তথ্যবিবরণী নম্বর : ২৮৯৭
ডিএনসিসি’র অস'ায়ী জবাইখানার স'ান নির্ধারণ
ঢাকা, ২৪শে ভাদ্র (৮ই সেপ্টেম্বর) :
আসন্ন ঈদুল আজহা উপলড়্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) অস'ায়ী জবাইখানার স'ান নির্দিষ্ট করে দিয়েছে। স'ানগুলো নিম্নরূপ:
ডিএনসিসি-অঞ্চল-১, ওয়ার্ড নং-১ ঃ সেক্টর-৯, রোড-৩ এ মসজিদ সংলগ্ন স'ান; সেক্টর-১২ এর কল্যাণ সমিতির অফিসের সামনে; সেক্টর-১০, এসটিএসের পাশে খোলা জায়গা; সেক্টর-৮, রোড- ১ এর মাঝামাঝি এবং সেক্টর-৪ পার্কের পাশে।
ওয়ার্ড নং-১৭- অলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠ জোয়ার সাহারা); কুড়িল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সামনের মাঠ; জগন্নাথপুর আজিজ সড়ক সোসাইটি মাঠ; কুড়াতলী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠ এবং খিলড়্গেত সরকার বাড়ী কেন্দ্রীয় জামে সমজিদ সংলগ্ন মাঠ, ঢাকা।
ডিএনসিসি -অঞ্চল-২, ওয়ার্ড নং-২- খলিলুর রহমান স্কুল মাঠ, ১২-প, উত্তর কালশী, পলস্নবী, মিরপুর, ঢাকা; বাংলাদেশ আদর্শ বিদ্যা নিকেতন মাঠ, ১২-ত, পলস্নবী, মিরপুর, ঢাকা; বাইতুল নুর জামে মসজিদ সংলগ্ন নতুন রাসত্মা, ১২-বি, পলস্নবী, মিরপুর, ঢাকা; ৯ ও ১৯ নম্বর রোডের পার্ক, ১২-সি, পলস্নবী, মিরপুর, ঢাকা; শহীদবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ১২-ডি, পলস্নবী, মিরপুর, ঢাকা; শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজ হতে বাইতুল আজমত মসজিদ এর সামনে দিয়ে ১২/ডি ১৪ নম্বর রোড পর্যনত্ম এবং ১২/ই বস্নকের ৩৩ নম্বর রোডের পার্ক, ১২-ডি ও ই বস্নক, পলস্নবী, মিরপুর, ঢাকা; সাগুফতা হাউজিংয়ের মাঠ, কলমীলতা।
ওয়ার্ড নং-৩- ১০-এ/ লেন-১০; ১০-সি,/লেন-৪, বেলতলা; এভিনিউ-৫, সেকশন-১১; উদয়ন স্কুলের সামনে ১০-ডি; ১০-বি/লেন-৭, শানিত্ম উদ্যান।
ওয়ার্ড নং-৪- ১৪ নম্বর সেকশন, জামেউল উলুম মাদ্রাসার ক্রস রোড ও মাঠ; ১৩/বি, ক্রস রোড; ১৩/সি, হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের ক্রস রোড; পূর্ব বাইশটেকী, হমান নগর রোড; পশ্চিম বাইশটেকী আয়না বিবি মসজিদ রোড।
ওয়ার্ড নং-৫- সেকশন-১১, বস্নক-এ, নান্নু মার্কেট; সেকশন-১১, বস্নক- ই, এভিনিউ-৮, (লালমাটি টেম্পু স্ট্যান্ড মোড়) ; সেকশন-১১, বস্নক-ই, আদর্শনগর উন্মুক্ত স'ান; সেকশন-১১, বস্নক-এ/ই, এভিনিউ-৪ সড়ক; সেকশন-১১, বস্নক-বি, এভিনিউ-৬ সড়ক।
ওয়ার্ড নং-৬- সেকশন-০৭, মধ্যরাসত্মা; সেকশন-০৬, সি বস্নক, মিল্ক ভিটা সমিতির সামনে; আলব্দী ঈদগাহ মাঠ, সেকশন-১২; পলস্নবী এম, আই, মডেল স্কুলের সামনে; রূপনগর টিনসেড ১৬নং রোড এর সামনে, মিরপুর।
ওয়ার্ড নং-৮- মিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, মিরপুর-০১, থানা-শাহআলী, মিরপুর-০১, ঢাকা; চিড়িয়াখানা রোডস' ঈদগাহ মাঠ, জি বস্নক, মিরপুর-০১, থানা-শাহআলী; মিরপুর-০১, ঢাকা-১২১৬; বি, সি, আই, সি স্টাফ কোয়ার্টার মাঠ; নবাবের বাগ মধ্য পাড়া; চিড়িয়াখানা রোডের ঢাল সেতু হোমসের সামনে।
ওয়ার্ড নং-১৫- বাইতুল মোয়ালস্না জামে মসজিদ মাঠ; দেওয়ান বাড়ী প্রদান সড়ক; মাটিকাঁটা বাজার প্রদান সড়ক; সালাউদ্দীন স'ান হইতে আমতলা প্রদান সড়ক মানিকদী এবং বারনটেক প্রধান সড়ক
ডিএনসিসি -অঞ্চল-৩, ওয়ার্ড নং-১৮- কালাচাঁদপুর বালুর মাঠ; কালাচাঁদপুর দাখিল মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণ; কালাচাঁদপুর পশ্চিমপাড়া মাঠ; শাহজাদপুর বাঁশতলা সংলগ্ন খালি জায়গা এবং সোহরাওয়ার্দী এভিনিউ সংলগ্ন পস্নট।
