তথ্যবিবরণী নম্বর: ১৭৯৭
মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না
---ধর্ম উপদেষ্টা
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না। তিনি আরো বলেন, বাংলাদেশের অভ্যুদ্বয়ের ইতিহাস গ্রন্থে যুক্তফ্রন্টের আলাদা অধ্যায় আছে। সেখানে মাওলানা আতাহার আলীর নাম আছে। তবে অতীতে তার অবদানকে ইতিহাসে খাটো করে দেখানো হয়েছে। আগামী দিনে যে ইতিহাস বই রচিত সেখানে তাকে যথাযথভাবে উপস্থাপন করা হবে।
আজ সুপ্রীম কোর্টের শফিউর রহমান অডিটোরিয়ামে হয়রত আল্লামা আতাহার আলী রহ. জীবন, কর্ম ও অবদান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, হযরত আল্লামা আতাহার আলীর গতিশীল নেতৃত্বের কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেজামে ইসলাম পার্টি থেকে ৩৬ টি আসনে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিল। তাঁর মৃত্যুর কারণে নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা এখনও পূরণ হয়নি।
ড. খালিদ বলেন, বাংলাদেশ পার্লামেন্টের লাইব্রেরিতে মাওলানা আতাহার আলীর উর্দু ভাষায় অনেক বক্তৃতা আছে। পাকিস্তান পার্লামেন্টের লাইব্রেরিতেও তার অনেক বক্তৃতা আছে। এগুলোকে সংকলিত করলে সমসাময়িক রাজনীতির স্পষ্ট চিত্র পাওয়া যাবে। তার গোছানো বক্তৃতায় আমাদের মাতৃভাষা, তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ও জনগণের অধিকার নিয়ে কথা আছে। তার বক্তৃতা যদি বাংলা ভাষায় অনুবাদ করে উপস্থাপন করতে পারি তাহলে তাঁকে নিয়ে রচিত বই সমৃদ্ধ হবে, জাতি অনেক কিছু জানতে পারবে।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, অনেক তথ্য ও উপাত্ত সংগ্রহ করে মাওলানা শফিকুর রহমান বইটি রচনা করেছেন। এটি বাংলাদেশের ইতিহাসে একটি আকর গ্রন্থ। এই বই আমাদের পথ দেখাবে। এ বই এদেশের ইতিহাস ও ঐতিহ্যের একটি সমৃদ্ধ আলেখ্য। এ বই বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
মাওলানা আতাহার আলীর বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতি আলোকপাত করে উপদেষ্টা বলেন, তিনি ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী। তিনি ছিলেন একজন সক্রিয় রাজনীতিবিদ। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক ও আইয়ুব খানের সাথে তিনি রাজনীতি করেছেন। একইসাথে তিনি একটি মাদ্রাসার অধ্যক্ষ, হাদীসেরও মহাদ্দিস ও মসজিদের ইমাম ছিলেন।
কিশোরগঞ্জের আল জমিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদের সভাপতিত্বে বইটির লেখক মাওলানা শফিকুর রহমান জালালাবাদী এসময় উপস্থিত ছিলেন।
#
আবুবকর/মেহেদী/পবন/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/২০৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৭৯৬
রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি
ও দ্রুত প্রত্যাবাসনে বিশ্ব খাদ্য কর্মসূচিকে অনুরোধ ইতালিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের
রোম (ইতালি), ২৫ নভেম্বর:
রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি ও দ্রুত প্রত্যাবাসনে ভূমিকা পালনের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি-কে (WFP) অনুরোধ জানিয়েছেন। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক। আজ ইতালির রোমে WFP সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয় পত্র প্রদান অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইনের সাথে বৈঠককালে রাষ্ট্রদূত এ অনুরোধ জানান।
রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বলেন, মিয়ানমারে চলমান সহিংসতা ও জাতিগত নিধনের কারণে ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহে প্রতি বছর নতুন শিশু জন্ম নেয়ায় এবং মিয়ানমারে সহিংসতা চলমান থাকায় নতুন শরণার্থী বাংলাদেশে আশ্রয় গ্রহণ করায় মোট শরণার্থীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যার তথ্য নিয়মিতভাবে সংগ্রহ ও WFP-র জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি ফর্টিফাইড রাইস বিতরণ কার্যক্রমে সকল শরণার্থীকে অন্তর্ভু্ক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের প্রসার এবং সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ‘স্কুল মিল’ কার্যক্রমে স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্যের ব্যবহার বৃদ্ধির কৌশল নির্ধারণে WFP-র নির্বাহী পরিচালকের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি সকল ফিলিস্তিনীদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিতকরণের প্রতি গুরুত্বারোপ করেন।
নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে WFP-র সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ করেন। WFP-র নির্বাহী পরিচালক বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির পরিধি সম্প্রসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে মর্মে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।
#
বাংলাদেশ অ্যাম্বাসি/মেহেদী/রানা/রফিকুল/আব্বাস/২০২৪/২০১১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৭৯৫
