তথ্যবিবরণী নম্বর : ৪৬২
নৈতিক মূল্যবোধে দেশ গড়ায় অতন্দ্র প্রহরী জনগণ
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত দেশ গড়তে সরকারের কাজে জনগণের ভূমিকা হবে অতন্দ্র প্রহরীর মতো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সংসদ সদস্য এবং সরকারি দপ্তরের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পদাধিকারীদের দায়িত্ব হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা।
এ দায়িত্বপালনে তাঁদের কৃতিত্ব মূল্যায়ন করবে দেশের আপামর মানুষ।
আজ রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে বাংলাদেশ বায়োইথিকস সোসাইটি আয়োজিত তিনদিনব্যাপী জৈবনিক মূল্যবোধ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনকালে তথ্যমন্ত্রী একথা বলেন। পিআইবি এবং আমেরিকান ইউনিভার্সিটি অভ্ সভরেইন নেশনস (এইউএসএন) এর সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োইথিকস সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক তাসলিমা মনসুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
হাসানুল হক ইনু বলেন, উপনিবেশতন্ত্র, সামরিকতন্ত্র ও সাম্প্রদায়িকতা থেকে গণতন্ত্রে উত্তরণের যাত্রায় নৈতিকতাবিরোধী রাজাকার ও মানুষ পোড়ানো খুনিদের বিচারের কোনো বিকল্প নেই। একইসাথে টেস্টরিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির বরাদ্দ যদি কেউ আত্মসাৎ করে তারও রেহাই নেই।
এসময় বাংলাদেশ বায়োইথিকস সোসাইটির উদ্যোগের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, সততার নীতিতে দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। এর মাধ্যমে একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। ঘুষ নেয়া যেমন অন্যায়, ঘুষ দেয়াও অন্যায়। অন্যায় প্রতিরোধের প্রথম পদক্ষেপ হলো অন্যায়কে প্রশ্রয় না দেয়া।
এ উপলক্ষে আগত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার আমেরিকান ইউনিভার্সিটি অভ্ সভরেইন নেশন্স এর প্রেসিডেন্ট ড. ডেরিল আর মেসার (উৎ. উধৎৎুষ জ গধপবৎ), পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর এবং বায়োইথিকস সোসাইটির মহাসচিব অধ্যাপক শামীমা পারভীন লস্কর অনুষ্ঠানে নৈতিকতা বিষয়ে বক্তব্য রাখেন।
সভাশেষে সোসাইটি আয়োজিত চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী।
#
আকরাম/মিজান/রেজাউল/রফিকুল/জয়নুল/২০১৬/২১০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬১
সমাজের অনগ্রসরদের এগিয়ে আনলেই সুন্দর দেশ গড়ে উঠবে
-- পরিকল্পনামন্ত্রী
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মানুষ তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকেন। মানসিকতা ও আকাক্সক্ষা থাকলেই দেশ ও জাতির জন্য ভাল কিছু করা সম্ভব। সমাজে সুযোগের অভাবে অনেক মানুষ এখনো পিছিয়ে আছে। তাদেরকে এগিয়ে আনতে পারলেই গড়ে উঠবে একটি সুন্দর সমাজ এবং দেশ।
মন্ত্রী আজ ঢাকায় সদ্য অবসরে যাওয়া পরিকল্পনা কমিশনের সচিব মোহাম্মদ শফিকুল আজম এবং পরিকল্পনা কমিশন সদস্য আরস্ত খানের বিদায় উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী সদ্য অবসরপ্রাপ্ত দু’জন সচিবের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁদের অভিজ্ঞতা সমাজ পরিবর্তনে কাজে লাগাতে হবে। তাঁদের জীবনের অর্জন অন্যদের অনুপ্রাণিত করবে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা কমিশনের সচিব তারিক-উল-ইসলাম, আইএমইডি সচিব মো. শহীদউল্লা খন্দকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, পরিকল্পনা কমিশন সদস্য আহমেদ হোসেন খান, আবদুল মান্নান, সামসুদ্দিন আজাদ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ, বিআইডিএস মহাপরিচালক ড. মোর্শেদসহ মন্ত্রণালয় ও এর অধীন বিভাগ ও সংস্থার পদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
#
শেফায়েত/মিজান/মোশাররফ/রেজাউল/রফিকুল/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬০
বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট
কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেমিফাইনালে উন্নীত
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ময়মনসিংহ জেলার ধোবাউড়ার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বরিশাল জেলার আগৈলঝাড়ার উত্তর শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৮-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান ও আকরাম আল হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করবেন বলে আশা করা যাচ্ছে।
#
রবীন্দ্রনাথ/মিজান/নবী/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৯
২২ মার্চ ৭৫২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
আগামী ২২ মার্চ প্রথম পর্যায়ে ৭৫২টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সারাদেশে
