তথ্যবিবরণী নম্বর : ২৯৯
ডেপুটি স্পিকারের মাতার মৃত্যুতে স¦াস্থ্যমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর শোক
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মাতা বেগম হামিদুন্নেসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মন্ত্রীদ্বয় আজ পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
#
পরীক্ষিৎ/শহিদুল/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৮
শনির আখড়া যাত্রাবাড়ী এলাকার ৯৭৫টি বিকল টেলিফোন শীঘ্রই সচল হবে
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
যাত্রাবাড়ী টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন শনির আখড়া এলাকা থেকে ২৪ জানুয়ারি ২৪০০ জোড়ার ভূগর্ভস্থ প্রাইমারি ক্যাবল চুরি হওয়ায় শনির আখড়া ও সংলগ্ন কয়েকটি এলাকার প্রায় ৯৭৫টি টেলিফোন বিকল হয়ে পড়েছে।
ক্যাবল চুরির কারণে সাইনবোর্ড, তুষার ধারা, গিরি ধারা, ভুইগড়, সাদ্দাম মার্কেট, মেডিকেল রোড, শহীদ নগর, মুজাহিদ নগর, হাবিব নগর, রায়ের বাগ, খানকা শরীফ, মদিনাবাগ, মেরাজ নগর, মোহাম্মদ বাগ, স্মৃতি ধারা, জনতা বাগ, শনির আখড়া, মুসলিম নগর, ইনু পট্টি, মাদ্রাসা বাজার ও হাসেম রোডসহ বিভিন্ন এলাকার গ্রাহকগণ টেলিফোনসেবা থেকে বঞ্চিত।
বিটিসিএল জরুরিভিত্তিতে ক্যাবল প্রতিস্থাপনের ব্যবস্থা নিয়েছে। শীঘ্রই বিকল টেলিফোনসমূহ সচল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
#
মোরশেদ/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৬/২১৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৭
চার নদী দূষণমুক্ত রাখতে প্রকল্প গ্রহণ করবে নৌপরিবহণ মন্ত্রণালয়
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর দূষণরোধে একটি প্রকল্প গ্রহণ করবে নৌপরিবহণ মন্ত্রণালয়। প্রকল্প গ্রহণের পর ফিজিবিলিটি স্টাডি করার জন্য কনসালট্যান্ট নিয়োগ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ নৌপরিবহণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উল্লিখিত নদীগুলোর দূষণরোধে করণীয় নির্ধারণ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে সিদ্ধান্ত হয়, দূষণের হাত থেকে নদীকে রক্ষা করতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সেসব কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য, মেয়র ও কাউন্সিলরদের সম্পৃক্ত করা হবে।
বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, সুনির্দিষ্ট সময় দিয়ে হাজারিবাগের ট্যানারি কারখানা স্থানান্তরে শিল্প মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। নির্ধারিত সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর করা না হলে সেগুলো বন্ধ করে দেয়া হবে। এছাড়া, যেসব শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট-ইটিপি) আছে, তা চালু না রাখলে শুধু জরিমানা নয়, সেগুলো বন্ধ করে দেয়া হবে। যেসব প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করা হয়নি সেগুলোতে সুনির্দিষ্ট সময় দিয়ে তা স্থাপনে বাধ্য করা হবে, অন্যথায় কারখানা বন্ধ করে দেয়া হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে চীনের চার সাবেক রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
১৯৯৭ হতে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত চীনের ৪ সাবেক রাষ্ট্রদূত আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মো. শাহ্রিয়ার আলমের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।
চীনা সাবেক রাষ্ট্রদূতগণ হলেন ওয়াং চুংগি (ডধহম ঈযঁহমর), হু কিয়ানওয়েন (ঐঁ ছরধহবিহ), চাই জি (ঈযধর ঢর) এবং ঝেং কিংডিয়ান (তযবহম ছরহমফরধহ)। এছাড়া, চাইনিজ পিপলস্্ ইনস্টিটিউট অভ্ ফরেন এফেয়ার্সের সিনিয়র রিসার্চ ফেলো ডু মিন (উঁ গরহ) উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে চীনের সাবেক রাষ্ট্রদূতগণ বলেন, যে সময়ে তাঁরা এ দেশে দায়িত্ব পালন করেছেন সে সময়ের বাংলাদেশের সাথে আজকের বাংলাদেশের আর্থসামাজিক চিত্রের তফাৎ চোখে পড়ার মতো। উন্নত অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চ হার, মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য, এসবই বলে দিচ্ছে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত ওয়াং চুংগি বলেন, অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ উন্নয়নের প্রধানতম দু’টি শর্ত। চীন সরকার বাংলাদেশের উন্নয়নে সহযোগিতায় বরাবরই আগ্রহী। রাষ্ট্রদূত চাই জি তরুণ নেতা হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমের কৌশলগত দৃষ্টির ভূয়সী প্রশংসা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম সাবেক চীনা রাষ্ট্রদূতদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের কৃষি, শিল্প, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রের অগ্রগতি এবং তথ্যপ্রযুক্তিসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়নচিত্র তুলে ধরেন।
