Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ৫ই অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩১৪০

থাই উপপ্রধানমন্ত্রীর সাথে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক
ব্যাংকক (থাইল্যান্ড), ৫ই অক্টোবর:
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্দে পলক আজ ব্যাংককে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী এসিএম প্রাজিন জানটং (অঈগ চৎধলরহ ঔঁহঃড়হম)- এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত করতে থাইল্যান্ডের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী পলক। বৈঠক শেষে ই-গভার্ননেন্স, সাইবার নিরাপত্তা ও আইটি শিল্পের উন্নয়নে একসাথে কাজ করতে থাইল্যান্ডের মিনিস্ট্রি অভ্ ডিজিটাল ইকোনমি এন্ড সোসাইটি এবং বাংলাদেশের আইসিটি ডিভিশনের মধ্যে এক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। 
    থাই উপপ্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকৈর পর প্রতিমন্ত্রী পলক  শ্রীলংকার সায়েন্স, টেকনোলজি এন্ড সায়েন্স বিষয়ক মন্ত্রী সুশীল প্রেমাজয়ান্ত (ঝঁংরষ চৎবসধলধুুধহঃযধ), ভিয়েতনামের আইসিটি মন্ত্রী  রুডলফো সালালিমা (জড়ফড়ষভড় ঝধষধষরসধ) এবং ইউএনএসকাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথেও পৃথক পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। 
    ইউএনএসকাপের আন্ডার সেক্রেটারির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে আন্ডার সেক্রেটারি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও  অর্থনৈতিক অগ্রগতি সাধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রসংশা করেন। এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের পরবর্তী বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে বলে উক্ত বৈঠকেই সিদ্ধান্ত গৃহীত হয়। 
    এর আগে গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইউএনএসকাপ ও ইন্টারনেট সোসাইটি কর্তৃক আয়োজিত ওহঃবৎহবঃ ড়ভ ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃু রহ ঃযব অংরধ-চধপরভরপ শীর্ষক এক উচ্চ পর্যায়ের ফোরামে বাংলাদেশকে আগামী এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যন নির্বাচিত করা হয়। 
    উক্ত দ্বিপাক্ষিক বৈঠকসমূহে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ইউএনএসকাপে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল বারি। 
    উল্লেখ্য, বিগত ৩ তারিখে প্রতিমন্ত্রী পলক এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ইন্টারনেট এন্ড ডেভেলপমেন্ট ডায়ালগ এবং ইউএন-এসকাপ কমিটি অন আইসিটি, সায়েন্স, টেকনোলজি এন্ড ইনোভেশন-এর প্রথম বৈঠকে যোগ দিতে বাংলাদেশ ত্যাগ করেন। আগামী ৬ অক্টোবর তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। 
#
নাছের/আফরাজ/মাহমুদ/জসীম/রেজাউল/২০১৬/২১১৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩১৩৯

স্পিকারের  সাথে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ঢাকা, ২০শে আশ্বিন (৫ই অক্টোবর):
    স্পিকার ড. শিরীন শারমিন চোধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সাথে নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে আন্তার্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের ৭ সদস্যের প্রতিনিধিদল আজ স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করেন। 
    প্রতিনিধিদলে মাহবুব উদ্দিন আহমেদ (বীরবিক্রম), মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, রোকেয়া প্রাচী, নজরুল ইসলাম ও জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
          প্রতিনিধিদল যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে জাতীয় সংসদে সিদ্ধান্ত প্রস্তাব গৃহীত হওয়ায় স্পিকার ও ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানান এবং তাঁদের  নিকট  ধন্যবাদজ্ঞাপন পত্র হস্তান্তর করেন।

#

কামাল/আফরাজ/জসীম/রেজাউল/২০১৬/১৯৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৩৮

নয়াদিলিস্নতে ভারতের প্রতিমন্ত্রীর সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বৈঠক

