Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুলাই ২০১৬

তথ্যবিবরণী ১০ জুলাই ২০১৬

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২১৮৬
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই) :      
        প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :   
    “বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ওহাবংঃরহম রহ ঞববহধমব এরৎষং’ অর্থাৎ ‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’ যা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
    বাংলাদেশের মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ কিশোরী। আজকের কিশোরী আগামী দিনের জননী। তাই এদের সুস¦াস্থ্য, শিক্ষা ও দক্ষতার ওপর দেশের ভবিষ্যৎ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন অনেকখানি নির্ভর করে। আমাদের সরকার কিশোরীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং কন্যাশিশুকে সঠিকভাবে লালন ও সুশিক্ষা প্রদান করতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তÍবায়ন করে যাচ্ছে। আমরা দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স¦াস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ অন্যান্য সেবা কেন্দ্রের মাধ্যমে কিশোরী, নারী ও শিশুদের স¦াস্থ্যসেবা দিচ্ছি। ২০১৪ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গার্ল সামিটে ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নিচে বাল্যবিবাহকে শূন্যের কোটায় নামিয়ে আনা, ২০২১ সালের মধ্যে ১৫-১৮ বছর বয়সের মধ্যে সংঘটিত বাল্যবিবাহের হারকে এক-তৃতীয়াংশে নামিয়ে আনা ও ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছি। মেয়ে শিক্ষার্থীদের বৃত্তি ও উপবৃত্তি দেওয়া হচ্ছে। এসকল কার্যক্রমের ফলে কিশোরীদের উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে।
    জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারলেই দেশের সার্বিক উন্নয়ন ত্বরানি¦ত হবে। এজন্য সুনাগরিক হিসেবে কিশোরীদের গড়ে তোলার ব্যয়কে আমরা বিনিয়োগ হিসেবে মনে করি। কিশোরীদের জন্য শৈশব থেকেই প্রয়োজন দেশপ্রেমের মহান শিক্ষা ও সঠিক দিক-নির্দেশনা। আমি আশা করি, কিশোরীদের সামাজিক, নৈতিক, প্রজনন স¦াস্থ্যসহ সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলে আরো ভূমিকা রাখবেন। ছেলে-মেয়ের মাঝে কোন বৈষম্য না করে তাদেরকে সমান সুযোগ দিয়ে কিশোরীদের জনসম্পদে পরিণত করতে মা-বাবা ও অভিভাবকগণকে আরো এগিয়ে আসতে হবে।
    সুস্থ সবল জাতি গঠনে পরিবার পরিকল্পনা, মা-শিশু ও প্রজনন স¦াস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে দেশজুড়ে তৃণমূল পর্যায় পর্যন্ত গড়ে ওঠা সকল সেবা-অবকাঠামোসমূহের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট সকলকে আরো নিবেদিত হওয়ার আহ্বান জানাই। এ কার্যক্রমে বেসরকারি সংগঠন, গণমাধ্যম, সচেতন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাই।
    আমি ‘বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬’এর সার্বিক সাফল্য কামনা করছি।
                                জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                                বাংলাদেশ চিরজীবী হোক।”
#

নুরএলাহি/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২০৩৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২১৮৫
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই) :      
    
    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :   
    “প্রতিবছরের ন্যায় এবারও দেশব্যাপী বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য 'Investing in Teenage Girls' অর্থাৎ ‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
    জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হলো কিশোর-কিশোরী। কিশোরীরা আগামী প্রজন্মের ধারক। একজন কিশোরীর সুস্থতার ওপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা। তাই আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত করতে হলে কিশোরীদের বেড়ে ওঠাকে সুস্থ ও নিরাপদ করতে হবে। তাদের জন্য বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে হবে। আগামী বছরগুলোতে দেশের মোট প্রজনন হার ও জনসংখ্যা বৃদ্ধির হারকে এরাই প্রভাবিত করবে।
    বর্তমান সরকার এ প্রজন্মের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা নিশ্চিত করতে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। সেবাদান কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রতি মাসে ৩০ হাজার স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবা এবং মা ও শিশুস্বাস্থ্য বিষয়ে সেবা ও পরামর্শ প্রদান করছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের প্রতিটি স্তরে কিশোরীদের সেবা প্রদানের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।  
    দেশের কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্য ও প্রজনন সেবা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। বাল্যবিবাহের মতো অন্যান্য সামাজিক ব্যাধি থেকে আমাদের কিশোরীদের রক্ষা করতে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। নতুন ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বিশ্ব রেখে যেতে আমি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।
    আমি বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#