শাহ্রিয়ার আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনী মেনিফেস্টোর প্রতি তরুণ প্রজন্মসহ দেশবাসীর অকুণ্ঠ সমর্থন রয়েছে। আর এ জনসমর্থন নিয়েই বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যমআয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে।
চীনের সাথে বাংলাদেশের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সম্পর্ক সামনের দিনগুলোতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যকার বর্তমান সম্পর্ক ভবিষ্যতে আরও উজ্জ¦লতর হওয়ার সম্ভাবনা ব্যাপক। এক্ষেত্রে প্রয়োজন দু’দেশের সরকারসমূহের সময়ানুগ সিদ্ধান্তের বাস্তবায়ন। চীনে সাম্প্রতিক সময়ে শ্রমমূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সেদেশের বিনিয়োগকারীদের উৎপাদন কারখানাসমূহ বাংলাদেশে স্থানান্তরের মাধ্যমে লাভজনকভাবে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে- এ অভিমত ব্যক্ত করে তিনি এসব উৎপাদন কারখানায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগ ও বিনিয়োগের আশ্বাস দেন।
#
খালেদা/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৬/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৫
আইপিইউ’র ১৩৬তম এসেম্বলি হবে বাংলাদেশে
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৬তম এসেম্বলি ২০১৭ সালের মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা আজ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব
ড. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে সংসদভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সফররত আইপিইউ’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক অ্যানডা ফিলিপ (অহফধ ঋরষরঢ়) এবং আইপিইউ’র কনফারেন্স অফিসার সেলী এন সদর (ঝধষষু অহহব ঝধফবৎ) অংশগ্রহণ করেন।
সভায় আইপিইউ’র সফররত পরিচালক অ্যানডা ফিলিপ আসন্ন সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের আইপিইউ’র সদস্যভুক্ত ১৬৮ দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের প্রায় ১৬শ’ প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তিনি সম্মেলনের সম্ভাব্য বিভিন্ন ইভেন্ট তুলে ধরেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব বলেন, এ বিশাল আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা বাংলাদেশের জন্য অনেক সম্মানের। তিনি বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও সক্ষমতার বিষয় তুলে ধরে বলেন, এ বিশাল আয়োজনকে সফল করতে সকলকে আন্তরিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ সম্মেলনের সফল আয়োজন আন্তর্জাতিকভাবে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।
#
মোতাহের/মিজান/মোশাররফ/রফিকুল/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৪
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে নবায়নযোগ্য শক্তির দ্রুত সম্প্রসারণ ঘটছে
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গবেষকদের সাথে সমন্বয় করে নবায়নযোগ্য জ্বালানি নীতি নির্ধারণ করলে তা টেকসই হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে নবায়নযোগ্য শক্তির দ্রুত সম্প্রসারণ ঘটছে। আমাদের দেশেও সময়ের চাহিদা অনুযায়ী নবায়নযোগ্য শক্তির বিস্তার ঘটছে। নীতিমালা অনুসারে ২০২০ সালে শতকরা ১০ ভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি হতে আসবে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শক্তি ইনস্টিটিউট আয়োজিত ‘ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এক্সপো-২০১৬’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাহারা মরুভূমিতে ৩০০ী৩০০ কিলোমিটারের জায়গা নিয়ে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করলে সারাবিশ্বে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুতের যোগান দেয়া সম্ভব। প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে এ বিদ্যুৎ গ্রিন গ্রিড (এৎববহ এৎরফ) এর মাধ্যমে এক দেশ হতে অন্য দেশে দেয়া যেতে পারে। ঢাকার ছাদগুলোতে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, তরুণ মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে পাঁচশ’ জনকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ইন্টার্নশিপ করার সুযোগ দেয়া হবে, যাতে এসব মেধাবী শিক্ষার্থীরা তাদের কাজকর্ম সম্পর্কে পূর্বপ্রস্তুতি নিতে পারে। ইতোমধ্যে ৫০ জনকে ইন্টার্নশিপ করার সুযোগ দেয়া হয়েছে বলে তিনি জানান।
সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ¯্রডোর চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার, প্র্যাক্টিক্যাল একশন বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর হাসিনা জাহান এবং শক্তি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাইফুল হক বক্তব্য রাখেন।
#
আসলাম/মিজান/মোশাররফ/জসীম/সেলিম/২০১৬/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯৩
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সমাবর্তনে শিক্ষামন্ত্রী
শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার নির্ধারিত শর্তপূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থী ভর্তিবন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
মন্ত্রী আজ ঢাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৫তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় একথা বলেন।
আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তনে শিক্ষামন্ত্রী বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যায়নি, একাধিক ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে, তাদের জন্য সরকার এক বছর সময় বেঁধে দিয়েছে। তিনি আইন অমান্যকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে এক বছর অতিক্রান্তে নতুন শিক্ষার্থী ভর্তিবন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জনাব নাহিদ তাঁর বক্তৃতায় শিক্ষাকে উন্নয়নের হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, দেশের জন্য পর্যাপ্তসংখ্যক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ উচ্চশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে না পারলে দেশ উন্নত হবে না। তিনি বলেন, সে ধরণের উচ্চশিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। মেডিকেল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যার মতো জীবনমুখী প্রযুক্তিগত শিক্ষার প্রসারে অনেকগুলো বিশেষায়িত কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। উচ্চশিক্ষার মান বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইনের আধুনিকায়নসহ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে উচ্চশিক্ষা প্রসারের সম্ভাবনাময়খাত হিসেবে উল্লেখ করে নাহিদ বলেন, অনেক বিদেশি উচ্চশিক্ষা অর্জনের জন্য এখন বাংলাদেশে ছুটে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সংশ্লিষ্ট আইনকানুন মেনে চলার জন্য তিনি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং সমাবর্তন বক্তা প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ২ হাজার ১৯৭ জন ¯œাতক ও ¯œাতকোত্তরকে সনদ প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে সমাবর্তন শোভাযাত্রার নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রী।
#
সাইফুল্লাহ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯২
তাসখন্দে বাংলাদেশের পর্যটন বিষয়ক সভা অনুষ্ঠিত
তাসখন্দ (উজবেকিস্তান), ২৭ জানুয়ারি :
তাসখন্দ টুরিজম প্রফেশনাল কলেজের উদ্যোগে গতকাল মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে এক সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশের পর্যটনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, কলেজের পরিচালক, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং টুরিজম কলেজের কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে সুদীর্ঘকালের সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন, সম্পর্ক ও ঐতিহ্য তুলে ধরে বলেন, বাংলাদেশ ও উজবেকিস্তান এবং মধ্য এশিয়ার দেশসমূহের মধ্যে পর্যটনশিল্প বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে ।
রাষ্ট্রদূত মান্নান ২০১৬ সালকে বাংলাদেশের পর্যটনবর্ষ হিসেবে ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনাসমূহ এবং বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এবং পোশাকশিল্প বিশ্বের নজর কাড়তে সক্ষম হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত ও ম্যানগ্রোভ ফরেস্ট এবং রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশে রয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যসংবলিত স্লাইড প্রদর্শন, পর্যটনের ওপর নির্মিত ‘বিউটিফুল বাংলাদেশ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বাংলাদেশের বিভিন্ন ধরণের খাবার রন্ধন প্রণালী সরাসরি প্রদর্শন করা হয়। এছাড়া, বাংলাদেশের পর্যটনের ওপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