নয়াদিলিস্ন (ভারত), ৫ই অক্টোবর : 

    আজ ভারতের নয়াদিলিস্নতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দ্বিপাড়্গিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের পড়্গে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ এবং ভারতের পড়্গে নেতৃত্ব দেন ভারতের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।  

    সভায় ত্রিপুরা থেকে গ্যাস আমদানি, মিয়ানমার হতে গ্যাস আমদানিতে চারদেশীয় কনসোর্টিয়াম গঠন, ভারত  থেকে এলএনজি, আর-এলএনজি ও এলপিজি আমদানি, বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি ক্রয়-বিক্রয় চুক্তির বিষয়সমূহ চূড়ানত্মকরণ, বাংলাদেশের জ্বালানি খাতে দড়্গ জনবল তৈরি প্রভৃতি বিষয় আলোচনা হয়। 

    ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম বাংলাদেশের সাথে সকল ড়্গেত্রে সহযোগিতা করা হবে। তিনি বলেন, যেকোনো সংখ্যক প্রশিড়্গণ কর্মসূচি বাংলাদেশের চাহিদা অনুসারে পরিচালনা করা হবে। স্নাতকোত্তর ছাত্রদের প্রশিড়্গণ ও ডিপেস্নামা কোর্সে প্রেরণ করা যেতে পারে। গ্যাস রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, ত্রিপুরায় যথেষ্ট পরিমাণ গ্যাস নাই। ভবিষ্যতে বিষয়টি নিয়ে ভাবা যাবে। 

    বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত যৌথভাবে এলপিজি’র বাজার সম্প্রসারণ নিয়ে কাজ করতে পারে। বাংলাদেশি এলপিজি কোম্পানিগুলোও ভারতের বাজারে প্রবেশ করতে পারে। বাংলাদেশি ছাত্রছাত্রীদের উচ্চতর শিড়্গা ও প্রশিড়্গণ প্রদানের আগ্রহ প্রকাশ করার জন্য তিনি ধর্মেন্দ্র প্রধানকে ধন্যবাদ জানান। 

    উভয় দেশের স্ব স্ব মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপসি'ত ছিলেন। 

#

আসলাম/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                               নম্বর : ৩১৩৭ 
বাজার তদারকি  
৭৮ প্রতিষ্ঠানকে ৪ লাখ ১ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২০শে আশ্বিন (৫ই অক্টোবর) : 
    জাতীয় ভোক্তা অধিকার সংরড়্গণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় গতকাল ঢাকা মহানগর, চট্টগ্রাম, টাঙ্গাইল, লড়্গ্মীপুর, রংপুর, নওগাঁ, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, মাদারীপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঝিনাইদহ ও কুমিলস্নায় বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরড়্গণ আইন লঙ্ঘনের দায়ে ৭৮টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়। 
    ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে হারভেস্ট ও বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা এবং অস্বাস'্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ইন্টারন্যাশনাল ফুড কর্ণারকে ২০ টাকা জরিমানা করা হয়। 
    অস্বাস'্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কারচুপি, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে রংপুর সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা, চট্টগ্রাম মহানগরের পাচলাইশ থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ২০ টাকা, চান্দগাঁও থানা এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা, মাদারীপুরের শিবচর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, টাঙ্গাইল সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫’শত টাকা, নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, কুড়িগ্রাম সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা, পঞ্চগড় সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫শ’ টাকা, ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা, ঝিনাইদহের হরিনাকুন্ডু  উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, কুমিলস্নার আদর্শ সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, বরিশাল সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫শ’ টাকা এবং গোপালগঞ্জের কাশিয়ানী  উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।
    অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের অভিযোগ শুনানির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে কাজী আবু সাব্বির (মিনা বাজার), শর্মা হাউজ, ঊঅঞ ঝঞঙচ হাউজ, ঝঁন খড়াবৎং’ এবং স্বপ্নকে যথাক্রমে ১০ হাজার টাকা, ১০ হাজার টাকা, ৫ হাজার টাকা, ১ হাজার টাকা ও ১০ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৫ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ ভাগ হিসেবে ৯ হাজার টাকা প্রদান করা হয়।
    এছাড়া, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে প্রিন্স বাজার, ঈড়সরপ ঈধভব, গবযবফর গধৎঃ, ঋধৎরফ ইড়হ অঢ়ঢ়বঃরঃব এবং ঞযব ঐধহফর কে যথাক্রমে ৪ হাজার টাকা, ২ হাজার টাকা, ৪  হাজার টাকা, ২ হাজার টাকা ও ৬শ’ টাকাসহ মোট ১২ হাজার ৬শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৫ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ ভাগ হিসেবে ৩ হাজার ১৫০ টাকা প্রদান করা হয়।
    রাজশাহী বিভাগীয় কার্যালয়ে অভিযোগ শুনানির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে মাস্টার শেফ বাংলা রেসেত্মারাকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ১ জন অভিযোগকারীকে জরিমানার শতকরা ২৫ ভাগ হিসেবে ৫শ’ টাকা প্রদান করা হয়।
    আজকের ২১টি বাজার তদারকি ও ১১টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৭৮টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ১১ জন অভিযোগকারীকে মোট ১২ হাজার ৬শ’ ৫০ টাকা প্রদান করা হয়। 
#
আফরোজা/আফরাজ/জসীম/সেলিমুজ্জামান/২০১৬/১৯২০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৩৬