৪ হাজার ৫শ’ ৪৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে চলতি বছরে মেয়াদোত্তীর্ণ হবে এরূপ ৪ হাজার ২শ’ ৭৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন মোট ৬টি পর্যায়ে অনুষ্ঠানের পরিকল্পনা নেয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক জেলা নির্বাচন কর্মকর্তাগণ তাদের এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিস্তারিত সময়সূচি নির্ধারণ করে গেজেট প্রজ্ঞাপন জারি করবেন। প্রথম পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, আপিল দাখিল ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ মার্চ এবং প্রতীক বরাদ্দ ৩ মার্চ।
এই প্রথমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের নির্বাচন দলীয়ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে নির্বাচনে শুধুমাত্র নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীগণ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। রাজনৈতিক দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে সংশ্লি¬ষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্রে উক্ত প্রার্থীকে উক্ত দল হতে মনোনয়ন দেয়া হয়েছে বলে উল্লেখ থাকবে। স্বতন্ত্রভাবে চেয়ারম্যান পদে নির্বাচনে ইচ্ছুকদের শুধুমাত্র মনোনয়নপত্র দাখিল করতে হবে।
কোনো রাজনৈতিক দল কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করতে পারবে না। রাজনৈতিক দল একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করলে সংশ্লি¬ষ্ট ইউনিয়ন পরিষদে ঐ দলের সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। সংশ্লি¬ষ্ট রাজনৈতিক দল তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, নমুনা স্বাক্ষরসহ একটি পত্র তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট দাখিল করবে এবং উক্ত পত্রের একটি অনুলিপি নির্বাচন কমিশনে প্রেরণ করবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হবে।
নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, প্রার্থী, কর্মী, সমর্থকসহ সকলের সহযোগিতা কামনা করেছে।
#
আসাদুজ্জামান/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৮
স্পিকারের সাথে ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
স্পিকার এবং সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশ সফররত চার সদস্যবিশিষ্ট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদীয় প্রতিনিধিদল আজ সংসদভবনে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জিন ল্যামবার্ট (ঔবধহ খধসনবৎঃ)।
প্রতিনিধিদলে ইইউ পার্লামেন্ট সদস্য রিচার্ড হাউইট (জরপযধৎফ ঐড়রিঃঃ), ইভান স্টিফান্স (ওাধহ ঝঃবভধহপব) এবং সাজ্জাদ করিম (ঝধললধফ কধৎরস) উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়েওডন (চরবৎৎব গধুধঁফড়হ) উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের সংসদীয় কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করেন।
এসময় স্পিকার বলেন, সংবিধান ও সংসদীয় কার্যপ্রণালী বিধি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণপূর্বক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাংলাদেশে সংসদীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্রিটিশ হাউজ অভ্ কমন্সের ন্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদে প্রতি বুধবার সংসদ সদস্যদের প্রশ্নোত্তর দিয়ে থাকেন। তাছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণও নিয়মিতভাবে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
স্পিকার প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদীয় কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহি করার লক্ষ্যে মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রীর পরিবর্তে সংসদ সদস্যকে কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, সংসদীয় কার্যক্রম সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংসদ অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয়। ফলে দেশের সাধারণ জনগণ সংসদ কার্যক্রম সম্পর্কে সরাসরি অবহিত হতে পারে। এছাড়া, সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণও সংসদে উপস্থিত থেকে সংসদীয় কার্যক্রমের বিষয়াদি সম্পূর্ণ স্বাধীনভাবে গণমাধ্যমে প্রকাশ করে থাকেন।
স্পিকার বলেন, বর্তমান সংসদে বিরোধীদলীয় ও স্বতন্ত্র সদস্য রয়েছেন। তাঁরা সংসদীয় বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ফলে বর্তমান সংসদ পূর্বের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গতিশীল ও কার্যকর।
প্রতিনিধিদল বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্য, ব্যবসাবাণিজ্য, উন্নয়ন, আসন্ন কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। তাঁরা ইইউ ও বাংলাদেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
#
নূরুল/মিজান/রেজাউল/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৭
বাজার তদারকি
