তথ্যবিবরণী নম্বর : ৩৪৭৯
ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী
দেশে গৃহহীন মুক্তিযোদ্ধা থাকবে না
ঈশ্বরদী (পাবনা), ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশে কোনো গৃহহীন মুক্তিযোদ্ধা থাকবে না। বাংলাদেশে সকল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা হবে।
মন্ত্রী আজ ঈশ্বরদীর রূপপুর ও লক্ষ্মীকুন্ডায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নির্মিত নতুন পাকা বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার গৃহহীনের জন্য বাড়ি তৈরির কাজ করছে এবং তা অব্যাহত থাকবে। তিনি বলেন, নদীভাঙা ও প্রাকৃতিক দুর্যোগের শিকার আশ্রয়হীন মানুষের স্থায়ী আবাস গড়ার জন্য সর্বপ্রথম জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী জেলার রামগতিতে ৪টি গুচ্ছগ্রামে ১ হাজার ৪৭০টি পরিবারকে পুনর্বাসন করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ থেকে আশ্রয়ণ, আদর্শগ্রাম ও গুচ্ছগ্রামে ৫ লাখ মানুষের বাসস্থান নিশ্চিত করেছেন।
মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এলজিইডি’র মাধ্যমে ১৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নকৃত ‘বীর নিবাস’গুলোর চাবি মুক্তিযোদ্ধা পরিবারের কাছে হস্তান্তর করেন।
অন্যান্যের মধ্যে এসময় ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান মিন্টু, পাবনা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আ. বাতেন, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক, লক্ষ্মীকুন্ডা ডেপুটি কমান্ডার রফিকুল ইসলাম রফিক এবং মুক্তিযোদ্ধা গোলজার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া, ভূমিমন্ত্রী আজ ঈশ্বরদীর চরগরগড়ির কয়েকটি গ্রামে ২৫২টি পরিবারের মাঝে
৪ কিলোমিটার বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ লাইন সংযোগ প্রদান উদ্বোধন করেন।
তিনি চরগড়গড়ী দক্ষিণ পাড়া, চরগড়গড়ীর নতুনপাড়া, চর আওতাপাড়া, চর ছলিমপুর, চর কুড়লিয়া গ্রামের ২৫২টি পরিবারের মাঝে ৪ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন।
এসময় মন্ত্রী সেবার মনোভাব নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ সেবাপ্রদানকারী কর্মীদের কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করতে হবে। তিনি সেবাপ্রত্যাশী গ্রাহকগণের প্রতি শালীন আচরণ ও সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
#
রেজুয়ান/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৭৮
জিএসপি প্রাপ্তির সব শর্ত পূরণ করা হয়েছে
--বাণিজ্যমন্ত্রী
চট্টগ্রাম, ১৪ অগ্রহায়ণ (নভেম্বর ২৮ ) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি প্রাপ্তির বিষয়ে সব শর্ত পূরণ করা হয়েছে। এ বিষয়ে আর কোনো সমস্যা নেই। মার্কিন কংগ্রেসে আগামী সভা সম্পন্ন হলে জিএসপি ফেরত পাওয়া যাবে।
মন্ত্রী আজ চট্টগ্রাম আবাহনী মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার আয়োজিত মাসব্যাপী রপ্তানি বাণিজ্য মেলা ২০১৫ উদ্বোধনকালে একথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী
ডা. মো. আফছারুল আমীন, মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক এবং মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূইয়া বক্তৃতা করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপি বন্ধ থাকলেও তা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে তেমন ক্ষতিকর প্রভাব ফেলতে পারেনি। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য তার ক্রমবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। তিনি বলেন, সরকার পণ্য ও বাজার বহুমুখীকরণের ফলে রপ্তানিখাতে নতুন বাজার ও পণ্য সংযোজিত হয়েছে। আইটিখাত, জাহাজ নির্মাণ ও রপ্তানি, চামড়া শিল্প, ফার্মাসিউটিক্যালস, কৃষিভিত্তিক পণ্য রপ্তানির বিষয়ে অগ্রাধিকার দেয়া হয়েছে। ননট্র্যাডিশনাল কিছু পণ্য রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তা দেয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, শিল্প বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আশানুরূপ উন্নতি হওয়ায় গত পাঁচ বছরে পাঁচ কোটি মানুষ মধ্যমআয়ের শ্রেণিতে উন্নীত হয়েছে।
পানিসম্পদমন্ত্রী বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ব্যবস্থা নেয়া হচ্ছে। গৃহীত পদক্ষেপ বাস্তবায়িত হলে আগামী বর্ষা মৌসুমে নগরবাসী জলাবদ্ধতার অভিশাপ থেকে রক্ষা পাবে। তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকলে গণতান্ত্রিক ও নিয়তান্ত্রিক উপায়ে তার প্রতিবাদ জানাতে হয়। জ্বালাও পোড়াও করে কিছু অর্জন করা যায় না।
পরে বাণিজ্যমন্ত্রী নগরীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে মরহুম আকতারুজ্জামান চৌধুরী বাবু’র স্মরণ সভায় বক্তৃতা করেন।
#
সাইফুল/আফরাজ/জসীম/রেজাউল/২০১৫/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৭৭
বর্তমান সরকার সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী
-- এলজিআরডি প্রতিমন্ত্রী