ওয়ার্ড নং-১৯- বনানী চেয়ারম্যান বাড়ী খেলার মাঠ; সড়ক নং-১৩ ও ১৫ সংলগ্ন খেলার মাঠ; বনানী ২৭ নং সড়ক সংলগ্ন রাজউক খেলার মাঠ; গুলশান সেন্ট্রাল পার্ক; বনানী লেক পার্ক; গুলশান এভিনিউ এর উত্তর দিকে ওয়াসার পানির পাম্প সংলগ্ন মাঠ; কড়াইল উত্তর পলস্নী বন্ধু হোসাইন মোঃ এরশাদ স্কুল মাঠ; বিটিসিএল স্যাটেলাইট এর পশ্চিম পার্শ্বের রোড এবং গুলশান-১ সুটিং ক্লাবের সামনে খালি জায়গা।
ওয়ার্ড নং-২০- মহাখালী পস্নাজার সামনের জায়গা।(রসূলবাগ এলাকা); আমতলী স্টাফ ওয়েল ফেয়ার স্কুল মাঠ।(রেজিস্ট্রি অফিস হতে ইস্রাফিল ভাইয়ের বাড়ী); শাহজাহান ভাইয়ের বাড়ীর সামনের মাঠ।(দড়্গিণপাড়া মসজিদ এলাকা হতে নামা পাড়া পর্যনত্ম); ৭তলা মাঠে। (ভঁইয়াপাড়া দড়্গিণপাড়া পূর্ব এলাকা); ঘোড়ার ঘর মাঠে ৭তলা। (আই.পি.এইচ এলাকা ও পি.ডবিস্নউ.ডি); পশু হাসপাতালের ভেতর মাঠ; ব্রাক সংলগ্ন সড়ক; ক্যান্সার মসজিদের সামনে খোলা জায়গা; পূর্ব জ বস্নক সোসাইটি মাঠ; মহাখালী টি এন্ড টি কলোনি এলাকা মাঠ; ব্যাংক এশিয়া সড়ক এবং সি এন্ড বি এলাকার খালি জায়গা।
ওয়ার্ড নং-২১- বাড্ডা বালুর মাঠ হাইস্কুল সংলগ্ন মাঠ; মেরম্নল বাড্ডা বাঁশের দোকান সংলগ্ন খালি জায়গা; উত্তর বাড্ডা গোপীপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা এবং উত্তর বাড্ডা সিদ্দিকিয়া জামে মসজিদ, মাদ্রাসা ও এতিম খানা সংলগ্ন খালি জায়গা।
ওয়ার্ড নং-২২- বনশ্রী এলাকার প্রধান সড়ক সংলগ্ন খালি জায়গা; বনশ্রী প্রধান সড়কের পূর্ব পাশের খালি জায়গা; বিটিভি ভবন সংলগ্ন এলাকার খালি জায়গা এবং মহানগর প্রজেক্ট খালি জায়গা।
ওয়ার্ড নং-২৩- খিলগাঁও তালতলা নির্মাণাধীন কবরস'ান এর খেলার মাঠ; দারম্নলউলুম মাদ্রাসা ও এতিমখানা মাঠ; মালিবাগ জামে মসজিদ সংলগ্ন খোলা মাঠ; নুরম্নল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ এবং হাজীপাড়া।
ওয়ার্ড নং-২৪-দীপিকা মসজিদ সংলগ্ন স'ানে; মধ্য বেগুন বাড়ী মসজিদ প্রাঙ্গণ; উত্তর বেগুনবাড়ী বায়তুল আজিম জামে মসজিদ প্রাঙ্গণ। (সিদ্দিক মাস্টার মোড়); উত্তর বেগুনবাড়ী বউ বাজার; দড়্গিণ কুনিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ; হ্যাপি হোমস্ জামে মসজিদ প্রাঙ্গণ; বাবলী জামে মসজিদ প্রাঙ্গণ; শানিত্ম নিকেতন রহমান কিন্ডার গার্ডেন; সেন্ট্রাল প্রেস স্টাফ কোর্য়াটার মসজিদ প্রাঙ্গণ; পি.ডবিস্নউ.ডি স্টাফ কোয়ার্টার মসজিদ প্রাঙ্গণ এবং বি.জি প্রেস স্টাফ কোয়ার্টার।
ওয়ার্ড নং-২৫- শাহীনবাগ সিভিল এভিয়েশন কলোনির সামনের সড়কের অংশবিশেষ; নাখালপাড়া ছাপড়া মসজিদের সামনের সড়কের অংশবিশেষ; পূর্ব নাখালপাড়া হোসেন আলী স্কুল এর সামনের অংশ এবং নাখালপাড়া সমিতি বাজার সংলগ্ন মেইন রোড
ওয়ার্ড নং-৩৫- আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের সামনের খালি জায়গা; ইস্পাহানি স্কুল এন্ড কলেজ সংলগ্ন ওয়াকফ অফিসের সামনের খালি জায়গা; বাংলা মটরের মূল সড়কের চৌরাসত্মা সংলগ্ন খালি জায়গা এবং টঙ্গী ডাইভারশন সড়ক সংলগ্ন মসজিদের সামনে খালি জায়গা।
ওয়ার্ড নং-৩৬- মধুবাগ খেলার মাঠ সংলগ্ন কাঁচা বাজারের পাশে কিছু খালি জায়গা; মগবাজার টিএন্ডটি খেলার মাঠ সংলগ্ন খালি জায়গা এবং কাউন্সিলর কার্যালয় সংলগ্ন।
ডিএনসিসি -অঞ্চল-৪, ওয়ার্ড নং-৯- এস এ খালেক সিটির সামনে খোলা জায়গা-বাগবাড়ী; মৎস্য বাংলা মোড় বাগবাড়ী; হরিরামপুর মাদ্রাসা মোড়-হরিরামপুর; গোলারটেক মাঠের পুর্ব পার্শ্ব-গোলারটেক এবং দিয়াবাড়ী বটতোলা-দিয়াবাড়ী।
