তথ্যবিবরণী নম্বর : ২৯১৩
সরকার দেশের হতদরিদ্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে
-- প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ফুলতলা (খুলনা), ২৭শে ভাদ্র (১১ই সেপ্টেম্বর):
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সরকার দেশের হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। যার ফলে দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নীত হয়েছে।
প্রতিমন্ত্রী আজ খুলনা ফুলতলা ৪ নম্বর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে ১০ টাকা দরে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ শুরু করছে। এতে দেশের দুই কোটি হতদরিদ্র মানুষ উপকৃত হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে। তাঁর স্বপ্ন ছিলো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি দেশ গড়া। তাঁর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ বিশ্ব দরবারে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএম এ সালম, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আশরাফ হোসেন আশু, সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পি।
পরে প্রতিমন্ত্রী এক হাজার ৪১ জন হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
তিনি ফুলতলার ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী বলেন, ইসলাম সবসময় শান্তির কথা বলে। ইসলামে নাশকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনো সমর্থন করে না। সন্ত্রাসীদের কোন দল নেই। বাংলার মাটিতে জঙ্গিবাদের কোন স্থান নেই।
পরে তিনি ফুলতলার কোরবানির পশুর হাট পরিদর্শন করেন।
#
সুলতান/নবী/সঞ্জীব/রেজাউল/২০১৬/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯১২
ট্যাম্পাকো ফয়েলস্ লিমিটেড এর দুর্ঘটনা
শিল্প মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
ঢাকা, ২৭শে ভাদ্র (১১ই সেপ্টেম্বর) :
ট্যাম্পাকো ফয়েলস্ লিমিটেড দুর্ঘটনার তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দাবিরুল ইসলামকে আহ্বায়ক করে আজ এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন : শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাসুদেব আচার্য, বিসিকের পরিচালক নূরুল ইসলাম, টঙ্গী বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান ও প্রধান বয়লার পরিদর্শক মো. আবদুল মান্নান।
এ কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে শিল্প মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
#
জলিল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯১১
সৈয়দ শামসুল হকের শয্যাপাশে তথ্যমন্ত্রী
ঢাকা, ২৭শে ভাদ্র (১১ই সেপ্টেম্বর) :
বরেণ্য সাহিত্যিক সৈয়দ শামসুল হককে দেখতে আজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
ক্যান্সারের চিকিৎসাধীন এই সব্যসাচী লেখকের পাশে তথ্যমন্ত্রী কিছু সময় কাটান এবং তার সাথে আন্তরিক আলাপচারিতা করেন। মন্ত্রী দায়িত্বপালনকারী চিকিৎসকদের কাছে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং সৈয়দ শামসুল হকের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা পুনরায় ব্যক্ত করেন।
পরে হাসপাতালের লবিতে সাংবাদিকদের সাথে আলাপকালে হাসানুল হক ইনু বলেন, সৈয়দ শামসুল হক এমনই একজন সাহিত্যিক, যিনি দেশের ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে মানুষের জীবনের গল্প ফুটিয়ে তুলেছেন তার উপন্যাস, নাট্যকর্ম ও নানা রচনায়। তিনি মুক্তিযুদ্ধ আর মুক্তমনের চর্চাকারী এক সংগ্রামী মহাপ্রাণ।
আমি সকলের কাছে সৈয়দ শামসুল হকের জন্য দোয়া কামনা করি এবং সরকার তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করবে, বলেন তথ্যমন্ত্রী।
মন্ত্রীর সহধর্মিণী আফরোজা হক রীনা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাংস্কৃতিক সম্পাদক নাদের চৌধুরী এবং তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এসময় মন্ত্রীর সাথে ছিলেন।
ঈদের শুভেচ্ছায় তথ্যমন্ত্রী
ঈদকে আনন্দমুখর রাখতে সরকার অতন্দ্র প্রহরী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ এক শুভেচ্ছাবার্তায় ঈদে দেশবাসীকে শান্তিময় ও আনন্দমুখর রাখতে সরকার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে বলেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, মুসলমানদের ঈদ উৎসব হচ্ছে সার্বজনীন। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার জন্য এ ঈদকে আনন্দমুখর রাখতে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার সব সময় সজাগ।
মন্ত্রী ধনী-গরিব সকলকে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার আহ্বান জানান।
#
আকরাম/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯১৭ ঘণ্টা
Handout Number : 2910
Foreign Minister briefs local diplomatic corps
Dhaka, 11 September:
Foreign Minister Abul Hassan Mahmood Ali briefed today the local diplomatic corps on the recent measures adopted by the Government to beef up safety and security of the diplomatic missions at state guest house Padma, Dhaka. He underscored that the strengthened security has brought back the confidence among the foreign nationals. This has also been reflected by the high level visits which has taken place in the last few weeks.