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২০শে আশ্বিন (৫ই অক্টোবর) : 

    জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ১৪তম বৈঠক আজ সংসদভবনে অনুষ্ঠিত হয়।

    কমিটির সভাপতি নূরম্নল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, মো. ইসরাফিল আলম, মো. আয়েন উদ্দিন এবং মাহজাবীন মোরশেদ বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রী নূরম্নল ইসলাম বি.এসসি বৈঠকে যোগদান করেন। 

    বৈঠকে সম্প্রতি সৌদি আরব এবং মালয়েশিয়ায় কর্মী প্রেরণ সংক্রানত্ম মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদড়্গেপ, ইতালি শ্রমবাজার পুনরায় উনু্মক্তকরণে ইতালি ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাড়্গিক সহযোগিতা চুক্তি সম্পাদন, গামকা অফিস, গুলশান, ঢাকাকে স'ানানত্মর/বিকেন্দ্রীকরণ  এবং গাজীপুরের কড্ডা নন্দনে আনত্মর্জাতিকমানের ট্রেনিং সেন্টারের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিসত্মারিত আলোচনা হয়।

    সৌদি আরব এবং মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীগণ যেন দালাল কর্তৃক প্রতারিত না হয় ও নির্ধারিত অভিবাসন ব্যয়ে সৌদি আরব এবং মালয়েশিয়ায় যেতে পারে সে বিষয়ে সতর্কতা অবলম্বন ও নিশ্চিত করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। স্বাস'্য পরীড়্গার জন্য বিদেশগামী কর্মীরা বিড়ম্বনাসহ নানাধরণের হয়রানির শিকার হন। এ সকল বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণের সুপারিশ করা হয়।

    গাজীপুরের কড্ডা নন্দনে আনত্মর্জাতিকমানের ট্রেনিং সেন্টারটির যাবতীয় কাজ সম্পন্ন করার বিষয়ে মন্ত্রণালয় এবং বায়রাকে প্রয়োজনীয় ব্যবস'া গ্রহণের সুপারিশ করা হয় ।
 
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান সচিব, বোয়েসেলের ব্যবস'াপনা পরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস'াপনা পরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, বায়রার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ  মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপসি'ত ছিলেন।                                                                       

#

এমাদুল/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৩৫ 

কৃষিখাতে সমঝোতা চুক্তি পুনরম্নজ্জীবিত করার আগ্রহ ইরানের

ইরান, ৫ই অক্টোবর : 