ওয়ার্ড নং-১০- লালকুঠি বড়মসজিদ, মাজার রোড, মিরপুর, ঢাকা; বুদ্ধিজীবী শহিদ মিনার মেইনগেট রোড, মিরপুর, ঢাকা; ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, ২য় কলোনি, মিরপুর, ঢাকা; গৈদারটেক জামে মসজিদ, গৈদারটেক, গাবতলী, মিরপুর, ঢাকা এবং দারম্নস সালাম রেডিও কলোনি।
ওয়ার্ড নং-১১- পাইকপাড়া শাহসাহেব নগর জামে মসজিদ প্রাঙ্গণ, মধ্যপাইকপাড়া, মিরপুর, ঢাকা; কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠ, কল্যাণপুর, মিরপুর,ঢাকা; মহাম্মদীবাদ ইসলামিয়া মাদ্রাসা মাঠ, মধ্যপাইকপাড়া, মিরপুর, ঢাকা; সরকারি ডি-টাইপ কলোনি স্টাফ কোয়ার্টার মাঠ, পাইকপাড়া, মিরপুর, ঢাকা এবং রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ, দড়্গিণ পাইকপাড়া, মিরপুর, ঢাকা।
ওয়ার্ড নং-১২-দাউদ খান মসজিদ সংলগ্ন আহম্মদনগর, মিরপুর,ঢাকা; দড়্গিণ বিশিল বায়তুল মামুন জামে মসজিদ সংলগ্ন রাসত্মা, মিরপুর,ঢাকা; টোলারবাগ খানকা মুসরিয়া মসজিদ ্ও মাদ্রাসার মধ্যে সংলগ্ন মাঠ, মিরপুর, ঢাকা; জনতা হাউজিং ১৫৭ নং হোল্ডিং এর পাশের খালি পস্নট, মিরপুর, ঢাকা; কল্ওয়ালাপাড়া, ৩ নং রোড আমানত শাহ হাসপাতাল সংলগ্ন রাসত্মা, মিরপুর,ঢাকা; আল মদিনা রোড, আহম্মদনগর, মিরপুর,ঢাকা; ছলিমুদ্দিন মার্কেট, আহম্মদনগর, দারম্নস ইসলাম জামে মসজিদ এর উত্তর পাশের মাঠ; শাহ আলী বাগ কম্বাইন্ড স্কুল সংলগ্ন রাসত্মা, মিরপুর, ঢাকা; ওয়াক- আপ স্টাফ কোয়ার্টার মাঠ, মিরপুর, ঢাকা এবং পাইকপাড়া স্টাফ কোয়ার্টার মাঠ, মিরপুর, ঢাকা।
ওয়ার্ড নং-১৩-১৫/১/এ মনিপুর বয়েজ স্কুলের পশ্চিম পাশে (৬০ ফিট), মিরপুর,ঢাকা; ২৫৯ পশ্চিম মনিপুর মোলস্নাপাড়া গলি, ৬০ ফিট রাসত্মার সংলগ্ন, মিরপুর, ঢাকা; ৭২৮/১ মনিপুর ছিদ্দিকিয়া মাদ্রাসার পূর্ব পাশ (৬০ ফিট), মিরপুর, ঢাকা; ৩৬০ উত্তর পীরেরবাগ ছাপড়া মসজিদের পূর্ব পাশে কবরস'ান (৬০ ফিট) এবং ২২০/৬/এ দড়্গিণ পীরেরবাগ, আমতলা বাজার এর পূর্ব পাশের গলিতে (৬০ ফিটসংলগ্ন )।
ওয়ার্ড নং-১৪- পশ্চিম শ্েওড়াপাড়া বেগম রোকেয়া সরণি সংলগ্ন অগ্রণী ব্যাংকের গলি, মিরপুর, ঢাকা; পূর্ব শেওড়াপাড়া মনিপুর স্কুলের উত্তর পূর্ব কোনার মাঠ, মিরপুর, ঢাকা; পূর্ব কাজীপাড়া প্রিন্স এর গ্যারেজের মাঠ, মিরপুর,ঢাকা; পূর্ব সেনপাড়া আমতলা ঈদগাহ মাঠের দড়্গিন পূর্ব কোনায়; পশ্চিম সেনপাড়া বাউন্ডারী রোডের পার্শ্বে, মিরপুর, ঢাকা; ইব্রাহীমপুর সৃজনী সড়ক (ভিতরের গলস্নী ), ঢাকা; ইব্রাহীমপুর আলী আহম্মেদ রোড, (ভিতরের গলস্নী ), ঢাকা; ইব্রাহীমপুর হার্টস লাইন রোড (ভিতরের গলস্নী ), ঢাকা; ইব্রাহীমপুর প্রাইমারি স্কুল মাঠ বা সামনের রাসত্মা, ঢাকা; উত্তর কাফরম্নল স্কুল মাঠ বা সামনের রাসত্মা, ঢাকা; পশ্চিম কাফরম্নল হালিম ফাউন্ডেশন স্কুল বা সামনের রাসত্মা, ঢাকা; দড়্গিণ কাফরম্নল বড় বাড়ী সড়ক, ঢাকা এবং ইব্রাহীমপুর ১৪ নং বাউন্ডারী রোড, ঢাকা ।
ডিএনসিসি -অঞ্চল-৫, ওয়ার্ড নং-২৬-রাজা মিয়ার গলির মধ্যে খালি জায়গা ,১২৫, তেজকুনী পাড়া; তেজকুনী পাড়া খালেক সরণী ৫৮/২, তেজকুনী পাড়া; তেজগাঁও বিজয় সরণী ফ্লাইওভারের নীচে খালি জায়গা; ১০, পূর্ব তেজতুরী বাজার গলির শেষ মাথা রনি ভাইদের বাড়ীর পার্শ্বে খালি জায়গা; ৩ নং গার্ডের রোড, পলাশ ভাইদের বাড়ীর পার্শ্বের খালি জায়গা