#
নৃপেন্দ্রনাথ/মিজান/মোশাররফ/রফিকুল/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯১
জাতীয় সংসদ জাদুঘর স্থাপন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
জাতীয় সংসদ জাদুঘর স্থাপনের লক্ষ্যে জাতীয় সংসদ জাদুঘরের স্বরূপ (ঞযবসব) এবং উপস্থাপন কৌশল নির্ধারণ সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভা আজ জাতীয় সংসদভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
বৈঠকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে বাংলাদেশে সংসদ জাদুঘর স্থাপনের অপরিহার্যতা নিয়ে আলোচনা হয় এবং কমিটির সদস্যবৃন্দ ও উপস্থিত বিশেষজ্ঞবৃন্দ তাদের মতামত উপস্থাপন করেন। এ বিষয়ে ইতঃপূর্বে গঠিত কমিটি জাতীয় সংসদ জাদুঘর স্থাপন সম্পর্কে গৃহীত মতামতের একটি প্রতিবেদন সংসদ সচিবালয়কে উপস্থাপনের সুপারিশ করে। এছাড়াও বৈঠকে আগামী দু’সপ্তাহের মধ্যে লুই আই কানের নকশা অক্ষুণœ রেখে জাতীয় সংসদ জাদুঘরের উপস্থাপন কৌশল ও পরিসর কী হবে সে সম্পর্কে উপস্থিত বিশেষজ্ঞগণকে নকশার খসড়া প্রেরণের সুপারিশ করা হয়।
চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান এবং কাজী রোজী বৈঠকে অংশগ্রহণ করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
#
হুদা/মিজান/মোশাররফ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯০
মাদারীপুরের টেকেরহাট দুগ্ধ কারখানা প্রকল্পের কাজ
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ সমবায় প্রতিমন্ত্রীর
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন মাদারীপুর জেলার টেকেরহাট দুগ্ধ কারখানা প্রকল্পের কাজ আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে কোনো প্রকার গাফিলতি বা শৈথিল্যতা বরদাশত করা হবে না। তিনি আজ সচিবালয়ে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসভায় সভাপতির ভাষণে একথা বলেন। এসময় পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকারসহ বিভিন্ন দপ্তর, সংস্থা ও প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের উন্নয়ন কর্মকা-ের শতভাগ সফলতার যে চিত্র রয়েছে তা ধরে রাখতে হবে। এজন্য তিনি প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্বসমূহ যাতে সুষ্ঠ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে তা নিশ্চিত করতে হবে। পল্লি দারিদ্র্যবিমোচন ফাউন্ডেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানকে দারিদ্র্যমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন নতুন কর্মসূচিগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগে মোট ২৯টি প্রকল্পে ২০১৫-১৬ অর্থবছরে ৯৭৫ কোটি ৯০ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত প্রকল্প কাজের অগ্রগতি সন্তোষজনক। সভায় আরও জানানো হয় জুলাই/২০০৯ হতে ডিসেম্বর, ২০১৬ মেয়াদে চর জীবিকায়ন কর্মসূচির (২য় পর্যায়) অধীন ৮৩ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে দেশব্যাপী ১৭ হাজার ৯৯টি স্বাস্থ্যসম্মত পায়খানানির্মাণ, ২ হাজার ৯৭টি টিউবওয়েল স্থাপন ও ১ হাজার ৬০৮টি স্যাটেলাইট চিকিৎসাকেন্দ্রের মাধ্যমে প্রায় ১ লাখ ২৫ হাজার জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এ প্রকল্পে গ্রামীণ সঞ্চয় ঋণ দলে সুবিধাভোগী মহিলাদের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৪৬৪ জন। এ প্রকল্প বাস্তবায়িত হলে বর্তমান সরকারের চলমান দারিদ্র্যমোচন কর্মসূচি বেগবান হবে।
#
আহসান/আলম/খাদীজা/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৯
ডেপুটি স্পিকারের মাতা বেগম হামিদুন্নেসা’র মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া’র মাতা বেগম হামিদুন্নেসা বার্ধক্যজনিত কারণে আজ দুপুর ১২:৩০ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং হুইপবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
শোকবার্তায় স্পিকার বলেন, বেগম হামিদুন্নেসার মৃত্যুতে দেশ একজন রতœগর্ভা মমতাময়ী মাতাকে হারালো।
এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকতা ও কর্মচারীগণ ডেপুটি স্পিকারের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