কৃষিখাতে উন্নয়নের ব্যাপক সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশ ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি পুনরম্নজ্জীবিত করার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের কৃষিমন্ত্রী মাহমুদ হুজ্জাতি (গধযসড়ঁফ ঐড়ললধঃর)। তিনি বলেন, এ সমঝোতা চুক্তির আওতায় দু’দেশ কৃষি, মৎস্য, প্রাণিসম্পদসহ অন্যান্য খাতে দ্বিপাক্ষিক সহায়তার ভিত্তিতে কাজ করতে পারে। এর ফলে দু’দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মনত্মব্য করেন। 

ইরানে সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে ইরানের কৃষিমন্ত্রী গতকাল এ আগ্রহের কথা জানান। ইরানের কৃষিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত মুজিবুর রহমান ভূঁইয়া, ইরানের কৃষি বিভাগের মহাপরিচালক হুমান ফাতিহ (ঐড়ড়সধহ ঋধঃযর) সহ ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপসি'ত ছিলেন। 

বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যে কৃষিখাতে দ্বিপাক্ষিক সহায়তা জোরদার, কৃষিভিত্তিক শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও কৃষি প্রযুক্তি হসত্মানত্মরের উপায় নিয়ে বিসত্মারিত আলোচনা হয়। 

বৈঠকে আমির হোসেন আমু টেকসই শিল্পায়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের অগ্রাধিকার খাত সম্পর্কে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ গত আট বছর ধরে ৬ শতাংশেরও বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে। গত অর্থবছরে ৭ শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। ইরানের উদ্যোক্তারা যৌথ বিনিয়োগে বাংলাদেশের পুরাতন চিনিকলগুলোর আধুনিকায়ন, বায়োগ্যাস পস্নান্ট স'াপন, চিনিকলের উপজাত থেকে বিদ্যুৎ উৎপাদনসহ কৃষিভিত্তিক শিল্প স'াপনে সরাসরি বিনিয়োগে এগিয়ে আসতে পারে। তিনি বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্যসহ অন্যান্য কৃষিভিত্তিক পণ্য আমদানি করতে ইরানের কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

কৃষিখাতে অর্জিত সামপ্রতিক অগ্রগতির উলেস্নখ করে ইরানের কৃষিমন্ত্রী বলেন, এক দশক আগে ইরান যেখানে গম আমদানিনির্ভর ছিল, সেখানে বর্তমানে ইরান চাহিদার অতিরিক্ত উৎপাদনে সক্ষম হয়েছে। তিনি বাংলাদেশের কৃষিখাতে অর্জিত অগ্রগতিরও প্রশংসা করেন। কৃষিপ্রযুক্তি বিনিময়ে ইরান ও বাংলাদেশ কৃষিখাতে উন্নয়নের ব্যাপক সম্ভাবনা কাজে লাগাতে সক্ষম হবে বলে তিনি মনত্মব্য করেন। 

#

জলিল/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৩৪ 

মেধাবীরাই উন্নত বাংলাদেশ গড়ার কারিগর
                            -- গণপূর্ত মন্ত্রী

ঢাকা, ২০শে আশ্বিন (৫ই অক্টোবর) : 

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, মেধাবী শিড়্গার্থীরাই উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে।

    মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শিড়্গা ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু মেধাবৃত্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

    মন্ত্রী বলেন, মেধার লালন ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আজকের মেধাবীদের সঠিক পরিচর্যার মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এরাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। তিনি বলেন, সরকার মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে শিড়্গার সম্প্রসারণ ঘটিয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিড়্গার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারছে। আজ যারা বৃত্তি পেল তারাই আগামী দিনে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। 

    সংগঠনের উপদেষ্টা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হেলাল নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম এবং সংগঠনের চেয়ারম্যান সীমানত্ম তালুকদার ও মহাসচিব সাজ্জাদ হোসেন বক্তৃতা করেন।