ওয়ার্ড নং-২৭-৬ নং গলি ১৪২/৩ নং হোল্ডিং মনিপুরী পাড়া; রনদা ফার্মেসির নিকট ৪৭ এর গলি পশ্চিম রাজা বাজার; আমতলা পূর্ব রাজা বাজার ২৯ নং এর গলি; পূর্ব রাজা বাজার ৬০ নং হোল্ডিং; ৪৩/এফ, পশ্চিম রাজা বাজার শেরেবাংলা নগর, ঢাকা।
ওয়ার্ড নং-২৮- হিন্দোল সরকারি কলোসি মাঠ; কলেস্নাল সরকারি কলোসি মাঠ; শতদল সরকারি কলোনি মাঠ; নিউ ডি টাইপ অফিসার্স কোয়ার্টার মাঠ এবং বিজ্ঞান জাদুঘর সংলগ্ন মাঠ।
ওয়ার্ড নং-২৯- কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা মাঠ); জান্নাতবাগ মাঠ (বিজলী মহলস্না); চাঁদের হাট খেলার মাঠ (জহুরী মহলস্না); তাজমহল রোড খেলার মাঠ ও ঈদগাহ (তাজমহল রোড পূর্ব) এবং বঙ্গবন্ধু সরকারী প্রাথমিক বিদ্যালয় (নবোদয়) মাঠ, ঢাকা।
ওয়ার্ড নং-৩০-বায়তুল আমান হাউজিং ১নং রোড (বাগান বিলাশের সামনের জায়গা); বায়তুল আমান হাউজিং ২নং রোড (কাউন্সিলর অফিস সংলগ্ন স'ান); ঢাকা হাউজিং (মসজিদ সংলগ্ন স'ান); পিসি কালচার হাউজিং সোসাইট ১২ নং রোড (বস্নক-খ) পশ্চিমাংশ; মনসুরাবাদ হাউজিং সোসাইটি (মসজিদ সংলগ্ন স'ান), ঢাকা।
ওয়ার্ড নং-৩১-ঈদগাহ মাঠ, শের শাহ শুরি রোড, মোহাম্মাদপুর; সলিমুলস্নাহ রোড, মোহাম্মাদপুর; শহীদ পার্ক মাঠ, শহীদ পার্ক মসজিদ সংলগ্ন, মোহাম্মাদপুর; জাকির হোসেন রোড মাঠ, মোহাম্মাদপুর; সোনালী মাঠ, নুর জাহান রোড, মোহাম্মাদপুর, ঢাকা।
ওয়ার্ড নং-৩২-স্বপ্ননীড় অফিসার্স কোয়ার্টার বস্নক-বি, লালমাটিয়া; ইকবাল রোড টাইগার মাঠ; ১১/১২/কে পিসি কালচার শ্যামলী; ১৩সি/৫সি বাবর রোড এবং ২১/১ খিলজী রোড, ঢাকা।
ওয়ার্ড নং-৩৩- জাপান গার্ডেন সিটি; মোহাম্মদীয়া হাউজিং; রহিম বেপারীর ঘাট, কাটাসুর; ঢাকা উদ্যান এবং বসিলা, ঢাকা।
ওয়ার্ড নং-৩৪-দুর্গা মন্দির গলির পশ্চিম প্রানত্মর জাফরাবাদ এর জায়গা; রায়ের বাজার পৌর মার্কেট পার্কিংয়ের স'ান; আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ; মোহাম্মদীয়া আলিয়া মাদ্রাসার মাঠ এবং নিরিবিলি প্রজেক্ট জাফরাবাদের সামনের স'ান, ঢাকা।
#
মনজুর/মাহমুদ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৯৬
মা ও শিশু স্বাস'্য উন্নয়নে বাংলাদেশের সাফল্যের আরেকটি স্বীকৃতি
কলম্বো (শ্রীলংকা), ৮ই সেপ্টেম্বর :
মা ও নবজাতকের ধনুষ্টংকার প্রতিরোধে সাফল্যের জন্য বাংলাদেশকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করেছে বিশ্ব স্বাস'্য সংস'া। শ্রীলংকার রাজধানী কলম্বোর বিশ্ব স্বাস'্য সংস'ার আঞ্চলিক কার্যালয়ে সংস'ার মহাপরিচালক ড. মার্গারেট চ্যান-এর হাত থেকে গত মঙ্গলবার এই সম্মাননা সনদ গ্রহণ করেন বাংলাদেশের স্বাস'্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। আঞ্চলিক পরিচালক ড. পুনমড়্গেত্র পাল সিং এ সময় উপসি'ত ছিলেন।
বিশ্ব স্বাস'্য সংস'ার মহাপরিচালক এ সময় মা ও শিশু স্বাস'্য উন্নয়নে এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্যের জন্য স্বাস'্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
স্বাস'্য প্রতিমন্ত্রী সম্মেলনের অধিবেশনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং পাঁচটি অধিবেশনে সভাপতিত্ব করেন। বিশ্ব স্বাস'্য সংস'ার দড়্গিণ-পূর্ব এশীয় অঞ্চলের ৬৯তম সম্মেলনে সংস'ার মহাসচিব ড. মার্গারেট চ্যান ও দড়্গিণ-পূর্ব এশীয় আঞ্চলিক পরিচালক ড. পুনমড়্গেত্র পাল সিং এবং ১১টি সদস্য দেশের স্বাস'্য মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস'্য কর্মীগণ সম্মেলনে যোগদান করেন। পাঁচ দিনব্যাপী এই সম্মেলন ৫ সেপ্টেম্বর শ্রীলংকার রাজধানী কলম্বোতে শুরম্ন হয়।
