Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০১৫

তথ্যবিবরণী 09/02/2015

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ৩৯১
যুক্তরাজ্য ও জিব্রাল্টার সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্য ও জিব্রাল্টার সফরশেষে আজ দেশে ফিরেছেন।

সফরকালে স্পিকার ৩১ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত লন্ডনে সিপিএ সদরদপ্তরে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। এছাড়া, ৪ থেকে ৬ ফেব্রুয়ারি লন্ডনের হাউজ অব পার্লামেন্টে অনুষ্ঠিত ‘ঐঁসধহ জরমযঃং রহ ঃযব সড়ফবৎহ ফধু ঈড়সসড়হবিধষঃয : গধমহধ ঈধৎঃধ ঃড় ঈড়সসড়হবিধষঃয ঈযধৎঃবৎ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন এবং ৬ থেকে ৮ ফেব্রুয়ারি জিব্রাল্টারে অনুষ্ঠিত ২হফ ইওগজ (ইৎরঃরংয ওংষধহফং ধহফ গবফরঃবৎৎধহবধহ জবমরড়হ) ঈডচ (ঈড়সসড়হবিধষঃয ডড়সবহ চধৎষরধসবহঃধৎরধহং) ঈড়হভবৎবহপব এ যোগদান করেন।

জিব্রাল্টারে সানবর্ন হোটেলে ইৎরঃরংয ওংষধহফং ধহফ গবফরঃবৎৎধহবধহ জবমরড়হ (ইওগজ) ঈড়সসড়হবিধষঃয ডড়সবহ চধৎষরধসবহঃধৎরধহং আয়োজিত "জড়ষব ড়ভ চধৎষরধসবহঃধৎরধহং রহ ঊহফরহম ঠরড়ষবহপব ধমধরহংঃ ডড়সবহ" শীর্ষক কনফারেন্সে স্পিকার বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতাই নয় বরং মানবাধিকারের চরম লঙ্ঘন। নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচলিত আইন ও নীতিমালা প্রণয়নই যথেষ্ট নয়। আইন ও নীতিমালার সঠিক বাস্তবায়ন নারীর প্রতি সহিংসতা রোধ করতে পারে। সে কারণেই প্রচলিত আইন ও নীতিমালা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বর্তমান বিশ্বে চ্যালেঞ্জস্বরূপ। সামাজিক সমতা সৃষ্টি এবং জীবনের সকলস্তরে বৈষম্য দূরীকরণ নারীর জন্য একটি প্রতিনিয়ত সংগ্রাম।

স্পিকার তাঁর বক্তৃতায় নারীর প্রতি সহিংসতা বন্ধে সংসদ সদস্যদের আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে সংসদ ও সংসদ সদস্যরা তদারকি ব্যবস্থা জোরদারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নারীর প্রতি সহিংসতা রোধে বিদ্যমান আইন ও নীতিমালা বাস্তবায়নে এবং জনসচেতনতা তৈরিতে সংসদ সদস্যসহ সকলকে একযোগে কাজ করতে হবে। শুধু আইন ও নীতিমালাই যথেষ্ট নয়, নারীর প্রতি সহিংসতা রোধে প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আর এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনে সামাজিক সচেতনতা তৈরিতে তিনি নারী-পুরুষ সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান।

#

হুদা/সাইফুল্লাহ/মিজান/মোশারফ/রেজাউল/২০১৫/২১৫৮ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৯০

রাষ্ট্রদূতদের সাথে বৈঠক
তৈরিপোশাক খাতে সুষ্ঠু পরিবেশ রক্ষায় গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
    দেশের তৈরিপোশাক খাতে সুষ্ঠু পরিবেশ রক্ষায় গৃহীত পদক্ষেপ সংক্রান্ত সাসটেইনিবিলিটি কমপ্যাক্ট এর অগ্রগতি বিষয়ে এক বৈঠক আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
    এতে অংশ নেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট, কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে লারামিসহ ডেনমার্ক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার
     বৈঠকে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী সময়ে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিশেষত নীতি প্রণয়ন, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রমসহ পোশাক শিল্পের সুষ্ঠু পরিবেশ রক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। সভায় রাষ্ট্রদূতগণ বাংলাদেশের তৈরিপোশাক শিল্পের আন্তর্জাতিকমান ও কমপ্লায়েন্স প্রতিপালনের বিষয়ে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ বহির্বিশ্বে একটি মডেল হিসেবে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
    তারা সভায় সকল অংশীজনের সম্মিলিত প্রয়াসে তৈরিপোশাক শিল্পের মতো একটি শ্রমঘন শিল্পে যেভাবে বহুমাত্রিক অংশীদারিত্ব সৃষ্টির মাধ্যমে সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে তা বিশ্বে দৃষ্টান্তমূলক বলে আখ্যায়িত করেন।  
    সভায় বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর, অধিদপ্তরে জনবল নিয়োগ, কাঠামোগত সংস্কার প্রভৃতি বিষয়ে অগ্রগতির চিত্র তুলে ধরা হয় এবং শ্রম আইনের বিধি প্রণয়ন, শ্রমিক হটলাইন তৈরি ও তৈরিপোশাক কারখানার পরিদর্শনের অগ্রগতি তুলে ধরা হয়।
    সভায় প্রতিযোগিতমূলক বিশ্বের পোশাক শিল্পে কমপ্লায়েন্স ও মানের ক্ষেত্রে সকল প্রতিযোগী দেশের জন্য সমরূপ শর্ত আরোপের যৌক্তিকতার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
#

