তথ্যবিবরণী নম্বর : ১৬৩১
যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ওয়েন (Yao Wen) সাক্ষাৎ করেন।
এ সময় উপদেষ্টা চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন এবং ব্যবসায়িক সহযোগী। আমরা চীন থেকে আরো বেশি কারিগরি সহযোগিতা, বৈশ্বিক বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং আর এম জি সেক্টরে বিনিয়োগের প্রত্যাশা করছি।
উপদেষ্টা বলেন, খেলার মান উন্নয়নে স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার কার্যক্রম চলমান। আমরা একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছি, যেখানে দেশের ৫৫টি ফেডারেশন একই জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই প্রকল্পে চীনের কারিগরি এবং আর্থিক বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ।
এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, চীন-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করতে চায় চীন। তিনি চীনের ক্রিকেট দলের উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করেন।
#
নূর আলম/মেহেদী/শিবলী/ফেরদৌস/রফিকুল/আব্বাস/২০২৪/২৩০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৩০
পার্বত্য অঞ্চলে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বহুমুখী উৎপাদনশীল ফলনের দিকে ঝুঁকতে হবে
---পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
খাগড়াছড়ি, ২৬ কার্তিক (১১ নভেম্বর):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মানুষের জীবিকা নির্বাহে বহুমুখী উৎপাদনশীল ফলনের দিকে ঝুঁকতে হবে।
আজ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মনাটেক যাদুগালা মৎস্য চাষ সমবায় সমিতির অফিস কক্ষে সমিতির সদস্যদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
মৎস্য চাষ সমবায় সমিতির সদস্যদের উদ্দেশে উপদেষ্টা বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করে এর উৎপাদন ও আয় বৃদ্ধি করা সম্ভব। তিনি বলেন, মৎস্য চাষের পাশাপাশি জলাশয়ের তীরবর্তী পাড়াগুলোতে সবজি চাষ, হাঁস-মুরগি ও গবাদি পশু পালন-সহ বহুমুখী আয়বর্ধক প্রকল্প গ্রহণের মাধ্যমে সমিতির আয় বাড়ানো যায়।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, সরকারের বিদ্যমান নিয়ম নীতি অনুসরণ করে সকলকে আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। প্রয়োজনে কফি, কাজু বাদাম, ইক্ষু ও বাঁশ বাগান সৃজন করে নিজেরা স্বাবলম্বী হবেন ও সুন্দর পরিবেশ গড়ে তুলবেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপদেষ্টার সহধর্মিণী নন্দিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (উপসচিব) মোহাম্মদ মাহবুব উল করিম, খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র রায়, সাবেক খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র কুমার চাকমা, মহালছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মনাটেক যাদুগালা মৎস্য চাষ সমবায় সমিতির সভাপতি রত্ন উজ্জ্বল চাকমা, মনাটেক বিহার কমিটির সভাপতি শান্তি বিনয় খীসা ও বাপ্পী খীসা উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/মেহেদী/শিবলী/ফেরদৌস/রফিকুল/আব্বাস/২০২৪/২২০৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬২৯
ভৈরব নদীবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে
---নৌপরিবহন উপদেষ্টা
ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):
ভৈরব নদীবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ ভৈরব মেঘনা নদীবন্দর পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
কিশোরগঞ্জের ভৈরব নদীবন্দরকে পুরানো একটি নদীবন্দর উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩৬ কোটি টাকা ব্যয়ে ভৈরব নদীবন্দরকে আধুনিকায়ন করা হচ্ছে। এখানে আন্তর্জাতিক মানের ৩টি পল্টুন নির্মাণ করা হবে। প্রকল্পটি গতকাল অনুমোদন হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। আগামী বছরের ডিসেম্বরের মধ্য কাজ শেষ করার লক্ষ্যে প্রস্ততি চলছে।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, বিশ্ব ব্যাংকের প্রজেক্টের মধ্য এটি একটি বড় প্রজেক্ট। আন্তর্জাতিকভাবে এই প্রজেক্টের টেন্ডার হবে। জেটির কাজ করতে গিয়ে নদীর পাড়ের দোকানদারদের মালিকানার সঠিক কাগজপত্র থাকলে ক্ষতিপূরণ দেয়া হবে। যাদের কাগজ নেই তাদের বিষয়ে বিবেচনা করা হবে।
