Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুন ২০১৭

তথ্যবিবরণী ২০ জুন ২০১৭

তথ্যবিবরণী                                        নম্বর :  ১৬৮১

আগামী অর্থবছর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ বছর
                -- এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :

    স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে ২০১৭-২০১৮ অর্থবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী অর্থবছরের বিশাল বাজেটের মাধ্যমে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়িত হবে। সড়ক যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সকল খাতে নতুন নতুন মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে।

    মন্ত্রী আজ রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    অনুষ্ঠানে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সভাপতি প্রকৌশলী হাবিবুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে অনেক কাজ করতে হবে। উন্নয়নের এ মহাসড়কে কাজের অন্ত নাই। আমরা যে কাজ শুরু করেছি তা শেষ করতে হলে সবাইকে নিবেদিতভাবে কাজ করে যেতে হবে। বড় বাজেট মানে সামনে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা সক্ষম।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার যে সকল উন্নয়ন কর্মকা- গ্রহণ করেছে তার শতকরা ৮০ থেকে ৯০ শতাংশ বাস্তবায়নের গুরুদায়িত্ব প্রকৌশলীদের হাতে। আপনারা নিবেদিতভাবে কাজ করলে জাতি তার সুফল পাবে। বড় বড় সকল প্রজেক্ট বাস্তবায়নের আপনারা আন্তরিকভাবে কাজ করবেন।

তিনি বলেন, আমরা নির্বিঘেœ পবিত্র মাহে রমযানের মিয়াম সাধনা করতে পারছি তার জন্য মহান রাব্বুল-আলামিনের কাছে কৃতজ্ঞ, আশা করি পবিত্র ঈদ-উল-ফিতর ও ভালভাবে পালন করতে পারব। তিনি ধনী গরিব নির্বিশেষে সকলের মুখে হাসি ফোটানোর জন্য সবাইকে আহ্বান জানান।

    উক্ত দোয়া-মাহফিল ও ইফতার অনুষ্ঠানে দেশ, জাতি ও সমগ্র ইসলাম উম্মার শান্তি-সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

#

জাকির/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০৩৫ ঘণ্টা  

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১৬৮০
 
গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে জিততে হবে চার চ্যালেঞ্জ 
                                               --- তথ্যমন্ত্রী

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিরোধ, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান, অব্যাহত উন্নয়ন ও ‘রাজাকার-জঙ্গি-জামাতী’দের ক্ষমতার বাইরে রাখার চার চ্যালেঞ্জ মোকাবিলা করেই গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে বাংলাদেশকে এগুতে হবে, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত মহাপরিচালক ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে  বিসিএস তথ্য (প্রকৌশল) বেতার কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
প্রসারমান গণমাধ্যমে বাংলাদেশ বেতারের প্রকৌশলীসহ সকল কর্মকর্তা-কর্মচারীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে মন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘প্রকৌশলীরাও প্রশাসনে দক্ষতার সাথে কাজ করছেন।’ 
বিসিএস তথ্য (প্রকৌশল) বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মোঃ মতিয়ার রহমান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৭৮
ভিশন-২০২১ বাস্তবায়নে মন্দিরভিত্তিক শিশু ও 
গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে 
                                       -- ধর্মমন্ত্রী
 ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
    ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিশন ২০২১’ বাস্তবায়ন এবং একটি অসাম্প্রদায়িক সোনার বাংলা গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 
    তিনি আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটটিউশন সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৪র্থ পর্যায়” প্রকল্পের জাতীয় সম্মেলন ২০১৭ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    ধর্মমন্ত্রী বলেন,  মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি সফল প্রকল্প। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বাস্তবায়িত এ প্রকল্পের সফলতার ধারাবাহিকতায় বর্তমানে প্রকল্পটির ৪র্থ পর্যায় বাস্তবায়িত হচ্ছে। বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতায় প্রকল্পের কার্যক্রম সমগ্র বাংলাদেশে সম্প্রসারিত হয়েছে। প্রকল্পটি নিরক্ষরতা দূরীকরণ, বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি এবং ঝরেপড়া রোধ করতে সহায়তা করছে। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন এবং নারীর ক্ষমতায়নে প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখছে। 
    তিনি আরো বলেন, প্রকল্পের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বী শিশু শিক্ষার্থীদের অক্ষরজ্ঞান ও আধুনিক শিক্ষাদানের পাশাপাশি নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় চর্চার সুযোগ সৃষ্টি হয়েছে। বয়স্ক শিক্ষার্থীদেরকে নিরক্ষরতা মুক্ত করে উন্নত জীবনযাপন সম্পর্কে সচেতন করা হচ্ছে। 
    হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়্যারম্যান বিচারপতি গৌর গোপাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, প্রকল্প পরিচালক স্বপন কুমার বড়াল প্রমুখ। সম্মেলনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব রণজিৎ কুমার দাস, হিন্দু ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন। এছাড়াও সম্মেলনে এ প্রকল্পে কর্মরত সারাদেশ থেকে ফিল্ড সুপারভাইজার, সহকারী পরিচালক,  শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
#