সম্মেলনে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, টেকসই উন্নয়ন লড়্গ্যমাত্রা (ঝউএ) ও সার্বজনীন স্বাস'্যসেবা প্রদান বিষয়ে মন্ত্রী পর্যায়ের দু’টি সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস'্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক অংশ নিয়ে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে বাংলাদেশের গৃহীত পদড়্গেপসমূহ তুলে ধরেন। এ বিষয়ে তিনি মানুষের মাঝে স্বাস'্যকর খাদ্যাভাস, শারীরিক পরিশ্রম, দুচিনত্মামুক্ত থাকার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরম্নত্বারোপ করেন। তিনি আরো উলেস্নখ করেন, টেকসই উন্নয়নে স্বাস'্য বিষয়ক লড়্গ্যসমূহ অর্জন করতে না পারলে সার্বজনীন স্বাস'্য সুরড়্গা প্রদান সম্ভব হবে না। এ জন্য সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে স্বাস'্যসেবা প্রদান করতে হবে। বাংলাদেশের উত্থাপিত প্রসত্মাবসমূহ সম্মেলনে সাদরে গৃহীত হয়।
শ্রীলংকার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা (গধরঃযৎরঢ়ধষধ ঝরৎরংবহধ <যঃঃঢ়ং://বহ.রিশরঢ়বফরধ.ড়ৎম/রিশর/গধরঃযৎরঢ়ধষধথঝরৎরংবহধ>) সম্মেলনে অংশগ্রহণকারী মন্ত্রীবর্গের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। তিনি বাংলাদেশ সরকারের স্বাস'্যখাতে সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে শ্রীলংকায় ঔষধ রপ্তানির উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
#
পরীড়্গিৎ/মাহমুদ/সেলিম/নবী/সেলিমুজ্জামান/২০১৬/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৯৫
টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে
-- তারানা হালিম
ঢাকা, ২৪শে ভাদ্র (৮ই সেপ্টেম্বর):
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, টেলিটকের নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে ৬১০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিত করা সম্ভভ হবে। এছাড়াও তিন হাজার কোটি টাকার আরেকটি প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেটি অনুমোদিত হলে ইউনিয়ন ও গ্রাম পর্যায় পর্যন্ত থ্রিজি সেবা চালু করা যাবে।
তিনি আজ ঢাকায় গুলশানে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, টেলিটকের নতুন অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে নেটওয়ার্ক সম্প্রসারণ ও লোকবল বৃদ্ধির মাধ্যমে টেলিটককে বাজার প্রতিযোগিতায় সক্ষম করে তোলা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেটওয়ার্ক। কারণ গ্রামে-গঞ্জে নেটওয়ার্ক না পেলে গ্রাহকরা বাধ্য হয়ে অন্য অপারেটরের সিম ব্যবহার করবে। গ্রাহকদের টেলিটকের সিম ব্যবহারে আগ্রহ রয়েছে জানিয়ে তারানা হালিম বলেন, ২০১৮ সালের মধ্যে নেটওয়ার্ক পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে টেলিটক বাজারে প্রতিযোগিতা করতে পারবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দু’টি ডেটা কার্ড, ৯ টাকায় ৫০ এমবি এবং ১৯ টাকায় ১২৫ এমবি এর উদ্বোধন করেন। এছাড়া তিনি ঈদুল আজহা উপলক্ষে ৫০ টাকায় এক জিবি ইন্টারনেট ১ মাসের মেয়াদসহ চালুর জন্য টেলিটকের কর্মকর্তাদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আহমেদসহ টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