কাজটি সম্পন্ন করতে তিনি ভৈরববাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কাজটি আগামী বছর শেষ হলে এর সুফল ভোগ করবে ভৈরবের জনগণ। এতে এখানকার ব্যবসা বাণিজ্যের উন্নতিসহ মালামাল উঠানামা, লঞ্চ চলাচল, ঘাটে লঞ্চ ভেড়ানোসহ যাত্রীদের উঠানামার অসুবিধা দূর হবে। এছাড়া আশুগঞ্জ পাড়েও আন্তর্জাতিক টার্মিনাল তৈরি হবে।
এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা ও প্রকল্প পরিচালক (পিডি) আয়ূব আলী উপস্থিত ছিলেন।
#
আরিফ/মেহেদী/শিবলী/ফেরদৌস/রফিকুল/আব্বাস/২০২৪/২০০৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬২৮
দুধের ঘাটতি পূরণে আমদানি নির্ভরতা বদলাতে চাই
--মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):
দুধের উৎপাদন ঘাটতি পূরণে যেভাবে আমদানি হচ্ছে তা বন্ধের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমদানি নির্ভরতা থাকলে গরু, ছাগল এমনকি দুধের যে উৎসগুলো আছে তা নষ্ট হয়ে যাবে। কাজেই বিদেশ নির্ভরতা, আমাদানি নির্ভরতা ও টেকনোলজি বদলাতে চাই।
আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফিশারিজ এন্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরাম (এফএলজেএফ) আয়োজিত ‘দেশের ডেইরি খাতের সমস্যা-সম্ভবনা ও করণীয়’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, একদিকে যেমন মৎস্য ও মৎস্যখাত বৈষম্যের শিকার অন্যদিকে প্রাণিসম্পদখাত অসম সংবাদের শিকার। পত্র-পত্রিকা এমনকি টেলিভিশনেও অনেক সময় ভুল তথ্য পরিবেশন করা হয়। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের জন্য তিনি সাংবাদিকদের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের আমিষ জাতীয় খাদ্যের যোগান মৎস্য ও প্রাণিসম্পদ থেকে আসে। যদি এ ব্যাপারে মূল্যায়ন না করা হয় তাহলে বঁচে থাকা কঠিন হয়ে পড়বে।
উপদেষ্টা বলেন, নারীরা অত্যন্ত যত্নের সাথে গবাদি পশু পালন করে থাকে। চরাঞ্চলে যাদের কিছুই নাই এমনকি স্বামী পরিত্যক্ত তারাও গবাদি পশু পালন করে বেঁচে থাকে। অনেক ক্ষেত্রে বিভিন্ন খামারি এবং কোম্পানিগুলো দুধ ও মাংসের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ওষুধ ও এন্টিবায়োটিক ব্যবহার করছে, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিষ্ঠানগুলো নিরাপদ দুধ ও মাংস সরবরাহ করছে কিনা সেলক্ষ্যে সাবাইকে কাজ করতে হবে।
উপদেষ্টা আরো বলেন, দেশীয় জাতের গরুর দুধের উৎপাদন বিদেশি গরুর চেয়ে কম হলেও বেশি দুধের আশায় ফিড নির্ভরতা না হয়ে খামারিদের গোচারণ ভূমি নির্ভর হতে হবে এবং তা রক্ষা করতে হবে। কৃষিতে আগাছানাশক ঘাস মারতে হার্বিসাইড প্রয়োগ করার ফলে গরুর ঘাস নষ্ট হচ্ছে, এ বিষয়ে কৃষির সাথে সমন্বয় করা দরকার। তিনি বলেন, ক্ষুদ্র খামারিরা গ্রামের ঘরে ঘরে আছে। তাদের সমস্যা সমাধানে মন্ত্রণালয় সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দুধের ঘাটতি মিটিয়ে দুধের উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাবে।
এফএলজেএফ’র সভাপতি এম এ জলিল মুন্না রায়হানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ রেয়াজুল হক, এলডিডিপির প্রকল্প পরিচালক ড. এম এ সালেক প্রমুখ।
#
মামুন/মেহেদী/শিবলী/ফেরদৌস/মোশারফ/রেজাউল/২০২৪/২০০৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬২৭
ধারাবাহিকতা বজায় রেখে দক্ষতার সাথে কাজ করতে হবে
---স্থানীয় সরকার উপদেষ্টা
ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মন্ত্রণালয়ের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ধারাবাহিকতা বজায় রাখা এবং দক্ষতার সাথে কাজ করাই এখন বড় চ্যালেঞ্জ। সিনিয়রদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনকল্যাণমূলক কাজ করতে হবে যা ভবিষ্যতে উদাহরণ হিসেবে বিবেচিত হবে। এই মন্ত্রণালয়ের কাজে জনসম্পৃক্ততা বেশি, জনকল্যাণে সবচেয়ে বড় শক্তির উৎস জনগণ। তাই জনকল্যাণে কাজের দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
উপদেষ্টা আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নজরুল ইসলাম।
মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণকারী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সদ্য বিদায়ী উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, এটা কোনো রুটিন সরকার নয়, বিপ্লবী সরকার। আমাদের মূল দাবি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। একাত্তরের মুক্তিযুদ্ধে সবাই অংশগ্রহণ করেছিল, তেমনি ২০২৪ সালের আন্দোলন শুধু ঢাকা কেন্দ্রিক ছিল না। এর ধাক্কা লেগেছে সমস্ত দেশে।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারে নতুন উপদেষ্টার শপথ গ্রহণ ও উপদেষ্টাদের মাঝে দপ্তর পুর্নবণ্টন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন।
মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
গিয়াস/মেহেদী/শিবলী/রফিকুল/আব্বাস/২০২৪/২০৪২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬২৬
স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান বস্ত্র ও পাট উপদেষ্টার
ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাটের অতীত ঐতিহ্য ও ইতিহাস আছে। এর সম্ভাবনার কোনো ঘাটতি নেই। পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। দেশ উপকৃত হলে আমরা সবাই উপকৃত হব। পাটের ঐতিহ্য পুনর্জাগরণে এবং দেশের স্বার্থে সবাইকে স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করতে হবে।
আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভার সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উপদেষ্টার নেতৃত্ব ও নির্দেশনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভার শুরুতে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব এএনএম মঈনুল ইসলাম। এ সময় অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, সুব্রত শিকদার ও আরিফুর রহমান খান, যুগ্মসচিব রায়না আহমদ, উপসচিব-সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নেন শেখ বশিরউদ্দীন। পরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আজ উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তাঁর প্রথম কার্যদিবসে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।
#
আসিফ/মেহেদী/শিবলী/রফিকুল/আব্বাস/২০২৪/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬২৫
খাদ্য মজুত বাড়ানোই আমাদের লক্ষ্য
--খাদ্য উপদেষ্টা
ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য মজুত বাড়ানোই আমাদের লক্ষ্য। বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবিলা করা কঠিন হবে না। এছাড়া খাদ্য আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
আজ সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা চালের দাম বৃদ্ধির বিষয়ে বলেন, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানি অব্যাহত রয়েছে। সরকারি পর্যায়ে খাদ্য সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে। এ সময় তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তিনি ৫ আগস্টের পটভূমিকে সামনে রেখে কর্মকর্তাদের কাজ করার তাগিদ দেন।
সভার শুরুতেই খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান উপদেষ্টাকে স্বাগত জানান। পরে তিনি খাদ্য মন্ত্রণালয়ের কর্মপরিধি এবং ভিশন ও মিশন উপস্থাপন করেন। এছাড়াও মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
মালেক/মেহেদী/শিবলী/ফেরদৌস/মোশারফ/রেজাউল/২০২৪/১৯১২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬২৪
বিপ্লবের চেতনা সমুন্নত রেখে কাজ করতে হবে
--বিমান ও পর্যটন উপদেষ্টা
ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। শহিদদের রক্তস্নাত এ পলল ভূমিকে একটি সমৃদ্ধ স্বদেশে পরিণত করার মধ্য দিয়েই এ বিপ্লবের সফলতা নির্ভর করবে।
উপদেষ্টা আজ সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
বিমান উপদেষ্টা বাংলাদেশকে এ অঞ্চলের একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য ও এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে দেশপ্রেম ও আন্তরিকতার সাথে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। বিমান বন্দরসমূহের সেবার মান আরো বৃদ্ধি, বিমান বাংলাদেশের যাত্রীসেবা, ফ্লাইট সিডিউল ঠিক রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। দেশের পর্যটন আকর্ষণীয় স্থানসমূহকে ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত করার যথাযথ উদ্যোগ এবং কক্সবাজার বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা তিনি জানান।
মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, আব্দুন নাসের খান, ফাতেমা রহিম ভীনা, মোঃ আনিসুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে নবনিযুক্ত উপদেষ্টা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
#
মাহবুবুর/মেহেদী/শিবলী/ফেরদৌস/মোশারফ/রেজাউল/২০২৪/১৮২৪ ঘণ্টা
Handout Number: 1623
Government Published Red List of 1,000 Plant Species
- Environment Advisor
Dhaka, 11 November :
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, stated that a Red List of 1,000 plant species has been prepared to ensure effective conservation and management of plant species in Bangladesh. She added that this list has enabled an accurate assessment of endangered plant species. According to the list, 271 species are minimally threatened, 256 species lack sufficient data, and 395 species are vulnerable, among which 5 are critically endangered, 127 are endangered, and 263 are near threatened. Additionally, 70 species are classified as nearly threatened, while 7 have been identified as regionally extinct.
The environment advisor shared these remarks today at the publication event of the “Red List of Plants of Bangladesh” held in the Ministry's conference room at the Bangladesh Secretariat.
The advisor emphasized that this initiative would support prioritizing plant conservation and contribute to the government’s biodiversity conservation goals. She further noted that “The Encyclopedia of Flora and Fauna of Bangladesh” has documented 3,813 plant species, which require evaluation for future conservation efforts. This list will serve as a valuable resource for policymakers and researchers, aiding in achieving environmental stability and promoting biodiversity conservation at national and international levels. She highlighted that the Red List of Plants would provide conservationists with essential data to guide conservation efforts and allocate resources effectively.
The advisor also noted the development of special management strategies in five protected forest areas to reduce the impact of invasive plant species. Research has identified 17 invasive plant species in Bangladesh, such as water hyacinth and Assam liana, which pose environmental threats. Measures to control these impacts include import restrictions, prevention of commercialization, and effective management practices. These initiatives are expected to play a vital role in preserving forests and forest resources, both nationally and internationally.
Among others present at the event were Additional Secretary A.S.M. Humayun Kabir, A Fahmida Khanam, Tapan Kumar Biswas, Chief Conservator of Forests Md. Amir Hossain Chowdhury, Senior Environmental Specialist of the World Bank Ishtiaq Sobhan, and IUCN representative Sarwar Alam.
#
Dipankar/Mehedi/Shibli/Ferdows/Mosaraf/Rezaul/2024/1758 hours
তথ্যবিবরণী নম্বর : ৩৯
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :
মূলবার্তা:
‘গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনায় ১৫, ২২ ও ২৯ নভেম্বর প্রতি শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুম'আ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নেয়া হয়েছে-ধর্ম বিষয়ক মন্ত্রণালয়’।
#
সিদ্দীক/ফাতেমা/রবি/আলী/আসমা/২০২৪/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬২১
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত কামনায়
মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত
ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):
জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা এবং গুরুতর অসুস্থ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী ১৫ নভেম্বর, ২২ নভেম্বর ও ২৯ নভেম্বর প্রতি শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুম’আ দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এলক্ষ্যে সারাদেশের মসজিদসমূহে নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