২৯ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮১ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় আজ ঢাকা, সিলেট, রংপুর, গোপালগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার ও ভোলায় বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৯টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর বংশাল এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে আল রাজ্জাক হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রাঃ লিমিটেডকে ২০ হাজার টাকা ও বরিশাল মুসলিম হোটেলকে ৩০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে আল আমিন চাইনিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লেখা না থাকা, পরিমাপে কারচুপি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, রংপুরের পীরগাছা উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা, পাবনার বেড়া উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে
৮ হাজার টাকা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৩শ’ টাকা ও ভোলা সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে
৫ হাজার টাকা জরিমানা করা হয়।
#
আফরোজা/মিজান/রেজাউল/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৬
এসবিটিভির অনুষ্ঠান নির্মাণ বিষয়ক সভা অনুষ্ঠিত
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
সংসদ বাংলাদেশ টেলিভিশন (এসবিটিভি) প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত নিজস্ব প্রযোজনায় নির্মিত অনুষ্ঠান, বাংলাদেশ টেলিভিশন থেকে সংগৃহীত অনুষ্ঠান, ডিএফপি এবং অন্যান্য সংস্থা হতে সংগৃহীত অনুষ্ঠানমালা দিয়ে সংসদ বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার চলমান। নিজস্ব ভাবধারার অনুষ্ঠানমালা প্রচারের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের সার্বিক কার্যক্রমের ওপর অনুষ্ঠান নির্মাণ অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে চিফ হুইপের সভাপতিত্বে কমিটির ২য় সভা আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সুকুমার রঞ্জন ঘোষ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সংসদ সদস্যবৃন্দের নিকট হতে প্রাপ্ত প্রস্তাবসমূহের মধ্য থেকে অনুষ্ঠানের বিষয় নির্ধারণ, মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রামাণ্যসমূহ প্রচার, বিষয় নির্ধারণ কমিটির সুপারিশমালা হতে অনুষ্ঠানের বিষয় নির্ধারণ এবং অনুষ্ঠান নির্মাণের জন্য বরাদ্দকৃত বাজেট ও সম্ভাব্য ব্যয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
স্পিকার আনুষ্ঠানিকভাবে সংসদ বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধন করবেন এবং উদ্বোধন অনুষ্ঠানটি সংসদ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
সংসদ সদস্যবৃন্দের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাব এবং মন্ত্রণালয়ের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবের বিষয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে বলে সিদ্ধান্ত হয়।
সভায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের জন্য গাড়ি ক্রয়ের ব্যবস্থা করার জন্য সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, অতিরিক্ত সচিব, সংসদ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।
#
ইনামুল/মিজান/নবী/রফিকুল/সেলিম/২০১৬/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৫
বিদ্যুৎখাতের সফলতার ধারা অব্যাহত রাখতে হবে
-- নৌপরিবহণমন্ত্রী
চট্টগ্রাম, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, সেবা খাতগুলোর মধ্যে বিদ্যুৎখাতই সবচেয়ে সফল। দেশের প্রতিটি নাগরিকের চাহিদা মোতাবেক বিদ্যুৎ পৌঁছে দিতে বর্তমান সরকার যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, এ সফলতা তারই ফল। বিদ্যুৎখাতের এ সফলতা অব্যাহত রাখতে কর্মকর্তা কর্মচারীসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মন্ত্রী আজ চট্টগ্রাম মহানগরীর বিদ্যুৎভবনে চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
চট্টগ্রাম মহানগরী জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি আবু জাফর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী প্রবির কুমার সেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মিয়া, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের সাধারণ সম্পাদক ও পরিবহণ শ্রমিক নেতা মো. ওসমান আলী ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
নৌপরিবহণ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। খাদ্য ঘাটতি থেকে বাংলাদেশ খাদ্য রপ্তানির দেশে উন্নীত হয়েছে। মাথাপিছু জাতীয় আয় বেড়েছে। গার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ প্রদান ও ন্যায্য মজুরি নিশ্চিত করায় গার্মেন্টসখাতে অসন্তোষ দূর হয়েছে।
পরে মন্ত্রী বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভায় যোগ দেন।
#
সাইফুল/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৪
১৫ ফেব্রুয়ারি শাহরাস্তি ও চরফ্যাশন পৌরসভায় সাধারণ ছুটি
