Handout Number : 1610
Foreign Minister meets his Bhutanese counterpart
Thimphu, Bhutan, May 12 :
Foreign Minister Abul Hassan Mahmood Ali reached Thimphu today. He is on a visit on invitation from his Bhutanese counterpart.
He had bilateral talks with Bhutanese Foreign Minister Damcho Dorji at the Bhutanese Foreign Office today. During the meeting, the two Foreign Ministers expressed satisfaction at the current state of bilateral relations between the two countries and vowed to work together to further strengthen it. They also discussed various issues of mutual interest including cooperation in the sectors of hydro-power, connectivity, air services, renewable energy, trade and commerce, peacekeeping, human resource development and science and technology. The Bhutanese Foreign Minister lauded Bangladesh’s tremendous socio-economic developments under the leadership of Prime Minister Sheikh Hasina. Bangladesh Foreign Minister deeply appreciated the impressive all round progress that Bhutan has achieved over the years.
In the evening, the Foreign Minister attended a dinner hosted in his honour by the Bhutanese Foreign Minister. Tomorrow the Foreign Minister would be paying courtesy calls on the King of Bhutan and the Fourth King.
#
Khaleda/Mahmud/Mosharaf/Joynul /2016/2040hours
তথ্যবিবরণী নম্বর : ১৬০৯
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন
ঢাকা, ২৯ বৈশাখ (১২ মে) :
বীর মুক্তিযোদ্ধা এবং ৫ম, ৮ম, ৯ম ও ১০ম জাতীয় সংসদের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এর আত্মার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ তাঁর মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্ল¬াজায় রাখা হয়। তিনি ১১ মে, ২০১৬ তারিখ সকালে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
শেষ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের নেতৃবৃন্দ এবং চিফ হুইপ আ স ম ফিরোজ ও হুইপবৃন্দ, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর পক্ষে বিরোধী দলীয় হুইপ মো. সেলিম এমপি এবং সংসদ সদস্যবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রয়াত প্রমোদ মানকিনের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের সদস্যরা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। পরে তাঁকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অভ্ অনার প্রদান করা হয়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং সর্বস্তরের জনগণ প্রার্থনায় অংশ নেন।
#
হুদা/মাহমুদ/সেলিম/মোশারফ/মাহফুজ/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬০৮
১৪টি বিলে রাষ্ট্রপতির সম্মতি
ঢাকা, ২৯ বৈশাখ (১২ মে) :
রাষ্ট্রপতি দশম জাতীয় সংসদের দশম (২০১৬ খ্রিস্টাব্দের ২য়) অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত নি¤œলিখিত ১৪টি বিলে আজ তাঁর সদয় সম্মতি দিয়েছেন। বিলগুলো হলো-
অৎসু (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬; ঈধফবঃ ঈড়ষষবমব (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬; অরৎ ঋড়ৎপব (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬; ঈরারষ ঈড়ঁৎঃং (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬; ঈড়ঁৎঃ ঋববং (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬; প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল, ২০১৬; প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল, ২০১৬; চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৬; রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৬; ঞযব চৎবংরফবহঃ’ং (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬; ঞযব চৎরসব গরহরংঃবৎ’ং (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬; ঝঢ়বধশবৎ ধহফ উবঢ়ঁঃু ঝঢ়বধশবৎ (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬; ঞযব গরহরংঃবৎং, গরহরংঃবৎং ড়ভ ঝঃধঃব ধহফ উবঢ়ঁঃু গরহরংঃবৎং (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬ এবং গবসনবৎং ড়ভ চধৎষরধসবহঃ (জবসঁহবৎধঃরড়হ ধহফ অষষড়ধিহপবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬.