#
আক্তারুজ্জামান/ফাতেমা/রবি/সাঈদা/আলী/আসমা/২০২৪/১২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬২০
জীবনযাত্রাকে সহজ করতে কাজ করার অঙ্গীকার নবনিযুক্ত বাণিজ্য উপদেষ্টার
ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):
সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে সহজ করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।
নবনিযুক্ত উপদেষ্টা বলেন, মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অংকে যেটা বেড়েছে, ক্রয় ক্ষমতা সেভাবে বাড়েনি বরং কমেছে। আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি তাহলে তার জীবনমানের মধ্যে কম্প্রোমাইজ চলে এসেছে।
কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আমি আপনাদের কাছে কোনো ম্যাজিক প্রত্যাশা করছিনা। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করবো। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আপনাদের কাজকে আরো কার্যকর ও বেগবান করার জন্য ইনসাফের সাথে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করবো। তিনি আরো বলেন, আমরা যদি ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারি এবং আমাদের সর্বোচ্চ দক্ষতার প্রয়োগ ঘটাতে পারি তাহলে ভালো করা সম্ভব। আমি কর্মকর্তাদের কাছে অতিরিক্ত পরিশ্রম প্রত্যাশা করি। কর্মকর্তাদের সাথে তিনিও পরিশ্রম করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গতকাল উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে শপথ নেন শেখ বশিরউদ্দিন। পরে তাঁকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়।
#
কামাল/ফাতেমা/রবি/সাঈদা/আলী/আসমা/২০২৪/১২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬১৯
কক্সবাজারে জনপ্রশাসন একাডেমি স্থাপনের জন্য ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার
ঢাকা, ২৬ কার্তিক (১১ নভেম্বর):
বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে বন্দোবস্তকৃত ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধের প্রেক্ষিতে বনভূমির এ বরাদ্দ বাতিল করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান স্বাক্ষরিত ১০ নভেম্বর প্রেরিত পত্রের মাধ্যমে এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণপূর্বক ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণের জন্য কক্সবাজারের জেলাপ্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে বন্দোবস্তকৃত কক্সবাজার জেলার সদর উপজেলার ঝিলংজা মৌজার বিএস ১ নম্বর খতিয়ানভুক্ত বিএস ২৫০০১ নম্বর দাগের ‘পাহাড়’ শ্রেণির ৪০০ একর ও বিএস ২৫০১০ নম্বর দাগের ‘ছড়া’ শ্রেণির ৩০০ একর মোট ৭০০ একর জমি রক্ষিত বনের গেজেটভুক্ত হওয়ায় এ বন্দোবস্ত এতদ্দ্বারা নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।
২৯ আগস্ট ২০২৪ তারিখে এবিষয়ে আধাসরকারি পত্র প্রেরণ করেন পরিবেশ উপদেষ্টা। উপদেষ্টার পাঠানো পত্রে বলা হয়েছে, বন্দোবস্তকৃত এলাকা ১৯৩৫ সাল থেকে বন আইন ১৯২৭-এর ২৯ ধারার আওতায় রক্ষিত বন হিসেবে ঘোষিত। এই ২ হাজার ১৪৫ দশমিক ২ একর ভূমির অংশে গর্জন, চাপালিশ, তেলসুরসহ বিভিন্ন প্রজাতির গাছপালা এবং হাতি, বানর, বন্য শুকরসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে এই বনভূমিতে বনায়ন কার্যক্রম পরিচালিত হয়।
রেকর্ডে ‘রক্ষিত বন’ উল্লেখ না থাকায় বন বিভাগ এ বিষয়ে মামলা করে। পাশাপাশি, ভূমির বন্দোবস্ত বাতিল চেয়ে একটি রিট মামলাও হাইকোর্টে দায়ের করা হয়। হাইকোর্ট বিভাগ এ বন্দোবস্তের বিষয়ে স্থগিতাদেশ প্রদান করেন যা আপিল বিভাগে বহাল রয়েছে।
১৯৯৯ সালে ঝিলংজা ইউনিয়নকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে বনভূমির গাছ কাটাসহ প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন নিষিদ্ধ করা হয়। ৭০০ একর রক্ষিত বনও এই সংকটাপন্ন এলাকার অন্তর্ভুক্ত।
সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ এবং জাতিসংঘ জীববৈচিত্র্য সনদে বন সংরক্ষণের অঙ্গীকার রয়েছে। দেশের বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম থাকায় এই বন্দোবস্ত জনস্বার্থবিরোধী।
#
দীপংকর/ফাতেমা/রবি/সাঈদা/আলী/আসমা/২০২৪/১১৪০ ঘণ্টা