আকতারুল/সাইফুল্লাহ/মোশারফ/জয়নুল/২০১৫/২১২৫ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৯০

রাষ্ট্রদূতদের সাথে বৈঠক
তৈরিপোশাক খাতে সুষ্ঠু পরিবেশ রক্ষায় গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
    দেশের তৈরিপোশাক খাতে সুষ্ঠু পরিবেশ রক্ষায় গৃহীত পদক্ষেপ সংক্রান্ত সাসটেইনিবিলিটি কমপ্যাক্ট এর অগ্রগতি বিষয়ে এক বৈঠক আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
    এতে অংশ নেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়েদুন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট, কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে লারামিসহ ডেনমার্ক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার
     বৈঠকে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী সময়ে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিশেষত নীতি প্রণয়ন, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রমসহ পোশাক শিল্পের সুষ্ঠু পরিবেশ রক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। সভায় রাষ্ট্রদূতগণ বাংলাদেশের তৈরিপোশাক শিল্পের আন্তর্জাতিকমান ও কমপ্লায়েন্স প্রতিপালনের বিষয়ে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ বহির্বিশ্বে একটি মডেল হিসেবে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
    তারা সভায় সকল অংশীজনের সম্মিলিত প্রয়াসে তৈরিপোশাক শিল্পের মতো একটি শ্রমঘন শিল্পে যেভাবে বহুমাত্রিক অংশীদারিত্ব সৃষ্টির মাধ্যমে সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে তা বিশ্বে দৃষ্টান্তমূলক বলে আখ্যায়িত করেন।  
    সভায় বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর, অধিদপ্তরে জনবল নিয়োগ, কাঠামোগত সংস্কার প্রভৃতি বিষয়ে অগ্রগতির চিত্র তুলে ধরা হয় এবং শ্রম আইনের বিধি প্রণয়ন, শ্রমিক হটলাইন তৈরি ও তৈরিপোশাক কারখানার পরিদর্শনের অগ্রগতি তুলে ধরা হয়।
    সভায় প্রতিযোগিতমূলক বিশ্বের পোশাক শিল্পে কমপ্লায়েন্স ও মানের ক্ষেত্রে সকল প্রতিযোগী দেশের জন্য সমরূপ শর্ত আরোপের যৌক্তিকতার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়।
#

আকতারুল/সাইফুল্লাহ/মোশারফ/জয়নুল/২০১৫/২১২৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ৩৮৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা
ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলমের সাথে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
    সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন নিয়মিত অনুষ্ঠিত বার্ষিক সংলাপ, অংশীদারিত্ব সংলাপ, নিরাপত্তা সংলাপ, সামরিক সংলাপ এবং টিকফা (TICFA) কাউন্সিল সভার মতো আলোচনাসমূহের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক বর্তমানে একটি শক্ত কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। তিনি আরো বলেন ২০১৪ সালের অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত তৃতীয় পার্টনারশিপ ডায়ালগ দু’দেশের মধ্যে বিরাজমান সম্পর্ককে আরো গভীর, সম্প্রসারিত ও জোরদার করেছে।
    শাহ্রিয়ার আলম যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক দন্ডপ্রাপ্ত আসামী আশরাফুজ্জামান খানকে বাংলাদেশে ফেরত পাঠানোর  বিষয়টি বৈঠকে উত্থাপন করেন। এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক আপরাধী প্রত্যর্পণ চুক্তিটি সম্পাদনের জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জনান।
    বাংলাদেশে সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে সর্বাধিক অবদানকারী হিসেবে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের পাশাপাশি অন্যান্য শিল্পখাত, অবকাঠামো, সেবাখাত এবং উচ্চতর প্রযুক্তি নির্ভর শিল্পে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান।
    এ সময় বাংলাদেশের কোস্টগার্ড বাহিনী শক্তিশালীকরণ, সন্ত্রাসবাদ মোকাবিলায় জাতীয় কৌশল এবং শান্তিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
    মার্শিয়া বার্নিকাটের বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ লাভ করায় বৈঠকের শুরুতেই তাঁকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, তার কর্মকালে বাংলাদেশ ও য্ক্তুরাষ্ট্রের সম্পর্ক একটি নতুন উচ্চতায় উন্নীত হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রদূতের সময়কালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
    সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বার্নিকাট বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক সামনের দিনগুলোতে আরো জোরদার ও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
#