#
মোতাহের/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬০৭
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৯ বৈশাখ (১২ মে) :
দশম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠক আজ কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান এবং সাবিহা নাহার বেগম বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে ১৬তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গৃহীত উন্নয়ন কার্যক্রমসমূহের অগ্রগতির উপর প্রেজেন্টেশন ও আলোচনা এবং হোটেল সোনারগাঁও-এর বিভিন্ন অনিয়ম তদন্তে গঠিত সাব-কমিটির তদন্ত প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়।
কমিটি বাংলাদেশ বিমান বন্দরসমূহের যাত্রীসেবার মান উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং দেশের আর্থিক ক্ষতি নিরসনকল্পে জনবল নিয়োগদানের জন্য অর্থ মন্ত্রণালয়কে পত্র প্রদানের সুপারিশ করে।
বৈঠকে রূপসী বাংলা হোটেল নির্মাণ কাজ বিলম্বের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি বিমান পরিচালনা বোর্ডের পরামর্শক্রমে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কার্যক্রম জয়েন্ট ভেঞ্চারে সম্পন্ন করা এবং দ্রুততার সাথে বিমানের নতুন এমডি নিয়োগের ব্যবস্থা করার সুপারিশ করে।
বৈঠকে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিমান বোর্ডের চেয়ারম্যানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
নীলুফার/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬০৬
শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২৯ বৈশাখ (১২ মে) :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকা-ের বিচার নিশ্চিত করার জন্য অপরাধীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার জন্য আগামী ১৪ মে (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
#
সাইফুল্লাহ/মাহমুদ/সেলিম/মাহফুজ/আব্বাস/২০১৬/১৭৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬০৫
ইউরোপীয় ইউনিয়নকে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ঢাকা, ২৯ বৈশাখ (১২ মে) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের বিশেষ ইকোনমিক জোনে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, সরকার এক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ইইউ-এর সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি এবং বাণিজ্য সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্দেশ্যে গঠিত বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিজনেস কাউন্সিল-এর প্রথম “বিজনেস ক্লাইমেট ডায়ালগ”- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান ।
মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের মোট বার্ষিক রপ্তানির প্রায় ৫৫ ভাগ রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নে। বাণিজ্যিক সহযোগিতার জন্য বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী।
তিনি আরো বলেন, সরকার দেশব্যাপী ১০০টি বিশেষ ইকোনমিক জোন স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে ১০টি জোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয়। বাংলাদেশ সরকার এখন বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছে। সরকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন, বিদ্যুৎ সরবরাহ, অবকাঠামো নির্মাণসহ বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট সকল কাজ গুরুত্বের সাথে করে যাচ্ছে। বিনিয়োগের জন্য সেবার মান উন্নত করা হয়েছে। বাংলাদেশ সরকারের সেবা প্রদান প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করে যাচ্ছে। ইউরোপের দেশগুলোর প্রাইভেট সেক্টরের বিনিয়োগকারীগণ এ সুযোগ গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এটি প্রথম বিজনেস ক্লাইমেট ডায়ালগ। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮টি দেশের রাষ্ট্রদূত ও ৫টি যৌথ চেম্বার প্রতিনিধি সমন্বয়ে ইইউ বিজনেস কাউন্সিল গঠন করা হয়। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের এ্যাম্বাসেডর এবং হেড অভ্ ডেলিগেশন চরবৎৎব গধুধঁফড়হ-এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৮টি দেশ-যুক্তরাজ্য,জার্মানি, ফ্রান্স, ইটালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড এবং স্পেনের রাষ্ট্রদূতসহ ৫টি যৌথ চেম্বারের প্রতিনিধিদলের ৩৬জন অংশ গ্রহণ করেন। বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন-এর নেতৃত্বে বাণিজ্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।
