তথ্যবিবরণী নম্বর : ১৯৬৬
ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রথম জাতীয় কনভেনশন
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):
দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রথম জাতীয় কনভেনশন আগামী ৩০-৩১ জুলাই ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, আগামীকাল সকাল নয়টায় এ কনভেনশন উদ্বোধন করবেন।
দুই দিনব্যাপী এ কনভেনশনে ৬টি কর্মশালা ও ৬টি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধান প্রধান দুর্যোগগুলো নিয়ে দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের গবেষকবৃন্দ, বাস্তবায়নকারী সংস্থাসমূহ, উপকারভোগী, এনজিও, আইএনজিও, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং বিগত কয়েকটি দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকসহ প্রায় পনেরশ লোক এ কনভেনশনে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশে বর্তমানে দুর্যোগের ধরণ, প্রকৃতি, সরকারের চলমান পদক্ষেপ ইত্যাদির পাশাপাশি টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কনভেনশনে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে দুই দিনের আলোচ্য বিষয়, মতামত ও সুপারিশমালা গ্রহণ করা হবে। তার আলোকে আগামী দিনের দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকাঠামো ও পরিকল্পণা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
#
ওমর ফারুক/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৬৫
ঢাকা ঘোষণাপত্র গৃহীত
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):
ডেলটা কোয়ালিশন মিনিস্টিরিয়াল কনফারেন্সে ঢাকা ঘোষণাপত্র গৃহীত হয়েছে।
আজ রাজধানীর এক হোটেলে তিনদিনব্যাপী ঢাকা পানি সম্মেলন, ডেল্টা কোয়ালিশন মিনিস্টিরিয়াল কনফারেন্স এবং শেরপা অভ্ হাই লেভেল প্যানেল অন ওয়াটার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দি¦তীয় দিনে এ ঘোষণাপত্র গৃহীত হয়।
এই ডিকলারেশনে ঢাকা ডিকলারেশন, রিপোর্ট অন ডেল্টা কোয়ালিশন অর্গানাইজেশনাল সেশন ও টার্মস অভ্ রেফারেন্স অভ্ ডেল্টা কোয়ালিশন এবং অ্যাকশন প্লান ২০১৭-২০২১ অন্তর্ভুক্ত হয়েছে।
গতকাল চারটি থিমেটিক সেশনে বাংলাদেশ, জাপান এবং মায়ানমারের ডেলিগেটগণ পেপার প্রেজেন্ট করেন। এই সেশনগুলোতে কোয়ালিশনের টার্মস অভ্ রেফারেন্স, নতুন সদস্য অন্তর্ভুক্তি, অবজার্ভার, ডেল্টার আয়তন, চেয়ারম্যান নির্বাচন, এর মেয়াদ, সচিবালয় স্থাপন, অ্যাকশন প্লান ও ঢাকা ডিকলারেশন নিয়ে আলোচনা হয়।
মিনিস্টিরিয়াল কনফারেন্সে ১২টি ডেলটা সদস্যরাষ্ট্রের মধ্যে বাংলাদেশসহ আটটি সদস্য রাষ্ট্র জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, মিশর, মোজাম্বিক এবং নেদারল্যান্ডের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। ডেলিগেটদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিশর ও ফিলিপাইনের মন্ত্রীদ্বয়।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডা. জাফর আহমদ খান এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
কনফারেন্স শেষে পানিসম্পদমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮৫৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৬৪
উন্নয়নশীল দেশগুলোর ৯০ শতাংশ বর্জ্য সরাসরি পানিতে মিশে
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):
পানি দূষণের অন্যতম কারণ বর্জ্য। আর এ বর্জ্য সরাসরি পানির উৎসে মিশে গিয়ে পানি দূষিত হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, উন্নয়নশীল দেশগুলোর ৯০ শতাংশ বর্জ্য সরাসরি পানির উৎসে গিয়ে মিশে যায়। ফলে পানি দূষিত হয়ে এর গুণগত মান নষ্ট হচ্ছে।
আজ ঢাকায় হোটেল সোনারগাঁয়ে দু’দিনব্যাপী ‘ঢাকা পানি সম্মেলন-২০১৭’ এ মূল প্রবন্ধে এই তথ্য তুলে ধরা হয়েছে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।
মূল প্রবন্ধে তিনি পানি দুষণের কারণ এবং এর সমাধানে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এই টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। এ সেশনে বিদেশি প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।