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
১৫ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভা এবং ভোলা জেলার চরফ্যাশন পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকার সকল সরকারি, আধাসরকারি, স¦ায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের স¦ স¦ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট পৌরসভার নির্বাচনি এলাকায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে।
উক্ত তারিখে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষাসংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারীগণ সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
#
আলমগীর/মিজান/নবী/রফিকুল/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫৩
এআইইউবি’র সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী
বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুনজ্ঞান অনুসন্ধান করতে হবেুুুু
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, উচ্চশিক্ষার মানবৃদ্ধির লক্ষ্যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইউজিসিকে আরো কার্যপোযোগী করে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মন্ত্রী আজ ঢাকা উত্তরায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অভ বাংলাদেশ (এআইইউবি) এর ১৬তম সমাবর্তনে সভাপতিত্বকালে একথা বলেন।
বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সমাবর্তন বক্তা বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত হেনি ফাল এসকেজায়ার (ঐধহহব ঋঁমষ ঊংশলধবৎ) এবং এআইইউবি’র উপাচার্য ড. কারমেন জেড লামাগনা (উৎ ঈধৎসবহ ত খধসধমহধ)।
শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে বক্তৃতায় বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুনজ্ঞান অনুসন্ধান করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সৃষ্টজ্ঞান যাতে জাতির সমস্যাগুলোর সমাধান দিতে পারে সেলক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সংশ্লিষ্ট আইনকানুন অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে এমন সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের জন্য ১ বছর সময়সীমা বেধে দেয়া হয়েছে। বেধে দেয়া ১ বছর সময়সীমার মধ্যে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষার্থী ভর্তিবন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
সমাবর্তনে বিভিন্ন অনুষদের দুইহাজার পাঁচশত ১৭ জন ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীকে সনদ প্রদান করেন শিক্ষামন্ত্রী। তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ¯œাতকদের স্বর্ণপদক প্রদান করেন।
#
সাইফুল্লাহ্/আলম/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫২
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম, এমপি গতকাল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। কনসাল জেনারেল মো.শামীম আহসান, এনডিসিসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তাকে স্বাগত জানান।
মিশনের কর্মকর্তা/কর্মচারীদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের বহুমাত্রিক সাফল্যের কথা তুলে ধরে কনস্যুলেট কর্মকর্তা/কর্মচারীদের তিনি নিরলসভাবে কাজ করার নির্দেশ দেন। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আওতাধীন এলাকায় (ঔঁৎরংফরপঃরড়হ) কনস্যুলার সেবাপ্রত্যাশীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সেবাপ্রদানের মানসিকতা নিয়ে কাজ চালিয়ে যাওয়ারও আহ্বান জানান।
এসময় কনসাল জেনারেল সংক্ষেপে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে সম্ভাব্য সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করার লক্ষ্যে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে টিম স্পিরিট নিয়ে কাজ করার ওপর জোর দেন। তিনি কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষও ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবা নিতে অপেক্ষমান প্রচুরসংখ্যক প্রবাসীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্ক অবস্থান করছেন।
#
নূরুল/নুসরাত/আলম/আসমা/২০১৬/১৪৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৫১
মেজর (অব.) শামসুল হুদা বাচ্চুর নামাজে জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ২৯ মাঘ (১১ ফেব্রুয়ারি) :
সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়াসংগঠক মেজর (অব.) শামসুল হুদা বাচ্চুর নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারী ও অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন।
জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম এমপি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জানাজাশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য, তিনি গতকাল মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
#
নূরুল/আলম/আসমা/২০১৬/১৪৫০ ঘণ্টা