Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুলাই ২০১৬

তথ্যবিবরণী 01/07/2016

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৫০
চট্টগ্রাম মেডিকেল কলেজের পাশেই মেডিকেল বিশ^বিদ্যালয় হবে
        -স্বাস্থ্যমন্ত্রী
চট্টগ্রাম, ১৭ আষাঢ় (১ জুলাই):

    চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয় করার জন্য জায়গা নির্বাচন করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের পাশের খালি জায়গায় এ বিশ^বিদ্যালয় করা হবে।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রামের স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ডা. বদিউজ্জামান ভূঁইয়া, ডা. ইকবাল আর্সলানসহ বিএমএ ও স্বাচিপ চট্টগ্রামের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের জন্য এমআরআই মেশিন, সিটি স্ক্যান দ্রুত সরবরাহ করা হবে। পাশাপাশি অন্যান্য যন্ত্রপাতি আধুনিকায়ন করা হবে। তিনি বলেন, চমেক হাসপাতালের নিকটে মেডিকেল বিশ^বিদ্যালয় করার ফলে এখানে রোগ নির্ণয়ে উচ্চতর গবেষণাসহ নতুন নতুন আবিষ্কার সম্ভব হবে। পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের সার্বক্ষণিক সেবা দিতে পারবে।

#

সাইফুল/মাহমুদ/নবী/মোশারফ/রেজাউল/২০১৬/২০৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৪৯

আগামীকাল আনত্মর্জাতিক সমবায় দিবস

ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):

    আগামীকাল (২ জুলাই) আনত্মর্জাতিক সমবায় দিবস। আনত্মর্জাতিক সমবায় মৈত্রী সংস'া (আইসিএ) কর্তৃক দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঈড়-ড়ঢ়বৎধঃরাবং : ঞযব ঢ়ড়বিৎ ঃড় ধপঃ ভড়ৎ ধ ংঁংঃধরহধনষব ভঁঃঁৎব.’ 

    বাংলাদেশে দিবসটি উদযাপনের লড়্গ্যে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন মতিঝিলের সমবায় সদনে সকাল ১১টায়  পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেছে। 

    এছাড়া সমবায় অধিদপ্তর কর্তৃক আগারগাঁওয়ের সমবায় ভবনে বিকাল সাড়ে ৫টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং বিভাগ ও জেলা সমবায় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্‌যাপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

#

মফিজুল/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৪৮

বিজিবিকে বিড়াল বলায় ড়্গমা চাইতে হবে 
                               -- তথ্যমন্ত্রী

কুষ্টিয়া, ১৭ আষাঢ় (১ জুলাই):

    দেশের সীমানত্মরড়্গার দায়িত্বে নিয়োজিত বিজিবিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া বিড়াল বলায় তাকে ড়্গমা চাইতে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল পত্রিকায় প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী এ মনত্মব্য করেন।

    মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা ভ্রমণের প্রাক্কালে আজ কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, পূর্বের বিডিআর বা বর্তমানের বিজিবি আগেও কখনো বিড়াল ছিল না, এখনো নয়। তারা বাঘের মতোই ১৯৭১ থেকে আজ অবধি সাহস ও দড়্গতার সাথে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।

    শেখ হাসিনার আমলে বিজিবি আরো সুসজ্জিত ও সুপ্রশিড়্গিত হয়েছে উলেস্নখ করে তথ্যমন্ত্রী বলেন, সেই বিজিবিকে বিড়াল বলা খালেদা জিয়ার কা-জ্ঞানহীন, বালখিল্য ও বিদ্বেষপূর্ণ বিষোদগার যাতে বিজিবির ভাবমূর্তি ড়্গুন্ন হয়েছে। 

    তথ্যমন্ত্রী বলেন, মিথ্যাচার খালেদা জিয়ার পুরনো ফ্যাশন। ইদানীং তিনি মিথ্যাচারের পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব সম্পর্কে অপমানজনক উক্তি করছেন, যা রাষ্ট্রীয় ব্যবস'াকে অস্বীকার করার শামিল এবং রাষ্ট্রের বিরম্নদ্ধে উস্কানি ছড়ানোর ষড়যন্ত্র।

    এ সময় সাবধানবাণী উচ্চারণ করে হাসানুল হক ইনু বলেন, জঙ্গি-রাজাকারকে সঙ্গী করে খালেদা জিয়া আগেই গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়েছেন। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর বিদ্বেষপূর্ণ উক্তি করে তিনি এখন রাষ্ট্রযন্ত্রের জন্যও হুমকিস্বরূপ। তার বিষয়ে জনগণকে সজাগ ও সচেতন থাকতে হবে।