    পরে মন্ত্রী ৩৭২ জন মেধাবী শিড়্গার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

#

কিবরিয়া/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৩৩ 

যুগ্মসচিবের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

ঢাকা, ২০শে আশ্বিন (৫ই অক্টোবর) : 

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রী নুরম্নল ইসলাম বিএসসি যুগ্মসচিব গোলাম মোসত্মফা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, যুগ্মসচিব গোলাম মোসত্মফা খানের মৃত্যুতে প্রশাসন একজন মেধাবী ও দড়্গ কর্মকর্তাকে হারালো। তাঁর মৃত্যু প্রশাসনের এক অপূরণীয় ড়্গতি। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসনত্মপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    যুগ্মসচিব গোলাম মোসত্মফা খান ৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস'ান ও প্রশিড়্গণ ব্যুরোর পরিচালক (বহির্গমন) হিসেবে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার অধিবাসী। মৃত্যুকালে তিনি এক কন্যা সনত্মান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

    যুগ্মসচিব গোলাম মোসত্মফা খানের মৃত্যুতে পৃথক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণালয়ের সচিব শামছুন নাহার, জনশক্তি, কর্মসংস'ান ও প্রশিড়্গণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসনত্মপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
#

জাহাঙ্গীর/আফরাজ/জসীম/সেলিমুজ্জামান/২০১৬/১৬৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৩১ 

সুপেয় পানি প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার
                         -- এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ২০শে আশ্বিন (৫ই অক্টোবর) : 

স'ানীয় সরকার, পলিস্ন উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জীবনধারণের জন্য পানির কোনো বিকল্প নেই। তিনি বলেন, গণমুখী, টেকসই, পরিবেশবান্ধব পানি ব্যবস'াপনা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, বর্তমান সরকার ২০১৭ সালের মধ্যে রাজধানীর সকল বসিত্মতে বৈধভাবে পানি সরবরাহের লড়্গ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লড়্গ্য বাসত্মবায়নে তিনি সংশিস্নষ্ট সকলকে সমন্বিত প্রয়াসে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা শহরের কালশী বসিত্ম এলাকার মানুষের মধ্যে ‘পানির সংযোগ হসত্মানত্মর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।

ঢাকা ওয়াসার ব্যবস'াপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোলস্না, ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রফেসর ড. হাবিবুর রহমান এবং ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি এডওয়ার্ড বিগবেডার উপসি'ত ছিলেন।

মন্ত্রী বলেন, অন্যান্য মৌলিক অধিকারের মতো সুপেয় পানি প্রাপ্তিও মানুষের একটি মৌলিক অধিকার। ঢাকা শহরের মানুষের জন্য এই মৌলিক অধিকারটির ব্যবস'াপনার দায়িত্ব হলো ঢাকা ওয়াসার। ঢাকার বসিত্মবাসীও এর বাইরে নয়। ঢাকা ওয়াসা ঢাকা শহরের বসিত্ম এলাকায় অধিক গুরম্নত্ব দিয়ে বৈধ পানির সংযোগ প্রদান করছে।

মন্ত্রী বলেন, সরকার ভূগর্ভস' পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস' পানির উৎস হতে পানি সরবরাহের ব্যবস'া করতে বিভিন্ন প্রকল্প বাসত্মবায়ন করছে। ঢাকা ওয়াসা ২০১০ সাল থেকে বসিত্মবাসীদের বৈধ পানি সরবরাহ প্রদান নিশ্চিত করার লড়্গ্যে কমিউনিটি প্রোগ্রাম এন্ড কনজুমার রিলেশন বিভাগ নামে আলাদা একটি বিভাগ চালু করে। ইতোমধ্যে ঢাকা শহরের সবচেয়ে বড় দু’টি বসিত্ম করাইল ও সাততলায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করেছে। আর আজ মিরপুরে কালশী এলাকায়ও পানির সংযোগ প্রদান করা হলো।