স্থানীয় সরকার উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পসমূহের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন প্রকল্প এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্প-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ বলেন, বাংলাদেশের একজন সহযোগী অংশীজন হতে পেরে আমরা গর্বিত। তাঁরা স্থানীয় সরকার উপদেষ্টার কাছে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং দ্রুত বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলকে উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্প এবং বিদেশি সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলোর গতি ত্বরান্বিত করতে এবং নির্ধারিত সময়ে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
সালাউদ্দিন/মেহেদী/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৭৯৪
বিনিয়োগকারীদের সেবার গতি বৃদ্ধি করবে বিডা ওএসএস প্ল্যাটফর্ম
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
বিনিয়োগকারীদের জন্য আরো উন্নত ও সহজ সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর সাথে আজ সিলেট সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি পৃথক পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর ফলে বিডা ওএসএস নতুন এই চারটি প্রতিষ্ঠানে আরো ৭ সেবা যুক্ত হবে। যা অনলাইন ওয়ানস্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে এ উদ্যোগ বিনিয়োগকারীদের সেবার গতি, স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করবে।
বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলামের সভাপতিত্বে সমঝোতা স¥ারক স¦াক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিনিয়োগকারীদের উন্নত সেবা নিশ্চিত করতে বিডা ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের লক্ষ্য হলো সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজতর করা। বর্তমানে আমরা ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে বিডার ২৩ টিসহ মোট ৪৮টি প্রতিষ্ঠানে ১৩৩টি সেবা করে আসছি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমাদের বিনিয়োগকারীদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার।
বিডা চেয়ারম্যান আরো বলেন, বিনিয়োগকারীদের বিডা ওএসএস আরো উৎসাহিত করবে, এটি শুধু সময় সাশ্রয় করবে না, বরং অন্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তির কার্যক্রম আরও সুষ্ঠুভাবে মনিটরিং করতে সহায়তা করবে। এসময়ে তিনি আরো বলেন, আমাদের ৫টি আইপিএ, প্রত্যেকের আবার নিজস্ব ওএসএস রয়েছে, এ সমস্যা দূর করার জন্য আমরা একটি সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট তৈরির পরিকল্পনা করছি, যেখানে বিনিয়োগকারীরা একটি আইডি ব্যবহার করে সব আইপিএ থেকে সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।
সভাপতির বক্তব্যে বিডার সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের মধ্যে ওএসএস সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। না হলে সেবা প্রদান প্রক্রিয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিনিয়োগকারীদের সময় ও অর্থ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
#
প্রশান্ত/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/২০৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৭৯৩
মৎস্য আহরণ বন্ধে দ্রুত কমিটি গঠনের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মৎস্য আহরণ বন্ধে সময় নির্ধারণে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, কোস্টগার্ড, নৌ পুলিশ, নৌবাহিনীসহ সংশ্লিষ্টদের দ্রুত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। তিনি প্রজননের সঠিক সময় ও মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে গবেষণার ফলাফল জনগণকে জানানোর পরামর্শ দেন। তিনি বলেন, মৎস্য আহরণ বন্ধকালীন ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে মাছ ধরছে বলে অভিযোগ রয়েছে। অনুপ্রবেশ ঠেকানোর জন্য ভারত সরকারকে পূর্বেই জানাতে হবে।
আজ মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘বঙ্গোপসাগরে মৎস্য আহরণ বন্ধকালীন সময় পুনঃনির্ধারণ বিষয়ক কর্মশালায়’ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, বঙ্গোপসাগরে মৎস্য আহরণ বন্ধে যদি মাছ ধরার জাল নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কোনো পদক্ষেপে কাজ হবে না। জাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ করবো তারা যেন জাল উৎপাদনের সাথে জড়িত কারখানাগুলোতে কোনো লাইসেন্স না দেয়। সমুদ্রে ট্রলার দিয়ে যারা মাছ ধরেন তাদের আরো সক্ষমতা বৃদ্ধি করতে হবে বলে তিনি জানান।
মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র-সহ বিভিন্ন অংশীজন।
#
মামুন/মেহেদী/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৭৯২
২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত
অনলাইনে প্রচলিত ৩টি ভূমি সেবা বন্ধ থাকবে