এনায়েত/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৯৪
কলেজ শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়ন
ঢাকা, ২৪শে ভাদ্র (৮ই সেপ্টেম্বর):
শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বিশ্ববদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বাস্তবায়িতব্য ঈড়ষষবমব ঊফঁপধঃরড়হ উবাবষড়ঢ়সবহঃ চৎড়লবপঃ (ঈঊউচ) শীর্ষক প্রকল্পে বিশ্বব্যাংক ১০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে। আজ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ বিষয়ে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা অফিসের অপঃরহম ঈড়ঁহঃৎু উরৎবপঃড়ৎ ড. জাহিদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্পটির কার্যকাল হচ্ছে জুলাই ২০১৬ থেকে জুন ২০২১ পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭শ’ কলেজ অধ্যক্ষ ও ১৬ হাজার শিক্ষককে প্রশিক্ষণদান এবং কলেজগুলোর শিক্ষাদানের সক্ষমতা বৃদ্ধি এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, ইউজিসি’র সদস্য প্রফেসর ড. এম. শাহনেওয়াজ আলী, বিশ্বব্যাংকের অপঃরহম ঈড়ঁহঃৎু উরৎবপঃড়ৎ জাহিদ হোসেন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম।
#
ফয়জুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৯৩
অ্যাকটিভ এজিং বিষয়ে জনগণকে সচেতন করতে হবে
-- চিফ হুইপ
হ্যানয় (ভিয়েতনাম), ২৪শে ভাদ্র (৮ই সেপ্টেম্বর):
‘অ্যাকটিভ এজিং সোসাইটি’ সৃষ্টিতে সংসদ সদস্যগণের ভূমিকা অপরিসীম। ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠিত ইকোনমিক ইমপ্লিকেশন অভ্ এজিং কনফারেন্সে ‘জড়ষব ড়ভ চধৎষরধসবহঃধৎরধহং ভড়ৎ পৎবধঃরহম ধপঃরাব ধমবরহম ংড়পরবঃু’ শীর্ষক সকালের সেশনে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ আজ একথা বলেন ।
তিনি বলেন, সংসদ সদস্যদের উচিত তাদের নির্বাচনী এলাকার জনগণের নিকট অ্যাকটিভ এজিং ইস্যু নিয়ে কথা বলা এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিসহ তাদেরকে উৎসাহিত করা। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সরকার অ্যাকটিভ এজিং সোসাইটির বিষয়ে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। অ্যাকটিভ এজিং সমাজের একটি অতীব গুরুত্বপূর্ণ উপাদান। সংসদ সদস্যরা এটিকে আরো সুন্দর ও টেকসই করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন ।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম¦র জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল ভিয়েতনামের হ্যানয়ে অনুষ্ঠেয় ‘ঐবষঢ়অমব জবমরড়হধষ ঈড়হভবৎবহপব ধহফ ১ংঃ ঝঃধহফরহম ঈড়সসরঃঃবব গববঃরহম ড়হ অপঃরাব অমবরহম’ এ অংশগ্রহণের জন্য ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য বেগম ফজিলাতুন্নেসা, জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব ও প্রকল্প পরিচালক (এসপিসিপিডি) এম এ কামাল বিল্লাহ, চিফ হুইপের একান্ত সচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী এ সফরে চিফ হুইপের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
#
এমাদুল/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৯২
জাপানি মন্ত্রীর সাথে রাশেদ খান মেননের বৈঠক
টোকিও (জাপান), ২৪শে ভাদ্র (৮ই সেপ্টেম্বর):
