Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী 22/09/15

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৭৩৮

মেডিকেলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সংবাদের ব্যাখ্যা

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) :

    কয়েকটি  দৈনিক পত্রিকায় প্রকাশিত  মেডিকেল ও  ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সংবাদ ও মতামতের প্রতি স¦াস্থ্য অধিদপ্তরের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। স¦াস্থ্য অধিদপ্তরের  মেডিকেল শিক্ষা ও জনশক্তি উন্নয়নের পক্ষ  থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে জানাতে চায়  যে, শতভাগ সততা ও স¦চ্ছতার সাথে নিঃছিদ্র নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরবর্তীতে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে।

    প্রশ্নপত্র ফাঁসের  যে সকল অভিযোগ বিভিন্ন মহল কর্তৃক উত্থাপিত হয়েছে তা  মোটেও সঠিক নয়। গত ১৫ সেপ্টেম্বর ও ১৭ সেপ্টেম্বর র‌্যাব কর্তৃক এমবিবিএস ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের সন্দেহে ধৃত দু’টি চক্রের কারো কাছে এমবিবিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত  কোনো প্রশ্নপত্র পাওয়া যায় নাই। ভর্তি পরীক্ষা স¦চ্ছ ও নিরপেক্ষ করার সকল ধরনের সতর্কতা মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক অবলম্বন করা হয়েছিল।

    সারাদেশে  ভূয়া প্রশ্নপত্র বিলি করে  কোমলমতি শিক্ষার্থীদের কাছ  থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে  নেয়া কয়েকটি চক্রকে গোয়েন্দা সংস্থা ও র‌্যাব গ্রেফতার করেছে।

    এখানে উল্লেখ্য, পরীক্ষা শুরু হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত  কোনো মহল কর্তৃক প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ উত্থাপিত হয় নাই। প্রশ্ন ফাঁসের অভিযোগ উত্থাপন ও ভর্তি পরীক্ষা বাতিল  চেয়ে দাখিলকৃত রিট আবেদনটি হাইকোর্ট কর্তৃক খারিজের মাধ্যমে বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত।

    স¦ার্থান্বেষী সুবিধাভোগী চক্রের অশুভ কর্মকা-ে বিভ্রান্ত না হওয়ার জন্য স¦াস্থ্য অধিদপ্তরের পক্ষ  থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

#

পরীক্ষিৎ/আফরাজ/নবী/রফিকুল/সেলিম/২০১৫/২১০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২৭৩৭

মেলার শেষ দিনে আয়কর আদায় ৩৯৪ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ১৩২ টাকা