Minister Ali highlighted the actions taken and progress achieved in detecting and apprehending the criminals behind the recent attacks, including the Gulshan incident. He expressed that the ongoing drives against the violent extremist elements by the law enforcement agencies would continue and there would not be a moment’s let up. He also reiterated that Government is determined to root out terrorism and militancy from the country and is giving all efforts to find out the mentors, masterminds, financiers as well as trainers of the terrorists and extremists.
Foreign Minister briefed the diplomatic community about the series of special measures that have been undertaken to address the security concerns of the diplomatic community. He expressed his satisfaction over the work of the Task Force on the Security of Diplomats and Diplomatic Premises that convenes regularly to review further ways to strengthen security and protection. Around 60 diplomats, most of them Ambassadors and High Commissioners of different countries, attended the briefing. In their interventions, the envoys thanked the Government for the enhanced surveillance and security measures taken around the country, expressed satisfaction over the counter terrorism efforts and initiatives taken by the Government and shared their views on the possible measures for further strengthening the existing security of Diplomats and Diplomatic Premises.
State Minister for Foreign Affairs Md. Shahriar Alam, Principal Secretary to Prime Minister, Foreign Secretary and other Senior Officials of the Foreign Ministry and other Agencies were present during the briefing.
#
Khaleda/Selim/Sanjib/Rezaul/2016/1706 hours
তথ্যবিবরণী নম্বর : ২৯০৯
টঙ্গীতে ক্ষতিগ্রস্ত ট্যাম্পাকো কারখানা পরিদর্শন করেন শিল্পমন্ত্রী
ঢাকা, ২৭শে ভাদ্র (১১ই সেপ্টেম্বর) :
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বিসিক শিল্পনগরীর ট্যাম্পাকো ফয়েলস্ লিমিটেড কারখানায় ১০ সেপ্টেম্বর অগ্নিকা- এবং ভবন ধসের ঘটনা ঘটে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ উক্ত কারখানাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মো. মোশাররফ হোসেন ভূইয়া বিসিকের চেয়ারম্যান হযরত আলী, বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গাজীপুরের জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।
পরিদর্শকালে শিল্পমন্ত্রী বলেন, কারখানার বয়লারটি অক্ষত থাকায় গ্যাস লিকেজের জন্য অগ্নিকা-ের ঘটনাটি ঘটতে পারে। শিল্পমন্ত্রীর নির্দেশে ঘটনা তদন্তের জন্য বিসিকের আঞ্চলিক পরিচালকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। কোনো গাফলতির প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
যারা নিখোঁজ আছে তাদের একটি তালিকা তৈরি করার জন্য গাজীপুরের জেলা প্রশাসককে মন্ত্রী নির্দেশ দেন।
এছাড়া সারাদেশে বিসিক শিল্পনগরীতে অবস্থিত বিভিন্ন কল-কারখানায় যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে, তার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিসিকের চেয়ারম্যানকে মন্ত্রী নির্দেশনা দেন।
শিল্পমন্ত্রীর শোক
এ দুর্ঘটনায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শোক জানিয়েছেন।
আজ এক শোকবার্তায় মন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী অগিèকা-ে আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
জলিল/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৬৫৫ ঘণ্টা