আনোয়ার/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ১৬৭৭
 
চালের আমদানি শুল্ক ১৮ ভাগ কমছে
                      --- বাণিজ্যমন্ত্রী 

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চালের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার চালের আমদানি শুল্ক ১৮ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন ১০ শতাংশ আমদানি শুল্ক দিয়ে চাল আমদানি করা যাবে। এতে চালের মূল্য দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। 
তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রতিযোগিতা আইন-২০১২ অবহিতকরণ কর্মশালা’-এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করার সময় এ সব কথা বলেন।    
তোফায়েল আহমেদ বলেন, ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করে ষড়যন্ত্রমূলক যোগসাজশ, মনোপলি, জোটবদ্ধতার মাধ্যমে পণ্যের মূল্যবৃদ্ধির প্রবণতা বন্ধ করতে সরকার ২০১২ সালে প্রতিযোগিতা আইন পাস করেছে। সে মোতাবেক প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়েছে। দেশে স্বাভাবিক প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সরকার সবধরনের পদক্ষেপ নিয়ে যাচ্ছে। প্রতিযোগিতা কমিশন সে লক্ষ্যে কাজ করে যাবে। 
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. ইকবাল খান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু। মূল আলোচক ছিলেন, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ কে এনামূল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিযোগিতা কমিশনের সদস্য এটিএম মুর্তজা রেজা চৌধুরী, মোঃ আবুল হোসেন মিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী শফিউল হক, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক আফরোজা খান, জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার মোঃ মোশাররফ হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম লস্করসহ বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

লতিফ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭৪০ঘণ্টা 


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৭৬

কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে 
               -- ভূমিমন্ত্রী
 
ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সরকারি দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।

    আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি  (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে এ কথা বলেন।

    তিনি বলেন, সঠিক সময়ের মধ্যে শতভাগ কাজের সফলতার লক্ষ্যমাত্রা থাকতে হবে। আয় ব্যয়ের হিসাব ও বরাদ্দকৃত অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত মনিটরিং করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দাপ্তরিক সকল কাজ যথাসময়ে সমাধান করতে হবে। সভায় ২০১৬-১৭ অর্থবছরে কাজের অগ্রগতি সন্তোষজনক বলে সকল দপ্তরপ্রধান তাদের অভিমত ব্যক্ত করেন।

    ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এসময় সচিব ভূমি মন্ত্রণালয়ের সাথে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. কবির মো. আশরাফ আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আব্দুল আহাদ, হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) মশিউর রহমান ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শাহেদ সবুরের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।     

#

রেজুয়ান/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭২০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৭৫

শালিখা উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
 
মাগুরা, ৬ আষাঢ় (২০ জুন) :

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি ই¯্রাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

    মাগুরা জেলার শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি ই¯্রাইল হোসেন (৬৫) গতরাতে মাগুরা জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি................রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

#

শফিকুল/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭১০ ঘণ্টা

 
তথ্যবিবরণী                                                                                          নম্বর :  ১৬৭৪

