Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০১৭

তথ্যবিবরণী ৩ মে ২০১৭

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১২১২

আইনমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকা, ২০ বৈশাখ (৩ মে):

    আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের মধ্যে আজ ঢাকায় সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের স্বার্থসংশিস্নষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহ বিশ্ব নিরাপত্তা ইস্যু উঠে আসে এবং এ বিষয়ে উভয় দেশ এক সাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করে। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরম্নল হক এ সময় উপসি'ত ছিলেন।

    রাষ্ট্রদূতের সাথে বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সব সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটা আলোচনায় উলেস্নখ করেছেন রাষ্ট্রদূত। দু’দেশের বন্ধুত্ব ও সম্পর্কের সঙ্গে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কীভাবে দু’দেশের নিরাপত্তা বৃদ্ধি করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।

    মন্ত্রী বলেন, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করতে যাচ্ছি। এটি এখন ভেটিং পর্যায়ে রয়েছে। এটা চূড়ানত্ম হলেই আইসিটি অ্যাক্টের ৫৭ ধারার দুর্বলতা এবং বিতর্ক থাকবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। এমন কোনো আইন হবে না, যাতে গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘিত হয়।

#

রেজাউল/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১২১১

উপজেলা পর্যায়ে প্রশিড়্গণ কার্যক্রম জোরদারকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ২০ বৈশাখ (৩ মে):

    উপজেলা পর্যায়ে প্রশিড়্গণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় ৯ লাখ ৭২ হাজার ৪০০ জন যুবকে প্রশিড়্গণ প্রদানের লড়্গ্যমাত্রার মধ্যে এ পর্যনত্ম ৮ লাখ ২০ হাজার যুবকে স'ানীয় চাহিদাভিত্তিক ৩৪টি ট্রেডে প্রশিড়্গণ প্রদান করা হয়েছে। প্রশিড়্গণপ্রাপ্ত এসব যুবদের মধ্য থেকে ৪ লাখ ৮২ হাজার যুব সফল আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

আজ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘উপজেলা পর্যায়ে প্রশিড়্গণ কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক প্রকল্পের মাঠ পর্যায়ে বাসত্মবায়িত সার্বিক কার্যক্রমের ওপর আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় এ তথ্য প্রদান করা হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স'ায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল। সংসদ সদস্য ফাহিম রাজ্জাক, মো. মাহবুব আলী, নুরম্নল ইসলাম তালুকদার ও বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপসি'ত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারম্নল করিম।

কর্মাশালায় উলেস্নখ করা হয়, উপজেলা পর্যায়ে প্রশিড়্গণ কার্যক্রম বাসত্মবায়নের ফলে গ্রামাঞ্চলের দরিদ্র বেকার যুবরা দড়্গতা বৃদ্ধিমূলক প্রশিড়্গণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে। ফলে দেশের দারিদ্র্যবিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে তা ব্যাপক অবদান রাখছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিড়্গণ কার্যক্রমকে সঠিকভাবে বাসত্মবায়নের মাধ্যমে যুবদের আত্মকর্মসংস'ানের পাশাপাশি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ ছাড়াও মাঠ পর্যায়ের সংশিস্নষ্ট কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

#

শফিকুল/মাহমুদ/সেলিম/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৭৩০ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ১২১০

টেক্সটাইল বিষয়ে গবেষণা ও জ্ঞানচর্চা বাড়াতে হবে
                                        --- শিড়্গামন্ত্রী