খালেদা/সাইফুল্লাহ/জসীম/রেজাউল/২০১৫/১৯১৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৮৮

সিঙ্গাপুরে হেলথ কভারেজ সম্মেলনে যোগ দিচ্ছেন স¦াস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ‘ইউনিভার্সাল হেলথ কভারেজ : দ্য পোস্ট-২০১৫ চ্যালেঞ্জ’ শীর্ষক মন্ত্রিপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সিঙ্গাপুর গেছেন। তিনি আজ সকালে বাংলাদেশ বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
দু’দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল থেকে শুরু হবে। সিঙ্গাপুরের গ্র্যান্ড ক্যাপথর্ন ওয়াটারফ্রন্ট-এ অনুষ্ঠিতব্য এ সম্মেলন উদ্বোধন করবেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিন লুং (খবব ঐংরবহ খড়ড়হম)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান উদ্বোধন অধিবেশনে মূলপ্রবন্ধ পাঠ করবেন।
সম্মেলনে ফিনল্যান্ড, চীন, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ব্রুনাই, সৌদি আরব, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, মায়নমার-এর মন্ত্রীসহ স্বাস্থ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং চিকিৎসকগণ অংশ নেবেন।
স্বাস্থ্যমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়াও তিনি সিঙ্গাপুরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতাল পরিদর্শন করবেন।
    মোহাম্মদ নাসিম আগামী ১৬ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।
#

সাইফুল্লাহ/মোশারফ/জয়নুল/২০১৫/১৮৪৫ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৮৭

দশ অতিরিক্ত বিচারক নিয়োগ

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :
    সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ১০ অতিরিক্ত বিচারক নিয়োগ করা হয়েছে।
    নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত বিচারকগণ হলেন- এস এম মজিবর রহমান, মোঃ ফরিদ আহমদ শিবলী, আমির হোসেন, খিজির আহমেদ চৌধুরী, রাজিক আল জলিল, জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ভীষ¥দেব চক্রবর্তী, মোঃ ইকবাল কবির, মোঃ সেলিম ও মোঃ সোহরাওয়ারদী।
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২ বছরের জন্য এ নিয়োগ দিয়েছেন বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক প্রজ্ঞাপনে জানানো হয়।
    এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
#

সাইফুল্লাহ/মোশারফ/রফিকুল/জয়নুল/২০১৫/২১৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                       নম্বর :  ৩৮৬

গণমাধ্যমে প্রচারের অনুরোধ
পুড়ে গেলে তাৎক্ষণিক করণীয়/করণীয় নয়

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :

    চলমান পরিস্থিতিতে দেশে আগুনে পোড়ার ঘটনা বৃদ্ধিতে সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। পুড়ে গেলে তাৎক্ষণিক করণীয় বিষয়ে ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে উক্ত নির্দেশনা সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় পুনঃ পুনঃ প্রদর্শন এবং প্রিন্ট মিডিয়ায় বক্স আকারে প্রথম বা শেষ পাতায় ছাপার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। সরকার আশা করে গণমাধ্যম জনস্বার্থে গুরুত্ব দিয়ে বিষয়টি প্রচার/প্রকাশ করবে। নির্দেশনাগুলো নি¤œরূপঃ