#
বকসি/মাহমুদ/সেলিম/মাহফুজ/আব্বাস/২০১৬/১৮০৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬০৪
বিভিন্ন বন্দর পরিদর্শনের জন্য নৌমন্ত্রী শুক্রবার মালয়েশিয়া যাচ্ছেন
ঢাকা, ২৯ বৈশাখ (১২ মে) :
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন স্থল, কন্টেইনার পোর্ট ও চেকপয়েন্ট পরিদর্শনের জন্য শুক্রবার (১৩ মে) রাতে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
মন্ত্রী কুয়ালালামপুরের ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি), জোহর বাহরুতে তেনজুং পেলাপাস (ঞঅঘঔটঘএ চঊখঅচটঝ) বন্দর ও টিইউএএস দ্বিতীয় লিংক চেকপয়েন্ট, সিঙ্গাপুর বন্দর, আইসিডি এবং উডল্যান্ড চেকপয়েন্ট পরিদর্শন করবেন। এছাড়া তিনি সিঙ্গাপুরে শারীরিক চেকআপ করাবেন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন - চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ খালেদ ইকবাল, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, নৌপরিবহণ মন্ত্রীর একান্ত সচিব এম এম তারিকুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর শাহীন রহমান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনাল অফিসার মো. নাসিরউদ্দিন।
তিনি ২১ মে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
#
জাহাঙ্গীর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬০৩
বাংলাদেশি ডাক্তার-নার্স নিয়োগের জন্য সৌদি সরকারের প্রতি প্রবাসীমন্ত্রীর আহ্বান
ঢাকা, ২৯ বৈশাখ (১২ মে) :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সাথে আজ তার অফিসকক্ষে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিক্রুটমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মারজান বিন মুবারক আল-মারজান (গঁৎলধহ ইরহ গঁনধৎধশ অষ-গঁৎলধহ) সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে সৌদি আরবে কনসালটেন্ট ও রেজিস্ট্রার ডাক্তার প্রেরণের বিষয়ে জেনারেল ম্যানেজারের সাথে আলোচনা হয়।
মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি গত জানুয়ারিতে সৌদি আরব সফরের সময় সে দেশের সরকারের পক্ষ থেকে যে আতিথেয়তা এবং সম্মান প্রদর্শন করা হয়েছে সেজন্য তিনি সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রবাসী মন্ত্রী সৌদি সরকারকে বাংলাদেশ থেকে আরো ডাক্তার ও নার্স সে দেশে নিয়োগের আহ্বান জানান। তিনি বলেন এতে সৌদি আরব ও বাংলাদেশ উভয়েই লাভবান হবে। পরে তিনি সৌদি স্বাস্থ্য মন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
মারজান সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নার্স, ডাক্তার ও অন্যান্য কর্মীদের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং বন্ধুসুলভ। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীরা সৌদি আরবকে তাদের নিজের দেশের মতো মনে করেন এবং ভালবাসেন বলে তিনি মন্তব্য করেন।
পরে সৌদি প্রতিনিধিদলের সাথে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমইটি ও বোয়েসেলের প্রতিনিধিদল এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এতে বোয়েসেলের মাধ্যমে প্রেরণকৃত বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত নার্স ও ডাক্তারদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সৌদি প্রতিনিধিদল বাংলাদেশ থেকে স্বাস্থ্য খাতে কর্মী নেয়ার বিষয়েও আলোচনা করেন। উল্লেখ্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লি. (বোয়েসেল)-এর মাধ্যমে সৌদি আরবে ১ হাজার ৫০৪ জন ডাক্তারসহ বিশ্বের বিভিন্ন দেশে মোট ২ হাজার ৪৭০ জন ডাক্তার কর্মরত রয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমইটি ও বোয়েসেলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৫৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬০২
১ম বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণ ১৫ মে
ঢাকা, ২৯ বৈশাখ (১২ মে) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ আগামী ১৫ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে।