উলেস্নখ্য, কালশী বসিত্মতে ইউনিসেফের অর্থায়নে পানির ২৭৮টি বৈধ সংযোগ দেয়া হচ্ছে। এতে ৬ হাজার পরিবার সরাসরি উপকৃত হবে। পরোড়্গভাবে উপকৃত হবে প্রায় ১৩ হাজার পরিবারের ৬০ হাজার মানুষ। তবে পানির অন্য আবাসিক গ্রাহকদের মতো এ এলাকার জনগণেরও প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম হিসেবে ৮ টাকা ৪৯ পয়সা দিতে হবে।
#

শহিদুল/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৬৪০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১৩০ 

উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তাকে তথ্য কমিশনের জরিমানা 

ঢাকা, ২০শে আশ্বিন (৫ই অক্টোবর) : 

    তথ্য অধিকার আইনে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান না করায় গাইবান্ধার সুন্দরগঞ্জ  উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।

    আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন আদালতে ১২টি অভিযোগের শুনানি হয়। শুনানিকালে এ নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। শুনানিকালে অভিযোগের প্রেড়্গিতে ১২টি অভিযোগের নিষ্পত্তি করা হয়। 

    ২০১৫-১৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় সুন্দরগঞ্জ উপজেলার কাবিখা সাধারণ ও কাবিখা বিশেষ, টিআর সাধারণ ও টিআর বিশেষ প্রথম পর্যায়ের প্রকল্পসমূহের নামের তালিকা, প্রতিটি প্রকল্পের বিপরীতে বরাদ্দ, প্রকল্প সভাপতির নাম ও মোবাইল নম্বর, কাজ শুরম্ন ও শেষ হবার তারিখ, সোলার ব্যবহারকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের নাম ও ঠিকানা এবং কাজের অগ্রগতির তথ্য জানতে চেয়ে মিলন খন্দকার নামের এক ব্যক্তি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা বরাবর আবেদন করেন। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পেয়ে আবেদনকারী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরাবর আপিল করেন। আপিল কর্তৃপড়্গ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তথ্য প্রদানের নির্দেশ দেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারপরও তথ্য প্রদান না করলে আবেদনকারী তথ্য কমিশনে অভিযোগ করেন। উভয়পড়্গের শুনানি শেষে কমিশন তাকে ৫ হাজার টাকা জরিমানা করে। 

    প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এবং তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশীদা বেগম সাঈদ শুনানিতে অংশ নেন।

#

লিটন কুমার/আফরাজ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৬৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩১৩২

বাংলাদেশ থেকে ইলিশ নিতে আগ্রহী থাইল্যান্ড

ঢাকা, ২০শে আশ্বিন (৫ই অক্টোবর):
    থাইল্যান্ড সরকার বাংলাদেশের ইলিশ মাছ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকও সম্ভাব্যতা যাচাইপূর্বক ইলিশ রপ্তানিতে সম্মতি প্রকাশ করেছেন। 
    আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দফতরে বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত চধহঢ়রসড়হ ঝঁধিহহধঢ়ড়হমংব মন্ত্রীর সাথে সাক্ষাৎকালে এ আগ্রহ ব্যক্ত করেন। 
    দ্বিপাক্ষিক বৈঠককালে রাষ্ট্রদূত মন্ত্রীকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ জানান এবং সে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতসমূহ পরিদর্শনের অনুরোধ করেন। পরিদর্শনের মাধ্যমে উভয় দেশ সংশ্লিষ্ট খাতে আমদানি রপ্তানির সম্ভাব্যতা যাচাই করবে বলে রাষ্ট্রদূত জানান। 
    বৈঠকে মৎস্যমন্ত্রী বাংলাদেশে এ বছর রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনসহ মৎস্যখাতের অবস্থা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন এবং থাইল্যান্ডের সহায়তা কামনা করেন। থাইল্যান্ড বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করে। 