১.     গায়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন। দৌড়াদৌড়ি করবেন না বা আতঙ্কিত হবেন না।
২.     পোড়া জায়গায় প্রচুর পানি ঢালুন। অতিরিক্ত ঠা-া পানি যেমন-বরফ ও ফ্রিজের পানি দেবেন না।
৩.     সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাতের কাছে এক বোতল পানি ও ভেজা কাপড় (ভেজা রুমাল) রাখা যেতে পারে।
৪.     অন্য কেউ আক্রান্ত হলে ভারি কাপড় দিয়ে জড়িয়ে ধরুন।
৫.    যানবাহন বা বদ্ধস্থানে আগুন লাগলে যতদ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরে আসুন। লম্বা লম্বা শ্বাস-প্রশ্বাস নিন ও নিতে বলুন এবং  মুখ ও নাক পরিষ্কার করে দিন।
৬.     পুড়ে যাওয়া অংশে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ঢেকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
৭.     আক্রান্ত স্থানে কোন ধরনের অযাচিত চিকিৎসা দেয়া যাবে না যেমন-টুথপেস্ট, ডিম, গোবর, বাটা মশলা, দুধের সর বা অন্যকোন কিছু লাগানো যাবে না।
৮.     পোড়া রোগীর চিকিৎসাস্থলে ভিড় করবেন না, কারণ এতে পোড়ার ক্ষতস্থানে সংক্রমণ বেড়ে গিয়ে জীবন সংশয় হতে পারে।
    প্রয়োজনে যোগাযোগ করুন ঃ হটলাইন নম্বর : ০১৭৭৫২৭১১৪১ (জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট)

#

সাইফুল্লাহ/জসীম/রেজাউল/২০১৫/১৭৪৫ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৮৫
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে সৌদি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশ থেকে প্রতিমাসে ১০ হাজার গৃহকর্মী নেয়ার আগ্রহ প্রকাশ

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :

    বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার সৌদিআরব বাংলাদেশ থেকে অত্যন্ত স্বল্প অভিবাসন ব্যয়ে প্রতিমাসে ১০ হাজার গৃহকর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া অন্যান্য সেক্টরেও তারা বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সৌদিআরবে জনশক্তি প্রেরণ অচিরেই শুরু হবে। তবে এ বিষয়টি দুদেশের  সরকার সরাসরি মনিটর করবে।

    সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী ড. আহমেদ আল ফহেদ
(উৎ. অযসবফ অষ ঋধযধরফ) এর নেতৃত্বে আগত প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান।

    মন্ত্রী বলেন, গৃহকর্মীর যাতায়াত ভাড়া, ভিসা ফি ও লেভি নিয়োগকারী কর্মকর্তা বহন করবে। তিনি আরো বলেন, কর্মীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তিনি আরো জানান, সে দেশে গৃহকর্মী, ড্রাইভার, নির্মাণসহ বিভিন্ন খাতে কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। সেখানে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে প্রতিনিধিদল জানিয়েছেন। কর্মী প্রেরণ বিষয়ে নিয়োগ প্রক্রিয়া, বেতন কাঠামো নির্ধারণসহ সার্বিক বিষয়ে পর্যালোচনা করতে দু’দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি সার্বিক প্রক্রিয়া ঠিক করার পর গৃহকর্মীসহ বিভিন্ন সেক্টরে কর্মীগমন প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান।

    বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, সৌদিআরবের আন্তর্জাতিক দ্বিপক্ষীয় চুক্তিবিষয়ক বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ আল শারেখ (গড়যধসসবফ অষ ঝযধৎবশয), শ্রম মন্ত্রণালয়ের কর্মসংস্থান সম্পর্কিত মহাপরিচালক আবদুল আজিজ আল হারবি (অনফঁষধুরু অষ ঐধৎনব), সৌদিআরবের বেসরকারি রিক্রুটিং এসোসিয়েশনের চেয়ারম্যান সাদ নাহার আল বাদ্দাহ (ঝধধফ ঘ. অষ ইধফফধয)।

    সৌদি প্রতিনিধিদলে সেদেশের ৯ সরকারি কর্মকর্তা এবং বেসরকারি রিক্রুটিং এসোসিয়েশনের
১০ কর্মকর্তা রয়েছেন।

#

শহিদুল/সাইফুল্লাহ/জসীম/রেজাউল/২০১৫/১৭১৮ ঘণ্টা   
 
 

তথ্যবিবরণী                                                                                নম্বর : ৩৮৪

স্নাতকোত্তর শেষ পর্ব প্রাইভেট রেজিস্ট্রেশন ১০ ফেব্রুয়ারি থেকে শুরু

ঢাকা, ২৭ মাঘ (৯ ফেব্রুয়ারি) :

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের স্নাতকোত্তর শেষ পর্ব প্রাইভেট রেজিস্ট্রেশন আগামী ১০ ফেব্রুয়ারি ২০১৫ শুরু হয়ে ১০ মার্চ ২০১৫ তারিখ পর্যন্ত চলবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (www.nu.edu.bd ) থেকে জানা যাবে।

#
করিম/অনসূয়া/খাদীজা/ফাহিমা/শুকলা/রেজ্জাকুল/লাভলী/২০১৫/১৪২০ ঘণ্টা  

 

Todays handout (6).doc