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাথে ৭টি সংস্থার কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
 
ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
                                                                           
    আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুল হাসান খানের সাথে মন্ত্রণালয়ভুক্ত ৭টি অধিদফতর, দপ্তর, সংস্থাপ্রধানের ২০১৭-২০১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
  
    সংস্থার প্রধানগণ চুক্তি স্বাক্ষরের পর সচিবের কাছে চুক্তির কপি বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন।                      

#

শাহ আলম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ১৬৭৩
 
শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার মধ্যে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর


ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর সাথে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষে সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের পক্ষে ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর  এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার পক্ষে সংস্থার প্রধানগণ চুক্তিতে স্বাক্ষর করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ ও মো. মহিউদ্দিন খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান এবং শিক্ষা মন্ত্রণালয় ও দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। 
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, চুক্তি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। দপÍর সংস্থাগুলো এক বছরে যেসব কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, তা পরিকল্পনা অনুযায়ী সময়মতো শেষ করতে হবে। বছরের শুরুতেই পরিকল্পনা করে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে স্ব স্ব দপ্তরের কাজগুলো সময়মতো সম্পন্ন করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি মন্ত্রণালয় ও দপ্তরগুলোর ওয়েবসাইটগুলো আপ-টু-ডেট রাখার জন্যও কর্মকর্তাদের নির্দেশ দেন।
#

আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭২০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ১৬৭২
 
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
২০১৭-১৮ অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী দায়িত্ব সম্পাদনের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ও দপ্তর প্রধানরা। আজ ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়। 
চুক্তিতে মন্ত্রণালয়ের পক্ষে সিনিয়র শিল্প সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের আওতাধীন এগারোটি সংস্থা ও দপ্তর প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র শিল্প সচিব বলেন, পরিকল্পিত উদ্যোগ ও সময়মাফিক কর্মপরিকল্পনার মাধ্যমে যে কোন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। সরকারের লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়ের আওতাধীন সকল সংস্থা ও দপ্তরকে পরিকল্পিতভাবে কাজ করে যেতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর দিকনির্দেশনা দেবে বলে তিনি উল্লেখ করেন। তিনি চুক্তি অনুযায়ী কর্মপরিকল্পনা বাস্তবায়নে পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। এ চুক্তির সফল বাস্তবায়নের ওপর প্রজাতন্ত্রের কর্মকর্তাদের ভবিষ্যৎ পদোন্নতি ও প্রণোদনা নির্ভর করছে বলে তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন। 
#

জলিল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭১০ঘণ্টা 
 


তথ্যবিবরণী                                                                                     নম্বর : ১৬৭১
 
নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান স¦াস্থ্য প্রতিমন্ত্রীর

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
    বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর বাস্তবায়নে সকলকে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি একটি অঙ্গীকারের শামিল। এই অঙ্গীকার পূরণে মাঠ পর্যায় পর্যন্ত সকল কর্মকর্তা ও কর্মচারীকে নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সাম্প্রতিক অর্জন বিশ^ব্যাপী প্রশংসিত। আমরা এমডিজি লক্ষ্য পূরণ করে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে চলেছি। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন সেই অগ্রযাত্রাকে আরো বেগবান করবে।
    তিনি আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
    স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খানের সাথে স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নিমিউ ও টেমো বিভাগের প্রধানগণ চুক্তি স্বাক্ষর করেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলামের সাথে চুক্তি স্বাক্ষর করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও নিপোর্টসহ বিভিন্ন সংস্থার প্রধানগণ।
    অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নিপোর্টের মহাপরিচালক রওনক জাহান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ার, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশল বিগ্রেডিয়ার জেনারেল এম এ মোহীসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিগণ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                              নম্বর : ১৬৭০ 
আশ্রয়কেন্দ্রে বসবাসকারীদের ১৫ জুলাই পর্যন্ত খাদ্য সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে
                                                                            - ত্রাণমন্ত্রী
ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, পার্বত্য চট্টগ্রাম এলাকার পাহাড় ধসে আশ্রয়কেন্দ্রে বসবাসকারীদের ১৫ জুলাই পর্যন্ত খাদ্য সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে। এ পর্যন্ত ঐ এলাকায় ১০৫১ মেট্রিক টন চাল ও ৮৮ লাখ টাকা, ৫০০ বান্ডিল ঢেউটিন ও প্রতি বান্ডিলের জন্য ৩ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। ৪৭টি আশ্রয়কেন্দ্রে আট হাজার লোক আশ্রয় নিয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহত ব্যক্তিদের ৫-১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। ৮৩টি মেডিক্যাল টিম আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দিচ্ছে।
    সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্থানীয় প্রশাসন ও নেতৃবৃন্দ সবাই পাহাড় ধসে হতাহত ব্যক্তিদের উদ্ধার ও আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে।
    মন্ত্রী আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক পাহাড় ধস নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আখতার হোসেন ভুঁইয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কুমার ত্রিপুরা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ আহমেদ, সশস্ত্রবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপচিালকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।
    সভায় জানানো হয়, এবছরের ন্যায় এতো বৃষ্টিপাত বিগত ৫০ বছরে হয়নি। এর ফলে এবছর পাহাড় ধস মারাত্মক আকার ধারণ করেছে। পার্বত্য চট্টগ্রামের পাহাড় ধস প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য ২৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সভায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিশেষত একটি সুষ্ঠু পাহাড় ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন ও পাহাড় ব্যবস্থাপনার জন্য আলাদা স্বেচ্ছাসেবক দল গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাহাড়ে নতুন করে বনায়নের জন্য সভায় পরিবেশ ও বন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, পাহাড়ী এলাকার যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ পরিস্থিতি ঈদের পূর্বেই স্বাভাবিক হয়ে আসবে।
#

ওমর ফারুক/অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৪৫৫ ঘণ্টা 

Handout                                                                                                               Number : 1669

 

Outgoing Afghan Ambassador calls on Foreign Minister

Dhaka, 20 June :

            Ambassador of Afghanistan to Bangladesh Abdul Rahim Oraz paid a farewell call on the Foreign Minister of Bangladesh Abul Hassan Mahmood Ali at the Ministry of Foreign Affairs in Dhaka today.

            The Ambassador expressed his gratitude for the support he received from the Foreign Minister and from the Government of Bangladesh during his tenure.

            The Foreign Minister appreciated the efforts and contribution of the Ambassador to strengthen bilateral relations between Bangladesh and Afghanistan. He stated Bangladesh’s willingness to deepen bilateral ties with Afghanistan which are based on traditional bonds of friendship and multitude of commonalities.

            Ambassador Oraz appreciated the tremendous growth and progress made by Bangladesh especially in the socio-economic sectors during recent years under the leadership of Prime Minister Sheikh Hasina. He also expressed hope that some of the proposed agreements would be concluded soon to further strengthen the bilateral relations.

            The Foreign Minister wished the Ambassador success, good health and prosperity in future.

#

 

Khaleda/Anasuya/Shahid/Zashim/Asma/2017/1430 hours


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৬৬৮

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

ঢাকা, ৬ আষাঢ় (২০জুন ) :     
    সরকারি দপ্তর ও সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব উন্নয়ন অধিদপ্তর, ক্রীড়া পরিদপ্তর, বিকেএসপি ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সাথে ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানগণের মধ্যে আজ এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার উপস্থিত ছিলেন। 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের কাজকে আরো গতিশীল করবে। দেশকে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে সামাজিক দায়িত্ববোধ নিয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করার  জন্য তিনি আহ্বান জানান।
#
শফিকুল/অনসূয়া/গিয়াস/রফিকুল/শামীম/২০১৭/১২৫৭ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                    নম্বর : ১৬৬৭
 
প্রশিক্ষণলব্ধ জ্ঞান মানুষের সেবায় কাজে লাগাতে হবে
                                           --- শিক্ষামন্ত্রী