জাপান সফররত বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আজ জাপানের খধহফ ওহভৎধংঃৎঁপঃঁৎব, ঞৎধহংঢ়ড়ৎঃ ্ ঞড়ঁৎরংস (গখওঞ) মন্ত্রণালয়ের মন্ত্রী কবররপযর ওংযরর এর সাথে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে জাপান-বাংলাদেশের মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরো দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। দু’পক্ষ বিমানবন্দর নির্মাণ, ব্যবস্থাপনা, বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ও পর্যটন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। জাপানের মন্ত্রী এক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান দ্বারা বাংলাদেশকে সহযোগিতা করবেন বলে জানান। এছাড়া তিনি সম্ভাব্য সকল সুযোগ কাজে লাগিয়ে জাপানি কয়েকটি বিমান পরিবহণ সংস্থার মাধ্যমে টোকিও-ঢাকা ফ্লাইট চালুর ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী ও জাইকা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কড়ংযরশধধি বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্পে ও আন্তর্জাতিকমানের বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে জাইকা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উল্লেখ করেন।
এছাড়া জাইকা সদর দপ্তরে অনুষ্ঠিত জাপানের বিভিন্ন কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকটারিং এবং সাপ্লাই সেক্টরের কোম্পানির ১০০ জন প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে মন্ত্রী রাশেদ খানন মেনন যোগদান করেন। সেমিনারে বাংলাদেশের বিমানবন্দরসমূহে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিমানবন্দরসমূহে নিরাপত্তামূলক ব্যবস্থা, বিদেশি নাগরিক এবং ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদান বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ উপস্থাপন করা হয়। এতে প্রতিনিধিগণ সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ ভ্রমণে ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য জাইকা’র সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। জাপান বাংলাদেশে আরো নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে।
#
নাসির/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৯১
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শুভেচ্ছা
ঢাকা, ২৪শে ভাদ্র (৮ই সেপ্টেম্বর) :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি দেশবাসী ও বিদেশে বসবাসরত এবং কর্মরত প্রবাসী কর্মীসহ চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান ত্যাগ আর কোরবানির মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে। ঈদুল আজহায় প্রিয় বস্তুকে মহান আল্লাহর উদ্দেশে উৎসর্গের মাধ্যমে তার সন্তষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আ.) স্থাপন করেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়। ঈদুল আজহার শিক্ষা ও আদর্শ আমাদের প্রাত্যহিক জীবনে অনুসরণ করা উচিত বলে প্রবাসী কল্যাণ মন্ত্রী মনে করেন। তিনি দেশবাসী ও বিদেশে কর্মরত প্রবাসী কর্মীদের কল্যাণ কামনা করেন।
#
জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৬/১৭১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৯০
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর
ঢাকা, ২৪শে ভাদ্র (৮ই সেপ্টেম্বর) :