আজাদ/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৫৫  ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ২১৮৪

আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা অগ্রগণ্য
                                          -- আইনমন্ত্রী
ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা অগ্রগণ্য। কেবল আইনের শাসনই নয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র সুসংহতকরণ এবং দারিদ্র্য দূরীকরণেও তাঁদের ভূমিকা অনস্বীকার্য।
মন্ত্রী আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
মন্ত্রী বলেন, কোয়ালিটি জুডিসিয়ারির অনেকটাই নির্ভর করে কোয়ালিটি জাজদের উপর। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষণার্থী বিচারকদের পারফরম্যান্স বা অর্জন নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। ভবিষ্যৎ কর্মজীবনেও তাঁদের অর্জন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, এখন থেকেই তাঁদেরকে সেভাবে গড়ে উঠতে হবে।
মন্ত্রী বলেন, দেশের গরিব-দুঃখী সাধারণ মানুষ আজো বিচারকদের প্রতি অকৃত্রিম আস্থা রেখে চলেছেন। পেশার গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকারও বিচারকদের বেতনভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা যৌক্তিকভাবে বৃদ্ধি ও সমন্বয় করেছে। বেতনভাতাসহ বিচারকদের এসব সুবিধার পেছনে দেশের সাধারণ মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ যে অবদান রয়েছে কর্মক্ষেত্রে প্রতিনিয়ত তা মনে রেখে এসব মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য বিচারকদের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।
    মন্ত্রী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
    এসময় তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিচার বিভাগেরও। সেই দিকে লক্ষ্য রেখে জামিনের ব্যাপারে বিচার বিভাগকে তার সুবিবেচনায় অত্যন্ত কঠিন হতে আমি আবেদন করব।
    অভিযোগপত্রের দুর্বলতার কারণে অনেকের ‘ছাড় পাওয়ার’ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আইন মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা কোঅপারেশনে বিশ্বাসী, সব কিছুর একটা পদ্ধতি আছে। এসব গুরুত্বপূর্ণ মামলায় এই রকম ফাঁকফোকর যাতে না থাকে, সেইগুলো দেখে দেয়া হবে।
    বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বক্তব্য রাখেন।
#

রেজাউল/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                            নম্বর :২১৮৩
শিল্পমন্ত্রীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

ঢাকা, ২৬ আষাঢ়(১০ জুলাই):
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন শিল্প মন্ত্রণালয় ও এর আওতাধীন কর্পোরেশন ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আজ সকালে শিল্পমন্ত্রীর দপ্তরে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসিসহ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন কর্পোরেশনের চেয়ারম্যান ও সংস্থার প্রধান এবং সিবিএ’র নেতারা উপস্থিত ছিলেন।


#

জলিল/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/শামীম/২০১৬/১৫৩০ ঘণ্টা    
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২১৮২
জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
                                          -এলজিআরডি মন্ত্রী
ঢাকা, ২৬ আষাঢ়(১০ জুলাই):
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, প্রবৃদ্ধির হার, গড় আয়ু, বিদ্যুৎ, সুপেয় পানীয় জল সরবরাহ, স্যানিটেশন ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে তখন দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা বর্তমান সরকারের সূচিত দেশের সার্বিক উন্নয়নের অগ্রগতি পিছিয়ে দিতে গুপ্ত হামলাসহ বিভিন্ন জঙ্গি কার্যক্রম চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি এ সকল জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য দলমতনির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়সহ উভয় বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এলজিআরডি মন্ত্রণালয়ের ভূমিকা অনস্বীকার্য। এ মন্ত্রণালয় জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনসহ সার্বিক সেবাদান কাজে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিগত অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এ মন্ত্রণালয়ের অর্জন প্রায় শতকরা ৯৫ ভাগ। তিনি বলেন, ভবিষ্যতেও এ লক্ষ্য অর্জনে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।


#

শহিদুল/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/শামীম/২০১৬/১৫৩০ ঘণ্টা  


