তথ্যবিবরণী নম্বর : ২৩৩৩
বাংলাদেশ-ব্রিটেন সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক
ঢাকা, ১০ই শ্রাবণ (২৫শে জুলাই):
বাংলাদেশ-ব্রিটেন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ইমরান আহমদ, এইচ এন আশিকুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, মো. মকবুল হোসেন, মোছা. মাহবুব আরা বেগম গিনি, মো. মাহবুব আলী, মো. আবু জাহির, বেগম সানজিদা খানম এবং মো. রুস্তম আলী ফরাজী অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে সভাপতি বাংলাদেশ-ব্রিটেন সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন করায় স্পিকারকে ধন্যবাদ জানান। তিনি গ্রুপের কর্মকা- সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ-ব্রিটেন সংসদীয় গ্রুপের কর্মপরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে বিশদ আলোচনা হয়। কমিটি বাংলাদেশ ও ব্রিটেন জাতীয় সংসদের সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন, সংসদীয় রীতিনীতির আদানপ্রদান, রাজনৈতিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক বিষয়ে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক দৃঢ়করণে আন্তরিকভাবে কাজ করার সুপারিশ করে।
সভায় কমিটির পক্ষ থেকে তথ্যসমৃদ্ধ একটি বুকলেট প্রকাশ, একটি ওয়েবসাইট তৈরি এবং ব্রিটিশ হাইকমিশনের সাথে শীঘ্রই সভায় মিলিত হওয়ার সিদ্ধান্ত হয়।
#
হালিম/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৯৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৩২
মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অধিকারে সক্ষম হবে
--স্পিকার
ঢাকা, ১০ই শ্রাবণ (২৫শে জুলাই):
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দেশের জনগণকে সম্পৃক্ত করে অচিরেই বাংলাদেশ মৎস্য উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হবে।
স্পিকার আজ মৎস্য সপ্তাহ ২০১৬-এর সমাপনী দিনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ লেকে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
স্পিকার বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রতি বছর দেশের অন্যান্য স্থানের মতো বাংলাদেশ জাতীয় সংসদের লেকেও মাছের পোনা অবমুক্ত করা হয়। লেকে মৎস্য শিকারীদের টিকিটের প্রাপ্ত আয় সংসদ সদস্য ক্লাবে জমা হয় এবং এ অর্থ দিয়ে জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করা হয়। তিনি বলেন, মৎস্য চাষ একটি লাভজনক পেশা হিসেবে বিবেচিত হওয়ায় সারাদেশের মানুষ এ পেশায় সম্পৃক্ত হচ্ছে। ফলে মাছের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে একদিকে যেমন মাছের চাহিদা পূরণ হচ্ছে অন্যদিকে মানুষের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
স্পিকার বলেন, মৎস্যের উৎপাদন আরো বৃদ্ধি পেলে বিপুল পরিমাণ মাছ বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সমুদ্রসীমা চিহ্নিত হওয়ায় গভীর সমুদ্রে মৎস্য শিকারের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। গভীর সমুদ্রের মৎস্য ও অন্যান্য সম্পদ আহরণের মাধ্যমে আমাদের অর্থনীতি অদূর ভবিষ্যতে আরো সমৃদ্ধশালী হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মুক্তিযুদ্ধ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব বক্তৃতা করেন।
সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ মো. শাহাব উদ্দিন, হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, সংসদ সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্পিকার পরে সংসদ লেকে মাছের পোনা অবমুক্ত করেন।
#
হুদা/আফরাজ/মাহমুদ/মোশাররফ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৩১
আওয়ামী লীগ সংসদীয় দলের জরুরি সভা আগামীকাল
ঢাকা, ১০ই শ্রাবণ (২৫শে জুলাই):
বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের এক জরুরি সভা আগামীকাল ২৬ জুলাই বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ আওয়ামী লীগ দলীয় সকল সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
#
লাবণ্য/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩৩০
৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড
ঢাকা, ১০ই শ্রাবণ (২৫শে জুলাই):
কোস্টগার্ড পশ্চিম জোনের নলিয়ান স্টেশনের একটি অপারেশন দল গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দাকোপ থানাধীন বাইনতলা এলাকায় অভিযান চালায়।
এসময় কোস্টগার্ড ৫টি দেশীয় পাইপগান উদ্ধার করে। আটককৃত অস্ত্র দাকোপ থানায় হস্তÍান্তর করা হয়েছে।
#
শামীম/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩২৯
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময় সভা
ঢাকা, ১০ই শ্রাবণ (২৫শে জুলাই) :
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বেতার এক মতবিনিময় সভার আয়োজন করেছে। আগামী ২৭শে জুলাই বুধবার সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত থাকবেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও শিক্ষকগণ; বিশিষ্ট আলেম ও ইমাম, মাদ্রাসার শিক্ষক, ওলামা-মাশায়েখবৃন্দ; প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকগণ এবং বাংলাদেশ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
#
নেছার/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৬২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩২৮
জেলা প্রশাসক সম্মেলন ২০১৬
উদ্বোধন অনুষ্ঠান বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার
ঢাকা, ১০ই শ্রাবণ (২৫শে জুলাই) :
আগামী ২৬শে জুলাই মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জেলা প্রশাসক সম্মেলন ২০১৬’ উদ্বোধন করবেন।
উদ্বোধন অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ এবং এফ এম ১০৩.২ মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের ওয়েবসাইটwww.betar.gov.bd-এ সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্রসমূহ বিটিসিএল লাইনের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফ এম ব্যান্ডে অনুষ্ঠানটি একযোগে রিলে করবে।
#
আবদুল/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১৫৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৩২৭
তথ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ
ঢাকা, ১০ই শ্রাবণ (২৫শে জুলাই):
গতকাল রোববার দুপুরে ঢাকায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ‘চতুর্থ বাংলাদেশ সামিট-টেকসই উন্নয়ন ২০১৬’ সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যে টিআর-কাবিখা প্রসঙ্গে প্রকাশিত সংবাদের প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হলে, এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হলে বা কেউ এতে কষ্ট পেয়ে থাকলে তার জন্যে মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।
তথ্যমন্ত্রী তাঁর বিবৃতিতে বলেন,
টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে অতীতের সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি অবসানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আন্তরিক প্রচেষ্টার বিষয়টি তুলে ধরতে গিয়ে আমি ক্ষেত্রবিশেষে উদাহরণ হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করেছি, ঢালাওভাবে বলিনি। আমি নিজে একজন সংসদ সদস্য হিসেবে মাননীয় সংসদ সদস্যবৃন্দ ও সকল জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে সম্মান করি এবং সেই সম্মান অক্ষুণœও রয়েছে। তারপরও কেউ যদি কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একইসাথে, টিআর-কাবিখা ক্ষেত্রে অতীত অব্যবস্থাপনার অবসানে মাননীয় সংসদ সদস্যসহ সকল জনপ্রতিনিধি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি।
#
মীর আকরাম/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১২২০ ঘণ্টা