তথ্যবিবরণী নম্বর: ৩২৭
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট):
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উপলক্ষ্যে বঙ্গভবনের সিংহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
প্রতিবছরই বঙ্গভবনের সিংহ পুকুর, দানাদিঘি, মাজার পুকুর ও হরিণ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। বঙ্গভবনের সিংহ পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, গুলশা ও চিংড়ির বিভিন্ন প্রজাতির ৪২৬ কেজি ওজনের ৪ হাজার ৭১৮টি মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সব জেলা-উপজেলায় স্থানীয়ভাবে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’ উদযাপিত হচ্ছে।
#
রাহাত/ফাতেমা/সিরাজ/আলী/মানসুরা/২০২৪/১৩৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩২৬
টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেক্ট্রনিক মিডিয়া
ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট):
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৫ নভেম্বর ২০২৩ তারিখ অনুষ্ঠিত নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় অন্যান্য বিষয়ের সাথে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয় :
‘নাশকতায় জড়িত ব্যক্তিদেরকে ধরিয়ে দিতে পুলিশ কর্তৃক ঘোষিত ২০ হাজার টাকা পুরস্কারের বিষয়টি মিডিয়ায় আরও ব্যাপকভাবে প্রচার করতে হবে।’
দেশব্যাপী সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার পরিস্থিতি বিষয়টি আবারও ব্যাপক প্রচারের ব্যবস্থা করা প্রয়োজন মর্মে সরকারের নিকট প্রতীয়মান হয়েছে। পরিপ্রেক্ষিতে, সকল সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নবর্ণিত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো।
মূলবার্তা :
‘নাশকতায় জড়িত ব্যক্তিদেরকে উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে বাংলাদেশ পুলিশ ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।’
#
শরিফুল/ফাতেমা/সিরাজ/সুবর্ণা/আলী/আসমা/২০২৪/১৪৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩২৫
সংকট উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে রয়েছে, পররাষ্ট্রমন্ত্রীকে স্টেফানো সানিনো
ব্রাসেল্স (বেলজিয়াম), ১ আগস্ট:
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি জেনারেল স্টেফানো সানিনো বলেছেন, ইইউ বাংলাদেশের পাশে রয়েছে, সংকট উত্তরণেও বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করবে।
গতকাল বেলজিয়ামের ব্রাসেলসে স্টেফানো সানিনো ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্মুদের সাথে সাক্ষাতে এ প্রত্যয় ব্যক্ত করেন। ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব সালেহ এসময় উপস্থিত ছিলেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ২০১৮ সালে সরকারের কোটা বাতিলের সিদ্ধান্ত, সাম্প্রতিক সময়ে রিট ও সর্বোচ্চ আদালতের রায়সহ ঘটনাপ্রবাহ সবিস্তারে উল্লেখ করেন।
হাছান মাহ্মুদ বলেন, অসৎ উদ্দেশ্যে দুর্বৃত্তরা শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে, ভাঙচুর-অগ্নিসংযোগসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে, যা অনেক ক্ষেত্রে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। যারা এসকল কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হবে।
সেক্রেটারি জেনারেল স্টেফানো সানিনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হতাহত ও হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের বিষয়টিকে স্বাগত জানান। তিনি বলেন, স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে এবং বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। পররাষ্ট্রমন্ত্রী তাঁকে জানান, সরকার এ বিষয়ে অত্যন্ত দায়িত্বশীল এবং আন্তরিক।
বৈঠকে হাছান মাহ্মুদ বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ইউরোপীয় ইউনিয়নের অবদান ও বন্ধুত্বের কথা উল্লেখ করে সম্মিলিতভাবে কাজ ত্বরান্বিত করার আগ্রহ প্রকাশ করেন।
#
আকরাম/ফাতেমা/সিরাজ/আলী/মানসুরা/২০২৪/৯৫০ ঘণ্টা