ঢাকা পানি সম্মেলনের প্রথম দিনের মূল প্রবন্ধে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন, পানি দূষণ হ্রাস, পানির গুণগত মান উন্নয়ন, পানির পরিমিত ব্যবহার ও সুপেয় পানির অভাব দূরীকরণ, সমন্বিত পানি ব্যবস্থাপনা, পানির জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের পরিবেশ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয়ক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন সুপারিশ উঠে এসেছে।
মূল প্রবন্ধে উন্মুক্ত মলত্যাগ বন্ধ করে শতভাগ স্যানিটেশন চালুর সুপারিশ করা হয়। প্রবন্ধে বলা হয়েছে, বর্জ্য পানি শোধনের হার দক্ষিণ এশিয়ায় ১০ শতাংশ। এ হার ৫০ শতাংশে উন্নীত করলে পানি দূষণ সহনীয় মাত্রায় ফিরে আসবে। অতিরিক্ত পানি ব্যবহারের কারণে পানি দূষণের মাত্রা বেড়ে যায় বলেও জানানো হয়।
প্রবন্ধে বলা হয়, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পানি দূষণের বিষয়টি সম্পর্কিত, শিল্প কারখানা, জনবসতি যেখানে বেশি সেখানকার পানি বেশি মাত্রায় দূষিত। পার্শ্ববর্তী দেশসমূহের চিত্রও একই রকম। এ থেকে পরিত্রাণে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা করতে হবে, যাতে নিরাপদ খাবার পানি, পানিসম্পদের টেকসই ব্যবহার ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত হয়।
দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ এই সম্মেলনে বিষয়গুলোতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও আলোচনার মাধ্যমে সমস্যা থেকে উত্তরণের পথ বের করে আনার বিষয়ে মতামত দেয়।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকা পানি সম্মেলনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এই সম্মেলনে উপস্থিত ছিলেন। আগামীকাল ঢাকা ঘোষণার মাধ্যমে এই ‘ঢাকা পানি সম্মেলন-২০১৭’ শেষ হবে।
#
জাকির/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৬৩
জ্বালানির মূল্য যৌক্তিক ও সহনীয় রাখতে জ্বালানি মিশ্রণ বহুমুখী করা হচ্ছে
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির মূল্য যৌক্তিক ও সহনীয় রাখতে জ্বালানি মিশ্রণ বহুমুখী করা হচ্ছে। জ্বালানি নিরাপত্তা বিধান ও ঘরে ঘরে সাশ্রয়ী বিদ্যুৎ পৌঁছে দেয়াই সরকারের লক্ষ্য। প্রাথমিক জ্বালানি সরবরাহে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়ানোর সাথে সাথে এলএনজি, এলপিজি, কয়লা, স্থল এবং অগভীর-গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান ও অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় মিলিটারি ইনিস্টিটিউট অভ্ সায়েন্স এন্ড টেকনোলজিতে ‘ঊহবৎমু ঝপবহধৎরড় ধহফ চৎড়ংঢ়বপঃ ড়ভ চবঃৎড়ষবঁস ধহফ গরহরহম ঊহমরহববৎরহম রহ ইধহমষধফবংয’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের ব্যাপ্তি বাড়ছে। সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। যার যার অবস্থান থেকে পেশাদারী মনোভাব নিয়ে এগুলেই নির্ধারিত সময়ের আগে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় ৭০ ভাগ গৃহে এখন এলপিজি ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর থাকলে এলপিজির মূল্য আরো কম হতো। তবে এর মূল্য কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজের রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। এ সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে প্রয়োজন প্রতিশ্রুতিশীল পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ার। ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার্থীরা এ সুযোগ কাজে লাগাতে পারে।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ডঃ বদরুল ইমাম বাংলাদেশে গ্যাসের সম্ভাবনা শীর্ষক ভূতাত্ত্বিক বিশ্লেষণ ও পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অর্জন ও ভবিষ্যত কর্মপরিকল্পনা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আবুল খায়ের বক্তব্য রাখেন।
#
আসলাম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭১২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯৬২
জিয়াউদ্দিনের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):
মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
রেজাউল করিম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭০০ ঘণ্টা