#

শাহ আলম/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১২৯

হামলার ঘটনা ভিডিও করার চেয়ে ভিকটিমকে বাঁচানো গুরুত্বপূর্ণ                  
                                           -মেহের আফরোজ চুমকি
  
ঢাকা, ২০শে আশ্বিন (৫ই অক্টোবর) : 
    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর বর্বরোচিত হামলাকারী বখাটে বদরুল আলম যে সংগঠনের হোক না কেন সে রেহাই পাবে না। তিনি বলেন, হামলার ঘটনা ভিডিও করার চেয়ে ভিকটিমকে বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সমস্ত ঘটনার ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যতসংখ্যক লোক দূর থেকে খাদিজার এই ঘটনা প্রত্যক্ষ করেছে তারা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুললে হয়ত হামলাকারী এতটা নৃশংস হওয়ার সুযোগ পেত না। 
    প্রতিমন্ত্রী আজ রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন।
    তিনি বলেন, খাদিজার ওপর হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছে। প্রতিমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে নারী ও শিশু নির্যাতনকারী কেউই রেহাই পায়নি। সেও পাবে না। এই মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করতে সরকার উদ্যোগ গ্রহণ করবে।
    প্রতিমন্ত্রী খাদিজার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ডাক্তাদের নির্দেশ প্রদান করেন।
#
খায়ের/মোবাস্বেরা/সাহেলা/রফিকুল/কামাল/২০১৬/১৬০৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                নম্বর : ৩১২৭

এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের চেয়ারম্যান বাংলাদেশ


ঢাকা, ২০শে আশ্বিন (৫ই অক্টোবর) :

    এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বাংলাদেশকে । আগামী এক বছরের জন্য বাংলাদেশ এ পদে কাজ করবে।
     থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৪ঠা অক্টোবর ইউএন-এসকাপ ও ইন্টারনেট সোসাইটি কর্তৃক আয়োজিত উচ্চ পর্যায়ের এক ফোরামে ওহঃবৎহবঃ ড়ভ ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃু রহ ঃযব অংরধ-চধপরভরপ শীর্ষক অনুষ্ঠানে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
     অনুষ্ঠানে মন্ত্রী সার্বজনীন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে ইন্টারনেট-সুবিধা বঞ্চিত জনগণকে এ সুবিধার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসডিজি’র উদ্দেশ্যপূরণে সুস্বাস্থ্য, গুণগত শিক্ষা, উদ্ভাবন, স্মার্ট সিটি’র মত লক্ষ্যসমূহ অর্জনে অন্তর্ভুক্তিমূলক ইন্টারনেট (ইনক্লুসিভ-ইন্টারনেট) খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই ইউএন-এসকাপের সদস্যভুক্ত দেশগুলোকে এশিয়ান-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়েতে যুক্ত করা অধিক যুক্তিযুক্ত ও ফলদায়ক হবে। পরে ফোরামে বাংলাদেশের এ প্রস্তাব ইউএন-এসকাপ সদস্যভুক্ত দেশগুলো সমর্থন করে।
    ইউএন-এসকাপে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল বারি এ সময় উপস্থিত ছিলেন ।
    উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের মাধ্যমে এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ট্রান্স এশিয়ান রেললাইন বরাবর  ফাইবার অপটিক ক্যাবল দ্বারা সংযুক্ত করার মাধ্যমে স্বল্পমূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে।

                                                                     #
আবু নাছের/মোবাস্বেরা/সাহেলা/গিয়াস/রফিকুল/শামীম/২০১৬/১৫১৫ ঘণ্টা    

 

 

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩১২৮ 
মন্ত্রীদের জন্য নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণ 
ঢাকা, ২০শে আশ্বিন (৫ই অক্টোবর) : 
    মন্ত্রীদের জন্য বেইলী রোডে নতুন একটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মা

Todays handout (8).docx