আগামী ২১শে সেপ্টেস্বর থেকে ২ই অক্টোবর পর্যন্ত আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে। সফরকারী আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে তিনটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবে। এছাড়া আগামী ৯ই অক্টোবর থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ইয়েমেন, শ্রীলংকা ও ভুটানে ৯টি দেশের অংশগ্রহণে আইএইচএফ ট্রফি চ্যাম্পিয়নশিপ ২০১৬।
দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিতব্য এই ক্রিকেট সিরিজ এবং আইএইচএফ ট্রফি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্ত আন্তঃমন্ত্রণালয় সভা আজ যুব ও ক্রীড়া সচিব কাজী আখতারউদ্দিন আহমেদের সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশে অবস্থানকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ব্যাংকিং উইং, অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
শফিকুল/নুসরাত/সাহেলা/আলী/রফিকুল/কামাল/২০১৬/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৮৯
জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে
ঈদুল আজহা নামাজের সময়সূচি
ঢাকা, ২৪শে ভাদ্র (৮ই সেপ্টেম্বর) :
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আগামী ১৩ই সেপ্টেম্বর মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাআত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে উক্ত জামাআত সকাল ৮.৩০মি.বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাআত অনুষ্ঠিত হবে। প্রথম জামাআত সকাল ৭টায়, দ্বিতীয় জামাআত সকাল ৮টায়, তৃতীয় জামাআত সকাল ৯টায়, চতুর্থ জামাআত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাআত সকাল ১০.৪৫মি. অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মুসল্লিদের সুবিধার্থে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যাপ্ত পানি ও নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
#
নিজাম/নুসরাত/সাহেলা/আলী/রফিকুল/কামাল/২০১৬/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৮৮
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৪শে ভাদ্র (৮ই সেপ্টেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ ঢাকায় শিক্ষাভবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর কর্মকর্তাদের সাথে বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরির্দশন, স্কুল-কলেজ জাতীয়করণ, এমপিওভুক্তি, নিয়োগ-বদলি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন, উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের নামে কতিপয় কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির কারণে শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য ম্লান হবে, এটা কখনো মেনে নেয়া যায় না।
তিনি বলেন, জাতি গঠনের মহান দায়িত্বে নিয়োজিত শিক্ষকদের প্রয়োজনীয় সেবা প্রদান মাউশির দায়িত্ব। সর্বত্র শিক্ষকগণ তাঁদের নিজ অফিস মাউশিতে নিগৃহীত ও নির্যাতিত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। তিনি আরো বলেন, শিক্ষকগণ যাতে সম্মানের সাথে তাঁদের প্রয়োজনীয় সেবা পেতে পারেন মাউশি’র সে ভাবমূর্তি গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করতে হবে। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে। মাউশিতে শিক্ষা ও শিক্ষকবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।
মাউশি’র মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
সাইফুল্ল