ফরম পূরণ সম্পর্কিত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ/িি.িহঁনফ.রহভড়) থেকে জানা যাবে।
#
ফয়জুল/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬০১
কায়রোতে শিল্পমন্ত্রী সম্মেলন
ডি-৮ সদস্য দেশগুলোর এসএমইখাতের উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত
ঢাকা, ২৯ বৈশাখ (১২ মে) :
ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে বিরাজমান সম্ভাবনা কাজে লাগাতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত হয়েছেন সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর শিল্পমন্ত্রীরা। এ লক্ষ্যে সদস্য দেশগুলো দ্রুত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।
মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত পঞ্চম ডি-৮ শিল্পমন্ত্রী সম্মেলনের (৫ঃয গরহরংঃবৎরধষ গববঃরহম ড়হ উ-৮ ওহফঁংঃৎরধষ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ) সমাপনী অধিবেশনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর প্রস্তাবের প্রেক্ষিতে সর্বসম্মতভাবে গতকাল এ সিদ্ধান্ত গৃহীত হয়। মিশরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাঈল এতে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মিশরের শিল্প ও বাণিজ্যমন্ত্রী প্রকৌশলী তারেক কাবিল সহ তুরস্ক, ইরান, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এবং ডি-৮ মহাসচিব ড. সাঈদ আলী মোহাম্মদ মৌসাভী বক্তব্য রাখেন। এতে বিভিন্ন দেশের ঊর্র্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর এ অর্থনৈতিক জোট বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য বাড়িয়ে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ রয়েছে। তিনি অটোমোবাইল, পেট্রোকেমিক্যাল, সিরামিক, ইস্পাত, টেক্সটাইল, জাহাজ নির্মাণ, আইসিটি, টেলিযোগাযোগ ও তৈরিপোশাক খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে একটি যৌথ প্ল্যাটফর্ম গড়ে তোলার তাগিদ দেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। গত সাত বছরে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি, কর্মসংস্থান, দারিদ্র্যবিমোচন, মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ বিভিন্ন সূচকে ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে জনগণের মাথাপিছু আয় ১৪৬৬ ডলারে দাঁড়িয়েছে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। জাতীয় শিল্পনীতি-২০১৬ এর আলোকে আগামী বছরগুলোতে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখে ২০১৫ পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।
মিশর ও তুরস্কের মন্ত্রীর সাথে বৈঠক
সভার সাইডলাইনে আমির হোসেন আমু মিশরের শিল্প ও বাণিজ্যমন্ত্রী প্রকৌশলী তারেক কাবিল এবং তুরস্কের বাণিজ্য উপমন্ত্রী হাসান আলী সেলিকের সাথে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠককালে তিনি বাংলাদেশে সার ও কাগজ উৎপাদন, পেট্রোকেমিক্যাল, তরল গ্যাস বোতলজাত করা ও জাহাজ নির্মাণ শিল্পখাতে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন।
মিশরের মন্ত্রী এসব খাতে বিনিয়োগে তাঁর দেশের বেসরকারি উদ্যোক্তাদের আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য মিশরের বেসরকারি উদ্যোক্তাদের সরকারিভাবে সব ধরনের সহায়তা করা হবে বলে আমির হোসেন আমুকে আশ্বস্ত করেন। তুরস্কের উপমন্ত্রী বাংলাদেশের এসএমইখাতে সমন্বিত উন্নয়নের জন্য বিনিয়োগ ও কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। আলোচনাকালে উভয় দেশের মন্ত্রী বিনিয়োগের সুবিধার্থে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরে সম্মত হন।
#
জলিল/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা
Handout Number : 1600
Foreign Minister leaves Dhaka for Bhutan
Dhaka, 12 May :
Foreign Minister Abul Hassan Mahmood Ali has left Dhaka for Bhutan this morning on an invitation from the Bhutanese Foreign Minister from 12-14 May 2016. During the visit, the Foreign Minister will discuss on bilateral issues with his Bhutanese counterpart. He is also expected to pay courtesy calls on the King of Bhutan, the Fourth King and the Prime Minister of Bhutan.
#
Khaleda/Mobassera/Khadiza/Rezzakul/Asma/2016/1130 hours