ঢাকা, ২০ বৈশাখ (৩ মে) :
শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, টেক্সটাইল বিষয়ে গবেষণা ও জ্ঞানচর্চা বাড়াতে হবে। বিশ্বমানের প্রযুক্তি ও দড়্গতা আয়ত্ত করতে হবে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিড়্গার্থীদের এড়্গেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবন’-এর ভিত্তিপ্রসত্মর স'াপন এবং নবনির্মিত ‘সৈয়দ নজরম্নল ইসলাম হল’-এর উদ্বোধন উপলড়্গে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের সমস্যা সমাধান করার প্রযুক্তি আমাদেরই আবিষ্কার করতে হবে। জ্ঞান-প্রযুক্তি শুধু আমদানি করলে হবে না, রপ্তানিও করতে হবে। গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। বাসত্মবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন জ্ঞান সৃষ্টি করতে হবে। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় একটি বাসত্মবমুখী শিড়্গা প্রতিষ্ঠান। এখানকার শতভাগ শিড়্গার্থীর কর্মসংস'ান হচ্ছে। টেক্সটাইল গবেষণায়  এটাকে ‘সেন্টার অভ্‌ এক্সেলেন্স’ হিসেবে গড়ে তুলতে হবে। গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির ড়্গেত্রে এ বিশ্ববিদ্যালয়ের শিড়্গার্থীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। বিশ্বমানের দড়্গতা অর্জনের মাধ্যমে শুধু দেশে নয়, বিদেশেও কর্মসংস'ানের সুযোগ তৈরি করতে হবে।
শিড়্গামন্ত্রী বলেন, এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ১৮৩ কোটি ৬৫ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১৩ তলাবিশিষ্ট ’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবন’ নির্মাণের জন্য প্রায় ৮৪ কোটি টাকা ব্যয় হবে। নবনির্মিত সৈয়দ নজরম্নল ইসলাম হল বর্তমানে ৪ তলা পর্যনত্ম নির্মাণ করা হয়েছে। আরো দুই তলা নির্মাণ করা হবে। এজন্য ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় হবে। ছাত্রীদের জন্য ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে শেখ হাসিনা হলের সংস্কার করা হবে। এ প্রতিষ্ঠানের উন্নয়নে বেসরকারি পর্যায়ে যে সকল ব্যক্তি অনুদান প্রদান করেছেন, মন্ত্রী তাদের ধন্যবাদ জানান এবং শিড়্গার উন্নয়নে দেশের ধনাঢ্য ব্যক্তিদের আরো এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৩ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রসত্মর স'াপন করেন।
বুটেক্স-এর ডিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মো. মনিরম্নল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বুটেক্স-এর উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মাসউদ আহমদ, শিড়্গা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা এবং বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার  সভাপতি মো. জুয়েল রানা বক্তব্য রাখেন।
পরে মন্ত্রী চার তলাবিশিষ্ট নবনির্মিত আবাসিক হল উদ্বোধন করেন।
#

আফরাজুর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৭২০ঘণ্টা

 

Handout                                                                                                   Number: 1209

Dhaka next venue for 45th CFM

Dhaka, 3 May 2017                      

The Senior Officials Meeting Preparatory to 44th Session of CFM of OIC ended 2nd May in Jeddah led by Foreign Secretary Md. Shahidul Haque, Bangladesh delegation at that meeting.

The meeting decided on many important issues of Muslim Ummah for betterment of lives of Muslim Ummah in the OIC member states. A draft resolution was unanimously adopted welcoming the bid of Bangladesh for hosting the 45th session of the Council of Foreign Ministers (CFM) of the 57-member organization which will take place in Dhaka in the second quarter of 2018.

Foreign Affairs Ministry issued a press release regarding this CFM meeting.

 

#

Anasuya/Nusrat/Gias/Shahid/Shamim/2017/1553 hours

 

 

 

 


তথ্যবিবরণী                                                                                       নম্বর : ১২০৮
            
এশীয়-প্রশানত্ম মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতায় এ অঞ্চলের দারিদ্র্য দূর হবে                                        --- এলজিআরডি মন্ত্রী

 