    সন্ধ্যায় তথ্যমন্ত্রী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারম্নইপাড়া ইউনিয়নে গণ-ইফতার মাহফিলে যোগ দেন।

#

আকরাম/মাহমুদ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৪৭
সন্ত্রাস ও গুপ্তহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে
                          -- ভূমিমন্ত্রী

ঈশ^রদী, ১৭ আষাঢ় (১ জুলাই):

    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও গুপ্তহত্যার বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। এতে সাড়া দিয়ে মুলাডুলি, পাকশি, ছলিমপুর, লক্ষ্মীকুন্ডা, সাঁড়া, শাহাপুরের মানুষ সন্ত্রাস, দুর্নীতি ও গুপ্তহত্যার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এ সচেতনতা অব্যাহত রাখতে হবে এবং সন্ত্রাস, ষড়যন্ত্র, গুপ্তহত্যা ও দুর্নীতির বিরুদ্ধে সকলকে সবসময় সোচ্চার থাকতে হবে।

    আজ শুক্রবার ঈশ^রদীতে নির্বাচিত জনপ্রতিনিধি ও এলাকাবাসী আয়োজিত এক সংবর্ধনা শেষে তাঁর বাসভবনের সামনে সকলের উদ্দেশে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অভূতপূর্ব সফলতা দেখাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু প্রতিশ্রুতি দিয়েছিলেন এদেশকে সোনার বাংলা করার। কিন্তু স্বার্থান্বেষী ষড়যন্ত্রকারী দল নির্মমভাবে তাঁকে হত্যা করে তাঁর কর্মপরিকল্পনা সম্পন্ন করতে দেয়নি। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সুদৃঢ়ভাবে সেই হাল ধরেছেন। তিনি সরকারের ২০২১ সালের মধ্যম আয়ের বাংলাদেশের প্রতিশ্রুতি পূরণ ও ২০৪১ সালের উন্নত বাংলাদেশের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    এ সময় ঈশ^রদীর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/মাহমুদ/মোশারফ/রেজাউল/২০১৬/১৭১৪ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৪৬

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:

    “পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক  মোবারকবাদ জানাচ্ছি ।

     সিয়াম সাধনার মাস রমজানের এক মহিমান্বিত রাত লাইলাতুল কদর। এই রাতে মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল কোরআন পৃথিবীতে নাজিল হয়। পবিত্র  কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়।

    পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফিরাত।

    এই পবিত্র রজনীতে আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’

#

নজরুল/মাহমুদ/মোশারফ/সেলিম/রেজাউল/২০১৬/১৭০০ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৪৫
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই) :      
    
    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ লাইলাতুল কদর উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :   
    “লাইলাতুল কদর মুসলমানদের জন্য মহান আল্লাহ তায়ালার রহমতের এক অনন্য নিদর্শন। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।
    ‘হাজার মাসের চেয়েও উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী। পবিত্র ধর্ম গ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়। আল্লাহ তা’য়ালা বলেন, ‘আমি কদর রাতে কোরআন নাযিল করেছি’। তাই মুসলিম উম্মাহ’র নিকট কদরের গুরুত্ব ও ফজিলত অত্যধিক। আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি লাভের সুযোগ এনে দেয় এই রাত। মহান আল্লাহ্ রাব্বুল আলামিন পবিত্র লাইলাতুল কদরের অশেষ রহমত, বরকত ও ফজিলত দ্বারা আমাদের সকলের জীবনকে পরিপূর্ণ করে দেন - এই দোয়া করি। মহান আল্লাহ আমাদের ইহকাল ও পরকালের মঙ্গলময় ফয়সালা দান করুন।
    মহান আল্লাহ্ আমাদের কদরের পূর্ণ ছওয়াব দান করুন।
    খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#

আজাদ/মাহমুদ/মোশারফ/রেজাউল/২০১৬/১৬২৮ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১৪৪
যাত্রীদের যাতায়াত নির্বিঘœ করতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

ঢাকা, ১৭ আষাঢ় (১ জুলাই):
    
    আসন্ন ঈদুল ফিতরে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘœ করা এবং মনিটরিং টিমসমূহের কার্যক্রম সমন্বয় করার উদ্দেশ্যে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। আগামী ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত ৭ দিন এ নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চালু থাকবে।

    বিআরটিএ’র এলেনবাড়িস্থ (তেজগাঁও) সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন
নম্বর ০২-৯১৩০৬৬২, মোবাইল নম্বর ০১৯৬৬৬২২০১৯।

#

নাছের/মাহমুদ/মোশারফ/রেজাউল/২০১৬/১৬০৫ ঘণ্টা

 

Todays handout (4).doc