ঢাকা, ৬ আষাঢ় (২০ জুন) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। লব্ধ জ্ঞান মানুষের সেবায় কাজে লাগাতে হবে। আইসিটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষকদের মান উন্নয়নে কাজ করতে হবে। 
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর পলাশীতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সম্মেলন কক্ষে ব্যানবেইস-এর নব নিয়োগপ্রাপ্ত সহকারী প্রোগ্রামারদের ওরিন্টেশন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা আইসিটি ট্রেইনিং এন্ড রিসোর্চ সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই)-এর ৪৪ জন সহকারী প্রোগ্রামার এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্পন্ন ভাল শিক্ষক। সরকার তাই শিক্ষকদের মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে। দেশের সকল উপজেলায় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আইসিটি ট্রেইনিং এন্ড রিসোর্চ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে ১২৫টি উপজেলায় ইউআইটিআরসিই স্থাপন করা হয়েছে। আরো ১৬০টি উপজেলায় নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে। তৃতীয় ধাপে দেশের অবশিষ্ট সকল উপজেলায় ইউআইটিআরসিই স্থাপন করা হবে। তিনি বলেন, এই রিসোর্চ সেন্টারগুলো উপজেলা পর্যায়ে সকল শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আইসিটি প্রশিক্ষণ প্রদান করবে।
ব্যানবেইস-এর পরিচালক মো. ফসিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর এবং কোর্সের পরিচালক এস এম মোর্শেদ বিপুল বক্তৃতা করেন।
#

আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৬৫৫ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                        নম্বর : ১৬৬৬

জাতিসংঘ মহাসচিবের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

নিউইয়র্ক, ২০ জুন ২০১৭: 
    পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ১৯ জুন সোমবার জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সাথে সাক্ষাৎ করেন।
    সাক্ষাতে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অসামান্য অগ্রগতি বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তিনি সবসময় বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলার লড়াইয়ে প্রথম সারিতে দেখতে চান। তিনি এসডিজি বাস্তবায়নের অগ্রগতিতেও বাংলাদেশকে সামনের কাতারে আশা করেন।
    শান্তিরক্ষা ও শান্তিনির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কাযর্ক্রমে অন্যতম বৃহৎ সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন সাধারণ পরিষদের সময় অনুষ্ঠিতব্য ‘সার্কেল অভ্ লিডার’ বৈঠকে আমন্ত্রণ জানানো হবে বলে মহাসচিব উল্লে¬খ করেন।
    পররাষ্ট্র সচিব জাতিসংঘের মূল্যবোধ ও নীতিমালার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকারের কথা উল্লে¬খ করে বলেন, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বের প্রতি আস্থাশীল। তিনি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মহাসচিবের অগ্রাধিকার প্রদানের প্রশংসা করেন। বিগত ৮ বছরে বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নে যে অগ্রগতি সাধন করেছে পররাষ্ট্র সচিব সে বিষয়ে মহাসচিবকে অবহিত করেন।
     এর আগে, পররাষ্ট্র সচিব জাতিসংঘ সদর দফতরে ‘ট্রান্সন্যাশনাল অর্গানাইজড্ ক্রাইম’ এর ওপর একটি হাই লেভেলে ডিবেটে বক্তব্য রাখেন। ইতালির স্থায়ী মিশন এবং জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিসের (ইউএনওডিসি) সহযোগিতায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এ ইভেন্টের আয়োজন করেন।
    পররাষ্ট্র সচিব তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নিদের্শনায় ‘ট্রান্সন্যাশনাল অর্গানাইজড্ ক্রাইম’ মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। এ জাতীয় অপরাধ দমনে গত কয়েক বছরে বাংলাদেশে একটি শক্তিশালী আইনি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। অধিকতর নজরদারি ও কার্যকর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ অভিগমন ও মানব পাচার এবং চোরাচালানের প্রবণতা অনেকাংশে হ্রাস পেয়েছে। 
    জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) সাদিয়া ফয়জুন্নেছা এবং বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। 

#
অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১১১৩ ঘণ্টা 

 

 

Todays handout (2).docx