ঢাকা, ২০ বৈশাখ (৩ মে ) :
স'ানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এশীয়-প্রশানত্ম মহাসাগরীয় অঞ্চলের পারস্পরিক সহযোগিতায় এ অঞ্চলের দারিদ্র্য দূর হবে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় দারিদ্র্যদূরীকরণে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ অতিদারিদ্র্যমুক্ত দেশ হবে।
মন্ত্রী আজ কুমিলস্নায় বাংলাদেশ পলস্নী উন্নয়ন একাডেমি (বার্ড), অডিটোরিয়ামে সিরডাপের টেকনিক্যাল কমিটির ৩২ তম সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিরডাপ একটি আনত্মঃ সরকার সহযোগিতা প্রতিষ্ঠান। যা গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র্যবিমোচনে এশীয়-প্রশানত্ম মহাসাগরীয় অঞ্চলসমূহে একসাথে কাজ করছে। এ সংস'াটিকে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস'া (ঋঅঙ) সহ জাতিসংঘের অন্যান্য সংস'া ও দাতা সংস'াসমূহ সবসময় সাহায্য সহযোগিতা করে আসছে। ২০০০ সালে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লড়্গ্যমাত্রা (এমডিজি)-এর ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লড়্গ্যমাত্রা অর্জনেও এ অঞ্চলের সহযোগী দেশসমূহ একসাথে কাজ করবে।
মন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের দেশসমূহ দারিদ্র বিমোচনে জোরালো ভূমিকা রাখতে পারে। দারিদ্র্যবিমোচনে বাংলাদেশের গৃহীত “একটি বাড়ী একটি খামার” প্রকল্পের আলোকে এশীয়-প্রশানত্ম মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহও মডেল প্রকল্প গ্রহণ করতে পারে। তিনি বলেন, সিরডাপকে আরো কার্যকর করতে সদস্য দেশসমূহের পরামর্শ আঞ্চলিক সহযোগিতার ড়্গেত্রকে আরো প্রসারিত করবে। দারিদ্র্য বিমোচনে এড়্গেত্রে বাংলাদেশ পলস্নী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিলস্না মডেলকে অনুসরণ করা যেতে পারে।
সিরডাপ’র মহাপরিচালক ঞবারঃধ এধফৎঁষবাঁ ইড়ংবরধিয়ধ ঞধমরহধাঁষধঁ বলেন, বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।
পরে মন্ত্রী বার্ডের ড. আখতার হামিদ খান গ্রন'াগারে সিরডাপ (সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রম্নরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক) এবং অঅজউঙ (আফ্রিকান-এশিয়ান রম্নরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) কর্তৃক সম্প্রতি প্রকাশিত গবেষণা ও অন্যান্য প্রকাশনা উপস'াপনের জন্য দু’টি কর্নার-এর শুভ উদ্বোধন করেন।
বার্ডের মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আনন্দ চন্দ্র বিশ্বাস, ৩১ তম সিরডাপ টেকনিক্যাল কমিটির সভাপতি ও পরিচালক এবং মালয়েশিয়ার পলস্নী ও আঞ্চলিক উন্নয়ন সম্পর্ক বিষয়ক মন্ত্রী আজিজা বিনতি আহমদ এবং ঈওজউঅচ-এর মহাপরিচালক ঞবারঃধ এধফৎঁষবাঁ ইড়ংবরধিয়ধ ঞধমরহধাঁষধঁ উপসি'ত ছিলেন ।
#
জাকির/অনসূয়া/নুসরাত/রফিকুল/শামীম/২০১৭/১৫৪৫ ঘণ্টা     


সংশোধিত


তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১২০৭

            
ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পরবর্তী সভা ঢাকায়

ঢাকা, ২০ বৈশাখ (৩ মে ) :

    ইসলামিক দেশসমূহের আন্তর্জাতিক সংস্থা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের (ঈড়ঁহপরষ ড়ভ ঋড়ৎবরমহ গরহরংঃবৎং) ৪৫তম সভা ২০১৮ সালের প্রথমার্ধে ঢাকায় অনুষ্ঠিত হবে।

    ২ মে সৌদি আরবের জেদ্দাস্থ ওআইসি সদর দপ্তরে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৪৪তম প্রস্তুতিমূলক বৈঠক শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  ওআইসির সদর দপ্তরে আয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তুতিমূলক সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক ।

    সভায় ওআইসি সদস্যভুক্ত মুসলিম দেশসমূহের মুসলমানদের জীবনমান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ৫৭ সদস্য বিশিষ্ট ওআইসি’র পরবর্তী সভা বাংলাদেশে আয়োজনের বিষয়ে একটি খসড়া প্রস্তাবের সারসংক্ষেপ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।    

#

মাহমুদ/অনসূয়া/নুসরাত/গিয়াস/শহিদ/রফিকুল/শামীম/রেজাউল/২০১৭/১৮১৫ ঘণ্টা  

 

Todays handout (2).docx