যের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে ৬০ দিন। নানা কারণে বিচারকার্য সম্পন্ন হতে বিলম্ব হয়। বিলম্ব হলেও তা কতদিন সেটা নির্দিষ্ট করতে হবে। তিনি বলেন, বিচারকার্য দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য শ্রম আইনের কিছু ধারাও সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী আদালতের বিচারক ও সদস্যগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় উপস্থাপিত সুপারিশমালায় জানানো হয়, অধিকার বঞ্চিত শ্রমিকের শেষ আশ্রয় হচ্ছে শ্রম আদালত, দেশে মোট ৭ টি শ্রম আদালত রয়েছে, যা প্রতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সবমিলে ৬ কোটিরও বেশি শ্রমিকের জন্য একবারেই অপ্রতুল। শ্রমঘন এলাকায় আরো শ্রম আদালত স্থাপনের তাগিদ দেয়া হয়।
সুপারিশমালায় শ্রম আদলতের ক্ষমতা বৃদ্ধি ও অধিকার গতিশীল করার লক্ষ্যে আইন ভঙ্গের জন্য শাস্তির পরিমাণ বৃদ্ধি ও বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে শাস্তির মেয়াদের সামঞ্জস্য বিধান করে শ্রম আইনের সংশোধন, শ্রম আদালতকে সুপ্রিম কোর্টের অধীনে সরাসরি বিচার বিভাগের আওতায় নিয়ে আসা এবং শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে রিট দায়েরের পরিবর্তে সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল দায়েরের বিধান রাখার সুপারিশ করা হয়।
এছাড়া শ্রম আদালতের চেয়ারম্যানকে জেলা জজের সমপদমর্যাদার সুযোগসুবিধা প্রদান ও চেয়ারম্যানসহ সদস্যদের শ্রম আইন বিষয়ক বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সুপারিশমালা উপস্থাপন করেন বিল্স এর এডভোকেসি অফিসার নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিলস্ -এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বিলস্ এর চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাফরুল হাসান এবং শ্রম আদালতের সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. আব্দুল মান্নান বক্তব্য রাখেন।
#
আকতারুল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৯১
২ লাখ পিস ইয়াবা আটক
ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন):
কোস্টগার্ডের সাঙ্গু স্টেশন গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন গহীরার দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকার নূর হোসেনের পরিত্যক্ত বাড়িতে তল্লাশি করা হয়। বাড়ির একটি ঘরে দুইটি ব্যাগ পাওয়া যায়, ব্যাগের ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয়।
আটককৃত ইয়াবার মূল্য প্রায় ১০ কোটি টাকা। আটককৃত ইয়াবা যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
#
শামীম/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭২৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২০৯০
জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের কর্মশালায় শিক্ষামন্ত্রী
ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন):
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের প্রতি নজর দেয়ার জন্য শিক্ষক অভিভাবকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে কিশোর-কিশোরী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের কর্মশালায় বক্তৃতায়
এ আহ্বান জানান।
প্রকল্পভুক্ত ঢাকা মহানগর, বরিশাল মহানগর, পটুয়াখালী ও বরগুনা জেলার ৩০০ স্কুলের প্রধান শিক্ষক এবং ৫০টি মাদ্রাসার সুপারিনটেনডেন্টদের অংশগ্রহণে প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ কর্মশালার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে ডাচ চার্জ দ্য এফেয়াস মার্টিন ভন হগস্ট্রাটেন (গধৎঃরহব ঠধহ ঐড়ড়মংঃৎধঃবহ), জাতিসংঘ সংস্থা ইউএনএফপিএ’র প্রতিনিধি আর্জেনটিনা মেটাবেল পিচচ্নি (অৎমবহঃরহধ গধঃধাবষ চরপপরহ) এবং প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনও বক্তৃতা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে বিগত কয়েক বছরে নারীশিক্ষা প্রসারে সরকারের বিভিন্ন কর্মসূচির ফলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ছাত্রীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হয়েছে।
জনাব নাহিদ বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার একঘেয়েমি কাটানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডসহ সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে সরকারের পক্ষ থেকে সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানের খেলাধুলা অবকাঠামো এবং সহশিক্ষা কার্যক্রমের পারফরমেন্স বিবেচনা করা হয়ে থাকে।
জনাব নাহিদ বলেন, কিশোর-কিশোরী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সময়ে তাদের প্রয়োজনীয় পরামর্শ দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে সাইকোলজিস্ট নিয়োগের কথা চিন্তাভাবনা করা হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক প্রফেশনাল সাইকোলজিস্ট না পাওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদানপূর্বক উক্ত দায়িত্ব দেয়ার কথা বলেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন জেনারেশন ব্রেক থ্রু প্রকল্প নাজুক বয়সের ছাত্রছাত্রীদের কাউন্সিলিংয়ে শিক্ষকদের দক্ষ করে তুলতে ভূমিকা রাখবে বলে শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ডাচ সরকারের ১৮ কোটি টাকা অর্থায়নে প্ল্যান বাংলাদেশ ও জাতিসংঘ সংস্থা ইউএনএফপিএ এর সহায়তায় জেনারেশন ব্রেক থ্রু প্রকল্প ২০১৪ সাল থেকে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে কাজ করে যাচ্ছে। প্রকল্পভুক্ত ৩৫০টি স্কুল ও মাদ্রাসার ১৪ শত শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষিত এসব শিক্ষক আগামী ২ বছরে তাদের ছাত্রছাত্রীদের নির্ধারিত বিষয়ের ওপর ২৬টি ক্লাশ নেবেন। উক্ত ক্লাশ কার্যক্রম ও প্রকল্পের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধানদের অবহিত করতে আজকের এ কর্মশালার আয়োজন করা হয়।
#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর ঃ ২০৮৯
সবুজ শিল্প সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেলেন শিল্পমন্ত্রী
ঢাকা, ১২ আষাঢ় (২৬ জুন):
চতুর্থ সুবজ শিল্প সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি গত রাতে কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ২৮ থেকে ৩০ জুন কোরিয়ার উলসানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার উলসান মেট্রোপলিটন সিটি, কোরিয়া সরকারের বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়, কোরিয়ান আন্তর্জাতিক সহায়তা সংস্থা এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
এবারের সম্মেলনে ‘টেকসই শহরের জন্য সবুজ শিল্প’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা হবে।
শিল্পমন্ত্রী ১ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
#
জলিল/আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৬২২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর ঃ ২০৮৮
মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১২ আষাঢ়(২৬ জুন):
জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী