Handout Number : 1668
PM's speech on Global Women Leaders' Forum
Sofia (Bulgaria), May 18:
Prime Minister Sheikh Hasina has given the following speech at the Global Women Leaders' Forum in Sofia, Bulgaria today:
"Bismillahir Rahmanir Rahim
Madam Chairperson,
Hon’ble Speaker,
Director General of UNESCO,
Excellencies, Ladies and Gentlemen.
Assalamu Alaikum and a Very Good Afternoon to you all.
I am delighted to be here among fellow women leaders – it is truly inspiring! I thank UNESCO and Women Business Forum of Bulgaria for organizing this important event in this beautiful historic city. I also thank the Government of Bulgaria for the warm hospitality extended to me and my delegation since our arrival here.
Empowerment of women is an issue very close to my heart. I owe my conviction for gender equality and women empowerment from my father Bangabandhu Sheikh Mujibur Rahman, the Father of the Nation of Bangladesh, who led Bangladesh to independence in 1971.
Bangabandhu desired to transform the country into a prosperous ‘Sonar Bangla’ (Golden Bengal) where women would participate side by side with men to build the nation. He realized at the outset that our development goals cannot be achieved if we leave behind our women, who account for a half of the population.
Taking inspiration from his vision, I have given top priority to gender mainstreaming in all spheres of national life. Our pro-women development strategy is showing excellent results, which is also recognized by the global community.
Madam Chair,
I am committed to breaking all barriers to achieve equality of men and women. One of the major steps taken by my government was to formulate and implement an ambitious and ground-breaking National Women Development Policy, which guarantees equal opportunity and entitlement for women. In this Policy, we have given highest priority to education, and economic and social self-reliance of women.
Women’s participation and engagement as one of the main drivers of national development is firmly embedded in the national development plans and budgets. We spend over 2% of our GDP for social protection coverage. Most of the beneficiaries of social protection are the less fortunate and destitute women.
We have made education free for girls up to Grade 12 and have plans to make it free up to the tertiary level. Nearly 17.2 million students from primary to post-graduate levels have been brought under various stipend programmes. We also offer free meals for students from poorer families, which have helped arrest dropout rate and achieve gender parity at primary and secondary levels.
Contd. ... P/2
-2-
We have earmarked 60% of teaching positions at the primary level for women. These proactive policies and measures have led to almost 100% enrolment rate at primary school and achieve gender parity.
Distinguished Delegates, Madam Chair,
Alongside education, we have also prioritized on ensuring maternal health and nutrition. We provide reproductive healthcare services to women through 16 thousand 500 Community Clinics and Union Health Centres in addition to established hospitals across the country.
We have introduced Maternal Health Voucher Scheme, which provides a package of three antenatal check-ups, safe delivery by skilled birth attendants and one post-natal check-up among others.
Distinguished Delegates,
Economic empowerment of women can make significant contributions to achieving gender equality. And towards that end, we are emphasizing on creating a conducive work environment for women by ensuring their safety and security, providing them accommodation facilities and introducing day care centres in and around their work places. As a result, our female workforce has risen substantially over the last few years.
Bangladesh is the second largest exporter of readymade garments in the world and women represent 85% of the nearly 4.5 million workforce in that crucial sector.
Participation of women is also growing in other sectors and professions, such as the civil service, the judiciary, armed forces, elite security force and in other technical professions. The print and electronic media are now vibrant with the presence of many women journalists. We have sportswomen excelling in cricket, football and even in mountaineering.
Women are serving in UN peacekeeping operations; women are diplomats; fighter pilots; and leading business entrepreneurs. Bangladeshi women are making important contribution to foreign exchange earnings as migrant workers in various parts of the world. Thus, women in Bangladesh have truly broken all barriers and are now active development agents in the nation-building process.
Madam Chair,
Political empowerment is another area where we have made remarkable strides. We have some outstanding political role models in the country.
Bangladesh is perhaps the only country in the world today that has a woman Prime Minister and Leader of the House, Deputy Leader of House, Leader of the Opposition, and the Speaker. Presently, we have 70 women Members of Parliament (MPs) constituting 20% of the House. We have made it mandatory for all political parties to ensure 30% female membership in their party committees by the year 2020.
We have also introduced a system to elect women vice chairman in various level of local government bodies. One-third or 33% seats are reserved for women in the lowest tier of local government, the Union Councils. Currently, over 12 thousand 500 elected women representatives are serving in the local government bodies.
Contd. ... P/3
-3-
Through such pragmatic efforts, we have been able to change the traditional mindset of the society, which once looked down upon women’s participation in elections. Now the families not only encourage their female members but also take active part in their electioneering.
Madam Chair,
Despite significant advancement, we also have challenges. We are yet to fully succeed in stopping incidents of violence against women, child marriage or trafficking of women and girls.
We have taken strong steps to end these social evils, through a number of strict laws and administrative measures. We are investing heavily in raising greater social awareness against such crimes and violence.
For instance, we have adopted laws which provide for compensations for victims of violence and trafficking. Child marriages too are being addressed strongly, and we have pledged to eliminate child marriage from Bangladesh at the earliest.
Dear Participants,
I am humbled when our work to address issues related to women’s empowerment receive global recognition. This strengthens my resolve not to give up until we can truly relegate violence against women, child marriages and other such social and customary discrimination to the annals of history.
I am personally grateful to UNESCO for honouring me with the UNESCO ‘Tree of Peace’ Award, which was given for promoting girls’ education and empowerment. I dedicated that to all the oppressed women and girls of my country and the world.
Madam Chair,
We have adopted a transformative 2030 Agenda for Sustainable Development in New York last year. The new development agenda has placed strong emphasis on gender equality and empowerment of women. Goal 5 in particular and various other related targets added renewed impetus to bring positive changes in the lives of our women and girls.
We should seize this opportunity. I firmly believe that only through concerted efforts nationally and internationally, we can achieve the ambitious goals and targets we have set for ourselves.
We have to work together to create a safer environment for women and girls, equip them with the right skills and education, and empower them as agents of social transformation. And to achieve that, we need sincere commitments, and strong leadership.
I would like to renew my vow to continue to work for women’s empowerment and advancement. And I hope that I will have as partners the global women leaders.
Let us today renew our commitment to make this world a better place for all; a better place for women, where we can live with dignity, free from all fear. Join me in saying that: We Can Do It!
I thank you.
Khoda Hafez.
Joi Bangla, Joi Bangabandu
May Bangladesh Live Forever."
#
Nooelahi/Afraz/Mosharraf/Selim/2016/21.45 Hrs
তথ্যবিবরণী নম্বর : ১৬৬৭
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে):
জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ২৮তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, আবদুল মতিন খসরম্ন, বেগম সাহারা খাতুন, মো. শামসুল হক টুকু, তালুকদার মো. ইউনুস, এড. মো. জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপসি'ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স'ায়ী কমিটির সভাপতি ও বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটির আহ্বায়ক বেগম রেবেকা মমিন ও সাব-কমিটির সদস্য মোছা. মাহবুব আরা বেগম গিনি। এছাড়া, বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ বৈঠকে উপসি'ত ছিলেন।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স'ায়ী কমিটির সভাপতি ও ‘বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটি’র আহ্বায়ক বেগম রেবেকা মমিন ও সাব-কমিটির সদস্য মোছা. মাহবুব আরা বেগম গিনি বাল্যবিবাহ প্রতিরোধ আইন এবং যৌতুক নিরোধ আইন আধুনিকায়ন করে সময়োপযোগী করার আহ্বান জানালে আইন দু’টি আধুনিকায়নের সুপারিশ করা হয়।
কমিটি বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল, ২০১৫ পুঙ্খানুপুঙ্খভাবে পরীড়্গানিরীড়্গা করে এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ সংসদে উপস'াপনের জন্য রিপোর্ট চূড়ানত্ম করে।
আইন কমিশনের চেয়ারম্যান মো. খায়রম্নল হক, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব
ড. আবদুর রব হাওলাদারসহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধিগণ এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপসি'ত ছিলেন।
#
হালিম/আফরাজ/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৬৬
জাতীয় জাদুঘর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হচ্ছে
-- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
ঢাকা, পয়লা জ্যৈষ্ঠ (১৫ মে):
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের সম্প্রসারণের ব্যাপারে উদ্যোগ নেয়া হচ্ছে। এ উদ্দেশ্যে নকশা প্রণয়নের কাজে হাত দেয়া হয়েছে।
মন্ত্রী আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইন্টারন্যাশনাল কমিটি অভ্ মিউজিয়াম (ওঈঙগ)- বাংলাদেশ কমিটির যৌথ আয়োজনে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘গঁংবঁসং ধহফ ঈঁষঃঁৎধষ খধহফংপধঢ়ব’ বিষয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও সাবেক প্রধান তথ্য কমিশনার এম আজিজুর রহমান। বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফী মুস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অভ্ এশিয়া প্যাসিফিকের অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ। সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইন্টান্যাশনাল কমিটি অভ্ মিউজিয়াম (ওঈঙগ) - বাংলাদেশ কমিটির চেয়ারপার্সন ড. জাহাঙ্গীর হোসেন।
মন্ত্রী বলেন, জাতীয় জাদুঘর এদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ ভা-ার। কিন্তু এখানে যেসব নিদর্শন প্রদর্শন করা হয় তা সংগ্রহের তুলনায় অনেক কম। জাদুঘরে পর্যাপ্ত জায়গার অভাবে স্টোরে সংরক্ষিত নিদর্শনের ২০ ভাগের ১ ভাগও প্রদশর্ন করা সম্ভব হচ্ছে না। জাদুঘর সম্প্রসারণের বিষয়ের সাথে প্রাকৃতিক ইতিহাস জাদুঘর (ঘধঃঁৎধষ ঐরংঃড়ৎু গঁংবঁস) এবং ভার্চুয়াল জাদুঘর নির্মাণের ব্যাপারেও উদ্যোগ নেয়া হবে বলে মন্তব্য করে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জাদুঘরে আসতে পারেন না। বিদেশের জাদুঘরপ্রেমী দর্শকরাও অনেক সময় সশরীরে এসে তা দেখতে পারেন না। জাতীয় জাদুঘরকে যদি ভার্চুয়াল জাদুঘরে রূপান্তর করা যায় তাহলে সবাই স্ব স্ব স্থানে বসে অনলাইনের মাধ্যমে তা অবলোকন করতে পারবে। বাংলাদেশের ঈঁষঃঁৎধষ খধহফংপধঢ়ব অত্যন্ত সমৃদ্ধ। এর সাথে জাদুঘরের সমন্বয় ঘটানো জরুরি। কিভাবে তা ব্যাপকভাবে করা যায় বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সে ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
মূল প্রবন্ধে সুফি মুস্তাফিজুর রহমান বলেন, গঁংবঁসং ধহফ ঈঁষঃঁৎধষ খধহফংপধঢ়ব মূলত: ইউরোপসহ উন্নত বিশ্বের একটি ধারণা। তাঁদের জাদুঘর ধারণার সাথে আমাদের ধারণার বেশ পার্থক্য রয়েছে। তাঁরা ঈঁষঃঁৎধষ খধহফংপধঢ়ব এর সাথে জাদুঘরের সমন্বয় ঘটিয়েছে। আমরা সেদিক থেকে অনেক পিছিয়ে আছি।
তিনি বলেন, বাংলাদেশের দু’টি ইউনেস্কো স্বীকৃত ঈঁষঃঁৎধষ খধহফংপধঢ়ব রয়েছে। তাহলো- পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর মহাবিহার) ও বাগেরহাট প্রতœনগরী। এছাড়া কুমিল্লার ময়নামতি, মহাস্থানগড়, মুন্সিগঞ্জের উয়ারী- বটেশ্বরসহ এদেশে প্রচুর ঈঁষঃঁৎধষ খধহফংপধঢ়ব আছে। এগুলোর সাথে জাদুঘরের সমন্বয় ঘটানো জরুরি। এক্ষেত্রে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অঙ্গপ্রতিষ্ঠান প্রতœতত্ত্ব অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাজের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন।
#
কুতুবুদ-দ্বীন/আফরাজ/মাহমুদ/রফিকুল/রেজাউল/২০১৬/১৭৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৬৫
৮১ হাজার মিটার কারেন্ট জাল আটক
ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি অপারেশন দল গতকাল রাতে চাঁদপুরের মোহনায় অভিযান চালিয়ে ২১ হাজার ২০০ মিটার নতুন কারেন্ট জাল আটক করে। আটককৃত কারেন্ট জালের মূল্য প্রায় ১৬ লাখ ২৪ হাজার টাকা।
আটককৃত কারেন্ট জাল আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
#
শামীম/আফরাজ/মাহমুদ/গিয়াস/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৬৪
বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে):
জাতীয় সংসদের পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির ২২তম বৈঠক আজ কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুলস্নাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মোহা. গোলাম রাব্বানী, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, মো. ইয়াসিন আলী এবং মেরিনা রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সুন্দরবনের নিরাপত্তা ও আগুন লাগা এবং জলবায়ু চুক্তি স্বাড়্গর পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা হয়।
বৈঠকে যে ৪৩ জেলায় পরিবেশ অধিদপ্তরের অফিস নেই সেই সব জেলায় অফিস স'াপনের জন্য সুপারিশ এবং শেখ রাসেল অ্যাভিয়ারির কেব্ল কারের দৈর্ঘ্য বৃদ্ধির সুপারিশ করা হয়।
