তথ্যবিবরণী নম্বর : ১৪৩৩
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
দশম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক আজ কমিটির সভাপতি রেজাউল করিম হীরার সভাপতিত্বে জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, মীর শওকাত আলী বাদশা এবং গাজী ম ম আমজাদ হোসেন মিলন অংশগ্রহণ করেন।
কমিটি সরকারি জমিতে অবৈধ মালিকানা দাবি ও স্থাপনা নির্মাণ বন্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রক্ষিত বনগুলো সংরক্ষিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মৌমিতা/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/২০৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪৩০
জেন্ডার বাজেট বাস্তবায়নে মনিটরিং সেল গঠন করা হবে
-- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সরকার জাতীয় বাজেটকে শতভাগ জেন্ডার সংবেদনশীল করতে কাজ করছে। ইতোমধ্যে ৪৩ মন্ত্রণালয়ের বাজেট জেন্ডার সংবেদনশীল করা হয়েছে। তবে জেন্ডার ইস্যুকে মূলধারায় সম্পৃক্ত করার জন্য সরকারের নানামুখী উদ্যোগ থাকা সত্ত্বেও কর্মকর্তাদের অদক্ষতার কারণে জেন্ডার বাজেট বাস্তবায়নে সমস্যা হচ্ছে। জেন্ডার বাজেট বাস্তবায়নে তাই সরকার, এনজিও এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে মনিটরং সেল গঠন করা হবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জেন্ডার সংবেদনশীল বাজেট প্রক্রিয়া শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদা শারমিন বেনু’র সভাপতিত্বে সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আরা, ইউ এন উইমেন’র বাংলাদেশ প্রতিনিধি শোকো ইশিকাওয়া (ঝযড়শড় ওংযরশধধি) এবং সরকারি-বেসরকারি ও দাতা সংস্থার বিভিন্ন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউ এন উইমেন বাংলাদেশ যৌথ ভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিচালক ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ফেরদৌসী বেগম। এই প্রকল্পের লক্ষ্য হল যে সকল মন্ত্রণালয় জেন্ডার সংবেদনশীল বাজেট বাস্তবায়ন করে সে সকল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অফিসারকে প্রশিক্ষণ প্রদান করে এই বাজেট সঠিক ও যথাযথ ভাবে বাস্তবায়ন ত্বরান্বিত করা, সেক্স ডাটাবেইজ তৈরি করা এবং মনিটরিং করা।
#
খায়ের/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪২৭
শিল্পমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার সহকারী অর্থমন্ত্রীর বৈঠক
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতার আশ্বাস
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রায় অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির সহকারী অর্থমন্ত্রী ডেভিড কোলম্যান। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় দ্রুত ও টেকসই আর্থসামাজিক অগ্রগতিতে বাংলাদেশ নতুন উদাহরণ সৃষ্টি করেছে।
অস্ট্রেলিয়া সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে ডেভিড কোলম্যান এ কথা বলেন। ক্যানবেরার ফেডারেল সংসদ কার্যালয়ে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সুফিউর ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্পর্ক জোরদার, প্রযুক্তি হস্তান্তর ও জনগণের সাথে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে দৃঢ়অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতি সূচিত হয়েছে। তিনি অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের বিশেষ সুবিধা দেয়ায় সে দেশের সরকারকে ধন্যবাদ জানান। আগামী দিনে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আমির হোসেন আমু বলেন, পণ্য উৎপাদনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশে শিল্পখাতের গুণগতমান বৃদ্ধি, মান অবকাঠামোর উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখতে পারে। এর অনুকরণ বাংলাদেশে গুণগত শিল্পায়নের ধারা জোরদারের মাধ্যমে আগামী দিনে টেকসই শিল্পায়নের লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন।
#
জলিল/অনসূয়া/রেজ্জাকুল/আসমা/২০১৮/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৪২৪
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :
সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৮৩তম বৈঠক কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে আজ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, মো. মোসলেম উদ্দিন, মো. রুস্তম আলী ফরাজী, আ ফ ম রুহুল হক, মো. আফছারুল আমীন এবং মো. শামসুল হক টুকু বৈঠকে অংশগ্রহণ করেন।
সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর আওতাধীন চাঁদপুর শহর রক্ষা প্রকল্প, সিরাজগঞ্জ জেলার শৈলাবাড়ী রক্ষা প্রকল্প, ভোলা শহর সংরক্ষণ প্রকল্প (২য় পর্যায়) ও ভোলা জেলাধীন লালমোহন উপজেলার অতি ঝুঁকিপূর্ণ অংশে ভাঙন রক্ষা প্রকল্পের (১ম সংশোধিত) ২০০৫-০৬ হতে
২০১০-১১ এর হিসাব সম্পর্কিত বিশেষ অডিট রিপোর্ট ২০১০-১১ এর অডিট আপত্তির অনুচ্ছেদ (১-১০) সর্বমোট ১০ টি অডিট আপত্তি নিয়ে আলোচনা হয় এবং অডিট আপত্তিগুলো কমিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে নিষ্পত্তির সুপারিশ করা হয়।
বৈঠকে ‘সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের দরপত্র সিডিউল বিক্রয় বাবদ প্রাপ্ত রাজস্ব ২৩ লাখ ৯৭ হাজার ৫ শত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি’ মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে মন্ত্রণালয়ের কোষাগারে জমা দেওয়ার প্রত্যায়ন আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রদানের মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করা হয়।
‘তৈরিকৃত শতভাগ সিসি ব্লক স্থাপন ও ডাম্পিং এর দূরত্ব ২০০ মিটারের বাইরে বিবেচনায় ধরে শ্রমিক মজুরি প্রদান করায় ৩ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ৮ শত ৬৯ টাকা ক্ষতি’ মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে অতিরিক্ত সচিব/যুগ্ম সচিব ও নিরীক্ষা অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে দিয়ে গঠিত সাব-কমিটি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে মহাহিসাব নিরীক্ষক এর নিকট প্রতিবেদন প্রদান করার মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ করা হয় বৈঠকে।
সভায় ‘চাঁদপুর শহর রক্ষা প্রকল্প (২য় পর্যায়) ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থবছরের ব্যয়ের রেকর্ডপত্র সরবরাহে অপারগতা’ মর্মে উত্থাপিত অডিট আপক্তির প্রেক্ষিতে কমিটি অসন্তোষ প্রকাশ করে।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ডেপুটি সিএন্ডএজি মোহাম্মদ জাকির হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়, অডিট অফিস এবং বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
নুরুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫০০ ঘণ্টা