#
স্বúন/আলম/খাদীজা/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৮
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ১৪ মাঘ (২৭ জানুয়ারি) :
জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত-এর সভাপতিত্বে কমিটির সদস্য মো. শামসুল হক টুকু, এড. মো. জিয়াউল হক মৃধা, ও সফুরা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল ও কামরুন নাহার জলি।
বৈঠকে ঞযব চৎবংরফবহঃ’ং (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬, ঞযব চৎরসব গরহরংঃবৎ’ং (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬, ঝঢ়বধশবৎ ধহফ উবঢ়ঁঃু ঝঢ়বধশবৎ (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬, ঞযব গরহরংঃবৎং, গরহরংঃবৎং ড়ভ ঝঃধঃব ধহফ উবঢ়ঁঃু গরহরংঃবৎং (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬ এবং গবসনবৎং ড়ভ চধৎষরধসবহঃ (জবসঁহবৎধঃরড়হ ধহফ অষষড়ধিহপবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬ এর ওপর বিস্তারিত আলোচনা হয়।
কমিটি গবসনবৎং ড়ভ চধৎষরধসবহঃ (জবসঁহবৎধঃরড়হ ধহফ অষষড়ধিহপবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬ ব্যতীত অপর চারটি -ঞযব চৎবংরফবহঃ’ং (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬, ঞযব চৎরসব গরহরংঃবৎ’ং (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬, ঝঢ়বধশবৎ ধহফ উবঢ়ঁঃু ঝঢ়বধশবৎ (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬, ঞযব গরহরংঃবৎং, গরহরংঃবৎং ড়ভ ঝঃধঃব ধহফ উবঢ়ঁঃু গরহরংঃবৎং (জবসঁহবৎধঃরড়হ ধহফ চৎরারষবমবং) (অসবহফসবহঃ) ইরষষ, ২০১৬ পর্যালোচনাশেষে সংসদে পেশের জন্য রিপোর্ট চূড়ান্ত করে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবগণ, মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থমন্ত্রণালয়ের অতিরিক্তসচিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
হালিম/আলম/খাদীজা/আসমা/২০১৬/১৪৪০ ঘণ্টা
Handout Number : 287
Debate held about Israel’s new resettlement plan in UN
Dhaka, 27 January:
Expressing serious concern about Israel’s new resettlement plan in the occupied West Bank, the UN member states has urged the international community to remain more committed to actively help Palestinians and Israelis to rebuild trust and achieve an enduring peace.
Representatives of more than 50 member states participated in a day-long open debate at the Security Council (SC) on the situation in the Middle East including the Palestine question at the UNSC in New York yesterday.
Inaugurating the debate, the UN Secretary General Ban Ki-moon said, as the wider Middle East continues to be gripped by a relentless wave of extremist terror, Israelis and Palestinians have an opportunity to restore hope to a region torn apart by intolerance and cruelty.
Urging them to accept this historic challenge, the Secretary General called upon the international community and regional partners for extending their overall support.
Participating in the debate, the Permanent Representative of Bangladesh Masud Bin Momen said, Israel has continued its occupation, expansion of settlements and indiscriminate attacks against civilians including women and children. He said, against the backdrop, Bangladesh pursues a comprehensive solution to the Palestinian question in accordance with the relevant UN resolutions, the Arab Peace Initiative and Quartet Roadmap. Member states should mobilize their combined political efforts through this Council to achieve the goal, he underscored.
Masud said, under the watchful guidance of the Prime Minister Sheikh Hasina’s zero tolerance approach, Bangladesh remains vigilant so that violent extremists cannot just employ any cause for their distorted ideologies and actions. He said, in this spirit, Bangladesh supports the OIC proposals to work towards a Council resolution to revive political efforts aimed at achieving the desired two-state solution. The collective solidarity of the member states with the Palestinian people must be translated into sustained and result-oriented actions, he emphasized.
#
Alam/Khadiza/Asma/2016/1140 hours