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) :    
    করদাতাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উপস্থিতিতে উৎসবের আমেজে শেষ হল সপ্তাহব্যাপী আয়করমেলা। মেলার শেষ দিন পর্যন্ত করদাতারা স্বত:স্ফূর্তভাবে সেবা গ্রহণ, আয়কর প্রদান, ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধন এবং আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আয়করমেলায় শেষ দিন পর্যন্ত মোট আদায় হয়েছে ২ হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকা।
    শেষ দিনে  ঢাকাসহ ৭ টি বিভাগ, ১৫ টি জেলা, ৯ টি উপজেলা ও ৭ টি উপজেলায় ভ্রাম্যমাণ মেলা একযোগে অনুষ্ঠিত হয়েছে।
আয়করমেলার সমাপনী অনুষ্ঠান
    আজ অফিসার্স ক্লাব ঢাকায় আয়করমেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আব্দুর রাজ্জাক সভায় সভাপতিত্ব করেন।
    প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, আয়কর কেবল রাজস্ব আহরণের প্রধান উৎস নয়, এটি অর্থনৈতিক ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার কার্যকরী মাধ্যম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে নি¤œ মধ্যমআয়ের দেশের মর্যাদা অর্জন করেছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যমআয়ের দেশের মর্যাদা লাভ করবে বলে মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
    মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশটিকে সময়ের সাথে তাল মিলিয়ে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। ২০১৬ সালের মধ্যে আমরা একটি নতুন আয়কর আইন উপহার দিতে পারবো বলে আশা করছি। সেলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস, নতুন আয়কর আইন জনগণের জন্যে অধিকতর সহজবোধ্য, গণমুখী ও ব্যবসাবান্ধব হবে। 
    অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আয়কর নিয়ে মেলার আয়োজন একমাত্র বাংলাদেশেই হয়। মেলার মাধ্যমে আয়কর আহরণে প্রবৃদ্ধি বাড়ছে। 
    জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, আমরা নতুন এবং পূর্ণাঙ্গ এনবিআর তৈরির জন্য সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। জাতীয় রাজস্ব বোর্ডের সার্বিক কর্মকা-ে সুশাসন নিশ্চিত করার জন্য দুষ্টের দমন ও শিষ্টের লালন নীতি গ্রহণ করেছি এবং এ বিষয়ে আমাদের স্লোগান হ’ল-জনকল্যাণে রাজস্ব। এ প্রক্রিয়ার অংশ হিসেবে এবারের আয়করমেলায় আমরা শুল্ক, মূল্য সংযোজন কর এবং সঞ্চয় অধিদপ্তরের পৃথক পৃথক বুথের মাধ্যমে জনগণকে অভ্যন্তরীণ সম্পদ আহরণ প্রক্রিয়ার সাথে পরিচিতকরণের উদ্যোগ নিয়েছি।
#

মুমেন/আফরাজ/মোশাররফ/জসীম/রেজাউল/২০১৫/২০৩৮ ঘণ্টা

Handout                                                                                                  Number : 2736

Information Minister condoles death of Risalat Ahmed

Dhaka, September 22 :

            Information Minister Hasanul Haq Inu condoled the passing away of former DG of BTV and Additional Secretary Risalat Ahmed, who breathed his last at CMH in Dhaka yesterday. He was 75.

            In a message, Information Minister said 'I am deeply saddened losing an old friend'.

            Hasanul Haq Inu offerred his deepest empathy to the bereaved family and prayers for peace of the departed soul.

#

Akram/Afraz/Zashim/Selim/2015/1900 Hrsতথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৩৫

বাজার তদারকি
১২ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) :
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয় ও জেলা কার্যালয় আজ ঢাকা ও চট্টগ্রামে বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১২টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
    ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরির অপরাধে মোল্লা হোটেলকে ৫ হাজার টাকা, আবু সায়ীদের হোটেলকে ৫ হাজার টাকা, লাভলী হোটেলকে ১০ হাজার টাকা, নিউ আল আমিন হোটেলকে ১০ হাজার টাকা এবং ১ নং বিউটি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে পলাশ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য তৈরি, ওজনে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় ৬টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
#
আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৭৩৪

প্রধান বিচারপতির অনুপস্থিতিকালীন বিচারপতি 
মো. আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্বে থাকবেন

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) :

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা এর অনুপস্থিতিকালীন সময়ে অর্থাৎ আগামী ৪ অক্টোবর  থেকে ৯ অক্টোবর ২০১৫ পর্যন্ত অথবা যাত্রার তারিখ  থেকে পুনরায় স¦ীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল বিভাগের কর্মে প্রবীনতম বিচারক বিচারপতি  মো. আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।


#

আফরাজ/নবী/জসীম/সেলিম/২০১৫/১৮০০ ঘণ্টা     

তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭৩৩

সংস্কৃতি মন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) : 

    সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এর সাথে আজ মঙ্গলবার সচিবালয়স্থ তার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ঊফঁধৎফড় ফব খধরমষবংরধ সৌজন্য সাক্ষাৎ করেন। সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এ সময় আলোচনা করা হয়।
    সংস্কৃতিমন্ত্রী বলেন, সংস্কৃতি সংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ, এশিয়া ও ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। ইউরোপের ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, স্পেনের সাথেও আমরা সংস্কৃতি ও এর  বিনিময় নিয়ে বিস্তৃত পরিসরে কাজ করতে চাই।
    আসাদুজ্জামান নূর বলেন, স্পেনের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য অনেক সমৃদ্ধ। আমাদেরও রয়েছে গর্ব করার মতো বৈচিত্র্যময় সংস্কৃতি। দু’দেশের সংস্কৃতির বিনিময় আমাদের বন্ধনকে আরও দৃঢ় করতে পারে।
    তিনি দু’দেশের সাহিত্যকর্মকে পরস্পরের ভাষায় অনুবাদ করার ওপর গুরুত্বারোপ করেন। 
    তিনি বলেন, দু’দেশের আগ্রহের প্রেক্ষিতে সাংস্কৃতিক চুক্তির ব্যাপারে এ মন্ত্রণালয় থেকে ২০১৪ সালে একটি প্রস্তাব স্পেনের কাছে পাঠানো হয়েছে। আমরা এখনও সে দেশের কাছ থেকে কোন মতামত পাইনি। তাদের সম্মতি পাওয়ার ব্যাপারে তিনি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।
    স্পেনে মুসলিম সভ্যতার নিদর্শনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন,  তার দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ঐতিহ্যবাহী ও প্রাচীন। অন্যদিকে বাংলাদেশেরও রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। দু’দেশের সংস্কৃতির বিনিময় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটিকে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশ থেকে স্পেনের সাথে সাংস্কৃতিক চুক্তির ব্যাপারে যে প্রস্তাব দেয়া হয়েছে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি মন্ত্রীকে আশ্বস্ত করেন।
#

কুতুবুদ-দ্বীন/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭৩২ 

সকল সিএনজি স্টেশনে আগামী ২৫ সেপ্টেম্বর 
রাত ১২টা থেকে ২৬ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) :

    বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য দেশের সকল সিএনজি স্টেশনসমূহে আগামী 
২৫ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার দিবাগত রাত ১২ টা থেকে পরদিন ২৬ সেপ্টেম্বর, শনিবার দিবাগত রাত ১২.০০ টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 
#

আসলাম/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৪৫ ঘণ্টা 


  তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭৩১

বিআরটিএ’র কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষ চালু 

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) :

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘœ করার লক্ষ্যে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। বিআরটিএ’র কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
    নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর: ৯১৩০৬৬২ ও মোবাইল নম্বর: ০১৯৬৬-৬২২০১৯। নিয়ন্ত্রণ কক্ষটি আজ ২২ সেপ্টেম্বর থেকে আগামী ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে।
    সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব মো. আব্দুল মালেক (মোবা: ০১৭৩০৭৮২৯৪৬) নিয়ন্ত্রণ কক্ষের তত্ত্বাবধান করছেন।
#

নাছের/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫৩০ ঘণ্টা 

 

 তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭৩০

বস্ত্র ও তৈরিপোশাক খাতে দক্ষ জনশক্তি সৃষ্টিতে সরকারের বিশেষ গুরুত্বারোপ

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) : 

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার একটি সম্ভাবনাময় খাত হতে পারে বস্ত্র ও তৈরিপোশাক খাত। তাই এ খাতের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী মির্জা আজম এর সভাপতিত্বে আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের এক পর্যালোচনা সভা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরীর পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।                                     
    প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব বাজারে ৬ শত ৫০ বিলিয়ন ডলারের পোশাক পণ্যের চাহিদার বিপরীতে বর্তমানে বাংলাদেশের অবদান শতকরা ৫ ভাগ, ২০২১ সালে এটিকে ৮ ভাগে উন্নীত করতে হবে।  দেশের বস্ত্র ও তৈরিপোশাক খাতে বর্তমানে দক্ষ জনবল প্রয়োজন ১ লাখ ৫৯ হাজার, আছে মাত্র ৪৭ হাজার ৫ শত জন, ২০২১ সালে এ খাতে সাড়ে ৮১ হাজার দক্ষ জনবল সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বস্ত্র শিক্ষার প্রতি সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে। 
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বস্ত্র ও তৈরিপোশাক খাত একটি দ্রুত বর্ধনশীল উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্প। দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ শিল্পের রয়েছে অসামান্য অবদান। কারণ বর্তমানে বস্ত্র ও তৈরিপোশাক শিল্পে প্রায় ৫০ লাখ লোক নিয়োজিত আছেন যাদের অধিকাংশ নারী। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে এ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিগত ২০১৩-২০১৪ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় শতকরা ৮৪ ভাগ অর্থাৎ সাড়ে ২৪ বিলিয়ন ডলার অর্জিত হয়েছে শুধু বস্ত্র ও তৈরি পোশাক খাত থেকে। 
প্রতিমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০২১ সালে বস্ত্র ও তৈরিপোশাক খাত থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে এবং বিশ্বে বাংলাদেশের বস্ত্র ও তৈরিপোশাক খাতকে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছানো সম্ভব হবে। তবে এ জন্য প্রয়োজন দক্ষ জনবল, উন্নত প্রযুক্তি, সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম।
সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ার, উপ-প্রধান মো. আব্দুল মতিন, বস্ত্র পরিদপ্তরের পরিচালক মো. ইসমাইল এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
রেজাউল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫১৫ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭২৮ 

কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত কন্টেইনার বা ডাস্টবিনে ফেলার আহ্বান ডিএসসিসি’র   

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) : 
    
    ঈদুল আযহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব যার অন্যতম অনুষঙ্গ পশু কোরবানি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় প্রতি বছর লক্ষাধিক পশু কোরবানি করা হয়ে থাকে। ঈদুল আযহা উপলক্ষে ঢাকা দক্ষিণ কর্পোরেশন আওতাধীন এলাকায় প্রায় ১৯ হাজার টন বর্জ্য উৎপন্ন হয়, যা দ্রুততম সময়ে অপসারণ সিটি কর্পোরেশনের জন্য বিশাল চ্যালেঞ্জ। কোরবানির জবাইকৃত পশুর বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিশদ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এক্ষেত্রে জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত রাখা সহজতর হবে। 
    কোরবানির জন্য নির্বাচিত গবাদি পশুর খড়কুটো, গোবর ইত্যাদি ভালভাবে পরিষ্কার করে মুখ বন্ধ বস্তায় সিটি কর্পোরেশনের কন্টেইনার বা ডাস্টবিনে ফেলতে হবে।  
    রাস্তা ও পাকা স্থানে কোরবানি করা যাবে না। কোরবানির রক্ত ও বর্জ্য যতদ্রুত সম্ভব মাটিতে পুঁতে ফেলতে হবে এবং জবাই এর স্থান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
    কোরবানির পশুর উচ্ছিষ্ট নাড়ি-ভুড়ি, গোবর ইত্যাদি কোন অবস্থাতেই ড্রেনে ফেলা যাবে না। এগুলো অবশ্যই ডিএসসিসি’র নির্ধারিত কন্টেইনার বা ডাস্টবিনে ফেলতে হবে। 
#
বিলাল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৪৩০ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭২৭

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় ঈদগাহ এবং 
বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ঈদের জামাতের সময়সূচি 

ঢাকা, ৭ আশ্বিন (২২ সেপ্টেম্বর) : 

আগামী ১০ জিলহজ ১৪৩৬ হিজরি মোতাবেক ২৫ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদ্যাপিত হবে। এ উপলক্ষে জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।  
প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। উক্ত জামাতসমূহ যথাক্রমে সকাল ৭ টায় প্রথম জামাত, সকাল ৮ টায় দ্বিতীয় জামাত, সকাল ৯ টায় তৃতীয় জামাত, সকাল ১০ টায় চতুর্থ জামাত এবং সর্বশেষ ও পঞ্চম জামাত সকাল ১০.৪৫ টায় অনুষ্ঠিত হবে।  
#
বিল্লাল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১১৩০ ঘণ্টা 

Todays handout (8).doc