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ভূমিসেবা সংশ্লিষ্ট মানোন্নীত (২য় সংস্করণ) ৪টি সফটওয়্যার (মিউটেশন সিস্টেম, ভূমি উন্নয়ন কর সিস্টেম, ডিজিটাল রেকর্ড ও ম্যাপ ব্যবস্থাপনা সিস্টেম, ভূমি প্রশাসনিক ব্যবস্থাপনা সিস্টেম) এবং নব-সৃষ্ট ১টি সফটওয়্যার (ল্যান্ড সার্ভিস গেটওয়ে)-এর দেশব্যাপী প্রচলন ও ব্যবহারের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। আগামী ১ ডিসেম্বর সকাল ৯:৩০টায় ভূমি উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উক্ত ৫টি সফটওয়্যার কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ৯টা পর্যন্ত বর্তমানে অনলাইনে প্রচলিত ও চালু ৩টি ভূমি সেবা (ই-মিউটেশন সিস্টেম, ই-পর্চা সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম) বন্ধ রাখা হবে।
আজ ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
#
আহসান/মেহেদী/মোশারফ/জয়নুল/২০২৪/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৭
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা :
‘আগামী ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ ডিসেম্বর ২০২৪ সকাল ৯টা পর্যন্ত বর্তমানে অনলাইনে প্রচলিত ও চালু ৩টি ভূমি সেবা (ই-মিউটেশন সিস্টেম, ই-পর্চা সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম), সাময়িকভাবে বন্ধ রাখা হবে।-ভূমি মন্ত্রণালয়
#
আহসান/মেহেদী/পবন/মোশারফ/রেজাউল/২০২৪/১৮০৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৭৯১
মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন হবে
- শ্রম সচিব
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
আজ সচিবালয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কেলি এম ফা রোদ্রিগেজের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বৈঠকে শ্রম আইন যুগোপযোগী করা, শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেওয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত করা, শ্রমিকের মানবাধিকার নিশ্চিত করা এবং কর্ম পরিবেশ যথাযথ করাসহ ১১ দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। শ্রমিকদের নামে যে মামলা হয়েছে তা স্বাধীনভাবে তদন্ত করার কথাও বলেন তারা।
এসব বিষয়ে সরকার নীতিগতভাবে একমত বলে জানান শ্রম সচিব। অসন্তোষ চলা কারখানাগুলো পরিচালনায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
এই এইচ এম সফিকুজ্জামান জানান, ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করাসহ শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও সরকারের সম্মিলিত উদ্যোগে দেয়া ১৮ দফার প্রশংসা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। সেইসাথে মার্কিন দাবি মেনে নিলে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের রফতানি বাড়বে।
এ সময় বন্ধ হতে যাওয়া বাংলাদেশের পোশাক কারখানাগুলো প্রয়োজনে বিদেশি ব্র্যান্ড-বায়ারদের পরিচালনার দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন শ্রম সচিব। এছাড়া বেক্সিমকো গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনে বকেয়া বেতন পরিশোধে শ্রম ও কর্মসংস্থান এবং অর্থ মন্ত্রণালয়ের দেয়া ঋণের টাকা আজকেই তারা পেয়ে যাবেন বলেও জানান এই এইচ এম সফিকুজ্জামান।
#
নূর আলম/ফাতেমা/সাঈদা/আসমা/২০২৪/১৫৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৭৯০
৫ হাজার ৯১৫ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ প্রায় ৫ হাজার ৯১৫ কোটি ৯৯ টাকা ব্যয় সম্বলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩২ কোটি ৫৫ লাখ টাকা।
প্রধান উপদেষ্টা এবং একনেক-এর চেয়ারপারসন প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক-এর সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
আজ একনেক সভা শেষে এনইসি কমিটি কক্ষ-১ এ সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব তথ্য জানান।
অনুমোদিত প্রকল্পসমূহ হলো: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন’ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (ক্যাচমেন্ট-২ ও ৪)’ প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ইমার্জেন্সী মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট (২য় সংশোধিত)’ প্রকল্প। এছাড়া, ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে ২(দুই) টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়।
#
হাসান/ফাতেমা/সাঈদা/মাসুম/২০২৪/১৫২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৭৮৯
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অটোমেশন কর্মসূচির মাধ্যমে নাগরিক বান্ধব ভূমি সেবা নিশ্চিত করেছে
-ভূমি সচিব
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভূমি অটোমেশন কর্মসূচির মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, হোল্ডিং নম্বর ও খতিয়ান সেবা অনলাইনের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করায় নাগরিক বান্ধব ভূমি সেবা নিশ্চিত হয়েছে। ভূমি মন্ত্র্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, বিগত দিনে ভূমি নাগরিক সেবার নামে জনদুর্ভোগ, হয়রানি ও অনিয়মের শিকার হয়েছেন সাধারণ মানুষ।
তিনি আজ ঢাকায় ভূমি ভবনের মিলনায়তনে চট্রগ্রাম ও বরিশাল বিভাগের ভূমি ও রাজস্ব প্রশাসন সংক্রান্ত কর্মকান্ডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভূমি সচিব বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের আর্থসামাজিক উন্নয়নে সফলভাবে এগিয়ে যাচ্ছে। এ অর্জনকে ধরে রাখতে, রাজস্ব আয় বৃদ্ধি তথা সার্বিক অর্থনীতিকে বিকশিত করতে ভূমি সেবা ব্যবস্থাপনায় চলমান কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এজন্য ভূমি খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষ, প্রশিক্ষিত ও ব্যাপক তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য রাজধানীর তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজায় পাইলটিং কর্মসূচির মাধ্যমে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি হয়েছে। ভূমি মালিকগণ এতে সুফল পেয়েছেন।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইবরাহিম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
#
আহসান/ফাতেমা/সাঈদা/মাসুম/২০২৪/১৪৫১ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৭৮৮
সরকারি সেবা স্বচ্ছ এবং জনমুখী করুন
-সৈয়দা রিজওয়ানা হাসান
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাধারণ নাগরিকেরা যারা সেবা গ্রহণের জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দপ্তরে যান তাদের জন্য আপনাদের সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করুন। নিজেদের প্রতিষ্ঠানের প্রতি সাধারণ জনগণের যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয় সেই পদক্ষেপ নেয়ার জন্য উপদেষ্টা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। যত্রতত্র জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দিয়ে উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে জলাশয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।
উপদেষ্টা রিজওয়ানা হাসান আজ ঢাকায় বুয়েটের কাউন্সিল ভবন অডিটোরিয়ামে ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বুয়েট (USAB) কর্তৃক ‘Planning Week, 2024’ উপলক্ষ্যে আয়োজিত ‘Just Urban Transition and Urban and Regional Planning’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ঢাকার গণপরিবহনকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, এবার আমরা পুরোনো ও মেয়াদোত্তীর্ণ বাস রিপ্লেসমেন্ট বা পরিবর্তন করতে বাস মালিকদের ৬ মাসের সময় দিয়েছি এবং তাদের বলে দিয়েছি দরকার হলে সহজ শর্তে আপনাদেরকে ঋণের ব্যবস্থা করে দেয়া হবে।
তিনি বলেন, বিগত ৫৩ বছরে শহরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা আমরা ঠিক করতে পারিনি। বর্জ্য ব্যবস্থাপনা আমাদের প্রায়োরিটি হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যদি ক্যান্টনমেন্টের ভিতরে হর্ন ছাড়া গাড়ি চালাতে পারি, ক্যান্টনমেন্টের ভিতর যেখানে সেখানে ময়লা না ফেলে থাকতে পারি তাহলে বাকী শহর কেন আমরা সাজাতে পারলাম না। শহরগুলোকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে তৎপর হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. এবিএম বদরুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. আবদুল হাসিব, রাজউকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোঃ সিদ্দিকুর রহমান, বুয়েটের ইউআরপি ডিপার্টমেন্টের প্রধান এবং ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বুয়েট (USAB) এর সভাপতি প্রফেসর ড. আসিফ-উজ- জামান খানসহ বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊদ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।
#
মামুন/ফাতেমা/সাঈদা/মাসুম/২০২৪/১৩২৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৭৮৭
পরিবেশ মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তার মৃত্যুতে উপদেষ্টা ও সচিবের শোক
ঢাকা, ১০ অগ্রহায়ণ (২৫ নভেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আকতার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সচিব ড. ফারহিনা আহমেদ।
আজ পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, মো. আকতার হোসেনের মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার। তিনি ছিলেন সদালাপী ও সাদামনের মানুষ। তাঁর মৃত্যুতে আমরা একজন নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম। তাঁর কর্মময় স্মৃতি সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
#
দীপংকর/ফাতেমা/আলী/মাসুম/২০২৪/১৩১২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ১০ অগ্রহায়ণ ( ২৫ নভেম্বর):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :
মূলবার্তা:
“৩ ডিসেম্বর ২০২৪ তারিখ ‘৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ এবং ‘২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ উদ্যাপন করা হবে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্প্রসারণের পাশাপাশি তাদের শারীরিক, মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথকে প্রসারিত করতে দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টি প্রয়োজন। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’-সমাজকল্যাণ মন্ত্রণালয়।”
#
রফিক/ফাতেমা/সাঈদা/আলী/মাসুম/২০২৪/১৪৪৫ ঘণ্টা