এছাড়া, বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদনত্ম কমিটি সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের অধীন চাঁদপাই রেঞ্চের সংরড়্গিত বনাঞ্চলে অগ্নিকা-ের বিষয়ে একটি তদনত্ম প্রতিবেদন উপস'াপন করে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বন অধিদপ্তরের প্রধান বন সংরড়্গক, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপসি'ত ছিলেন।
#
সাব্বির/আফরাজ/মাহমুদ/রফিকুল/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৬৩
বেসরকারি চিকিৎসা সেবা আইন প্রণয়নের উদ্যোগ
ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে স্বাস্থ্যসেবা দাতা ও গ্রহীতার সুরক্ষা প্রদান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের যথাযথ পরিচালনা ও নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘বেসরকারি চিকিৎসা সেবা আইন-২০১৬’ প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী ৩১ মে’র মধ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে মতবিনিময়ের পর আইনটির খসড়া চূড়ান্ত করে শীঘ্রই তা মন্ত্রিপরিষদ সভায় উত্থাপন করা হবে।
আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এ আইন প্রনীত হলে রোগীদের জন্য মানসম্মত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি চিকিৎসা সেবা প্রদানের সাথে সংশ্লিষ্টদেরও আইনগত অধিকার সুরক্ষিত হবে বলে স্বাস্থ্যমন্ত্রী এসময় মন্তব্য করেন। চিকিৎসাসংশ্লিষ্ট কাজে অনিয়ম ও অবহেলা দূর করাসহ যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনারোধে এই আইনটি ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/আফরাজ/গিয়াস/জয়নুল/২০১৬/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৬৬২
জ্বালানি খাতে নিয়মিত কারিগরি অডিট প্রয়োজন
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে কারিগরি অডিট নিয়মিত করা প্রয়োজন। এতে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এখাতকে আরো আধুনিক ও যুগোপযোগী করা যাবে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বিদ্যুৎভবনে স্টেগ উপস্থাপিত ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎকেন্দ্রসমূহের কারিগরি নিরীক্ষা’ নিয়ে আলোচনাকালে একথা বলেন। এ সময় স্টেগ পিডিবির ১৬টি বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোকপাত করেন এবং কোনটির কী ব্যবস্থা নিলে আরো ভাল উৎপাদন হবে সে বিষয়েও ধারণা দেন।
তিনি বলেন, কারিগরি নিরীক্ষার (ঞবপযহরপধষ অঁফরঃ) মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো, কোন বিদ্যুৎকেন্দ্র কখন অবসরে যাবে, কোনটি ডুয়েল-ফুয়েল বা কোনটি রি-পাওয়ারিং করতে হবে বা কোনটি পুনর্বাসন করা লাভজনক। এ সময় তিনি মানব সম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, পিডিবির চেয়ারম্যান শামসুল হক মিয়া ও পাওয়ার সেল-এর মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বক্তব্য রাখেন।
#
আসলাম/আফরাজ/গিয়াস/জয়নুল/২০১৬/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৬১
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ বিষয়ে মহিলা সমাবেশ
ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
ঢাকার কেরাণীগঞ্জ ও ভাটারা থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে দু’টি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা তথ্য অফিস আয়োজিত এসব সমাবেশে বক্তাগণ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ঃ একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, আশ্রয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা সহায়তা, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে আলোচনা করেন।
ঢাকা জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. তৈয়ব আলীর সভাপতিত্বে আজ ভাটারা থানার ছোলমাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মহিলা সমাবেশে স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কেরাণীগঞ্জে নিশানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার এবং কলাতিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে উপস্থিত নারীগণ প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ গ্রহণের বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।
#
তৈয়ব/আফরাজ/রেজাউল/২০১৬/১৭০৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৬০
মাস্টার্স শেষ পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পত্র কোড এন্ট্রির সময় বৃদ্ধি
ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্র্র্ব (নিয়মিত) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক পত্র কোড এন্ট্রির সময় আগামী ২০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।
#
ফয়জুল/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৬২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৫৯
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আজ কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল কুদ্দুস, এ কে এম শাহজাহান কামাল এবং মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।
৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রদত্ত প্রতিশ্রুতির ওপর আলোচনা করা হয় এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রপতির বিষয়ে বৈঠকে মতামত প্রদান করা হয়।
বৈঠকে জানানো হয় যে, ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে মোট ১৫ টি প্রতিশ্রুতি ছিলো যার ৬ টি প্রকল্প সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, ৮ টি প্রকল্প চলমান রয়েছে এবং একটি প্রকল্প স্থগিত রয়েছে। সংসদ ভবনের মূল স্থাপত্য সৌন্দর্য অটুট রাখা এবং এর মর্যাদা সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে রক্ষিত লুই আই কানের মূল ৮৫৩ টি নকশা খুব শীঘ্রই দেশে এনে তার আলোকে কার্যক্রম গ্রহণ করা হবে।
ঢাকার জলাবদ্ধতা নিরসনে নীচু জমি ভরাট বন্ধ করা এবং গুলশান লেকের সৌন্দর্য বর্ধনের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার সুপারিশ করা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/মোবাস্বেরা/খাদীজা/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৫৮
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, মো. আসলামুল হক, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
সভায় ১৮তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।
বৈঠকে হজযাত্রীদের জন্য হজ ব্যাগ তৈরির অগ্রগতি নিয়ে আলোচনা হয় এবং হজ নীতিমালায় ব্যাগ তৈরির জন্য হজযাত্রীদের নিকট থেকে সংগৃহীত অর্থ হজ এজেন্সি অভ্ বাংলাদেশ (হাব) এর একাউন্টে প্রেরণের যে বিধান রয়েছে তা বাতিল করার পদক্ষেপ গ্রহণের, বিধিবিধান প্রতিপালন ব্যতীত হাব কোন ধরনের পদক্ষেপ নিতে চাইলে তা বাতিল করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদানের এবং তৈরি করা হজ ব্যাগের নমুনা গঠিত সংসদীয় সাব-কমিটির নিকট উপস্থাপনপূর্বক মান যাচাই সাপেক্ষে অনুমোদন নিয়ে সরবরাহ করার সুপারিশ করা হয়।
সভায় জানানো হয়, মন্ত্রণালয়ের নীতিমালার আলোকে ২০১৬ সালে প্রতিটি হজ এজেন্সি থেকে ৫০০ জনের বেশি হাজি ওমরাহ্ পালনের জন্য সৌদি আরবে প্রেরণ করতে পারবে। তবে বাংলাদেশস্থ সৌদি দূতাবাসকে পত্র প্রদানের পর পুনরায় কেন কয়েকটি এজেন্সিকে ৫০০ জনের অতিরিক্ত হাজি ওমরাহ্ পালনের জন্য সুপারিশ করা হয়েছে তা জানতে চাওয়া হয়। কমিটি এ ধরনের ব্যত্যয় ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন না করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে বেসরকারি হজযাত্রীদের রেজিস্ট্রেশনকৃত হাজীরা হজে গমন না করলে শূন্য স্থানে সংসদীয় কমিটিকে অবহিত রেখে ও তাদের সুপারিশের আলোকে হজযাত্রীদের কোটা পূরণ করার সুপারিশ করা হয়।
কালো তালিকাভুক্ত ও অভিযুক্ত ১০৪টি হজ এজেন্সি নিয়ে বৈঠকে আলোচনা হয় এবং হজ এজেন্সিগুলোর জরিমানা সম্পর্কে সংসদের ফ্লোরে ধর্মমন্ত্রীর উত্থাপিত জরিমানার পরিমানের সাথে কমিটির নিকট মন্ত্রণালয় থেকে উত্থাপিত জরিমানার পরিমান কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা খতিয়ে দেখে কমিটির পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে প্রতিবেদন দেয়ার জন্য মন্ত্রণালয়কে পুনরায় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হুদা/মোবাস্বেরা/খাদীজা/কামাল/২০১৬/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৬৫৭
আবহাওয়া সতর্কবার্তা
সমুদ্রবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ
ঢাকা, ১৮ মে (৪ জ্যৈষ্ঠ) :
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নি¤œচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি গতকাল মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৯০ কি. মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬৪৫ কি. মি. দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১৫৪৫ কি. মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫৫৫ কি. মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল (১১.৫০ উত্তর অক্ষাংশ এবং ৮১০ পূর্ব দধাঘিমাংশ)। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি. মি. যা দম্কা অথবা ঝড়োহাওয়ার আকারে ৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নি¤œচাপ কেন্দ্রের নিকটে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ১ (এক) নম্বর পুনঃ ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
#
আমিনুল/মোবাস্বেরা/খাদীজা/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৩০০ ঘণ্টা