গংগাচড়া (রংপুর), ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকার সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী।
প্রতিমন্ত্রী আজ রংপুর জেলার গংগাচড়া উপজেলায় গজঘন্টা ইউনিয়নের জয়দেব খামারটারী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা, স¦াস্থ্য, যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়নে চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছে। জনগণের জীবনমান বৃদ্ধিতে এসকল উন্নয়ন কর্মকা- নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি উত্তরাঞ্চলের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের উল্লেখ করে বলেন, এত উন্নয়ন কর্মকা- ২০০১ সাল হতে ২০০৬ সাল পর্যন্ত হয়নি। তিনি প্রকল্প কাজের গুণগত মান ও নির্দিষ্ট সময়সীমার দিকে লক্ষ্য রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে বর্তমান সরকার গৃহীত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে একযোগে কাজ করারও আহ্বান জানান।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার মিয়াটারী নবনির্মিত কবরস্থানের দেয়াল নির্মাণ ও মৌভাষা শাহী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়াল ও গেট নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। প্রতিমন্ত্রী মৌলভীবাজার সিনিয়র মাদ্রাসার শ্রেণিকক্ষ নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।
#
আহসান/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৭৬
ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান স¦রাষ্ট্রমন্ত্রীর
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :
স¦রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই স¦াধীনতাবিরোধী চক্র দেশকে নিয়ে আবার নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ধর্মের দোহাই দিয়ে তারা দেশে সন্ত্রাস সৃষ্টি করছে।
মন্ত্রী আজ ঢাকায় কামরাঙ্গীরচরে আলহেরা কমিউনিটি সেন্টারে ইমাম-মুয়াজ্জিনদের সাথে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সকল ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান স¦রাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো সন্ত্রাসকে সমর্থন করে না। এ দেশে শিয়া ও সুন্নী সম্প্রদায়ের মধ্যে কখনো বিভেদ ছিল না। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে, শিয়া মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিøদের গুলি করা হয়েছে। এসবই স¦াধীনতা বিরোধীদের দেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র।
খাদ্যমন্ত্রী বলেন, এদেশের মাওলানা ও ইমামগণের প্রতি মানুষের অগাধ বিশ্বাস ও শ্রদ্ধাবোধ রয়েছে। প্রতি জুমায় খুতবার বয়ানের পূর্বে ইসলামের মূল আদর্শের কথা মুসল্লিদের সামনে তুলে ধরা মাওলানা ও ইমামগণের দায়িত্ব। যাতে সাধারণ মানুষ ইসলামের ভুল ব্যাখ্যায় প্ররোচিত হয়ে ইসলাম বিরোধী, সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকা-ে লিপ্ত না হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
#
মেহেদী/আফরাজ/জসীম/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৭৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কল সেন্টার কার্যক্রম উদ্বোধন
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (নভেম্বর ২৮ ) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ আজ ঢাকায় ধানমন্ডির নগর অফিসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলসেন্টার কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য বলেন, সারাদেশব্যাপী অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের ২০ লক্ষাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবক ও অন্যান্য সেবাগ্রহীতাগণ বিভিন্ন বিষয়ে তথ্য জানার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতাসহ যে নানা বিড়ম্বনার শিকার হতেন, এ কল সেন্টার কার্যক্রম চালুর ফলে তার অবসান ঘটবে। দেশ-বিদেশের যে কোনো প্রান্ত থেকে কল সেন্টারের ০৯৬১৪-০১৬৪২৯ নম্বরে যোগাযোগ করে যে কেউ তাৎক্ষণিক তথ্যসেবা লাভ করতে পারবেন।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থাকে গতিশীল, আধুনিক এবং সেবাদানকে সকলের দ্বারপ্রান্তে পৌঁছানোর উদ্দেশে এ যাবৎ গৃহীত পদক্ষেপসমূহের সঙ্গে এ কল সেন্টার প্রবর্তন হচ্ছে আরো একটি যুগান্তকারী সংযোজন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরিচালক (আইসিটি) মো. মুমিনুল ইসলাম, প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল, পরিচালক (জনসংযোগ) ফয়জুল করিমসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
#
ফয়জুল/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৫/১৭৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৭৪
বাংলাদেশ আইএমও’র ‘বি’ ক্যাটাগরির কাউন্সিল সদস্য নির্বাচিত
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (নভেম্বর ২৮ ) :
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর গুরুত্বপূর্ণ ‘বি’ ক্যাটাগরির কাউন্সিল সদস্য হিসেবে বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
আইএমও’র ২৮তম এক্সট্রাঅর্ডিনারি কাউন্সিল সেশন এবং ২৯তম এসেম্বলি সেশনে যোগদান শেষে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান আজ দেশে ফিরে একথা জানান।
আইএমও’র প্রধান কার্যালয় লন্ডনে ২৩ নভেম্বর মূল অধিবেশন শুরু হয়। এক্সট্রাঅর্ডিনারি কাউন্সিল ও এসেম্বলি সেশন ছাড়াও ১১৫তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ১৯৭৬ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইএমও’র সদস্যপদ লাভ করে এবং ২০০৩ সাল হতে এর কাউন্সিলে ‘বি’ ক্যাটাগরির সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে।
#
জাহাঙ্গীর/আফরাজ/জসীম/রেজাউল/২০১৫/১৭৩২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৭৩
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হবে
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (নভেম্বর ২৮ ) :
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে সমাজ ও পরিবারের বোঝা থেকে সম্পদে পরিণত করতে হবে। এদের অনেকের মধ্যে বিশেষ মেধা ও প্রতিভা রয়েছে। সেটি খুঁজে বের করে তাদেরকে দক্ষমানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
আজ ঢাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট এন্ড প্রোডাক্টিভিটি (বি-সেপ) প্রজেক্ট এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এর যৌথ আয়োজনে অধিদপ্তরের সভাকক্ষে ‘কারিগরি শিক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সংযুক্তি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় বক্তারা একথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কারিগরি শিক্ষা বোর্ডর পরিচালক মো. আলমগীর হোসেন, মো. ফেরদৌস আলম, বাবর আলী, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এবং আইএলও প্রতিনিধি বক্তৃতা করেন।
কর্মশালায় দেশের ৪৯টি সরকারি পলিটেকনিক ও ৬৩টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এটি প্রযুক্তি ও কারিগরির যুগ। সরকার কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ২০২০ সালের মধ্যে শতকরা ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে শতকরা ৩০ শতাংশ এ উন্নীত করার প্রত্যয় ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে এ হার ১৩ দশমিক ৪৭ শতাংশে উন্নীত হয়েছে। কারিগরি শিক্ষার উন্নয়ন ও প্রসারে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তাঁরা বলেন, কারিগরি শিক্ষার এ উন্নয়নের ধারায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদেরকেও যুক্ত করা হবে। তাদের জন্য উপযোগিতা বিবেচনা করে বিশেষ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে সক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা হবে।
ইতোমধ্যে কারিগরি শিক্ষার ভর্তি নীতিমালায় তাদের জন্য শতকরা ৫ শতাংশ কোটা নির্ধারণ করা আছে উল্লেখ করে বলা হয় যে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে র্যাম্প (বিশেষ সিড়ি), প্রবেশগম্য টয়লেট, ক্লাসরুম, ব্রেইল বই, ইশারা ভাষা ইত্যাদির ব্যবস্থা করা হবে। এসব শিক্ষার্থীর প্রতি করুনা নয়, সহানুভূতির দৃষ্টিতে তাকাতে হবে। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। বার্ষিক বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়টিও বিবেচনা করা হবে।
#
সুবোধ/আফরাজ/জসীম/রেজাউল/২০১৫/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৭২
কৃষিজমি সুরক্ষা ও ভূমির সুষ্ঠু ব্যবহার আইন চূড়ান্ত হচ্ছে
-- ভূমিমন্ত্রী
ঈশ্বরদী (পাবনা), ১৪ অগ্রহায়ণ (২৮ নভেম্বর) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, শীঘ্রই কৃষিজমি সুরক্ষা ও ভূমির সুষ্ঠু ব্যবহার আইন চূড়ান্ত হচ্ছে।
মন্ত্রী আজ ঈশ্বরদীর মুক্তিযোদ্ধা সংসদ গলিতে আইডিইবি ভবনে ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখা আয়োজিত গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ১৯৫৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানীন্তন সরকারের কাছে জমিদারি প্রথা উচ্ছেদ আইন প্রণয়নের দাবি উত্থাপন করেছিলেন। এর পূর্ণাঙ্গ ও সুষ্ঠু বাস্তবায়ন এতদিন হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষিজমি সুরক্ষা ও ভূমির সুষ্ঠু ব্যবহার আইন প্রণয়ন চূড়ান্ত হতে যাচ্ছে। এর ফলে ভূমির যথেচ্ছ ব্যবহার রোধ হবে। কৃষক তাদের সোনালী ফসল ঘরে তুলে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ বিদেশে খাদ্য রফতানি করতে সক্ষম হবে।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের কাজের অবদানকে গুরুত্বের সাথে উল্লেখ করেন। পরে মন্ত্রী গণপ্রকৌশল দিবসের বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন।
ঈশ্বরদী আইডিইবি সাংগঠনিক জেলা শাখার সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. ইকবাল বাহার পিপিএম, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মু. খলিলুর রহমান, ইঞ্জিনিয়ার এ কে এম মহিউদ্দিন এবং ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান মিন্টু উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭৩০ ঘণ্টা