 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৮১
ধর্মের লেবাসধারী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান শিক্ষামন্ত্রীর
ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্বার্থান্বেষী কুচক্রী মহল শান্তির ধর্ম ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ ধরনের ধর্মের লেবাসধারী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে শিক্ষামন্ত্রী ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
    মন্ত্রী আজ ঢাকা কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
    শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে উঠতি বয়সী শিক্ষার্থীদের আচার-আচরণ, চলাফেরার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীদের মধ্যে কারো গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
    শিক্ষামন্ত্রী কারো সন্তান নিখোঁজ হলে থানায় জিডি করে রেডিও, টেলিভিশন, পত্র-পত্রিকার মাধ্যমে প্রচারের ব্যবস্থা নেয়ার জন্য অভিভাবকদের পরমর্শ দেন। আইনশৃঙ্খলা বাহিনী নিখোঁজ ব্যক্তিদের সন্ধান লাভে সর্বাত্মক চেষ্টা চালাবে বলে তিনি উল্লেখ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে একটানা ১০ দিনের বেশি অননুমোদিতভাবে অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজ-খবর নেয়ার জন্য তিনি শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তবে অযথা কাউকে হয়রানি করা যাবে না বলে তিনি সতর্ক করে দেন।
    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী গতিশীল নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে তখনি স্বাধীনতার পরাজিত শক্তি ও তাদের দোসররা দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে এ ঘৃণ্য অপশক্তিকে প্রতিরোধ করতেই হবে।
    ঢাকা কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান এবং বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার বক্তৃতা করেন।
    এর আগে সকালে মন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধীন দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উদ্দেশ্যমূলকভাবে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
#
সাইফুল্লাহ/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৪৫৬ ঘণ্টা    

Handout                                                                                                        Number : 2180

Ambassador Masud presents credentials to Guatemalan President

Dhaka, July 10 :

Permanent Representative of Bangladesh to the United Nations in New York and the ambassador of Bangladesh to Guatemala with residence in New York Masud Bin Momen presented  his credentials to the President of Guatemala, Jimmy Morales on 8 July at the Presidential Palace in Guatemala City. Foreign Minister of Guatemala Carlos Morales was also present on the occasion.  

            Masud Bin Momen greeted the President for the acceptance of his credentials. He conveyed the regards of the President and Prime Minister of Bangladesh to the President of Guatemala. 

            The ambassador said, Bangladesh is keen in promoting friendly relations with Guatemala based on shared values of democracy, development and social justice. He stressed that the geographic barrier should never stand in the way of growing friendship and promoting trade relations between the two countries. 

            The President of Guatemala emphasized on the increase of bilateral trade. He observed that both the Missions of Bangladesh and Guatemala in New York can work closer in pursuing the many common objectives as well as support each other’s candidatures for various elections.

            The ambassador, on 7 July called on the Vice Minister of Foreign Affairs, Ana Maria Dieguez, where they discussed the bilateral issues and possible areas of cooperation between the two countries and agreed to work together in the area of Peace Keeping operations and migration.

#

Mobassera/Khadiza/Rafiqul/Kamal/2016/1430  Hrs
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৭৯

সাশ্রয়ী মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৬ আষাঢ় (১০ জুলাই):
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রতিবারের মতো আগামী ১ জানুয়ারি সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে যথাযথ মানসম্পন্ন বিনামূল্যের পাঠ্যপুস্তক পৌঁছানো সম্ভব হবে। এই লক্ষ্যে ২০১৭ সালের জন্য ৩৬ কোটি ১২ লাখ পাঠ্যপুস্তক ছাপানোর প্রক্রিয়া নিয়মিত তদারকি করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
    শিক্ষামন্ত্রী আজ ঢাকার মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩টি পাঠ্যপুস্তকের সাশ্রয়ী মূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতায় এ কথা বলেন।
    অনুষ্ঠানে মন্ত্রী এনসিটিবির তত্ত্বাবধানে মুদ্রিত বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ ও ইংলিশ ফর টুডে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
    এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, এনসিটিবি’র সদস্য প্রফেসর ড. রতন সিদ্দিকী এবং বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি শহিদ সেরনিয়াবাতও বক্তৃতা করেন।
    মন্ত্রী বলেন, আমরা বিনামূল্যের পাঠ্যপুস্তক সারাদেশের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে পৌঁছাতে সক্ষম-এটি এখন প্রতিষ্ঠিত। এখন আমরা এসব বইয়ের যথাযথ মান নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
#

সাইফুল্লাহ/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৫/১৯০০ঘণ্টা

 

Todays handout (9).doc